চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম | প্রথম অধ্যায় ঈশ্বর সর্বশক্তিমান প্রশ্ন ও উত্তর : চতুর্থ শ্রেণির হিন্দু ধর্ম বিষয়টির প্রথম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
প্রথম অধ্যায় – ঈশ্বর সর্বশক্তিমান
অধ্যায়টি পড়ে জানতে পারব
ঈশ্বরের সৃষ্টির পরিধি সম্পর্কে
ঈশ্বরের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে
স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক. সম্বন্ধে
ঈশ্বরের সৃষ্ট সকল জীবের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য
অধ্যায়ের মূলভাব জেনে নিই
অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী। যেদিকে তাকাই সেদিকেই আমরা ঈশ্বরের সৃষ্টি দেখে অবাক. হই। কেবল পৃথিবীই নয়, পৃথিবীর বাইরেও যা কিছু আছে সবকিছুরই স্রষ্টা ঈশ্বর। ঈশ্বর এক, অদ্বিতীয়, অনাদি, অনন্ত এবং সকল গুণের অধিকারী। ঈশ্বর আনন্দ উপভোগের উদ্দেশ্যে ও লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন। তিনি সকল জীবের মধ্যেই আত্মারূপে বিরাজ করেন। তাই সকল জীবকে ভালোবাসার মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।
ক. শূন্যস্থান পূরণ কর:
১। অপূর্ব ——- আমাদের এই পৃথিবী।
২। সকল সৃষ্টির মূলে রয়েছেন ——-।
৩। জীব ও জগতের সৃষ্টি ——- একটি লীলা।
৪। ঈশ্বর এক. এবং ——-।
৫। জীবকে ভালোবাসাই ——- ভালোবাসা।
৬। নিয়মিত গাছ-পালার ——- করতে হবে।
উত্তর: ১। সুন্দর ২। ঈশ্বর ৩। ঈশ্বরের ৪। অদ্বিতীয় ৫। ঈশ্বরকে ৬। পরিচর্যা।
খ. ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মিলাও :
১। ঈশ্বর নিজেই ২। ঈশ্বর যা কিছু করেন ৩। বিচিত্র তাঁর ৪। ঈশ্বর অনাদি ৫। ঈশ্বরের সমান ৬। আমাদের প্রত্যেকের |
গাছ অনন্ত। রূপবান। সেটাই তাঁর লীলা। আর কেউ নেই। নিজের স্রষ্টা। লীলা। লাগানো উচিত। |
উত্তর :
১। ঈশ্বর নিজেই নিজের স্রষ্টা।
২। ঈশ্বর যা কিছু করেন সেটাই তাঁর লীলা।
৩। বিচিত্র তাঁর লীলা।
৪। ঈশ্বর অনাদি অনন্ত।
৫। ঈশ্বরের সমান আর কেউ নেই।
৬। আমাদের প্রত্যেকের গাছ লাগানো উচিত।
গ. সঠিক. উত্তরটির পাশে টিক. () চিহ্ন দাও:
১। সবকিছুর স্রষ্টা কে?
ক. রাজা
খ. দেবতা
গ. ঈশ্বর
ঘ. মানুষ
২। ঈশ্বরের লীলার একটি উদ্দেশ্য
ক. ঐশ্বর্য প্রকাশ করা
খ. আনন্দ উপভোগ. করা
গ. দুঃখ. ভোগ. করা
ঘ. ক্ষমতা প্রকাশ করা
৩। বিচিত্র ঈশ্বরের
ক. ঐশ্বর্য
খ. ক্ষমতা
গ. খেলা
ঘ. লীলা
৪। ঈশ্বর কেমন?
ক. সর্বশক্তিমান
খ. শক্তিহীন
গ. মানুষের সমান
ঘ. দেবতার সমান
৫। আমাদের পালনকর্তা কে?
ক. দেবতা
খ. ঈশ্বর
গ. গুরু
ঘ. শিক্ষক
৬। ঈশ্বর জীবের মধ্যে কিরূপে অবস্থান করেন?
