৫ম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১০ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ১০ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ১০ আমাদের জীবনে তথ্য
১. সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. টিভি
খ. রেডিও
গ. সংবাদপত্র
ঘ. সিডি
২) তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. বাস
খ. থার্মোমিটার
গ. মোবাইল ফোন
ঘ. ঘড়ি
উত্তর : ১) ঘ. সিডি; ২) গ. মোবাইল ফোন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. জহির তার সৌদি আরব প্রবাসী বন্ধুর সাথে অল্প সময়ে একটি তথ্য বিনিময় করতে চায়। সে কীভাবে কাজটি করবে?
ক. খুদে বার্তায়
খ. ভিডিও বার্তায়
গ. চিঠির মাধ্যমে
ঘ. পেনড্রাইভের মাধ্যমে
২. মনি ভাষা আন্দোলন সম্পর্কে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য জানতে চায়। সে বিষয়টির মূল শব্দ কোথায় লিখবে?
ক. ইধৎ ঈড়ধফ-এ
খ. ইন্টারনেটে
গ. ঝবধৎপয ইধৎ-এ
ঘ. ঊহঃবৎ শবু-তে
৩. সাতক্ষীরা জেলার মইন জানতে পারল আজ রাতে জলোচ্ছ¡াস আঘাত হানবে। এখন তার করণীয় কী?
ক. আবহাওয়া অফিসে যোগাযোগ করা
খ. সবাইকে নিরাপদ আশ্রয়ে নেওয়া
গ. সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব করা
ঘ. সংবাদের সত্যতা যাচাই করা
৪. জলোচ্ছ¡াস আঘাত হানার কথা জানার পরপরই আরাফ সমুদ্রে মাছ ধরতে যাওয়া বাবাকে উপক‚লে ফিরে আসতে বলল। এতে তার কোন দক্ষতা প্রকাশ পায়?
ক. সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা
খ. তথ্য বিনিময় দক্ষতা
গ. তথ্য সংরক্ষণ দক্ষতা
ঘ. চিন্তা করার দক্ষতা
৫. আলাউদ্দিন প্রতিদিন কয়েকবার করে অফিস থেকে বাসার খোঁজ খবর নেন। এই সহজ যোগাযোগ ব্যবস্থায় কোনটির অবদান সর্বাধিক?
ক. রিমোট কন্ট্রোলের
খ. টিভির
গ. ইন্টারনেটের
ঘ. আইসিটি
৬. সামসু বিজ্ঞানী নিউটন সম্পর্কে জানতে চায়। সে ঝবধৎপয ইধৎ-এ লিখবে
ক. নিজের নাম
খ. বিজ্ঞানী
গ. পদার্থবিদ
ঘ. নিউটন
৭. হিরা মাদার তেরেসা সম্পর্কে ইন্টারনেট থেকে জানতে চায়। তাকে সাহায্য করবে কোনটি?
ক. ঝবধৎপয ইঞ্জিন
খ. ঝবধৎপয ইধৎ
গ. ইধৎ ঈড়ধফ
ঘ. ঘবঃড়িৎশ
৮. তিশা ইন্টারনেট থেকে একটি তথ্য সংরক্ষণ করতে চায়। সে কীভাবে আধুনিক প্রযুক্তিতে কাজটি করতে পারে?
ক. ছবি তুলে
খ. ভিডিও করে
গ. মেমোরি কার্ডে
ঘ. খাতায় লিখে
৯. বর্তমান সময়ে একে অপরের সাথে অল্প সময়ে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়াকে কী বলে?
ক. ইন্টারনেট
খ. ফ্যাক্স
গ. মোবাইল ফোন
ঘ. রিমোট কন্ট্রোল
১০. তুমি নতুন কিছু শিখতে এবং সিদ্ধান্ত নিতে চাও। এক্ষত্রে তোমাকে সাহায্য করতে পারে কোনটি?
ক. তথ্য
খ. প্রযুক্তি
গ. উপাত্ত
ঘ. যোগাযোগ মাধ্যম
১১. আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কোনটির গুরুত্ব অপরিসীম?
ক. তথ্য সংরক্ষণ
খ. তথ্য লুকানো
গ. তথ্য বিনিময়
ঘ. তথ্য সৃষ্টি
১২. ইন্টারনেট ব্যবহার করা যায়
ক. টেলিফোনে
খ. মোবাইল ফোনে
গ. টেলিভিশনে
ঘ. সার্চ ইঞ্জিনে
১৩. তুমি কোনো বিষয়ের তথ্য অনুসন্ধান করতে চাইলে উক্ত বিষয়ের মূল শব্দটি কোথায় লিখবে?
ক. ঊহঃবৎ কবু তে
খ. ইধৎ ঈড়ধফ-এ
গ. ঝবধৎপয ইধৎ-এ
ঘ. ঝবধৎপয ইঞ্জিনে
১৪. ইন্টারনেটে প্রাপ্ত তথ্য তুমি কোথায় সংরক্ষণ করতে পার?
ক. পেনড্রাইভে, মেমোরিকার্ডে
খ. পেনড্রাইভে, খাতায়
গ. সার্চ ইঞ্জিনে, মেমোরিকার্ডে
ঘ. ওয়েবসাইটে, পেনড্রাইভে’
সাধারণ প্রশ্ন :
১৫. অনেক তথ্য অল্প জায়গাতে সহজে বহন করার জন্য ব্যবহার করা হয়
ক. ডি ভি ডি খ. পেনড্রাইভ গ. সিডি ঘ. ল্যাপটপ
১৬. তথ্য প্রযুক্তি আমাদের লাঘব করেছে
ক. বুদ্ধিগত কাজ খ. কায়িক শ্রম গ. যাতায়াত ঘ. কৃষি শ্রম
১৭. সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো
ক. কৃষি প্রযুক্তি
খ. যাতায়াত প্রযুক্তি
গ. তথ্য প্রযুক্তি
ঘ. গৃহ নির্মাণ প্রযুক্তি
১৮. তথ্য প্রযুক্তিতে কাঁচামাল কোনটি?
