শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় পঞ্চম | প্রশ্ন ও উত্তর | PDF: চতুর্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টির ৫ম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
পঞ্চম অধ্যায় – নবি ও রাসুলগণের পরিচয় ও জীবনাদর্শ
অধ্যায়টি পড়ে জানতে পারব
মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর জন্ম পরিচয়
ইসলাম প্রচারের মহানবি (স.)-এর অক্লান্ত চেষ্টা সম্পর্কে
মহানবি (স.)-এর জীবনের ঘটনা ও বিভিন্ন চারিত্রিক. গুণাবলি সম্পর্কে
হযরত মূসা (আ.)-এর জন্ম পরিচয় ও নবুয়ত লাভ সম্পর্কে
ফিরআউনের ধ্বংস হওয়ার কাহিনী
হযরত হুদ (আ.), হযরত সালিহ (আ.), হযরত ইসহাক. (আ.) ও হযরত লূত (আ.)-এর স¤প্রদায় সম্পর্কে
হযরত শুয়াইব (আ.), হযরত ইলিয়াস (আ.), হযরত যুলকিফল (আ.) এবং হযরত যাকারিয়া (আ.)-এর জীবনাদর্শ সম্পর্কে
অধ্যায়ের মূল বিষয়বস্তু জেনে নিই
আল্লাহ তায়ালা মানুষের হিদায়াতের উদ্দেশ্যে এই পৃথিবীতে অনেক. নবি-রাসুল পাঠিয়েছেন। কুরআন মজিদে ২৫ জন নবি-রাসুলের নাম উল্লেখ. আছে। এদের মধ্যে হযরত আদম (আ.) পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবি। আর হযরত মুহাম্মদ (স.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি।
কোন পথে চললে মহান আল্লাহ খুশি হবেন, কী কাজ করলে দুনিয়াতে সুখে- শান্তিতে থাকব, এসবের সন্ধান আমরা পেয়েছি নবি-রাসুলগণের মাধ্যমে। নবি-রাসুলগণ ছিলেন মানুষের জন্য আদর্শ শিক্ষক। তাঁরা আমাদের মহান আল্লাহর ইবাদত করার নিয়ম কানুন শিখিয়েছেন। সঠিক. পথে জীবন যাপন করার পদ্ধতি শিখিয়েছেন। আমরা নবি-রাসুলগণের জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করব।
ক. বহুনির্বাচনি প্রশ্ন :
সঠিক. উত্তরের পাশে টিক. () চিহ্ন দাও।
১. আমাদের সৃষ্টি করেছেন কে?
ক. মানুষ
খ. রাসুল
গ. আল্লাহ
ঘ. জিন
২. মহানবি (স.)-এর আম্মার নাম কী?
ক. মরিয়ম
খ. আমিনা
গ. আছিয়া
ঘ. ফাতিমা
৩. হারবুল ফিজর শব্দের অর্থ কী?
ক. অন্যায় সমর
খ. ন্যায় সমর
গ. শান্তি
ঘ. শৃঙ্খলা
৪. হিলফুল ফুজুল কতো বছর স্থায়ী ছিল?
ক. ২০ বছর
খ. ৩০ বছর
গ. ৪০ বছর
ঘ. ৫০ বছর
৫. সূরা আলাকের কয়টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
৬. মহানবি (স.) কতো বছর বয়সে নবুয়ত লাভ করেন?
ক. ৪০ বছর
খ. ৪৫ বছর
গ. ৫০ বছর
ঘ. ৫৩ বছর
৭. হযরত মূসা (আ.)-এর পিতার নাম কী?
ক. ইউসুফ
খ. ইমরান
গ. ইদরীস
ঘ. ইউনুস
৮. হযরত মূসা (আ.) কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. বনি ইসরাইল
খ. কিবতী
গ. বনি বকর
ঘ. বনি হাসেম
৯. ফিরআউনের স্ত্রীর নাম কী?
ক. আম্বিয়া
খ. হাজেরা
গ. আছিয়া
ঘ. আমিনা
১০. মিশর ছেড়ে হযরত মূসা (আ.) কোথায় গিয়েছিলেন?
ক. ইরাকে
খ. ইরানে
গ. সিরিয়া
ঘ. মাদায়ানে
১১. হযরত হূদ (আ.)-কে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল?
ক. আদ
খ. সামুদ
খ. কুরাইশ
ঘ. কিবতী
১২. হযরত সালিহ (আ.)কে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল?
ক. সামুদ
খ. সেলজুক
গ. সাউদ
ঘ. আদ
১৩. হযরত ইছহাক. (আ.)-এর পিতার নাম কী?
ক. হযরত নূহ (আ.)
খ. হযরত ইদরীস (আ.)
