৫ম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১১ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ১১তম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ১১ আবহাওয়া ও জলবায়ু
১. সঠিক উত্তরটিতে টিক চিহ্ন () দাও।
১) বায়ুর তাপমাত্রা বলতে কী বোঝায়?
ক. বায়ু কতটা গরম বা ঠাণ্ডা
খ. বায়ুতে জলীয় বাষ্প কম না বেশি
গ. বায়ু হালকা বা ভারী
ঘ. সূর্যের আলো বেশি না কম
২) বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কী ঘটে?
ক. ঝড় খ. বৃষ্টি গ. কুয়াশা ঘ. শৈত্য প্রবাহ
৩) বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়?
ক. বন্যা খ. ভ‚মিকম্প গ. তাপদাহ ঘ. তুষারপাত
৪) আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের?
ক. সময়
খ. স্থান
গ. দিক
ঘ. শক্তি
উত্তর : ১) ক. বায়ু কতটা গরম বা ঠাণ্ডা; ২) ক. ঝড়;
৩) ক. বন্যা; ৪) ক. সময়।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. কখন বৃষ্টি হতে পারে যখন বায়ু
ক. ঠাণ্ডা থাকে
খ. গরম এবং আর্দ্র থাকে
গ. স্বাভাবিক তাপমাত্রা এবং শীতল থাকে
ঘ. উষ্ণ ও শুষ্ক থাকে
২. বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয়
ক. বৃষ্টি
খ. আর্দ্রতা
গ. বায়ুর চাপ
ঘ. কুয়াশা
৩. শীতকালে কেন কম বৃষ্টি হয়? কারণ শীতকালে
ক. বায়ুর তাপমাত্রা বেশি থাকে
খ. বায়ুর চাপ বেশি থাকে
গ. বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে
ঘ. বায়ু শুষ্ক থাকে
৪. বিভিন্ন কারণে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে পরিবেশে কী ঘটে?
ক. তাপমাত্রা বাড়ে
খ. তাপমাত্রা কমে
গ. তাপমাত্রা স্থিতিশীল থাকে
ঘ. ঠাণ্ডা বাড়ে
৫. অর্নি গ্রীষ্মকালে সুতিকাপড়, বর্ষাকালে সিল্কের কাপড় ও শরৎকালে সাদা জামা পরে। অর্নির জামা পরা নির্ধারণ করে কোন বিষয়টি?
ক. বায়ুপ্রবাহ খ. আবহাওয়া গ. বায়ুচাপ ঘ. মেঘ
৬. সোনিয়া কোরিয়ায় বাস করে। সেদেশে বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা দ্বারা কোনটি প্রকাশ পায়?
ক. জলবায়ু খ. আবহাওয়া গ. আর্দ্রতা ঘ. বায়ুচাপ
৭. সাফিন সুরমা নদীর তীরে বাস করে। তার জীবন ও সম্পদের অনেক সময় ক্ষতি হয়। এক্ষেত্রে কোনটি প্রকাশ পায়?
ক. স্বাভাবিক আবহাওয়া
খ. বিরূপ আবহাওয়া
গ. তাপদাহ
ঘ. মরুকরণ
৮. রিমা ঈদের দিন ঘুরবে বলে ঠিক করল। কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়ায় সে মত বদল করল। কোনটির পরিবর্তনের কারণে সে মত পরিবর্তন করল?
ক. জলবায়ু
খ. সূর্যের তাপ
গ. আবহাওয়া
ঘ. জলীয় বাষ্প
৯. বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর মাস এক পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায়। এর মূল কারণ কী?
ক. ভ‚মিকম্প
খ. বন্যা
গ. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
ঘ. ক্ষরা
১০. গ্রীষ্মকালে বাংলাদেশে বজ্রঝড় হয়। এটি কী নামে পরিচিত?
ক. কালবৈশাখী
খ. শিলাবৃষ্টি
গ. বৃষ্টি
ঘ. ভারী বৃষ্টি
১১. হঠাৎ শক্তিশালী বায়ুপ্রবাহে দেয়াল ভেঙে যায়, ঘরবাড়ির ছাদ উড়ে যায় ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই দুর্যোগের নাম কী?
