অ্যাসাইনমেন্ট: ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 2024 || গুগল লেন্স ব্যবহার করে ছবির উৎস খুঁজে বের করা। Class 8 Digital Technology book Solution || প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ বই কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নের উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
অ্যাসাইনমেন্ট-১ : গুগল লেন্স ব্যবহার করে কোনো একটি ছবির উৎস খুঁজে বের করে দেখাও।
উত্তর :
কাজের উদ্দেশ্য : ছবির উৎস খুঁজে বের করা।
[এককযোগ্যতা ৬.৮.১; পারদর্শিতা সূচক (PI) ৬.৮.১.৩
কাজের পদ্ধতি : গুগল লেন্স ব্যবহার করে ছবির উৎস নিচে খুঁজে বের করে দেখানো হলো ।
১. গুগল লেন্স আইকনে ক্লিক করি।
https://prnt.sc/FmZUHztNxiGa
২. Upload a file অপশনে ক্লিক করি।
https://prnt.sc/zOTzGHXXdHJ3
৩. যে ছবি অনুসন্ধান করতে চাই সেটি সিলেক্ট করি।
https://prnt.sc/tzFW5e1j6X2I
ফলাফল :
https://prnt.sc/2cKRm5HXb4db
অ্যাসাইনমেন্ট ২ : গুজব বা অপতথ্য বন্ধে করনীয় সম্পর্কে অ্যাসাইনমেন্ট তৈরি কর।
উত্তর :
কাজের উদ্দেশ্য : গুজব বা অপতথ্য বন্ধ করা।
কাজের পদ্ধতি : বর্তমান সময় প্রযুক্তি নির্ভর সময়। যে যতবেশি প্রযুক্তি নির্ভর সে ততবেশি এগিয়ে রয়েছে। এই প্রযুক্তি বা তথ্যই বর্তমান পৃথিবীর চালিকা শক্তি। সবারই রয়েছে সঠিক তথ্য জানার ও প্রচারের অধিকার।
বর্তমানে দেখা যায় প্রযুক্তির কল্যাণে ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য আমরা পেয়ে থাকি যা আমাদের জীবনযাত্রার মানকে করেছে উন্নত এবং সহজ । কিন্তু মাঝে মাঝে দেখা যায় অপ্রত্যাশিতভাবে ভুল তথ্য ছড়িয়ে পড়ে।
এতে করে আমরা অনেকেই সেটা বিশ্বাস করে নানা রকম সমস্যার সম্মুখীন হই। এজন্য আমাদের সকলের উচিত কোনো নির্ভরযোগ্য সূত্র হতে জানা এবং বিশ্বাস করা।
কোনো তথ্য সন্দেহজনক মনে হলে সেটি সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত জানা এবং সেটি কোনো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না দেওয়া। কেননা সঠিক তথ্য যেমন আমাদের অনেক উপকারে আসতে পারে ঠিক তেমনি অপতথ্য বা গুজব আমাদের নানামুখী সমস্যার সম্মুখীন করতে পারে। তাই আমাদের উচিত সঠিক তথ্য জানা এবং গুজব বা অপতথ্য ছড়িয়ে না দেওয়া।
অ্যাসাইনমেন্ট: ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 2024 || গুগল লেন্স ব্যবহার করে ছবির উৎস খুঁজে বের করা
প্রতিবেদন প্রণয়ন
মূল্যায়ন নির্দেশনা অনুসরণে একক ও দলগত কাজ
– সম্পূর্ণ অভিজ্ঞতায় তথ্য যাচাই প্রক্রিয়া সম্পর্কে তোমার শিক্ষনীয় এবং আগ্রহের দিকগুলো উল্লেখ করে একটি [এককযোগ্যতা ৬.৮.১; পারদর্শিতা সূচক (PI) ৬.৮.১.১ প্রতিবেদন প্রণয়ন করো।
প্রতিবেদনের শিরোনাম : তথ্য যাচাই প্রক্রিয়ায় শিক্ষা ও আগ্রহের দিক
প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক প্রতিবেদন
প্রতিবেদকের নাম : ইফতেখার আহমাদ
প্রতিবেদকের ঠিকানা : জামালপুর, ময়মনসিংহ
প্রতিবেদন :
তথ্য যাচাই প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করি। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের প্রবাহ অনেক বেড়েছে।
এই তথ্যগুলোর মধ্যে সত্য তথ্যের পাশাপাশি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যও রয়েছে এই মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যগুলোকে মিসইনফরমেশান, ডিসইনফরমেশান বা ম্যালইনফরমেশান বলা হয়।
