৫ম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১১ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ১১তম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. বান্দরবান শহরের কাছে চিম্বুক পাহাড়ে গেলে তুমি কোন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ দেখতে পাবে?
ক. ওঁরাও
খ. রাজবংশী
গ. মালপাহাড়ি
ঘ. ম্রো
২. অতীতে সিলেট অঞ্চলে জয়ন্তা ও জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল। উক্ত রাজ্যে আগে কোন ক্ষুদ্র জাতিসত্তা বাস করত বলে ধারণা করা হয়?
ক. খাসি খ. ম্রো গ. গারো ঘ. রাখাইন
৩. কে মুরং বিয়ে করে তাদের সমাজব্যবস্থা অনুযায়ী স্ত্রীর সাথে শ্বশুর বাড়িতে থাকেন। কে মুরং কোন ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্গত?
ক.চাকমাখ. ম্রোগ. ফরম ঘ. গারো
৪. নারীরা মাথায় ফুল দিয়ে সেজে আনন্দ উৎসবে মেতে ওঠে। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. ফাগুয়া খ. সাংগ্রেন গ. বিশুঘ. ওয়াংগালা
৫. রিঝুর পরীক্ষার জন্য সে ‘বিশু’ উৎসবে তেমন বেশি সময় কাটাতে পারেনি। রিঝু কোন উপাজাতির অন্তর্ভুক্ত?
ক. গারো
খ. ভালোবাসা
গ. শ্রদ্ধা
ঘ. ত্রিপুরা
৬. বিজু এমন একটি রাজ্যের নাম জানে যেখানে অতীতে খাসিরা বাস করত। রাজ্যটি হচ্ছে
ক. জয়ন্তা খ. অজন্তা গ. অবেং ঘ. মারুং
৭. তোমরা একের অন্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে কী জানাবে?
ক. সম্মান খ. ভালোবাসাগ. শ্রদ্ধা ঘ. হিংসা
৮. গারো সমাজ মাতৃতান্ত্রিক। কোন সমাজের প্রভাবে তাদের আচরণ ও অনুশীলন পরিবর্তিত হচ্ছে?
ক. খাসিখ. বাঙালিচ গ.চাকমা ঘ. মালপাহাড়ি
৯. ধ্রæবদের বাড়ি সিলেট জেলায় অবস্থিত। তাদের এলাকায় কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে?
ক. গারো খ. খাসিচ গ. ম্রো ঘ. ত্রিপুরা
১০. রূপালী খাসি জাতিসত্তার সদস্যার বোনের মধ্যে সে সবার ছোট। খাসি সমাজের নিয়ম অনুসারে পারিবারিক সম্পত্তি বণ্টন করা হলে
ক. রূপালী বেশিরভাগের উত্তরাধিকারী হবে
খ. বড় বোন বেশিরভাগের উত্তরাধিকারী হবে
গ. দ্বিতীয় বোন বেশিরভাগের উত্তরাধিকারী হবে
ঘ. তৃতীয় বোন বেশিরভাগের উত্তরাধিকারী হবে
১১. তিশমার পরিবারের ছেলেরা ফুংগ মারুং নামক পোশাক পরিধান করে। তিশমার পরিবারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. মারমা পরিবার
খ. গারো পরিবার
গ. খাসি পরিবার
ঘ.চাকমা পরিবার
১২. ম্রো সমাজে শিশুদের ৩ বছর হলে ছেলে ও মেয়ে উভয়ের কানেই ছিদ্র করে দেয়া হয়। এর কারণ কী?
ক. এটি একটি রীতি
খ. এটি ধর্মীয়ভাবে স্বীকৃত
গ. এটি গুরুজনদের আদেশ
ঘ. এটি উৎসবের অংশ
১৩. বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিসত্তা গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য ‘কের’ পূজা করেন?