ক. খরা খ. বন্যা গ. টর্নেডো ঘ. ঘূর্ণিঝড়
১২. রহিম মেহেরপুরে বাস করে। এটি উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। এখানে কম বৃষ্টিপাতের ও উচ্চ তাপমাত্রার জন্য খরা হয়। এখানকার আবহাওয়া কেমন?
ক. আর্দ্র
খ. শুষ্ক
গ. জলীয় বাষ্পপূর্ণ
ঘ. অসহনীয় শৈত্য
১৩. অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এখানে কোনটি হয়?
ক. টর্নেডো খ. ঘূর্ণিঝড় গ. বন্যা ঘ. খরা
১৪. সাগরে মাছ ধরতে যাওয়ার আগে উপক‚লীয় জেলেরা রেডিওতে খবর শোনে। তারা মূলত কী জানতে চায়?
ক. আবহাওয়ার পূর্বাভাস
খ. সাগরের অবস্থা
গ. মাছের অবস্থান
ঘ. জলবায়ু
১৫. বর্ষাকালে কোন মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে?
ক. পূর্ব-পশ্চিম
খ. পশ্চিম-দক্ষিণ
গ. দক্ষিণ-পশ্চিম
ঘ. পূর্ব-উত্তর
১৬. করিম চাষী কখন কোন ফসল চাষ করবে তা কীভাবে ঠিক করে?
ক. আবহাওয়ার ধারণা কাজে লাগিয়ে
খ. ঋতু পরিবর্তনের ধারণা কাজে লাগিয়ে
গ. জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে
ঘ. চন্দ্রমাসের ধারণা কাজে লাগিয়ে
১৭. বাংলাদেশের গ্রীষ্মকালে অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থার নাম কী?
ক. তাপদাহ খ. শৈত্যপ্রবাহ গ. বায়ুপ্রবাহ ঘ. বায়ুচাপ
১৮. তাপদাহের কারণে হাজার হাজার জীবের মৃত্যু হয়। অস্বাভাবিক তাপদাহে বাংলাদেশে কোনটির উৎপাদন মারাত্মক ব্যাহত হয়?
ক. মাছ খ. ফসল গ. পশু-পাখি ঘ. হাঁস-মুরগি
১৯. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এখানে জলবায়ু ও ভ‚-প্রকৃতির কারণে কোনটি হয়?
ক. বন্যা খ. বায়ুচাপ গ. বায়ুপ্রবাহ ঘ. আর্দ্রতা
২০. গ্রীষ্মকালে বজ্রঝড় বেশি হয়। আমাদের দেশে এই ঝড় সর্বোচ্চ কত কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়?
ক. ৩০ খ. ২৫ গ. ২০ ঘ. ২২
২১. রাজশাহীতে ২৪শে ফেব্রæয়ারিতে তাপমাত্রা ৩২.৫ সে.। এর দ্বারা রাজশাহীর কোন ঋতু বুঝায়?
ক. শীতকাল খ. গ্রীষ্মকাল গ. বর্ষাকাল ঘ. শরৎকাল
২২. তুষার ঘূর্ণিঝড়ের কারণে সর্বশান্ত হয়েছে। সাধারণত কত কি. মি. এলাকা জুড়ে এ দুর্যোগ বিস্তৃত হয়?
ক. ৫০০-৬০০
খ. ৫০০-৮০০
গ. ৭০০-৯০০
ঘ. ৬০০-৯০০
২৩. মেঘ ঘনীভ‚ত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি হয়। বাংলাদেশে এর ফলে কোনটি হয়?
ক. কালবৈশাখী
খ. ঝড়
গ. সাইক্লোন
ঘ. টর্নেডো
২৪. আমাদের দেশে ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ হয়। এর কারণে কোনটি হয়?
ক. সাইক্লোন খ. টর্নেডো গ. খরা ঘ. শৈত্যপ্রবাহ
২৫. বাংলাদেশে গ্রীষ্মকালে তাপদাহ দেখা যায়। কোন অঞ্চলে এটি দেখা যায়?
ক. উত্তর-পূর্ব
খ. উত্তর-পশ্চিম
গ. পশ্চিম-উত্তর
ঘ. উত্তর-পশ্চিম
২৬. ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এটি কোনটির কারণে হয়?