গ. হযরত ইররাহীম (আ.)
ঘ. হযরত সুলায়মান (আ.)
১৪. হযরত ইলিয়াস (আ.) কোন নবির স্থলাভিষিক্ত হন?
ক. হযরত হারুন (আ.)
খ. হযরত মূসা (আ.)
গ. হযরত হিযকীল (আ.)
ঘ. হযরত লূত (আ.)
১৫. হযরত যুলকিফল কার পুত্র ছিলেন?
ক. হযরত ইউনুস (আ.)
খ. হযরত আইয়্যুব (আ.)
গ. হযরত ইসমাঈল (আ.)
ঘ. হযরত লূত (আ.)
১৬. হযরত যাকারিয়া (আ.)-এর পুত্রের নাম কী?
ক. হারুন
খ. ইউসুফ
গ. ইয়াহিয়া
ঘ. ইমরান
খ. শূন্যস্থান পূরণ কর :
১) কুরআন মজিদে———-জন নবি-রাসুলের নাম উল্লেখ. আছে।
২) মহানবি (স.)-এর———-নাম আবু তালিব।
৩) মহানবি (স.)-এর———-ওপর অটল বিশ্বাস ছিল।
৪) হিলফুল ফুজুল শব্দের অর্থ———-সংঘ।
৫) প্রথম তিন বছর———-জন নর-নারী ইসলাম গ্রহণ করেন।
উত্তর : ১) ২৫ ২) চাচার ৩) আল্লাহর ৪) শান্তি ৫) ৪৫
গ. বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল কর :
বাম পাশ————- ডান পাশ
ক) মহানবি (স.)-এর আম্মা আমিনা ইন্তিকাল করেন মহানবি (স.)-এর——-৬ বছর বয়সে
খ) মহানবি (স.) হিলফুল ফুজুল গঠন করেন——-৪০ বছর বয়সে
গ) মুহাম্মদ (স.) নবুয়ত লাভ করেন——- ১৫ বছর বয়সে
উত্তর :
ক) মহানবি (স.)-এর আম্মা আমিনা
ইন্তিকাল করেন মহানবি (স.)-এর ৬ বছর বয়সে।
খ) মহানবি (স.) হিলফুল ফুজুল গঠন করেন ১৫ বছর বয়সে।
গ) মুহাম্মদ (স.) নবুয়ত লাভ করেন ৪০ বছর বয়সে।
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর :
১. মহানবি (স.) কতো খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : মহানবি হযরত মুহাম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কানগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।
২. মুহাম্মদ শব্দের অর্থ কী?
উত্তর : মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত।
৩. পৃথিবীর সর্বপ্রথম নবি (আ.)-এর নাম লেখ।
উত্তর : পৃথিবীর সর্বপ্রথম নবি হলেন হযরত আদম (আ.)।
৪. হিলফুল ফুজুল কী?
উত্তর : হিলফুল ফুজুল হলো একটি শান্তিসংঘ। এ সংঘের মাধ্যমে মহানবি (স.) দুঃখী ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট দূর করার চেষ্টা করতেন।
৫. মহানবি (স.) চাকরদের সম্পর্কে কী বলেছেন?
উত্তর : মহানবি (স.) চাকরদের সম্পর্কে বলেছেন, যারা কাজ করে তারা তোমাদের ভাই। তাদের কষ্ট দেবে না। তাদের মর্যাদা দেবে। নিজেরা যা খাবে তাদের তা খাওয়াবে। কাজ-কর্মে তাদের সাহায্য করবে।
৬. প্রাচীনকালে মিশরের বাদশাহকে কী বলা হতো?
উত্তর : প্রাচীনকালে মিশরের বাদশাহকে ফিরআউন বলা হতো।
৭. মূসা (আ.) কার ঘরে এবং অর্থ ব্যয়ে লালিত পালিত হয়েছিলেন?
উত্তর : মূসা (আ.) ফিরআউন ওলীদের ঘরে এবং তারই অর্থব্যয়ে লালিত পালিত হয়েছিলেন।
৮. তিনজন নবি (আ.)-এর নাম লেখ।
উত্তর : তিনজন নবি (আ.)-এর নাম হলোÑ (১) হযরত ইসহাক. (আ.), (২) হযরত আদম (আ.), (৩) হযরত ইবরাহীম (আ.)।
বর্ণনামূলক. প্রশ্নের উত্তর :
১। মহানবি (স.)-এর আম্মা ইন্তিকালের পর তাঁকে কে লালনপালন করেন?
