৫ম শ্রেণীর গণিত সমাধান | অধ্যায় ১২ | সময় | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ১২ তম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায়: ১২ (সময়)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
০১। ঘড়িতে রাত ৮.১৫ মিনিট। আন্তর্জাতিক. রীতিতে কোন সময়টি হবে?
ক. ৩ টা ৪০ মিনিট খ. ৮ টা ১৫ মিনিট গ. ২০ টা ১৫ মিনিট ঘ. ১৫ টা ৪০ মিনিট
০২। নিচের কোন সালটি অধিবর্ষ নয়?
ক. ১৬০০ সাল খ. ১৯০০ সাল গ. ২০০০ সাল ঘ. ২৪০০ সাল
০৩। ২০১২ সালের ফেব্রæয়ারি মাসের ১ তারিখ. বুধবার হলে মাসের শেষ তারিখ. কি বার হবে?
ক. সোমবার খ. মঙ্গলবার গ. বুধবার ঘ. বৃহস্পতিবার
০৪। ২০১১ ইংরেজি সালের ফেব্রæয়ারি মাস কত দিনে?
ক. ২৮ দিন খ. ২৯ দিন গ. ৩০ দিন ঘ. ৩১ দিন
০৫। রাত ৯টা ১৫ মিনিটকে আন্তর্জাতিক. রীতিতে প্রকাশ করলে হবে-
ক. ৯টা ১৫ মিনিট খ. সোয়া ৯টা গ. ২১টা ১৫ মিনিট ঘ. রাত ৯:১৫
০৬। ২০১২ সালের ফেব্রয়ারি মাস কত দিনে?
ক. ৩০ দিন খ. ৩১ দিন গ. ২৮ দিন ঘ. ২৯ দিন
০৭। কোন সালটি অধিবর্ষ?
ক. ১৫০০ খ. ১৬০০ গ. ১৭০০ ঘ. ১৮০০
০৮। দেশীয় রীতিতে সন্ধ্যা ৭টা আন্তর্জাতিক. রীতিতে কত?
ক. ১৭টা খ. ১৮টা গ. ১৯টা ঘ. ১৫টা
০৯। ইংরেজি ৯ম মাসের নাম কী?
ক. জুন খ. জুলাই গ. অক্টোবর ঘ. সেপ্টেম্বর
১০। ৩ বছর ৮ দিনকে ঘণ্টায় প্রকাশ কর।
ক. ২৬৫৭২ খ. ২৬৪৭২ গ. ২৭৭৭২ ঘ. ২৬৮৭১
১১। দেশীয়ভাবে দুপুর ২ টা ১৫ মিনিটকে আন্তর্জাতিক. রীতি অনুযায়ী কত বলা হয়?
ক. ২ টা ১৫ মিনিট খ. ১৪ টা ৭৫ মিনিট গ. ১৮ টা ১৫ মিনিট ঘ. ১৪ টা ১৫ মিনিট
১২। আন্তর্জাতিক. রীতিতে ০ টা ১২ মিনিট হলে দেশীয় রীতিতে তা কত হবে?
ক. রাত ১২ টা ১২ মিনিট খ. দুপুর ১২ টা ১২ মিনিট গ. সন্ধ্যা ৬ টা ১২ মিনিট ঘ. সকাল ৬ টা ১২ মিনিট
১৩। পঞ্চদশ শতাব্দী কত সাল থেকে কত সাল পর্যন্ত?
ক. ১৫০১ থেকে ১৫৯৯ সাল পর্যন্ত
খ. ১৫০১ থেকে ১৬০০ সাল পর্যন্ত
গ. ১৫০০ থেকে ১৬০০ সাল পর্যন্ত
ঘ. ১৪০১ থেকে ১৫০০ সাল পর্যন্ত
১৪। ৫ মাস ১৫ দিন = কত ঘণ্টা?
ক. ৪০৬০ খ. ৩৯৬০ গ. ৩৮৬০ ঘ. ৩৬০০
১৫। ৮৯৭৬০ ঘন্টাকে বছর ও মাসে প্রকাশ কর?
ক. ১২ বছর ২ মাস খ. ৩ বছর ১০ মাস গ. ১১ বছর ৫ মাস ঘ. ১০ বছর ৩ মাস
১৬। অধিবর্ষে কত দিনে এক. বছর হয়?
ক. ৩৬০ খ. ৩৬৫ গ. ৩৬৬ ঘ. ৩৬৭
১৭। ইংরেজী দ্বাদশ মাস কোনটি?
ক. জানুয়ারি খ. সেপ্টেম্বর গ. নভেম্বর ঘ. ডিসেম্বর
১৮। ১৩০০ সাল কত দিনের ছিল?
ক. ৩৬০ খ. ৩৬২ গ. ৩৬৫ ঘ. ৩৬৬
১৯। ৪ বছর ৩ মাস ১০ দিনকে ঘণ্টায় পরিণত করলে কত ঘণ্টা হয়?
