আজকে আমরা জানতে পারব পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা করতে খরচ কত বা কত টাকা খরচ হয় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে।
এখানে আপনাকে শুরুতেই ২ টা ভাগ করতে হবে,
- সরকারি পলিটেকনিক (সরকারি ভাবে ডিপ্লোমা করা)
- বেসরকারি পলিটেকনিক (বেসরকারি ভাবে ডিপ্লোমা করা)
শুরুতেই আসি আমরা সরকারি পলিটেকনিকের কথায়।
এক্ষেত্রে বুঝতেই পারছেন সরকারি, তার মানে সরকার খরচ বহন করবে। সুতরাং অবশ্যই আপনার খরচ কম লাগবে।
তবে খরচের কথার আগে আমি বলে দিতে চাই, সরকারি পলিটেকনিক গুলো থেকে বেশিরভাগ সময়ে কিন্তু বেসরকারিতে পড়াশোনা বেশি ভালো হয়।
- আরও পড়ুনঃ কোন বিষয়ে ডিপ্লোমা করলে ভালো হবে ? (ডিপ্লোমাঃপর্ব-২)
- আরও পড়ুনঃ ডিপ্লোমার সেরা কিছু ইঞ্জিনিয়ারিং বিভাগ (ডিপ্লোমাঃপর্ব-১)
সরকারি পলিটেকনিকঃ ডিপ্লোমা করতে খরচ কত ?
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এ পড়ার সময় জব করতে পারবেন না৷ তবে চাইলেই টিউশনি করতে পারবেন ।। হলে থাকলে সিট ভাড়া দিতে হিবে৷ তবে নাম মাত্র৷
ভাগ্য যদি ভালো থাকে বিশ্বব্যাংক থেকে বৃত্তি পাবেন । মাসে ৮০০ টাকা সাথে বই কেনার জন্য প্রতি সেমিস্টারে ২০০০ টাকা৷ এছাড়া আছে মেধাবৃত্তি। প্রতি সেমিস্টারে ১৭০০ টাকা (এখন কত জানি না) আমি যখন ছাত্র ছিলাম তখন এভাবেই দিতো৷ এখন হয়তো আরও বেশি।।
আর খরচ। কোন বেতন লাগে না৷ সেমিস্টারে শুরুতে রেজিষ্ট্রেশন এর জন্য ১০০০ (আনুমানিক) সেমিস্টারের শেষ পরীক্ষার ফি হিসেবে ১০০০ (আনুমানিক)৷
সরকারি পলিটেকনিক ও বেসরকারি পলিটেকনিক উভয়ের ক্ষেত্রে যে খরচগুলো অত্যাবশ্যকঃ
১.সেমিস্টার প্রতি বই কেনা (নতুন/পুয়াতন)-১৫০০/৫০০) ২.জব শীট তৈরিকরণ সেমিস্টার প্রতি -৫০০টাকার মত (কমবেশি হতে পারে)।
বেতন ছাড়া এই খরচগুলোই আপনাকে বেশিরভাগ করতে হবে,তবে বিভিন্নসময় কলেজের কাজে বা পড়ালেখার কাজে টুকটাক খরচ আছে।
সরকারি ভাবে ডিপ্লোমা করলে আপনার পলিটেকনিক খরচ হবে (সরকারি ভাবে) টোটাল আপনার খরচ হতে পারে ৪ বছরে ৭০০০০-৮০০০০ টাকা। পুরোপুরিভাবে বলা সম্ভব না,তবে এর কাছাকাছি হবে।
আশাকরি আপনি সরকারি ভাবে ডিপ্লোমার খরচ সম্পর্কে জানতে পেরেছেন।
এইবার আমরা জানব, বেসরকারি ভাবে ডিপ্লোমার খরচ সম্পর্কে।
বে-সরকারি পলিটেকনিকঃ ডিপ্লোমা করতে খরচ কত ?
বাংলাদেশে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজের পাশাপাশি অসংখ্য বেসরকারি পলিটেকনিক রয়েছে।
সাধারণত বেশিরভাগ শিক্ষার্থীরা বেসরকারি পলিটেকনিকের চেয়ে সরকারি পলিটেকনিক কেই বেশি প্রাধান্য দিয়ে থাকে।
বেশিরভাগ ক্ষেত্রে যেসকল শিক্ষার্থী সরকারি পলিটেকনিকে চান্স পান না তারা অনেকেই বেসরকারি পলিটেকনিকে ভর্তি হয়ে থাকেন।
এছাড়া অনেক জেলাতে সরকারি পলিটেকনিক নেই ফলে অনেকেই বেসরকারি পলিটেকনিকে ভর্তি হয়ে থাকেন।
আবার অনেকেই ল্যাব সুবিধা, ক্লাস ইত্যাদি কারনে সরকারি পলিটেকনিকের চেয়ে বেসরকারি পলিটেকনিককে বেশি প্রাধান্য দেয় যা ব্যাক্তি নির্ভর করে থাকে।
- আরও পড়ুনঃ কোন বিষয়ে ডিপ্লোমা করলে ভালো হবে ? (ডিপ্লোমাঃপর্ব-২)
- আরও পড়ুনঃ ডিপ্লোমার সেরা কিছু ইঞ্জিনিয়ারিং বিভাগ (ডিপ্লোমাঃপর্ব-১)
এবার আসি খরচের বিষয়েঃ ডিপ্লোমা করতে খরচ কত ?
