৮ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ || শিখনযোগ্যতা অর্জন, ধরন ১ স্পেশাল কুইজ প্রশ্ন ও উত্তর | Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
পোস্টার তৈরি
মূল্যায়ন নির্দেশনা অনুসরণে অঙ্কনভিত্তিক দলগত কাজ
পোস্টার-১ পরিযায়ী পাখিদের সংরক্ষণ করতে সচেতনতামূলক একটি পোস্টার তৈরি কর ।
উদ্দেশ্য : পরিযায়ী পাখিদের সংরক্ষণে সচেতনতা তৈরি করা।
উপকরণ : কাগজ, কলম, পেন্সিল, পোস্টার পেপার, অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই ইত্যাদি ।
কাজের ধারা :
• অনুসন্ধানী পাঠ এবং ইন্টারনেট মাধ্যম থেকে পরিযায়ী পাখিদের সংরক্ষণে করণীয় বিষয়গুলো সম্পর্কে ধারণা নিই
• এবার প্রাপ্ত ধারণার ভিত্তিতে নিচের মতো করে পোস্টার অঙ্কন করি।
অ্যাসাইনমেন্ট বাড়ি থেকে তৈরি করে এনে বিদ্যালয়ে জমা দিতে হয়। অ্যাসাইনমেন্ট করার সময় নির্দেশনা ও ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করবে।
প্রতিবেদন, প্রজেক্ট ও পোস্টারগুলো অনুশীলন বইয়ের বিষয়বস্তুর আলোকে প্রণীত হয়েছে। শিখনকালীন মূল্যায়নের জন্য এগুলো অতীব ‘গুরুত্বপূর্ণ হওয়ায় বুঝে প্র্যাকটিস করবে।
৮ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ || শিখনযোগ্যতা অর্জন, ধরন ১ স্পেশাল কুইজ প্রশ্ন ও উত্তর
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
শিখনযোগ্যতা অর্জনের লক্ষ্যে আরও কিছু শিখি
ধরন ১ স্পেশাল কুইজ ৷
প্রশ্ন ১। তোমাদের এলাকায় বছরের নির্দিষ্ট সময় দেখা যায় এমন পাখিদের কী নামে আখ্যায়িত করা হয়?
উত্তর : পরিযায়ী পাখি ।
প্রশ্ন ২। পরিযায়ী পাখিদের পরিযানের একটি প্রধান কারণ কী?
উত্তর : খাদ্যের প্রাচুর্য।
প্রশ্ন ৩। পৃথিবীর গোলাকার মডেলকে সংক্ষেপে কী বলে?
উত্তর : গ্লোব ।
প্রশ্ন ৪। অতিথি পাখির যাত্রাপথকে কি নামে ডাকা হয়?
উত্তর : ভ্রমণপত্র বা Flyway ।
প্রশ্ন ৫। গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি টানা রেখাগুলোর নাম কী?
উত্তর : দ্রাঘিমা রেখা ।
প্রশ্ন ৬। পৃথিবীর ভৌগোলিক স্থানাঙ্ক বোঝার জন্য কয় ধরনের রেখা ব্যবহার করা হয়?
উত্তর : ২ ধরনের।
প্রশ্ন ৭। পরিযায়ী পাখিরা কোন সময় বাংলাদেশে আসে?
উত্তর : শীতের শুরুতে ।
প্রশ্ন ৮। সাদা খঞ্জন, বন বাটান, কালো স্কিমার প্রভৃতি পাখি কি নামে পরিচিত?
উত্তর : পরিযায়ী পাখি ।
প্রশ্ন ৯। খুব সহজে এবং নিখুঁতভাবে পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান জানা যায় কিভাবে?
উত্তর : Global Positioning System এর মাধ্যমে।
প্রশ্ন ১০। যেকোনো স্থানের অক্ষাংশ-দ্রাঘিমাংশ সহজভাবে নির্ণয় করার প্রযুক্তিটির নাম কী?
উত্তর : জিপিএস।
প্রশ্ন ১১। অতি শীতলও নয়, অতি উষ্ণও নয়; এমন অঞ্চলকে কি বলে?
উত্তর : নাতিশীতোষ্ণ অঞ্চল ।
প্রশ্ন ১২। পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ে কোন ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবহার করা হয়?
উত্তর : অক্ষাংশ-দ্রাঘিমাংশ ।
প্রশ্ন ১৩। পৃথিবীর মানচিত্রে উত্তর-দক্ষিণ বরাবর টানা লম্বালম্বি রেখাগুলোকে কী বলে?
উত্তর : দ্রাঘিমা রেখা ।
প্রশ্ন ১৪। বাংলাদেশে যখন ভর দুপুর পৃথিবীর উল্টোদিকে তখন কোন সময় বিরাজ করে?
উত্তর : মধ্যরাত ।
পঞ্চম সেশন। অনুশীলন বই, পৃষ্ঠা ০৮
প্রশ্ন ১৫। বাংলাদেশের উপর দিয়ে যাওয়া পরিযায়ী পাখিদের ভ্রমণপথ বা ফ্লাইওয়েটির নাম কী?
উত্তর : East Asian – Australian Flyway |
প্রশ্ন ১৬। East Asian – Australian Flyway ব্যবহার করে প্রায় কত প্রজাতির পাখি চলাচল করে থাকে?