ক. ৩৫৪৪০ খ. ৩৬৪৪০ গ. ৩৭৪৪০ ঘ. ৩৮৪৪০
২০। কোন সালটি অধিবর্ষ?
ক. ১৩০০ খ. ১৯৯৭ গ. ২০০৮ ঘ. ২১০০
২১। ৯৫০৪০ মিনিট = কত?
ক. ৩ মাস ৬ দিন
খ. ৩ মাস ৬ দিন ৯ ঘণ্টা ৪৪ মিনিট
গ. ২ মাস ৬ দিন
ঘ. ২ মাস ৬ দিন ৯ ঘণ্টা ৪৪ মিনিট
২২। ২৪০০ সালে ফেব্রæয়ারি মাস কত দিনে হবে?
ক. ২৮ খ. ২৯ গ. ৩০ ঘ. ৩১
২৩। ১৬ : ৪৫ কে ১২ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ করলে কোনটি হবে?
ক. ৪ : ৪৫ খ. পূর্বাহ্ন ৪ : ৪৫ গ. অপরাহ্ন ৪ : ৪৫ ঘ. অপরাহ্ন ৪ : ৪৫
২৪। বাংলা মতে, এক. সূর্যোদয় থেকে সূর্যান্ত সময়কে কী বলা হয়?
ক. ভোর খ. দিন গ. সন্ধ্যা ঘ. রাত
২৫। ধারাবাহিকভাবে ১০ বছর সময়কালকে কী বলে?
ক. এক. দশক খ. এক. যুগ গ. অধিবর্ষ ঘ. এক. শতাব্দী
২৬। অধিবর্ষে ফেব্রæয়ারি মাস কত দিনে হয়?
ক. ২৯ খ. ৩০ গ. ২৮ ঘ. ৩১
২৭। ১ শতাব্দী = কত বছর?
ক. ১০ বছর খ. ১২ বছর গ. ১০০ বছর ঘ. ৩৬৫ বছর
২৮। বাংলা মতে কখন থেকে দিন ও তারিখ. শুরু হয়?
ক. সূর্যাস্ত থেকে খ. সূর্যোদয় থেকে গ. দুপুর ১২ থেকে ঘ. রাত ১২টার পর থেকে
২৯। ১ যুগ. = কত বছর?
ক. ১০ খ. ১২ গ. ২৫ ঘ. ১১০০
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
০১। ২০১২ সাল কি অধিবর্ষ?
উত্তর : হ্যাঁ অধিবর্ষ
০২। দেশীয় রীতিতে রাত ১২টা ২৫ মিনিট আন্তর্জাতিক. রীতিতে সময় কত হবে?
উত্তর : ০ টা ২৫ মিনিট
০৩। তোমার স্কুল অপরাহ্ণ ৪ টায় ছুটি হলে আন্তর্জাতিক. রীতিতে কয়টার সময় স্কুল ছুটি হলো?
উত্তর : ১৬ টায়
০৪। রাত ১১ টা ৩০ মিনিট আন্তর্জাতিক. রীতিতে কয়টা বাজে?
উত্তর : ২৩ টা ৩০ মিনিট
০৫। ১লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ঐ মাসের শেষ তারিখ. কী বার?
উত্তর : শনিবার
০৬। ২০০৪ সালের ফেব্রæয়ারি মাস কত দিন ছিল?
উত্তর : ২৯ দিন
৭। ২১০০ সাল অধিবর্ষ কি?
উত্তর : না, অধিবর্ষ নয়।
০৮। ১ দিন = কত সেকেন্ড?
উত্তর : ৮৬৪০০ সেকেন্ডে।
০৯। কোন সাল থেকে কোন সাল পর্যন্ত বিংশ শতাব্দী?
উত্তর : ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত
১০। ২০০০ সালের দিন সংখ্যা কত ছিল?
উত্তর : ৩৬৬ দিন
১১। ৫ বছর ৪ দিন = কত মিনিট?
উত্তর : ২৬৩৩৭৬০ মিনিট।
১২। ৩৬২৯০ ঘন্টাকে বছর, মাস, দিন, ঘণ্টায় প্রকাশ কর।
উত্তর : ৪ বছর ১ মাস ২২ দিন ২ ঘন্টা।
১৩। ৩ বছর ৫ মাস ১৫ দিনকে সেকেন্ডে পরিণত কর।
উত্তর : ১০৮৮৬৪০০০ সেকেন্ড।
১৪। ৮৯৭৬০ ঘণ্টাকে বছর ও মাসে পরিণত কর।
উত্তর : ১০ বছর ৩ মাস
১৫। একটি বাস ৩ : ৪৫ এ বাসস্ট্যান্ড ছেড়ে যায় এবং ৪ ঘন্টা ২০ মিনিট পর ফিরে আসে। বাসটি কখন ফিরে আসে?