এটা সম্পূর্ণরূপে আপনার চাহিদা ও মিতব্যায়িতার ওপর নির্ভরশীল।
আপনার চাহিদা বেশি হলে এবং পক্ষান্তরে মিতব্যায়িতা সম্পর্কে উদাসীন থাকলে খরচ বেশি পড়বে।
এটা শুধু hostel এ থাকা খাওয়া সহ চলাফেরার হিসেব।
সেমিষ্টার ভাড়া, মাসিক বেতন ও পরীক্ষা ফি, খাতা কলম সহ বাদবাবাদ খরচ গুলো হবে পলিটেকনিক নির্ভর।
এটার খরচ ব্যক্তিগত খরচের সাথে মিলে ফেলা যাবেনা।
এছাড়াও এটা সাধারণত নির্ভর করে পলিটেকনিকের উপর, তবে বেসরকারিতে পড়লে ভালোটাই পড়া উচিত।
যদি আমরা একেবারে কম ধরি তাহলেও,
দেখুন পলিটেকনিক এ ৬ মাসে সেমিস্টার হয়। আপনাকে সেমিস্টার অনুযায়ী টাকা দিতে হবে।
বছরে ২টা করে সেমিস্টার হয়ে থাকে থাকে।
৬ মাস অন্তর একটা করে সেমিস্টার।
- আরও পড়ুনঃ কোন বিষয়ে ডিপ্লোমা করলে ভালো হবে ? (ডিপ্লোমাঃপর্ব-২)
- আরও পড়ুনঃ ডিপ্লোমার সেরা কিছু ইঞ্জিনিয়ারিং বিভাগ (ডিপ্লোমাঃপর্ব-১)
প্রতি সেমিস্টারে সেমিস্টার ফি, পরীক্ষার ফি সহ ১২০০০-১৩০০০ টাকা লাগবে।
বছরে ২৩০০০ টাকা লাগে গড়ে । কম্পিউটারে অবশ্য সেমিস্টার ফি কম লাগতে পারে ২/১ হাজার টাকা ।
বেসরকারি পলিটেকনিকে পড়ার সুবিধাঃ
প্রাইভেট পলিটেকনিকে পড়ার সবচেয়ে বড় সুবিধা হল নিজের পছন্দের ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাওয়া যায়।
সরকারি পলিটেকনিকে এই সুবিধাটি পাওয়া যায় না, সেখানে যে বিষয়ে চান্স পায় সে বিষয়টিতেই পড়তে হয়।
বেসরকারিতে এই ধরনের সমস্যা নেই। বেসরকারি পলিটেকনিকের শিক্ষকরা তুলনামূলক বেশি আন্তরিক হয়।
সরকারি ও বেসরকারি পলিটেকনিকের তালিকাঃ
দেশে অনেক নামি দামি সরকারি পলিটেকনিক আছে, সেই সুবাধে বেসরকারি পলিটেকনিকেও নানান ধরনের কম্পিটিশন বা প্রতিযোগিতা চলে।
আর এর মধ্যে দেশের শির্ষ কিছু সরকারি ও বেসরকারি পলিটেকনিকের নাম ও তালিকা আমরা নিচে দিচ্ছি। আপনি চাইলে এগুলোতে ভর্তির জন্যও এপ্লাই করতে পারেন।
- আরও পড়ুনঃ কোন বিষয়ে ডিপ্লোমা করলে ভালো হবে ? (ডিপ্লোমাঃপর্ব-২)
- আরও পড়ুনঃ ডিপ্লোমার সেরা কিছু ইঞ্জিনিয়ারিং বিভাগ (ডিপ্লোমাঃপর্ব-১)
দেশের বিখ্যাত ১০ টি বেসরকারি পলিটেকনিকঃ
১) এ ভি এ এস পলিটেকনিক ইনস্টিটিউট : সাতক্ষীরা
২) এরো টেকনিক্যাল ইন্সটিটিউট অফ ঢাকা : ঢাকা
৩) কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট : নাটোর
৪) আলফাহ পলিটেকনিক ইনস্টিটিউট : দিনাজপুর
৫) আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রী কলেজ : দিনাজপুর
৬) আলিফ সায়েন্স এন্ড টেকনিক্যাল স্কুল : কিশোরগঞ্জ
ডিপ্লোমা করতে খরচ কত
৭) আলফা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি : ঢাকা
৮) AMDA ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি : খুলনা
৯) আনোয়ার পলিটেকনিক ইনস্টিটিউট : ঢাকা
১০) Aunthentic ইনস্টিটিউট বিজ্ঞান ও প্রযুক্তি :নাটোরের
- আরও পড়ুনঃ কোন বিষয়ে ডিপ্লোমা করলে ভালো হবে ? (ডিপ্লোমাঃপর্ব-২)
- আরও পড়ুনঃ ডিপ্লোমার সেরা কিছু ইঞ্জিনিয়ারিং বিভাগ (ডিপ্লোমাঃপর্ব-১)
এইবার আমরা দেখব দেশের বিখ্যাত কিছু সরকারি পলিটেকনিকের তালিকাঃ
১) ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট − Dhaka Polytechnic institute (DPI) ঢাকা
২) চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট − Chittagong Polytechnic Institute চট্টগ্রাম
৩) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট − Comilla Polytechnic Institute কুমিল্লা
৪) বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট − Barisal Polytechnic Institute বরিশাল
৫) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট − Sylhet Polytechnic Institute (SPI) সিলেট
৬) পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট − Pabna Polytechnic Institute পাবনা
৭) বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট − Bogra Polytechnic Institute বগুড়া
৮) রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট − Rangpur Polytechnic Institute রং,পুর
৯) বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট − Bangladesh Sweden Polytechnic Institute রাঙ্গামাটি
১০) রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট − Raj Shahi Polytechnic Institute রাজশাহী
উক্ত বিষয় সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Hope this tutorial will help you @student.