ক. টর্নেডো
খ. সাইক্লোন
গ. কালবৈশাখী
ঘ. বন্যা
২৭. বরকত সাহেব অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তাকে কিসের ভিত্তিতে পোশাক নির্বাচন করতে হবে?
ক. দিনের আবহাওয়া
খ. দিনের জলবায়ু
গ. দিনের তাপমাত্রা
ঘ. দিনের আদ্রর্তা
২৮. শাহাজাহানদের এলাকায় দিনের বেলায় সূর্যের তাপে ভ‚পৃষ্ঠ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ পরিস্থিতিতে উক্ত এলাকায় কী হয়?
ক. বায়ুর উচ্চচাপের সৃষ্টি হয়
খ. বায়ুর নিম্নচাপের সৃষ্টি হয়
গ. বায়ুর আদ্রর্তা বেশ বৃদ্ধি পায়
ঘ. বায়ু ভারী হয়ে নেমে আসে
২৯. বিপুলদের এলাকায় বেশ কিছুদিন যাবত অতি উচ্চ তাপমাত্রা, অস্বাভাবিক কম বৃষ্টিপাত, মাট-ঘাট ফেটে চৌচির অবস্থা। এ পরিস্থিতিকে কী বলা যায়?
ক. খরা
খ. খরার পূর্বাভাস
গ. তাপদাহ
ঘ. বায়ুপ্রবাহ
৩০. সুমিয়া ছায়াযুক্ত বারান্দায় কাপড় মেলে দেওয়ার অল্প সময়ের মধ্যে তা শুকিয়ে গেল। এটি কোন ঋতুর ঘটনা?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শীত ঘ. হেমন্ত
৩১. শীতকালে চারিদিক শুকিয়ে খটখটে হয়ে যায়। এর মূল কারণ কোনটি?
ক. বায়ুর আদ্রর্তা কম
খ. বায়ুর গড় আদ্রর্তা বেশি
গ. প্রখর সূর্যতাপ
ঘ. কম বৃষ্টিপাত
৩২. হাবিবা তার পরিহিত কাপড় ধুয়ে ঝুলিয়ে দিল। সারাদিন কেটে গেলেও তা শুকালো না। এর কারণ কোনটি?
ক. বায়ুর শূন্যতা
খ. কম বায়ুপ্রবাহ
গ. কম তাপমাত্রা
ঘ. বায়ুর আদ্রর্তা
৩৩. এখন ডিসেম্বর মাস। জানুয়ারি মাসে মাকসুদা বনভোজনে যাওয়ার সিদ্ধান্ত কিসের ভিত্তিতে নিতে পারে?
ক. আবহাওয়া ও পূর্ব অভিজ্ঞতা থেকে
খ. জলবায়ু ও পূর্ব অভিজ্ঞতা থেকে
গ. বায়ুপ্রবাহ ও বায়ুচাপ নির্ণয় করে
ঘ. ঐ মাসের বায়ুমণ্ডলের অবস্থা দেখে
৩৪. সানোয়ার বাংলাদেশে বাস করে। এখানে বর্ষা শুরু হয় কখন?
ক. জুনের মাঝামাঝি
খ. জুনের শেষে
গ. জুলাইয়ের শুরুতে
ঘ. জুনের শুরুতে
৩৫. বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। এখানে কখন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
ক. শীতকালে খ. বর্ষাকালে গ. গ্রীষ্মকালে ঘ. বসন্তকালে
৩৬. জানুয়ারি মাসের গড় বৃষ্টিপাত ৮ মিলিমিটার এবং গড় আর্দ্রতা ৫৪%। এগুলো কিসের উপাদান?
ক. প্রকৃতির খ. বাতাসের গ. জলবায়ুর ঘ. পরিবেশের
৩৭. বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। বর্ষাকালে এ সাগর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কী নিয়ে আসে?
ক. প্রচুর ঠাণ্ডা বাতাস
খ. প্রচুর গরম বাতাস
গ. প্রচুর জলীয় বাষ্প
ঘ. প্রচুর ঝড়ো হাওয়া
৩৮. আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়, তখন আমরা তাকে কী বলি?