ক. মারমা
খ. সাঁওতাল
গ. ওঁরাও
ঘ. ত্রিপুরা
১৪. মনখেমে ভাষাভাষীরা সিলেটে বসবাস করে। তাদের প্রধান দেবতার নামÑ
ক. মন থেমে
খ. উবøাই নাংথউ
গ. তোরাই
ঘ. ফুংগ মারুং
১৫. ত্রিপুরা উপজাতি মেয়েদের বংশ পরিচয় নির্ধারিত হয় কীভাবে?
ক. এলাকা রীতি অনুযায়ী
খ. স্বামীর গোষ্ঠী অনুযায়ী
গ. পিতার গোষ্ঠী অনুযায়ী
ঘ. মাতার গোষ্ঠী অনুযায়ী
১৬. খাসিরা অতিথিদের পান-সুপারি দিয়ে আপ্যায়ন করে কেন?
ক. পান-সুপারিকে পবিত্র মনে করে
খ. দাম কম বলে
গ. সহজে পাওয়া যায় বলে
ঘ. প্রধান খাদ্য বলে
১৭. গারো সমাজের মতোই পরিবারের ছোট মেয়ে প্রচুর সম্পত্তির অধিকারী হলো সেজুতি। তার জনগোষ্ঠী কিসেরাষ করে?
ক. জুম
খ. পান
গ. ধান
ঘ. মৌমাছি
১৮. ওঁরাওদের ভাষা দুইটি। একটি সাদ্রি। অপরটি
ক. মনখেমে
খ. কুড়–খ
গ. মৈতৈ
ঘ. অবেৎ
১৯. আবির ময়মনসিংহে গিয়ে দেখতে পেল সেখানে সমাজ মাতৃতান্ত্রিক। সে কোন জনগোষ্ঠীর দেখা পেল?
ক. গারোচ খ. ম্রো গ. ওঁরাও ঘ. ত্রিপুরা
২০. নববর্ষের প্রথম দিনে মানিয়া বিশু উৎসব পালন করে। সে কোন জনগোষ্ঠীর লোক?
ক.চাকমা
খ. ওঁরাও
গ. ত্রিপুরাচ
ঘ. খাসি
২১. মাতৃতান্ত্রিক সমাজ বলতে তুমি কী বুঝবে?
ক. পিতা পরিবারের প্রধান
খ. মা পরিবারের প্রধানচ
গ. বড় ভাই পরিবারের প্রধান
ঘ. বড় বোন পরিবারের প্রধান
২২. বিনয় ত্রিপুরা পার্বত্যট্টগ্রামে বাস করেন। বিনয় কোন ধর্মের অনুসারী?
ক. সাংসারক
খ. সনাতন
গ. খ্রিষ্ট
ঘ. বৌদ্ধ
২৩. বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, হালুয়াঘাটে কোন উপজাতি সম্পদ্রায়ের বসবাস?
ক. গারো খ. খাসি গ. ম্রো ঘ. ত্রিপুরা
২৪.পাংখুয়া উবøাই নাংথউ-এর পূজা করে। তার ভাষার নাম কী?
ক. মনপুরা
খ. মনেপড়ে
গ. মনখেমে
ঘ. মনযেয়ে
সাধারণ
২৫. কোন ক্ষুদ্র জাতিসত্তার মেয়েরা ‘কাজিম পিন’ নামক বøাউজ ও লুঙ্গি পরে?
ক. খাসি
খ. ম্রো
গ. গারো
ঘ. ত্রিপুরা
২৬. ওঁরাওদের প্রধান খাবার কোনটি?
ক. মাছ
খ. খিচুরি
গ. ভাত
ঘ. রুটি
২৭. “ওয়াংগালা” কাদের প্রধান উৎসবের নাম?
ক. খাসি
খ. গারো
গ. ম্রো
ঘ. ত্রিপুরা
২৮. গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?
ক. দকবান্দাচ খ. লুঙ্গি গ. কাজিম পিন ঘ. ওয়াংলাই
২৯. ওঁরাওদের গ্রাম প্রধান কী নামে পরিচিত?
