৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি || মানচিত্র দেখে ৮টি বিভাগের নদীসমূহ চিহ্নিত করি || Class 8 Shilpo o Sonskriti 2024, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বই ও গাইড থেকে কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
কাজ ৭] বাংলাদেশের মানচিত্র দেখে ৮টি বিভাগের নদীসমূহ চিহ্নিত করি।
উদ্দেশ্য : মানচিত্র দেখতে ৮টি বিভাগের নদীসমূহ চিহ্নিত করতে পারা ।
কাজের ধরন : একক কাজ ।
উপকরণ : পাঠ্যবই, মানচিত্র, রং পেনসিল, সাধারণ পেনসিল ইত্যাদি ।
নমুনা উত্তর
বাংলাদেশের নদী মানচিত্র
কাজ ৮] শিক্ষার্থীদের মধ্য থেকে অন্তত একটি বা দুইটি দল দেশের ৮টি বিভাগের লোকচিত্রকলা, গান, মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তথ্য ও ছবির আলোকে কথোপকথন উপস্থাপন করবে।
উদ্দেশ্য : দেশের লোকচিত্রকলা, গান ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানা।
কাজের ধরন : দলগত কাজ ।
৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি || মানচিত্র দেখে ৮টি বিভাগের নদীসমূহ চিহ্নি
নমুনা উত্তর
সংলাপের বিষয়বস্তু : ৮টি বিভাগের মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক স্থাপনা
কবির : আচ্ছা! রাফিদ তুমি কি জান আমাদের লোকশিল্প জাদুঘর কোথায়?
রাফিদ : হ্যাঁ! আমি জানি আমাদের লোকশিল্প জাদুঘর ঢাকা বিভাগের সোনারগাঁয়ে অবস্থিত।
কবির : তুমি কি কখনো লোকশিল্প জাদুঘরে গিয়েছ?
রাফিদ : হ্যা, আমি সেখানে গিয়েছি। জাদুঘরে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখেছি।
কবির : আমিও চট্টগ্রাম বিভাগে গিয়েছি। সেখানে প্রাচীন ঐতিহাসিক অনেক স্থাপনা দেখেছি। চট্টগ্রামের সার্কিট হাউস, কালুরঘাট বেতারকেন্দ্র, চন্দনপুরা তাজ মসজিদ, ইউরোপিয়ান ক্লাব, ফয়েজ লেক, অলি খাঁ মসজিদ ইত্যাদি ।
রাফিদ : তুমি কি সেখানকার নদনদী দেখেছ?
কবির : সেখানে আমি অনেক নদনদী ঘুরে দেখেছি, যেমন– কর্ণফুলী নদী, কক্সাবাজার সমুদ্রসৈকত ইত্যাদি।
কবির : তুমি কি বলতে পারবে রাজশাহী বিভাগের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কী কী?
রাফিদ : হ্যাঁ! আমি বলতে পারব রাজশাহী বিভাগে রয়েছে ঐতিহাসিক বাঘা মসজিদ, কিসমত মারিয়া মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ইত্যাদি।
কবির : আমি রংপুর মুক্তিযুদ্ধ জাদুঘর দেখিনি, তবে আমি বইতে রংপুর মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে পড়েছি, সেটির নাম শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ জাদুঘর, সেখানে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত নিদর্শন রয়েছে ।
রাফিদ : আর কোন কোন বিভাগে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং প্রাচীন ঐতিহাসিক স্থাপনা রয়েছে?
কবির : এছাড়াও খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে। এ সকল বিভাগে প্রাচীন ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেমন-খুলনার ষাট গম্বুজ মসজিদ, বরিশালের গুটিয়া মসজিদ, মিয়া মসজিদ, সিলেটের দরগাহ মসজিদ, ওসমানী জাদুঘর, শাহজালাল (রহ) এর মাজার, শাহপরান (র) এর মাজার। ময়মনসিংহে রয়েছে শশী লজ, শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা, মুক্তাগাছা জমিদারবাড়ি, হাসান মঞ্জিল ইত্যাদি ।
৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি || মানচিত্র দেখে ৮টি বিভাগের নদীসমূহ চিহ্নিত করি
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
কাজ ৯ | বাংলাদেশের আটটি বিভাগের ঐতিহাসিক স্থাপনাগুলোর ছবি আঁকি ।
উদ্দেশ্য : বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানা।
কাজের ধরন : একক কাজ ।
উপকরণ : পাঠ্যবই, ইন্টারনেট, পুরোনো ক্যালেন্ডার, খাতা, কলম, রং পেনসিল ইত্যাদি
নমুনা উত্তর
ঢাকা বিভাগ : ঢাকা বিভাগের কয়েকটি ঐতিহাসিক স্থাপনার ছবি আঁকা হলো : ছবি— আহসান মঞ্জিল, অপরাজেয় বাংলা
আহসান মঞ্জিল
অপরাজেয় বাংলা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।