উত্তর : মহানবি (স.)-এর জন্মের আগেই তাঁর বাবা ইন্তিকাল করেন। আর ছয় বছর বয়সে তাঁর আম্মা ইন্তিকাল করেন। বাবা-মা হারা ইয়াতিম শিশুকে তখন থেকে লালন-পালন করেন তাঁর দাদা আব্দুল মুত্তালিব। দাদার ইন্তিকালের পর তাঁর চাচা আবু তালিব তাঁর লালনপালনের দায়িত্ব গ্রহণ করেন।
২। মুহাম্মদ (স.)-এর চরিত্রের ৫টি সুন্দর আদর্শ লেখ। সামাজিক. জীবনে উক্ত আদর্শগুলোর গুরুত্ব কী?
উত্তর : মুহাম্মদ (স.)-এর চরিত্রের পাঁচটি সুন্দর আদর্শ হলোÑ
১. সব সময় সত্য কথা বলতেন।
২. মানুষের উপকার করতেন।
৩. বড়দের সম্মান করতেন।
৪. ছোটদের আদর করতেন।
৫. কাউকে গালি দিতেন না।
সামাজিক. জীবনে মহানবি (স.)-এর চরিত্রের আদর্শগুলোর গুরুত্ব অপরিসীম। কেননা এ আদর্শগুলোর অনুসরণ ছাড়া প্রকৃত অর্থে একজন মানুষ চরিত্রবান হতে পারে না। আর অসৎ চরিত্রের মানুষ কখনো সুন্দর সমাজ গঠনে কোনো ভ‚মিকা রাখতে পারে না। উক্ত আদর্শগুলো অনুসরণ করে চললে সমাজজীবন শান্তিময় ও সুন্দর হয়ে উঠবে।
সমাজে পারস্পরিক. সহযোগিতা ও সৌহার্দ্য বাড়বে। সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হবে। সমাজের উন্নতি হবে। তাই বলা যায়, আমাদের সামাজিক. জীবনকে সুখময় করে তুলতে মহানবি (স.)-এর আদর্শগুলোর ভ‚মিকা অপরিসীম গুরুত্ব রাখে।
৩। শিশু মুহাম্মদ (স.) কীভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন বর্ণনা কর।
উত্তর : মহানবি (স.) ছোটবেলা থেকেই অপরের অধিকার সম্পর্কে অত্যন্ত সজাগ. ছিলেন। শিশু অবস্থায়ই তিনি অন্যের অধিকার সংরক্ষণ করেছেন। তাঁর দুধমা হালিমার একটি পুত্রসন্তান ছিল।
তিনি তাঁর দুধমার একটি স্তনের দুধ নিজে পান করতেন এবং অন্য স্তনের দুধ তাঁর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ছোটবেলা থেকেই তিনি অপরের দুঃখে দুঃখ. পেতেন। অন্যের কষ্টে কষ্ট পেতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন।
৪। জুয়া খেলার খারাপ দিকগুলো বর্ণনা কর। জুয়া খেলা বন্ধের জন্য তুমি কীভাবে জনমত সৃষ্টি করবে মতামত দাও।
উত্তর : জুয়া খেলা মারাত্মক. অপরাধ। জুয়া খেলার খারাপ দিকগুলো হলো-
১. জুয়া খেলার ফলে সুসম্পর্ক. নষ্ট হয়,
২. শত্রতা বাড়ে,
৩. কলহ ও মারামারি হয় এবং
৪. যুদ্ধবিগ্রহ ঘটে।
জুয়া খেলা বন্ধের জন্য আমি যেভাবে জনমত সৃষ্টি করব নিম্নে তা বর্ণিত হলো-
১. জুয়া খেলার ক্ষতিকর দিকগুলো অন্যের কাছে তুলে ধরতে পারি,
২. মানুষকে এ ব্যাপারে সচেতন করে তুলতে পারি,
৩. এর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি
এভাবেই জনমত সৃষ্টি করে এ মারাত্মক. অন্যায় থেকে সমাজকে এ অভিশাপ থেকে মুক্ত করতে পারি।
৫। স্ত্রীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে কে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন?