ক. জলবায়ু পরিবর্তন
খ. পরিবেশ দূষণ
গ. বিরূপ আবহাওয়া
ঘ. প্রাকৃতিক দুর্যোগ
৩৯. বায়ু তার ওজনের কারণে ভ‚পৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাকে আমরা কী বলি?
ক. নিম্নচাপ খ. উচ্চচাপ গ. বায়ুচাপ ঘ. বাহুপ্রবাহ
সাধারণ প্রশ্ন :
৪০. বাংলাদেশের জলবায়ু কেমন?
ক. উষ্ণ ও শীতল
খ. শীতল ও আর্দ্র
গ. উষ্ণ ও আর্দ্র
ঘ. আর্দ্র ও সিক্ত
৪১. আবহাওয়া ও জলবায়ুর মূল পার্থক্য কিসে?
ক. সময়ে
খ. স্থানে
গ. নামে
ঘ. বৈশিষ্ট্যে
৪২. ভারত মহাসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে কী বলে?
ক. সাইক্লোন
খ. টাইফুন
গ. টর্নেডো
ঘ. হ্যারিকেন
৪৩. নিচের কোনটির জন্য তীব্র জোয়ার সবকিছু ভাসিয়ে নেয়?
ক. কালবৈশাখী
খ. জলোচ্ছ¡াস
গ. টর্নেডো
ঘ. খরা
৪৪. আমরা কোন দিন কোন কাপড় পরব তা কীভাবে নির্ধারণ করি?
ক. জলবায়ু বুঝে
খ. আবহাওয়া দেখে
গ. দিনপঞ্জিকা দেখে
ঘ. সূর্য দেখে
৪৫. কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের কিসের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে?
ক. বাতাসের অবস্থা
খ. পানির অবস্থা
গ. মাটির অবস্থা
ঘ. আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা
৪৬. জলবায়ু কী?
ক. আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারা
খ. পরিবেশ পরিবর্তনের নির্দিষ্ট ধারা
গ. বায়ু পরিবর্তনের নির্দিষ্ট ধারা
ঘ. আকাশ পরিবর্তনের নির্দিষ্ট ধারা
৪৭. আবহাওয়া সবসময় কেমন?
ক. একই
খ. পরিবর্তনশীল
গ. অপরিবর্তনশীল
ঘ. পূর্বাবস্থায় থাকে
৪৮. বায়ু কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে প্রবাহিত হয়?
ক. উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে
খ. নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে
গ. নিম্নচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে
ঘ. উচ্চ চাপ অঞ্চল থেকে উচ্চ চাপ অঞ্চলে
৪৯. বালি বা মাটি কোনটি অপেক্ষা দ্রæত গরম বা ঠাণ্ডা হয়?
ক. বরফ খ. পানি গ. কাঠ ঘ. তেল
৫০. শীতকালে কোন দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
ক. উত্তর-পূর্ব
খ. দক্ষিণ-পশ্চিম
গ. উত্তর-দক্ষিণ
ঘ. দক্ষিণ-পূর্ব
৫১. আর্দ্রতা কী?
ক. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ
খ. বাতাসে অক্সিজেনের পরিমাণ
গ. বাতাসে হাইড্রোজেনের পরিমাণ
ঘ. বাতাসে নাইট্রোজেনের পরিমাণ
৫২. জলীয় বাষ্প কীভাবে বৃষ্টিপাত ঘটায়?
ক. ঠাণ্ডা হয়ে খ. গরম হয়ে গ. ভারী হয়ে ঘ. হালকা হয়ে
৫৩. অতিগরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাকে আমরা কী বলি?
ক. শৈত্যপ্রবাহ
খ. তাপদাহ
গ. বিরূপ আবহাওয়া
ঘ. অতি উষ্ণতা
৫৪. আমাদের দেশের উপর দিয়ে কোন বায়ু প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়?
ক. উত্তরের শুষ্ক ও শীতল বায়ু
খ. পশ্চিমের রুক্ষ ও গরমবায়ু
গ. দক্ষিণের শুষ্ক ও শীতলবায়ু
ঘ. বঙ্গোপসাগরের শুষ্ক ও শীতল বায়ু
৫৫. কোথায় শৈত্য প্রবাহ খুব কম আসে?