ক. মনরূপে
খ. দেহরূপে
গ. আত্মারূপে
ঘ. মস্তিষ্করূপে
ঘ. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :
১. কী দেখে আমরা অবাক. হই?
উত্তর : আমাদের এই সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সকল সৃষ্টি দেখে আমরা অবাক. হই।
২. ঈশ্বরকে স্বয়ভ বলা হয় কেন?
উত্তর : ঈশ্বর পৃথিবী ও পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। কিন্তু তাঁকে কেউ সৃষ্টি করেনি। তিনি নিজেই নিজের স্রষ্টা। তাই ঈশ্বরকে স্বয়ভ‚ বলা হয়।
৩. কীভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়?
উত্তর : সকল জীবের মধ্যেই ঈশ্বর আত্মারূপে বিরাজ করেন। তাই ঈশ্বরের সকল সৃষ্টিকে ও জীবকে ভালোবাসার মধ্য দিয়েই ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।
৪. ঈশ্বরের রূপ কীভাবে প্রকাশিত হয়?
উত্তর : ঈশ্বরের বিভিন্ন সৃষ্টির মধ্য দিয়ে ঈশ্বরের রূপ প্রকাশিত হয়। কারণ সৃষ্টির মাঝেই ঈশ্বর আত্মারূপে বিরাজ করেন।
৫. গাছ-পালা, পশু-পাখি আমাদের জন্য কী করে?
উত্তর : গাছ-পালা, পশু-পাখি আমাদের অনেক. উপকার করে।
৬. কী করলে ঈশ্বর সন্তুষ্ট হন?
উত্তর : পশু-পাখি, গাছ-পালাসহ সকল জীবকে যতœ করলে ঈশ্বর সন্তুষ্ট হন।
ঙ. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
১. ঈশ্বর কেন সৃষ্টি করেন?
উত্তর : ঈশ্বর তাঁর লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন। আর এই লীলা প্রকাশ করে ঈশ্বর আনন্দ উপভোগ. করেন। অর্থাৎ সৃষ্টির মধ্য দিয়েই ঈশ্বর তাঁর নিজের রূপ প্রকাশ করেন।
২. ঈশ্বরের লীলা বলতে কী বোঝায়? লীলা প্রকাশের জন্য ঈশ্বর কী করেন?
উত্তর : ঈশ্বরের লীলা বলতে ঈশ্বরের যেকোনো কিছু করাকে বোঝায়। লীলা প্রকাশের জন্য ঈশ্বর সৃষ্টি করেন। আনন্দ লাভের জন্য বিচিত্র সৃষ্টির মাধ্যমে ঈশ্বর তাঁর লীলা প্রকাশ করেন।
৩. ‘ঈশ্বর সর্বশক্তিমান’ব্যাখ্যা কর।
উত্তর : ঈশ্বর সবকিছুই করতে পারেন, সবকিছুই তাঁর নিয়ন্ত্রণে। তিনি সকল জীব ও জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা। তাঁর সমান বা তাঁর চেয়ে বড় কেউ নেই। তাই তিনি সর্বশক্তিমান।
৪. ঈশ্বরের সৃষ্টি এত সুন্দর কেন?
উত্তর : ঈশ্বরের সৃষ্টি বিচিত্র। লীলা প্রকাশের জন্য ঈশ্বর এই সৃষ্টি করেন। আনন্দ উপভোগের জন্য ঈশ্বরের এই লীলার আয়োজন। নানা সৃষ্টির মাধ্যমে ঈশ্বর তাঁর নিজের রূপ প্রকাশ করেন এবং যেহেতু তিনি সর্বশক্তিমান, সকল জীব ও জগতের সৃষ্টিকর্তা। তাই তাঁর সৃষ্টি এত সুন্দর।
৫. সকল সৃষ্টিকে ভালোবাসা উচিত কেন?