উত্তর : স্ত্রীদের মধ্যে হযরত খাদিজা (রা) সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। পুরুষদের মধ্যে হযরত আবু বকর (রা) এবং বালকদের মধ্যে হযরত আলী (রা) প্রথম ইসলাম গ্রহণ করেন।
৬। মহানবি (স.) নিজ হাতে কী কী কাজ করতেন? নিজ নিজ পরিবারে নিজ হাতে করতে পারা যায় এমন ৫টি কাজের তালিকা তৈরি কর।
উত্তর : মহানবি (স.) নিজ হাতে যেসব কাজ করতেন তা হলোÑ
১. ছেঁড়া জামাকাপড় নিজ হাতেই সেলাই করতেন;
২. জুতা মেরামত করতেন;
৩. জামাকাপড় ধুয়ে পরিষ্কার করতেন;
৪. ঘর ঝাড়– দিতেন এবং
৫. সেবাযত্ন করতেন।
নিজ নিজ পরিবারে নিজ হাতে করতে পারা যায় এমন পাঁচটি কাজের তালিকা হলোÑ
১. নিজের জামাকাপড় নিজে ধুয়ে পরিষ্কার করতে পারি।
২. নিজের ঘর ও বিছানাপত্র নিজে গুছিয়ে রাখতে পারি।
৩. মাÑবাবার কাজে সহযোগিতা করতে পারি।
৪. পরিবারের কেউ অসুস্থ হলে তার সেবাযতœ করতে পারি।
৫. নিজের হাতে বাড়ির বাগান ও পোষা প্রাণীদের যতœ নিতে পারি।
৭। ‘দয়া’ মহানবি (স.)-এর একটি উজ্জ্বল আদর্শ- উদাহরণসহ ব্যাখ্যা কর।
উত্তর : মহানবি (স.) ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ। তিনি মানুষ, পশুপাখি ও গাছপালা সব কিছুর প্রতি দয়া প্রদর্শন করতেন। গরিব, ভিক্ষুক, ইয়াতিম ও অসহায়দের প্রতি দয়া দেখাতেন।
একদা মহানবি (স.) সাহাবিদের নিয়ে বসে আছেন। এমন সময় এক. ইয়াতিম বালক. মহানবির কাছে এলো। গায়ে তার জামাকাপড় নেই। দুঃখকষ্ট সইতে তার বুকের হাড়গুলো বের হয়ে গেছে। বালকটি কাঁদতে কাঁদতে মহানবি (স.)-কে বলল, আমার আব্বু নেই। আবু জেহেল আমাদের সম্পদ কেড়ে নিয়েছে।
তার কাছে সম্পদের কিছু চাইলে সে আমাকে মারধর করে, অত্যাচার করে, তাড়িয়ে দেয়। বালকটির কথা শুনে মহানবি (স.)-এর মনে দয়া হলো। তাঁর চোখে পানি এলো। তিনি বালকটিকে নিয়ে আবু জেহেলের কাছে গেলেন। বালকটির সব পাওনা আবু জেহেলের কাছ থেকে আদায় করে দিলেন। এতিম বালক. খুব খুশি হলো।
৮। মাতৃভক্তির গুরুত্ব বর্ণনা কর।
উত্তর : মাতৃভক্তির গুরুত্ব অপরিসীম। আম্মা আমাদের জন্য অনেক. কষ্ট করেন। তিনি স্নেহ-মমতা ও দরদ দিয়ে আমাদের লালন-পালন করেন। আমাদের কল্যাণ কামনা করেন। এমন মমতাময়ী মায়ের ভক্তি করা আমাদের একান্ত কর্তব্য। মহানবি (স.) তাঁর দুধ মা হযরত হালিমা (রা)-কে অত্যন্ত ভক্তিশ্রদ্ধা করতেন।
৯। মহানবি (স.) চাকর ও শ্রমিকদের সম্পর্কে কী বলেছেন তার বর্ণনা দাও।
উত্তর : মহানবি (স.) চাকর ও শ্রমিকদের সম্পর্কে বলেছেন, “যারা কাজ করে তারা তোমাদের ভাই। তাদের কষ্ট দেবে না। মর্যাদা দেবে। নিজে যা খাবে তাদের তা খাওয়াবে। নিজে যা পরবে তাদের তা পরাবে। কাজ-কর্মে তাদের সাহায্য করবে।” তিনি আরও বলেছেন, “শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক. দিয়ে দাও।”
১০। ফিরআউন কে? ওলীদ স্বপ্নে কী দেখে বর্ণনা কর।
উত্তর : প্রাচীনকালে মিশরের বাদশাহকে ফিরআউন বলা হতো। তাদের মধ্যে এক. ফিরআউনের নাম ছিল ওলীদ। ওলীদ স্বপ্নে দেখল যে, বায়তুল মোকাদ্দাস থেকে এক. ঝলক. আগুন বের হয়ে এসে তার রাজপ্রাসাদসহ গ্রাস করছে। তাঁর অনুসারী কিবতী বংশকেও জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইলগণ সম্পূর্ণ নিরাপদ। আগুন তাদের স্পর্শ করছে না।
১১। ফিরআউন কীভাবে মারা যায় তার বর্ণনা দাও।
উত্তর : হযরত মূসা (আ.) ফিরআউনের কুমতলব জানতে পেরে ইসরাইলিদের নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। সংবাদ পেয়ে ফিরআউন তার সৈন্য বাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। মূসা (আ.) তাঁর অনুসারীদের নিয়ে নীল নদের তীরে উপস্থিত হলেন। সামনে নীল নদ ও পেছনে ফিরআউন বাহিনী।