উত্তর : ২৫০ প্রজাতির।
প্রশ্ন ১৭। বাংলাদেশের পাশ দিয়ে যাওয়া একটি ফ্লাইওয়ের নাম উল্লেখ কর ।
উত্তর : Central Asian Flyway |
প্রশ্ন ১৮। পরিযায়ী পাখিরা কোন সময় দক্ষিণের দিকে পরিযায়ন শুরু করে?
উত্তর : শরৎ অথবা হেমন্তের দিকে।
প্রশ্ন ১৯। পরিযায়ী পাখিরা কোন সময় উত্তরের দিকে যাত্রা শুরু করে?
উত্তর : বসন্তকালে ।
প্রশ্ন ২০। পরিযায়ী পাখিরা প্রজনন ও বাসা বাঁধার কাজ কোন অঞ্চলে সম্পন্ন করে থাকে?
উত্তর : উত্তরের সাইবেরীয় বা তুন্দ্রা অঞ্চলে ।
প্রশ্ন ২১। “খাদ্যের প্রাচুর্যের খোঁজ” ছাড়াও আর কোন প্রধান কারণে পাখিরা পরিযাণে অংশগ্রহণ করে থাকে?
উত্তর : তীব্র শীত থেকে বাঁচতে ।
প্রশ্ন ২২। পরিযায়ী পাখিদের যাত্রাপথ সম্পর্কে বিজ্ঞানীরা কিভাবে চমকপ্রদ সব তথ্য সংগ্রহ করেন?
উত্তর : জিপিএস প্রযুক্তির মাধ্যমে।
ষষ্ঠ সেশন। অনুশীলন বই, পৃষ্ঠা ১০
প্রশ্ন ২৩ । পৃথিবীর বিভিন্ন স্থানে ঋতু পরিবর্তনের কারণ কী?
উত্তর : বার্ষিক গতি ।
প্রশ্ন ২৪ । অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মূলত কী?
উত্তর : কোণ ।
প্রশ্ন ২৫। পৃথিবীতে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল সৃষ্টির কারণ কী?
উত্তর : সূর্যালোকের বিকিরণ প্যাটার্ন ।
প্রশ্ন ২৬। পৃথিবীর বিভিন্ন স্থানে ভৌগোলিক বৈচিত্র্য কিভাবে অটুট থাকে?
উত্তর : সূর্যালোকের তারতম্যের কারণে ।
প্রশ্ন ২৭। সূর্যালোক তির্যকভাবে পড়ায় খুব কম তাপমাত্রা থাকে কোন অঞ্চলে?
উত্তর : মেরু অঞ্চলে ।
প্রশ্ন ২৮। শীতল মরুভূমি হিসেবে অভিহিত করা হয় কোন অঞ্চলকে?
উত্তর : তুন্দ্রা অঞ্চল ।
প্রশ্ন ২৯ । পৃথিবীর সর্বত্র দিন রাতের দৈর্ঘ্য সমান হয় কোন দুইদিন?
উত্তর : ২১শে মার্চ এবং ২৩শে সেপ্টেম্বর।
৮ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ || শিখনযোগ্যতা অর্জন, ধরন ১ স্পেশাল কুইজ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ৩০। পরিযায়ী পাখিরা তাদের পরিযানের সময় এই বিশাল রাস্তা চেনে কিভাবে?
উত্তর : দেহের অভ্যন্তরে থাকা চৌম্বক দিয়ে।
প্রশ্ন ৩১। বৈদ্যুতিক প্রবাহের সাহায্যে চৌম্বক তৈরি করা সম্ভব কী ?
উত্তর : সম্ভব ।
প্রশ্ন ৩২। সাধারণভাবে চুম্বক কত প্রকার?
উত্তর : দুই প্রকার ।
প্রশ্ন ৩৩। কম্পাস কিসের উপর ভিত্তি করে কাজ করে?
উত্তর : চুম্বক ।
প্রশ্ন ৩৪। কোন দেশের নাবিকেরা প্রথম কম্পাস তৈরি করেছিল?
উত্তর : চীন দেশের ।
প্রশ্ন ৩৫। “বিদ্যুৎ আর চৌম্বক আলাদা বিষয় নয়” বিষয়টি কোন বিজ্ঞানী প্রমাণ করেন?
উত্তর : জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ।
প্রশ্ন ৩৬। পরিযায়ী পাখিদের ঠোঁটের উপর চৌম্বকধর্ম সম্পন্ন কোন বস্তুকণা রয়েছে?
উত্তর : ম্যাগনেটাইট ।
প্রশ্ন ৩৭। পরিযায়ী পাখিদের কোন আইনের আওতায় নিরাপত্তা প্রদান করা হয়েছে?
উত্তর : বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ।
প্রশ্ন ৩৮। পরিযায়ী পাখি শিকারের সর্বোচ্চ শাস্তি কী?
উত্তর : ২ বছর কারাদণ্ড অথবা ২ লাখ টাকা অর্থদণ্ড।
প্রশ্ন ৩৯। সঠিক পথ নির্ণয়ে পরিযায়ী পাখিরা কি ব্যবহার করে?
উত্তর : দেহাভ্যন্তরের চৌম্বক ।
প্রশ্ন ৪০। কম্পাসের চৌম্বক সবসময় উত্তর-দক্ষিণে মুখ করে থাকে কেন?
উত্তর : পৃথিবীর চৌম্বকত্বের কারণে।
প্রশ্ন ৪১। পরিযায়ী পাখিদের চুম্বক ছাড়াও আর কোন জিনি পথ চিনতে সাহায্য করে?
উত্তর : চাঁদ, তারা ও সূর্য।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।