তৃতীয় শ্রেণি প্রাথমিক বিজ্ঞান অধ্যায় ৪ চুম্বকের ধারণা ২০২৪ ফ্রি PDF।। প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । তৃতীয় শ্রেণির ২০২৪ সালের প্রাথমিক বিজ্ঞান সৃজনশীল বিষয় সহ সকল বিষয় এর সৃজনশীল প্রশ্ন ও উত্তর সহ তৃতীয় শ্রেণির সকল বিষয় এর উপর প্রশ্ন উত্তর, সর্ট প্রশ্ন উত্তর, সাজেশন, এমসিকিউ, বোর্ড প্রশ্ন উত্তর রচনামুলক প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের জন্য জাগোরিক এ নিয়মিত আপডেট করে থাকি।
তৃতীয় শ্রেণি প্রাথমিক বিজ্ঞান অধ্যায় ৪ চুম্বকের ধারণা ২০২৪ ফ্রি PDF
৯. চুম্বকের ধারণা
সৃজনশীল প্রশ্ন: চুম্বক একটি বিশেষ ধরনের পদার্থ। এর কিছু মজার বৈশিষ্ট্য আছে। চলো, চুম্বক সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করি।
সৃজনশীল উত্তর: কাজ: বিভিন্ন পদার্থের প্রতি চুম্বকের আচরণ পরীক্ষা
যা করতে হবে:
সৃজনশীল প্রশ্ন: ১. ডান দিকে দেখানো ছকের মত একটি ছক তৈরি করি।
উত্তর: ছকটি ৪ নম্বর প্রশ্নের উত্তরে দেখানো হলো।
সৃজনশীল প্রশ্ন ২. নিচে দেখানো ছবির পদার্থগুলোকে চুম্বক দিয়ে স্পর্শ করি।
উত্তর: নির্দেশনা অনুযায়ী কাজ করি।
সৃজনশীল প্রশ্ন: ৩. কী ঘটছে লক্ষ করি।
উত্তর: চুম্বক দিয়ে পদার্থগুলোকে স্পর্শ করার পরে দেখা যাচ্ছে যে, সেফটি পিন, নাট-বোল্ট এবং জানালার গ্রিলকে চুম্বক কাছে টানছে। অপরদিকে কাগজ, প্লাস্টিকের জগ এবং মাটিকে কাছে টানছে না।
তৃতীয় শ্রেণি প্রাথমিক বিজ্ঞান অধ্যায় ৪ চুম্বকের ধারণা ২০২৪ ফ্রি PDF
সৃজনশীল প্রশ্ন: ৪. পর্যবেক্ষণের ফলাফল ডান পাশের ছকে লিখি।
উত্তর: পর্যবেক্ষণের ফলাফল নিচে দেখানো হলো-
সৃজনশীল প্রশ্ন: ১০. দৈনন্দিন জীবনে বস্তুর সাবধানী ও দায়িত্বশীল ব্যবহার
প্রতিদিন আমরা নানারকম বস্তু ব্যবহার করি। এর মধ্যে কিছূ বস্তু আছে বিপজ্জনক। কিছু বস্তু ভঙ্গুর, আবার কিছু বস্তু অত্যন্ত মূল্যবান। বস্তুর ধরন অনুসারে বস্তুর ব্যবহারে আমাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত।
উত্তর: কাজ: বস্তুর ব্যবহারে কী সমস্যা হতে পারে তা চিহ্নিত করা এবং সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
যা করতে হবে:
১. পাশের ছকের মত একটি ছক আঁকি।
উত্তর: ২. নিচের ছবিতে দেওয়া বস্তুগুলো দেখি। এগুলো ব্যবহারের সময় কী সমস্যা হতে পারে?
৩. সমস্যা এড়ানোর জন্য কী করতে হবে? সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ছকে লিখি।
উত্তর:
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।