আল্লাহ তায়ালার আদেশে মূসা (আ.) হাতের লাঠি দিয়ে নদীতে আঘাত করলেন। পানি দুই ধারে সরে গেল। বনি ইসরাইলের ১২টি দলের জন্য ১২টি রাস্তা হয়ে গেল। হযরত মূসা (আ.) তাঁর লোকজনসহ নিরাপদে নদী পার হয়ে গেলেন।
ফিরআউন নদীতে শুকনা রাস্তা দেখে সে রাস্তা ধরেই পার হতে লাগল। যেই না তারা নদীর মাঝখানে পৌঁছল, অমনি রাস্তা নদীর পানিতে মিলিয়ে গেল। ফিরআউন তার দলবসলসহ ডুবে মরল। আল্লাহর নবিকে ধ্বংস করতে গিয়ে নিজেই সদলবলে ধ্বংস হলো।
১২। আদ জাতি কোথায় বসবাস করত? তাদের ধ্বংসের কারণ লেখ।
উত্তর : আদ জাতি আম্মান থেকে শুরু করে হাযরামাওত ও ইয়েমেন পর্যন্ত বসবাস করত।
আদ জাতির ধ্বংসের কারণ হলো- তারা ছিল অত্যাচারী ও অহংকারী। তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তিপূজা ও নানা রকম শিরকে লিপ্ত ছিল। তারা অহংকার করে আল্লাহ ও রাসুলের আদেশ অমান্য করল। হযরত হুদ (আ.) তাদের আজাবের ভয় দেখান, কিন্তু তারা ভয় পেল না। ফলে শাস্তিস্বরূপ প্রথমে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ এলো।
এতেও তারা শোধরাল না। পরে তাদের ওপর লাগাতার ৭ রাত ৮ দিন ভীষণ ঘূর্ণিঝড় চলল। এতে তাদের ঘরবাড়ি, দালানকোঠা, গাছপালা ও লোকজন ধূলিসাৎ হয়ে গেল। গোটা এলাকা মরুভ‚মিতে পরিণত হলো। অহংকার তাদের পতনের কারণ হলো।
১৩। লূত বা মৃত সাগর কোথায়? বর্ণনা কর।
উত্তর : আরব, ফিলিস্তিন ও শামের মানচিত্রে দৃষ্টিপাত করলে বর্তমান পূর্ব জর্দান ও ফিলিস্তিনের মধ্যে একটি বিখ্যাত ও বিশাল জলাশয় দেখা যায়। এটাকে বলা হয় মৃত সাগর বা লূত সাগর।
সঠিক. উত্তরের ডান পাশে ‘শু’ এবং ভুল উত্তরের ডান পাশে ‘অ’ লেখ. :
১. জুয়া খেলা একটি মারাত্মক. অপরাধ।
২. কুরাইশ ও কায়েস দুইটি বংশের নাম।
৩. প্রথম তিন বছরে ৫০ জন নর-নারী ইসলাম গ্রহণ করেন।
৪. হযরত মূসা (আ.) ১২০ বছর জীবিত ছিলেন।
৫. ইসহাক. (আ.) ৫০ বছর বয়সে বিয়ে করেন।
উত্তর : ১. ‘শু’ ২. ‘শু’ ৩. ‘অ’ ৪. ‘শু’ ৫. ‘অ’
বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলিয়ে পূর্ণবাক্য তৈরি কর :
বাম পাশ ————ডান পাশ
১. কুরআন মজিদে ২৫ জন ————তাঁর আব্বা ইন্তিকাল করেন।
২. মহানবি (স.)-এর জন্মের আগেই ————একটি পুত্রসন্তান ছিল।
৩. মহানবির দুধ মা হালিমার ————দেখে দুঃখ. পেলেন।
৪. মহানবি (স.) সমাজের দুরবস্থা ————নবি-রাসুলের নাম উল্লেখ. আছে।
৫. স্ত্রী খাদিজা (রা) সর্বপ্রথম ————ইসলাম গ্রহণ করেন।
উত্তর :
১. কুরআন মজিদে ২৫ জন নবি-রাসুলের নাম উল্লেখ. আছে।
২. মহানবির (স.) জন্মের আগেই তাঁর আব্বা ইন্তিকাল করেন।
৩. মহানবির দুধ মা হালিমার একটি পুত্রসন্তান ছিল।
৪. মহানবি (স.) সমাজের দুরবস্থা দেখে দুঃখ. পেলেন।
৫. স্ত্রী খাদিজা (রা) সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন।
উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর :
১) হযরত আদম (আ.) ছিলেন পৃথিবীর সর্বপ্রথম ———- এবং ———-।
২) মহানবির চরিত্র ছিল ———- সুন্দর।
৩) জুয়া খেলা ———- অপরাধ।
৪) হিলফুল ফুজুল বা শান্তিসংঘ———-বছর স্থায়ী ছিল।
৫) মহানবি (স.) নির্জন ———- আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন।
৬) তাওহীদ অর্থ ———- ।
৭) মহানবি (স.) চাচা ———- তাঁকে পাথর ছুড়ে মারল।
১০) বালকটির কথা শুনে মহানবির (স.) মনে ———- হলো।
১২) ওলীদ ছিল খুব ———- ।
১৩) আছিয়া ছিলেন ইসরাইলি ———- ।
১৫) হযরত মূসা (আ.) ———- বছর জীবিত ছিলেন।
উত্তর : ১) মানুষ, প্রথম নবি ২) খুবই ৩) মারাত্মক. ৪) ৫০ ৫) গুহায় ৬) একত্ববাদ ৭) আবু লাহাব ১০) দয়া ১২) লোভী ১৩) কন্যা ১৫) ১২০।
প্রশ্ন ও উত্তরঃ
১. মহানবি হযরত মুহাম্মদ (স.) কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : মহানবি হযরত মুহাম্মদ (স.) মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন।
২. মহানবি (স.)-এর নাম আহমাদ কে রাখেন?