উত্তর : ঈশ্বর সকল জীবের মধ্যেই আত্মারূপে বিরাজ করে এবং সকল সৃষ্টির মাধ্যমেই তাঁর নিজের রূপের প্রকাশ ঘটান। তাই সকল জীব ও সৃষ্টিকে ভালোবাসলে আসলে তা ঈশ্বরকে ভালোবাসা হয়। ফলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং আমাদের কল্যাণ করেন। তাই সকল সৃষ্টিকে আমাদের ভালোবাসা উচিত।
৬. বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
উত্তর : মানুষের বেঁচে থাকার জন্য আলো, বাতাস ও পানির প্রয়োজন। বাতাসের সাথে মিশে থাকা অক্সিজেন আমাদের নিঃশ্বাসে প্রয়োজন পড়ে। আর এই অক্সিজেন আমরা পাই বৃক্ষ থেকে। এছাড়াও বৃক্ষ আমাদের ছায়া দেয় এবং ঝড়-বৃষ্টির হাত থেকে রক্ষা করে।
অপরদিকে বৃক্ষ রোপণ করে এর যত্ন নিলে তা ঈশ্বরকে যত নেওয়ারই সামিল। কারণ ঈশ্বর সকল জীবের মধ্যে আত্মারূপে বিরাজমান। বৃক্ষের যতœ নিলে ঈশ্বর আমাদের কল্যাণ করেন। তাই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা রয়েছে।
ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :
১. ঈশ্বর আছেন ২. সকল সৃষ্টিকে ভালোবাসা ৩. ঈশ্বর ৪. আমরা অবাক. হই ৫. বিশ্বের সর্বত্র |
সর্বত্র পরিব্যাপ্ত এই সুন্দর পৃথিবী দেখে সব জায়গাতে ঈশ্বরের লীলা দেখা যায় ঈশ্বরকে ভালোবাসার সামিল। |
উত্তর :
১. ঈশ্বর আছেন সব জায়গাতে।
২. সকল সৃষ্টিকে ভালোবাসা ঈশ্বরকে ভালোবাসার সামিল।
৩. ঈশ্বর সর্বত্র পরিব্যাপ্ত।
৪. আমরা অবাক. হই এই সুন্দর পৃথিবী দেখে।
৫. বিশ্বের সর্বত্র ঈশ্বরের লীলা দেখা যায়।
শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় কর :
১. পৃথিবীর বাইরের সৃষ্টি ঈশ্বরের নয়।
২. ঈশ্বর স্বয়ভ‚।
৩. ঈশ্বরের লীলা বিচিত্র।
৪. সবকিছুই ঈশ্বরের নিয়ন্ত্রণে নেই।
৫. ধ্বংসের মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত হয়।
উত্তর : ১. ‘অ’ ২. ‘শু’ ৩. ‘শু’ ৪.‘ অ’ ৫. ‘অ’
শূন্যস্থান পূরণ :
১) ঈশ্বর নিজেই নিজের ——-।
২) ঈশ্বর তাঁর ——- প্রকাশের জন্য সৃষ্টি করেন।
৩) ——- সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে।
৪) ——- সৃষ্টিকে ভালোবাসা মানেই ঈশ্বরকে ভালোবাসা।
৫) ঈশ্বর সবকিছুর ——- ।
উত্তর : ১) স্রষ্টা, ২) লীলা, ৩) শ্রীমদ্ভগবদ্গীতায়, ৪) সকল, ৫) নিয়ন্তা।
সাধারণ
১. ঈশ্বরের লীলা প্রকাশের কারণ কী?
ক. বিনাশ করা
খ. পরীক্ষা করা
গ. আনন্দ উপভোগ করা
ঘ. সংহার করা
২. সবকিছু কার নিয়ন্ত্রণে?
ক. মানুষের
খ. ঈশ্বরের ছ
গ. প্রকৃতির
ঘ. পশু-পাখির
৩. কার পরিচর্যা করতে হবে?
ক. পশু-পাখির
খ. জীব-জন্তুর
গ. কীট-পতঙ্গের
ঘ. গাছ-পালার
৪. কার প্রতি যত্নশীল হতে হবে?