ক. সাইবেরিয়ায়
খ. যুগো¯েøাভিয়ায়
গ. বাংলাদেশে
ঘ. গ্রিনল্যান্ড
৫৬. আমাদের দেশের আয়তনের কত অংশ বর্ষাকালে পানিতে তলিয়ে যায়?
ক. দুই তৃতীয়াংশ
খ. এক পঞ্চমাংশ
গ. এক ষষ্ঠাংশ
ঘ. এক তৃতীয়াংশ
৫৭. ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় আমাদের দেশের কতটুকু পানির নিচে তলিয়ে গিয়েছিল?
ক. দুই-তৃতীয়াংশ
খ. এক-তৃতীয়াংশ
গ. এক পঞ্চমাংশ
ঘ. দুই চতুর্থাংশ
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৫৮. আমাদের দেশে বন্যা হওয়ার কারণ কী?
ক. ভারতের পাহাড়ি পানি
খ. প্রচুর বৃষ্টিপাত
গ. ঘূর্ণিঝড়
ঘ. জলবায়ু ও ভ‚-প্রকৃতি
৫৯. কখন খরা দেখা দেয়?
ক. অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে
খ. স্বল্পসময় শুষ্ক আবহাওয়া থাকলে
গ. অনেক লম্বা সময় আর্দ্র আবহাওয়া থাকলে
ঘ. স্বল্প সময় আর্দ্র আবহাওয়া থাকলে
৬০. বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রায়ই খরা দেখা দেয়। এর মূল কারণ কী?
ক. মাটির রুক্ষতা
খ. অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রা
গ. উষ্ণ আবহাওয়া
ঘ. প্রচণ্ড সূর্যের তাপ
৬১. বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরা দেখা দেয়?
ক. দক্ষিণাঞ্চলে
খ. উত্তর-পশ্চিমাঞ্চলে
গ. পশ্চিমাঞ্চলে
ঘ. দক্ষিণ-পূর্বাঞ্চলে
৬২. গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয়, তা কী নামে পরিচিত?
ক. টর্নেডো
খ. ঘূর্ণিঝড়
গ. কালবৈশাখী
ঘ. সিডর
৬৩. কালবৈশাখী কেন হয়?
ক. স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে
খ. স্থলভাগ অত্যন্ত ঠাণ্ডা হওয়ার ফলে
গ. বায়ুমণ্ডল অত্যন্ত গরম হওয়ার ফলে
ঘ. সাগর উত্তাল হওয়ার ফলে
৬৪. ঘূর্ণিঝড় একটি সামুদ্রিক ঝড়। এটি কত কিলোমিটার জুড়ে বিস্তৃত?
ক. ৫০০ থেকে ৮০০ বর্গকিলোমিটার
খ. ৫০০ থেকে ৮০০ কিলোমিটার
গ. ৫০০ থেকে ৮০০ বর্গমিটার
ঘ. ৬০০ থেকে ৯০০ কিলোমিটার
৬৫. অত্যধিক গরমের ফলে কোন কোন সাগরের পানি ব্যাপকহারে বাষ্পে পরিণত হয়?
ক. ভারত মহাসাগর ও আরব সাগর
খ. ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর
গ. প্রশান্ত মহাসাগর ও বঙ্গোপসাগর
ঘ. ভ‚মধ্যসাগর ও আরব সাগর
৬৬. ঘূর্ণিঝড়ে কী হয়?
ক. দমকা হাওয়া বইতে থাকে
খ. দমকা হাওয়া ও মুষল ধারে বৃষ্টি
গ. ঝড়ো হাওয়া
ঘ. প্রচুর বৃষ্টি
৬৭. ডিসেম্বর মাসের মাসিক গড় বৃষ্টিপাত ও আর্দ্রতা কী হয়?
ক. ৫ মিলিমিটার ও ৬৬%
খ. ৫ মিলিমিটার ও ৬৩%
গ. ৮ মিলিমিটার ও ৫৪%
ঘ. ১৩৭ মিলিমিটার ও ৫৫%
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।