উত্তর : মহানবি (স.)-এর আম্মা মহানবির নাম রাখেন আহমাদ।
৩. মা-বাবা হারা ইয়াতিম শিশু মুহাম্মদ (স.)-কে প্রথমে কে লালন-পালন করেন?
উত্তর : মা-বাবা হারা ইয়াতিম শিশু মুহাম্মদ (স.)-কে প্রথমে তাঁর দাদা আব্দুল মুত্তালিব লালন-পালন করেন।
৪. ‘আল আমিন’ অর্থ কী?
উত্তর : ‘আল আমিন’ অর্থ বিশ্বাসী।
৫. ‘হারবুল ফিজার’ অর্থ কী?
উত্তর : হারবুল ফিজার অর্থ ‘অন্যায় সমর’।
৬. কত বছর বয়সে মহানবি (স.) ‘হিলফুল ফুজুল’ বা শান্তিসংঘ. গঠন করেন।
উত্তর : ১৫ বছর বয়সে মহানবি (স.) ‘হিলফুল ফুজুল’ বা শান্তিসংঘ. গঠন করেন।
৭. মহানবি (স.) কোথায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন?
উত্তর : মহানবি (স.) হেরা নামক. পর্বতের গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন।
৮. মহানবি (স.) কতো বছর বয়সে নবুয়ত লাভ করেন?
উত্তর : মহানবি (স.) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন।
৯. সর্বপ্রথম কোন সূরার আয়াত অবতীর্ণ হয়?
উত্তর : সর্বপ্রথম সূরা আলাকের পাঁচটি আয়াত অবতীর্ণ হয়।
১০. মহানবি (স.) শ্রমিকদের পাওনা সম্পর্কে কী বলেছেন?
উত্তর : মহানবি (স.) শ্রমিকের পাওনা সম্পর্কে বলেছেন, “শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক. দিয়ে দাও।”
১১. মহানবি (স.) বালকটির পাওনা কার কাছ থেকে আদায় করে দিয়েছিলেন?
উত্তর : মহানবি (স.) বালকটির পাওনা আবু জেহেলের কাছ থেকে আদায় করে দিয়েছিলেন।
১২. মক্কা বিজয়ের পর মহানবি (স.) কাদের ক্ষমা করে দিয়েছিলেন?
উত্তর : মক্কা বিজয়ের পর মহানবি (স.) সকল মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন।
১৩. মহানবি (স.)-এর দুধ মার নাম কী?
উত্তর : মহানবি (স.)-এর দুধ মার নাম হালিমা (রা)।
১৪. মহানবি (স.) নিজের গায়ের চাদর কার জন্য বিছিয়ে দিয়েছিলেন?
উত্তর : মহানবি (স.) দুধ মা হালিমার জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছিলেন।
১৫. হযরত মূসা (আ.)-এর মাতার নাম কী?
উত্তর : হযরত মূসা (আ.)-এর মাতার নাম ইউখাবেজ।
১৬. হযরত মূসা (আ.) আনুমানিক. কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : হযরত মূসা (আ.) আনুমানিক. খ্রিস্টপূর্ব ১০৪০ অব্দে মিশরে বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন।
১৭. হযরত মূসা (আ.) মিশর ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন?
উত্তর : হযরত মূসা (আ.) মিশর ছেড়ে লোহিত সাগরের পূর্ব তীরে মাদয়ান চলে গিয়েছিলেন।
১৮. হযরত মূসা (আ.) কোথায় নবুয়ত লাভ করেন?