ক. হেডম্যান
খ. কারবারি
গ. রোয়াজা
ঘ. মাহাতো
৩০. খাসিরা সাধারণত কীভাবে জীবিকা নির্বাহ করে?
ক. কৃষিকাজ করে
খ. মাছাষ করে
গ. গবাদি পশু পালন করে
ঘ. ব্যবসা-বাণিজ্য করে
৩১. গারোরা কোথায় বসবাস করে?
ক. ময়মনসিংহ
খ. মাগুরা
গ. পটুয়াখালী
ঘ. বাগেরহাট
৩২. ‘সালজং’ কিসের প্রতীক?
ক. সমুদ্রের
খ. নদীর
গ. পাহাড়ের
ঘ. সূর্যের
৩৩. কারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করে?
ক. গারোরা
খ. খাসিরা
গ.চাকমারা
ঘ. ম্রোরা
৩৪. ত্রিপুরারা তাদের দলকে কী বলে?
ক. রয়া
খ. রিফা
গ. দফা
ঘ. ক্রামাৎ
৩৫. ‘কুড়–খ’ কী?
ক. খাবার
খ. পোশাক
গ. জাতি
ঘ. ভাষা
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
৩৬. বাংলাদেশের কোন এলাকায় ক্ষুদ্র জাতিসত্তা নেই?
ক. ময়মনসিংহ
খ. দিনাজপুর
গ. রংপুর
ঘ. খুলনা
৩৭. বাংলাদেশের ত্রিপুরারা কোন সমাজের অধিকারী?
ক. মাতৃতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. ব্যক্তিতান্ত্রিক
ঘ. পিতৃতান্ত্রিক
৩৮. ‘নকমান্দি’ কাদের বাড়ি?
ক. গারো
খ. খাসি
গ. ম্রো
ঘ. ত্রিপুরা
৩৯. ‘কাজিম পিন’ কোন জাতিসত্তার মেয়েদের পোশাক?
ক. গারো
খ. খাসি
গ. ওঁরাও
ঘ. ত্রিপুরা
৪০. কোন জাতিসত্তার প্রধান উৎসবের নাম ওয়াংগালা?
ক. গারো
খ. খাসিয়া
গ. হাজং
ঘ. বম
৪১. ত্রিপুরা নারীদের পোশাকের কোন অংশকে রিসা বলা হয়?
ক. উপরের
খ. নিচের
গ. মাঝের
ঘ. শেষের
৪২. ওঁরাওদের বসবাস-
ক. বৃহত্তর খুলনা অঞ্চলে
খ. বৃহত্তর রাজশাহী অঞ্চলে
গ. বৃহত্তরট্টগ্রাম অঞ্চলে
ঘ. বৃহত্তর বরিশাল অঞ্চলে
৪৩. বাংলাদেশের গারোরা কোন ভাষায় কথা বলে?
ক. আচিক
খ. মনখেমে
গ. আরাকানি
ঘ. ফুলাবারেং
৪৪. কোন সমাজে মেয়েরা পরিবার ও সমাজে কর্তৃত্ব করে?
ক. ম্রো ও ত্রিপুরা
খ. গারো ও খাসি
গ.চাকমা ও ওঁরাও
ঘ. মারমা ও সূর্যবংশী
৪৫. গারোদের আদি ধর্মের নাম কী?
ক. উব্লাই নাংথউ
খ. তোরাই
গ. সাংসারেক
ঘ. ধরমেশ
৪৬.গারোদের সমাজ কিরূপ?
ক. পিতৃতান্ত্রিক
খ. মাতৃতান্ত্রিক
গ. বড়ভাই প্রধান
ঘ. বড় বোন প্রধান
৪৭.গারোরা অধিকাংশই কোন ধর্মাবলম্বী?
ক. ইসলাম
খ. হিন্দু
গ. খ্রিষ্ট
ঘ. বৌদ্ধ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।