ক. তথ্য
খ. উপাত্ত
গ. ল্যাপটপ
ঘ. স্পিকার
১৯. তথ্য জানার সাথে সাথে আর কী করতে হয়?
ক. সংরক্ষণ করতে হয়
খ. যোগাযোগ করতে হয়
গ. গোপন করতে হয়
ঘ. মুছে ফেলতে হয়
২০. আধুনিক পৃথিবীকে কী বলা হয়?
ক. রসায়ন প্রযুক্তির পৃথিবী
খ. জৈব প্রযুক্তির পৃথিবী
গ. তথ্য প্রযুক্তির পৃথিবী
ঘ. কৃষি প্রযুক্তির পৃথিবী
২১. পৃথিবীব্যাপী বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে কিসের মাধ্যমে?
ক. মোবাইলের মাধ্যমে
খ. ফ্যাক্সের মাধ্যমে
গ. টেলিভিশনের মাধ্যমে
ঘ. ইন্টারনেটের মাধ্যমে
২২. তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কোনটি বিপ্লব ঘটিয়েছে?
ক. প্রিন্টার
খ. পেনড্রাইভ
গ. মেমোরি কার্ড
ঘ. ইন্টারনেট
২৩. যেকোনো পরিস্থিতি সম্পর্কে যে খবর সংগৃহীত হয় তাকে কী বলে?
ক. উপাত্ত
খ. উৎপাদক
গ. তথ্য
ঘ. প্রযুক্তি
২৫. তথ্য বিনিময় কী?
ক. একটি প্রযুক্তি
খ. একটি মাধ্যম
গ. একটি করণীয়
ঘ. মানবিক কাজ
২৬. কোনো রোগ ছড়িয়ে পড়ার আগাম তথ্য জানতে পারলে কী হয়?
ক. তথ্যের গুরুত্ব বৃদ্ধি পায়
খ. রোগের ভয়াবহতা জানা যায়
গ. প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়
ঘ. আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়
২৭. তথ্য প্রযুক্তির সাহায্যে জলোচ্ছ¡াসের পূর্বাভাস জানতে পারলে কী হয়?
ক. ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়
খ. ভয়াবহতা হ্রাস পায়
গ. ক্ষয়ক্ষতির ধারণা পাওয়া যায়
ঘ. জলোচ্ছ¡াসের গতি রোধ করা যায়
২৮. চিঠি লেখা কী ধরনের ঘটনা?
ক. তথ্য সংরক্ষণ
খ. তথ্য যাচাই
গ. তথ্য সংগ্রহ
ঘ. তথ্য বিনিময়
২৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী হিসেবে ব্যবহৃত হয়?
ক. তথ্যের বিনিময় মাধ্যম
খ. তথ্য সংরক্ষণের প্রক্রিয়া
গ. তথ্য সংগ্রহের উপায়
ঘ. তথ্য যাচাই প্রক্রিয়া
৩০. কোনটি মানুষের পারস্পরিক যোগাযোগকে সহজ করেছে?
ক. যানবাহন খ. আইসিটি গ. তথ্য ঘ. উপাত্ত
৩১. পিপীলিকা কী?
ক. সার্চ বার খ. সার্চ কোড গ. সার্চ ইঞ্জিন ঘ. বারকোড
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৩২. টুইটার কী?
ক. সামাজিক যোগাযোগের মাধ্যম
খ. ই-মেইলের আদি নাম
গ. খুদে বার্তার অপর নাম
ঘ. তথ্য সংরক্ষণ প্রযুক্তি
৩৩. সিডি, ডিভিডি কী?
ক. কম্পিউটারের যন্ত্রাংশ
খ. তথ্য সংরক্ষণ প্রযুক্তি
গ. ছবি দেখার উপকরণ
ঘ. গান শোনার উপকরণ
৩৪. ফেসবুক কী?
ক. গান শোনার উপকরণ
খ. তথ্য সংরক্ষণ প্রযুক্তি
গ. সামাজিক যোগাযোগ মাধ্যম
ঘ. তথ্য বিনিময় প্রযুক্তি
৩৫. গুগল কী?
ক. বার কোড
খ. ওয়েবসাইট
গ. ফাইলের নাম
ঘ. সার্চ ইঞ্জিন
৩৭. ইন্টারনেটে তথ্য সংগ্রহে সাহায্য করে কোনটি?
ক. সুপার কম্পিউটার
খ. সার্চ ইঞ্জিন
গ. সার্চ ফাইল
ঘ. ঝবধৎপয ইধৎ
৩৮. কোনটির মাধ্যমে তথ্য সংগ্রহ করা সহজ?
ক. সংবাদপত্র
খ. মিউজিয়াম
গ. বইপত্র
ঘ. ইন্টারনেট
৩৯. ঝবধৎপয ইধৎ-এ কোনো বিষয়ের মূল শব্দটি লিখে ঊহঃবৎ শবু তে চাপলে কী পাওয়া যায়?
ক. বিষয়টির মূল শব্দ
খ. ওয়েবসাইট তালিকা
গ. ঝবধৎপয ইঞ্জিন তালিকা
ঘ. বিষয়টির আদি নাম
৪০. এসএসএম কী?
ক. সুপার কম্পিউটার
খ. খুদে বার্তা
গ. তথ্য সংরক্ষণ প্রযুক্তি
ঘ. কুরিয়ার সাভির্স
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।