উত্তর : হযরত মূসা (আ.) তুর পাহাড়ের পাদদেশে ‘তুয়া’ নামক. উপত্যকায় নবুয়ত লাভ করেন।
১৯. কে কালিমুল্লাহ উপাধিতে ভ‚ষিত হন?
উত্তর : হযরত মূসা (আ.) সরাসরি মহান আল্লাহর সাথে কথা বলার জন্য ‘কালিমুল্লাহ’ উপাধিতে ভ‚ষিত হন।
২০. ফিরআউন তার দলবলসহ কোথায় ডুবে মরল?
উত্তর : ফিরআউন তার দলবলসহ নদীতে ডুবে মরল।
২১. আল্লাহ তায়ালা আদ জাতির হিদায়াতের জন্য কাকে নবি হিসেবে পাঠিয়েছিলেন?
উত্তর : আল্লাহ তায়ালা আদ জাতির হিদায়াতের জন্য হযরত হুদ (আ.)-কে পাঠিয়েছিলেন।
২২. আদ জাতির উপর লাগাতার কত রাত ও কত দিন ঘূর্ণিঝড় হয়েছিল?
উত্তর : আদ জাতির উপর লাগাতার সাত রাত ও আট দিন ভীষণ ঘূর্ণিঝড় হয়েছিল।
২৩. আল্লাহ তায়ালা সামুদ জাতির হিদায়াতের জন্য কাকে নবি করে পাঠিয়েছিলেন?
উত্তর : আল্লাহ তায়ালা সামুদ জাতির হিদায়াতের জন্য হযরত সালিহ (আ.)-কে পাঠিয়েছিলেন।
২৪. আল্লাহ সামুদ জাতিকে কীভাবে ধ্বংস করেছিলেন?
উত্তর : ভীষণ শব্দ ও ভ‚মিকম্পের দ্বারা (মহান আল্লাহ) সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন।
২৫. হযরত ইসহাক. (আ.) কার পুত্র ছিলেন?
উত্তর : হযরত ইসহাক. (আ.) প্রসিদ্ধ নবি হযরত ইবরাহীম (আ.)-এর পুত্র ছিলেন।
২৬. হযরত ইসহাক. (আ.) কত বছর বয়সে বিয়ে করেন?
উত্তর : হযরত ইসহাক. (আ.) ৪০ বছর বয়সে বিয়ে করেন।
২৭. হযরত ইসহাক. (আ.) কতো বছর বয়সে ইন্তিকাল করেন?
উত্তর : হযরত ইসহাক. (আ.) ১৮৬ বছর বয়সে ইন্তিকাল করেন।
২৮. হযরত লূত (আ.)-কে সত্য দীন প্রচারের জন্য কোথায় পাঠানো হয়েছিল?
উত্তর : হযরত লূত (আ.)-কে সত্য দীন প্রচারের জন্য পূর্ব জর্দানের ‘সাদুম’ ও ‘আমুরায়’ পাঠানো হয়েছিল।
২৯. কাকে চমৎকার বক্তৃতার জন্য খতিবুল আম্বিয়া বলা হয়?
উত্তর : হযরত শুয়াইব (আ.)-কে চমৎকার বক্তৃতার জন্য খতিবুল আম্বিয়া বলা হয়।
৩০. হযরত শুয়াইব (আ.)-কে কোন স¤প্রদায়ের নিকট পাঠানো হয়েছিল?
উত্তর : হযরত শুয়াইব (আ.)-কে আহলে মাদয়ান, আসহাবে মাদয়ান ও আসহাবে আইকা স¤প্রদায়ের নিকট পাঠানো হয়েছিল।
৩১. কে হযরত হিযকীল (আ.)-এর স্থলাভিষিক্ত হয়েছিলেন?
উত্তর : হযরত হিযকীল (আ.)-এর স্থলাভিষিক্ত হয়েছিলেন হযরত ইলিয়াস (আ.)।
৩২. যুলকিফল অর্থ কী?
উত্তর : যুলকিফল অর্থ প্রতিজ্ঞা রক্ষাকারী। দায়িত্ব পালনকারী।
৩৩. হযরত যুলকিফল কার পুত্র ছিলেন?
উত্তর : হযরত যুলকিফল ছিলেন হযরত আইয়ুব (আ.)-এর পুত্র।
৩৪. হযরত যাকারিয়া (আ.) কার অভিভাবক. ছিলেন?
উত্তর : হযরত যাকারিয়া (আ.) ছিলেন হযরত ঈসা (আ.)-এর মাতা মরিয়মের অভিভাবক. ।
৩৫. হযরত যাকারিয়া (আ.)-কে কারা হত্যা করেছিল?