মিসইনফরমেশান, ডিসইনফরমেশান বা ম্যালইনফরমেশানের কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারে, সমাজকে বিভ্রান্ত করতে পারে এবং জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে। তাই, এই ধরনের তথ্যগুলো থেকে সতর্ক থাকা এবং তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য যাচাই প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। এই ধাপগুলো হলো :
- উৎস যাচাই করা : তথ্যটি কোথা থেকে এসেছে তা নিশ্চিত করি। নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নিই
- বিভিন্ন উৎস থেকে তথ্য নিই : বিভিন্ন উৎস থেকে তথ্য নিই যাতে একটি সামগ্রিক চিত্র পেতে পারি।
- ক্রিটিক্যালি চিন্তা করা : তথ্যটি সম্পর্কে সমালোচনামূলকভাবে চিন্তা করি । জিজ্ঞাসা করি যে তথ্যটি কি সত্য না মিথ্যা ৷
- তথ্যসূত্র পরীক্ষা করা : তথ্যের সমর্থনে উপযুক্ত তথ্যসূত্র রয়েছে কিনা তা পরীক্ষা করি।
- আমি সম্পূর্ণ অভিজ্ঞতায় তথ্য যাচাই প্রক্রিয়া সম্পর্কে বেশ কিছু শিক্ষা ও আগ্রহের দিক পেয়েছি। এর মধ্যে কয়েকটি হলো : শিক্ষনীয় দিক
- • তথ্যের গুরুত্ব : তথ্য হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের তথ্যের সংস্পর্শে আসি এই তথ্যগুলো আমাদের সিদ্ধান্ত গ্রহণ, জ্ঞান বৃদ্ধি এবং বিশ্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ।
- মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের বিপদ : মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য আমাদের ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে, সমাজকে বিভ্রান্ত করতে পারে এবং জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে। তাই এই ধরনের তথ্যগুলো থেকে সতর্ক থাকা এবং তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ
- তথ্য যাচাইয়ের প্রক্রিয়া : তথ্য যাচাইয়ের প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। এই ধাপগুলো সম্পর্কে জানা থাকলে আমরা সহজেই তথ্যের সত্যতা যাচাই করতে পারি।
- তথ্য যাচাইয়ের প্রযুক্তি : আমাদের তথ্য যাচাই-করণকে গতিশীল করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা যেতে পরে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো Google form, Google lance, Microsoft Excel, In Vid ইত্যাদি।
আগ্রহের দিক
- তথ্য যাচাইয়ের চ্যালেঞ্জ : তথ্য যাচাইয়ের একটি বড় চ্যালেঞ্জ হলো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা। এই ধরনের তথ্যগুলো প্রায়ই খুবই সুচারুভাবে তৈরি করা হয় যাতে তা সত্য বলে মনে হয়। তাই, তথ্য যাচাইয়ের জন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে।
- তথ্য যাচাইয়ের গুরুত্ব : তথ্য যাচাইয়ের গুরুত্ব সম্পর্কে জানার পর আমি বুঝতে পেরেছি যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমাদের সকলকে তথ্য যাচাইয়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে।
- আমি মনে করি তথ্য যাচাই প্রক্রিয়া সম্পর্কে সবাইকে সচেতন করা প্রয়োজন। কারণ, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের প্রবাহ অনেক বেড়েছে। এই ধরনের তথ্যগুলো থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদের সকলকে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে এবং তা অনুশীলন করতে হবে।
প্রজেক্ট বা প্রকল্প মূল্যায়ন নির্দেশনা অনুসরণে হাতে-কলমে দলগত কাজ
প্রজেক্ট-১] তোমাদের শ্রেণির ১০ জন শিক্ষার্থীর তিনটি বিষয়ের প্রাপ্ত নম্বরের জন্য এক্সেল শিট তৈরি করো। শতকরা নাম্বার এর ভিত্তিতে শ্রেণিতে তাদের অবস্থানের ক্রম তৈরি করো। [এককযোগ্যতা ৬.৮.৪; পারদর্শিতা সূচক (PI) 6.8.4.1]
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।