ক. জীব-জন্তুর প্রতি
খ. জড় বস্তুর প্রতি
গ. নদ-নদীর প্রতি
ঘ. আকাশ-বাতাসের প্রতি
যোগ্যতাভিত্তিক
শিখনফল : ঈশ্বরের সৃষ্টি সম্পর্কে জানব।
৫. তুমি পরিবারের সাথে সিলেটে চা-বাগান দেখতে গেলে। সেখানে উঁচু-নিচু পাহাড়, টিলা, চায়ের বাগান ও অন্যান্য অপরূপ সবুজ গাছ-পালা দেখে অবাক. হলে। এসব কে সৃষ্টি করেছেন?
ক. মানুষ
খ. ঈশ্বর ছ
গ. প্রকৃতি
ঘ. পশু-পাখি
৬. আমরা কেন সকল জীবকে ভালোবাসব?
ক. সকলের মধ্যে ঈশ্বর বিরাজ করে বলে
খ. সকলই ঈশ্বরের সৃষ্টি বলে
গ. সকল জীব আমাদের মঙ্গলের জন্য নিবেদিত বলে
ঘ. ঈশ্বরের অনুগ্রহ লাভের আশায়
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
প্রশ্ন ও উত্তরঃ
১. ঈশ্বরের সৃষ্টির পরিধি কতটুকু?
উত্তর : ঈশ্বরের সৃষ্টির পরিধি সীমাহীন। আমাদের এই সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সবকিছুই ঈশ্বরের সৃষ্টি।
২. কোন বিশ্বাস মনেপ্রাণে ধারণ করে ঈশ্বর ও তাঁর সকল সৃষ্টিকে ভালোবাসা আমাদের কর্তব্য?
উত্তর : ঈশ্বর সর্বশক্তিমান এবং তিনি সবকিছুর নিয়ন্তা- এই বিশ্বাস মনেপ্রাণে ধারণ করে ঈশ্বর ও তাঁর সকল সৃষ্টিকে ভালোবাসা আমাদের কর্তব্য।
৩. পশু-পাখি ও গাছ-পালার যতœ নেওয়া কোন শিক্ষার মধ্যে পড়ে?
উত্তর : পশু-পাখি ও গাছ-পালার যতœ নেওয়া আমাদের নৈতিক. শিক্ষার মধ্যে পড়ে।
সাধারণ
১. ঈশ্বর জীবের মধ্যে কীরূপে বিরাজ করেন? তাঁর সৃষ্টি কেন বিচিত্র?
উত্তর : ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করেন। পৃথিবীর মানুষ, গাছ-পালা, নদ-নদী, জীব-জন্তু, পশু-পাখি, কীট-পতঙ্গ. ইত্যাদি সবকিছুই ঈশ্বর সৃষ্টি করেছেন। তাঁর এই অপূর্ব সৃষ্টির প্রত্যেকটিই দেখতে অপরটি থেকে ভিন্ন। এদের বৈশিষ্ট্যও একে অপর থেকে ভিন্ন ও বিচিত্র। এই ভিন্নতার ফলেই ঈশ্বরের সৃষ্টি বৈচিত্র্যময়।
যোগ্যতাভিত্তিক
১. তুমি গাছের গোড়ায় নিয়মিত পানি দাও, আগাছা পরিষ্কার কর। এসবের মধ্য দিয়ে কীভাবে তোমার কল্যাণ হবে? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর : যেভাবে আমার কল্যাণ হবে তা নিচে পাঁচটি বাক্যে লেখা হলো :
১) ফুলগাছের পরিচর্যা করলে এবং এর প্রতি যতœশীল হলে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পাবে।
২) ঈশ্বর প্রতিটি জীবের মাঝেই আত্মারূপে অবস্থান করেন বলে তাঁর সেবা করা হবে।
৩) ফুলগাছ জীব হওয়ায় একে যতœ করলে তা ঈশ্বরকে যতœ করারই সমতুল্য।
৪) ঈশ্বরকে যতœ করলে তিনি আমার ওপর সন্তুষ্ট হবেন এবং আমার কল্যাণ করবেন।
৫) পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা আমাকে ভালো মানুষ হিসেবে ভালোবাসবে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।