উত্তর : ইহুদিরা হযরত যাকারিয়া (আ.)-কে হত্যা করেছিল।
সাধারণ
১. সর্বশেষ নবির নাম কী? তিনি কোন বংশে জন্মগ্রহণ করেন? তাঁর চরিত্র কেমন ছিল?
উত্তর : সর্বশেষ নবির নাম হযরত মুহাম্মদ (স.)।
মহানবি (স.) কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। মহানবি (স.)-এর চরিত্র ছিল খুবই সুন্দর। শিশুকাল থেকেই তিনি সবসময় সত্য কথা বলতেন। মানুষের উপকার করতেন। বড়দের অত্যন্ত সম্মান করতেন। ছোটদের আদর করতেন। কখনো মিথ্যা কথা বলতেন না। কাউকে গালি দিতেন না। কারো সাথে ঝগড়া করতেন না।
মারামারি করতেন না। হিংসা করতেন না। সকলের সাথে সব সময় মিলেমিশে থাকতেন।সবাই তাঁকে ভালোবাসত। আদর করত। সম্মান করত। বিশ্বাস করত। তাঁকে আলআমিন বলে ডাকত। আলআমিন অর্থ বিশ্বাসী।
২. নবুয়ত লাভের পূর্বে মহানবি (স.) সব সময় কী ভাবতেন?
উত্তর : নবুয়ত লাভের পূর্বে মহানবি (স.) সব সময় ভাবতেন, আমি কে? কোথা থেকে এসেছি? কেন এসেছি? আবার কোথায় যাব? এই পৃথিবী সৃষ্টির কী উদ্দেশ্য? মানুষ এত মারামারি, কাটাকাটি কেন করে ইত্যাদি।
অর্থাৎ মানবসমাজের দুরবস্থা তাকে ব্যথিত করে তুলত। মারামারি, কাটাকাটি, যুদ্ধ-বিগ্রহ সব সময় মহানবিকে চিন্তিত ও অস্থির করে রাখত। তাই তিনি হেরা গুহায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন আর মানবসমাজের জন্য চিন্তা ও দোয়া করতেন।
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
৩. মহানবি (স.)-এর হিলফুল ফুজুল গঠনের কারণ ব্যাখ্যা কর।
উত্তর : মহানবি (স.) হিলফুল ফুজুল গঠনের কারণগুলো হলোÑ
১) দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করা।
২) বিভিন্ন গোত্রের মধ্যে সুসম্পর্ক. বজায় রাখা।
৩) অসহায়দের সাহায্য করা।
এজন্য তিনি কয়েকজন উৎসাহী যুবককে সাথে নিয়ে হিলফুল ফুজুল নামক. সেবাসংঘটি গঠন করেন। এ সংঘের মাধ্যমে তিনি দুঃখী ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট দূর করার চেষ্টা করতেন। সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেন।
৪. সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াতের বাংলা অর্থ লেখ।
উত্তর : সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াতের অর্থ :
ক) হে মুহাম্মদ (স.)! পাঠ করুন, আপনার সেই প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।
খ) যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত (আলাক) থেকে।
গ) পাঠ করুন আপনার সেই মহিমান্বিত প্রতিপালকের,
ঘ) যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে।
ঙ) শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
যোগ্যতাভিত্তিক
৫. মহানবি (স.)-এর দয়া সম্বন্ধে পাঁচটি বাক্য লেখ।
উত্তর : মহানবি (স.)-এর দয়া সম্বন্ধে নিচে পাঁচটি বাক্য লেখা হলো :
১) মহানবি (স.) ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ।
২) তিনি মানুষ, পশুপাখি ও গাছপালা সকলের প্রতি দয়া দেখাতেন।
৩) কেউ অসুস্থ হলে তিনি তার খোঁজ খবর নিতেন, সেবাযতœ করতেন।
৪) গরিব, ভিক্ষুক, ইয়াতীম ও অসহয়দের প্রতি তিনি দয়া দেখাতেন।
৫) কেউ ক্ষুধার্ত হলে তিনি তাকে খাদ্য দিতেন।
৬. বাসা বাড়ির কাজের লোকের সাথে তুমি কেমন ব্যবহার করবে? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর : বাসাবাড়ির কাজের লোকদের সাথে আমি যেমন ব্যবহার করব তা নিচে পাঁচটি বাক্যে লেখা হলো :
১) আমি তাদের সাথে ভালো ব্যবহার করব।
২) নিজেরা যা খাব তাদেরও তাই খেতে দেব।
৩) তাদের কাজে সাহায্য করব।
৪) তাদের কোনো ধরনের দুঃখ-কষ্ট দেব না।
৫) তারা বয়সে বড় হলে সম্মান করব, আর ছোট হলে আদর-স্নেহ করব।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।