উত্তর : ৮ : ০৫ এ ফিরে আসে।
১৬। জানুয়ারি মাসের ১ তারিখ. বুধবার হলে ৩১ তারিখ. কী বার হবে?
উত্তর : শুক্রবার।
১৭। কোন রীতিতে রাত, অপরাহ্ণ, বিকাল ইত্যাদি বলা হয় না?
উত্তর : আন্তর্জাতিক. রীতিতে
১৮। ধারাবাহিক. ১২ বছর সময়কে কী বলে?
উত্তর : ১ যুগ
১৯। এক. দশক. = কত বছর?
উত্তর : ১০ বছর
২০। এক. শতাব্দী = কত বছর?
উত্তর : ১০০ বছর।
২১। বাংলা বছরের ৭ম মাসের নাম কী?
উত্তর : কার্তিক. মাস।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ একটি প্লেন কোনো শহর ১১:৫০ মিনিটে ত্যাগ. করে ১৫:২৫ মিনিটে গন্তব্যে পৌঁছায়।
(ক) ১২ ঘন্টা সময়সূচি অনুযায়ী প্লেনটি কখন গন্তব্যে পৌঁছায়? ২
(খ) প্লেনটি কত ঘন্টা এবং কত মিনিট ভ্রমণ করল? ৩
(গ) খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি ছাড়তে ৫০ মিনিট বিলম্ব হলে কখন গন্তব্যে পৌঁছাবে? ৩
প্রশ্ন \ ২ \ রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন থেকে সকাল ৯ টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে রংপুর স্টেশনে ১৬ টা ৪০ মিনিটে পৌঁছলো।
(ক) ট্রেনটি রংপুর স্টেশনে দেশীয় রীতিতে কয়টায় পৌঁছালো? ২
(খ) ঢাকা থেকে রংপুরে পৌঁছাতে ট্রেনটির কত সময় লাগলো? ২
(গ) রংপুরে পৌঁছার সময়কে মিনিটে প্রকাশ কর। ২
(ঘ) ট্রেনটি ৫ পাঁচটি স্টেশনে গড়ে ১০ মিনিট করে থেমে থাকলে মোট কত সেকেন্ড থেমেছিল? ২
প্রশ্ন \ ৩ \ সহিদুল ২ দিন ৩ ঘন্টা ট্রেন ভ্রমণ করে ঢাকায় পৌঁছালো।
(ক) ৩ ঘন্টাকে মিনিটে প্রকাশ কর। ২
(খ) ২ দিনকে মিনিটে রূপান্তর কর। ২
(গ) সহিদুলের ভ্রমণের সময়কালকে সেকেন্ডে প্রকাশ কর। ২
(ঘ) ৩ ঘন্টা = কত দিন? ২
প্রশ্ন \ ৪ \ একটি বিআরটিসি বাস দুপুর ১ টা ৪০ মিনিটে বাসস্টপ ছেড়ে যায় এবং বিকাল ৪ টা ১ মিনিটে ফিরে আসে।
(ক) দুপুর ১ টা ৪০ মিনিটকে ২৪ ঘন্টা সময়সূচিতে প্রকাশ কর। ২
(খ) বিকাল ৪ টা ১ মিনিটকে ২৪ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ কর। ২
(গ) বাসটি কতক্ষণ ভ্রমণ করে? ২
(ঘ) বাসটির ভ্রমণের সময়কে সেকেন্ডে রূপান্তর কর। ২
প্রশ্ন \ ৫ \ মাসুক. ২০১২ সালের ২৬ শে ফেব্রæয়ারি সোমবার বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। সে ৯ দিন পরে বাড়িতে ফিরে এলো।
(ক) ২০১২ সালে কত দিনে বছর হয়েছিল? ২
(খ) সে কত তারিখে ফিরে এসেছিল? ২
(গ) সে কী বারে ফিরে এসেছিল? ২
(ঘ) সে কত মিনিট পর বাড়িতে ফিরে এলো? ২
প্রশ্ন \ ৬ \ একটি দূরপাল্লার বাস ২৪ ঘন্টা সময়সূচিতে ৭ : ৩০ এ রওনা করে এবং ১৬ : ৪৫ এ গন্তব্যে পৌছায়। যাত্রাপথে ৩টি স্টপে বাসটি যথাক্রমে ১৪, ২৫ ও ৩০ মিনিট যাত্রা বিরতি দেয়।
(ক) ১৬ : ৪৫ কে ১২ ঘন্টা সময়সূচিতে প্রকাশ কর। ২
(খ) বাসটির ভ্রমণকাল নির্ণয় কর। ২
(গ) বাসটি কত সেকেন্ড যাত্রা বিরতি দিয়েছিল? ২
(ঘ) বাসটি কত সময় চলন্ত অবস্থায় ছিল? ২
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।