HSC | সৃজনশীল প্রশ্ন ২১-৪০ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায়-১ | PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে যেকোনো ধরনের সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন সমুহ নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সৃজনশীল প্রশ্ন ২১-৪০ :
২১। ড. মুগ্ধ তার ল্যাবরেটেরি কক্ষে আঙ্গুলের চাপ দিয়ে প্রবেশ করেন। একই ল্যাবরেটরির অন্য কক্ষে প্রবেশ করার সময় সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। একদিন তিনি বন্ধু চিকিৎসকের নিকট গালের আচিল অপারেশনের জন্য গেলেন। বন্দুতাকে স্বল্প সময়ে তাপমাত্রায় রক্তপাতহীন অপারেশন করলেন। তৎক্ষনাৎ তিনি তার ল্যাবরেটরিতে ফিরে এসে কাজ শুরুকরলেন।
ক. ভিডিও কনফারেন্সিং কী?
খ. ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা যায় ব্যাখ্যা কর।
গ. ড মুগ্ধের চিকিৎসক কোন পদ্ধতি ব্যবহার করলেন.? ব্যাখ্যা কর।
ঘ. ড . মুগ্ধের ল্যাবরেটরিতে প্রবেশের প্রক্রিয়াদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? ি বশ্লেষন পূর্বক মতামত দাও।
২২। রায়হান সাহেব নিজের ল্যাপটপ ব্যবহার করেই বহিবিশ্বের বিভিন্ন অনুষ্ঠান দেখেন্ এবং আমেরিকা প্রবাসী ছেলেরসাথে প্রতিদিন কথা বলেন। প্রতিবেশি দবির তার প্রয়োজনীয় কৃষি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও সেবা কৃষিবিদদের নিটক থেকে রায়হান সাহেবের মাধ্যমে সংগ্রহ করেন।
রায়হান সাহেবের মেয়ে লিজা ল্যাপটপের মাধ্যমেই বিদেশী লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে এবং ঘরে বসেই ১টি বিদেশি ডিগ্রি অর্জন করে।
ক. ইলেকট্রোনিক মেইল বা ই মেইল কী?
খ. টেলিমেডিসিন এক ধরনের সেবা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রায়হান সাহেবের ক্ষেত্রে বি শ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট কোন্ উপাদানটি প্রতিফলিত হয়েছে ? ব্যাখ্যা কর।
ঘ. আমাদের দেশের শিক্ষায় লিজার কর্মকান্ডের প্রভাব বিশ্লেষন কর।
২৩। রীমা তার বাবার সাথে নভোথিয়েটারে গেল। সেখানে সে মহাকাশ ভ্রমনের অনুভুতি উপভোগ করল । তার বাবা তাকে বলেন এটি একটি বিশেষ প্রযুক্তির সাহায্য করা হয়েছে এবং এই নভোথিয়েটার আমাদের শিক্ষার উন্নয়নে সহায়ক হবে।
ক. রোবোটিক্স কী.?
খ. কম্পিউটার প্রোগ্রাম ভিত্তিতে যন্ত্র ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কী প্রযুক্তি বর্ণিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. মহাকাশ বিষয়ক জ্ঞান দানের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির ভুমিকা বিশ্লেষন কর।
২৪। সুমন মনোবুসো স্কলারশীপ পেয়ে জাপানে চলে যায়। সে সেখানে তার ইউনিভাসির্টির ল্যাবে প্রবেশের সময় সেন্সরের দিকে তাকানোর সাথে সাথে দরজা খুলে যায়। প্রবাসে জীবনে থাকাকালীন বন্ধু ব ান্দবসহ আত্মীয় স্বজনদের সাথে সে প্রায়ই কুশল বিনিময় করে । কিন্তু এতে তার মান ভারে না।
তারমনে হয় শুধু কথায় কি ভরে মন যদি না হয় দর্শন। আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে তার সে প্রত্যাশাও অনেকটা পূরণ হয়েছে।
ক. বায়োইনফরমেট্রিক্স কী?
খ. বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুয়ে দেখা সম্ভব ব্যাখ্যা কর।
গ. সুমনের ল্যাবে প্রবেশের পদ্ধতিটি ব্যাখ্যা র্ক
ঘ. যোগাযোগের কোন মাধ্যমে ব্যবহার সুমনের প্রত্যাশা পূরণে সর্বাধিক ভুমিকা রেখেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষন কর।
২৫।
থাকবনা ক বদ্ধ ঘরে
দেখব এবার জগটাকে
……………………..
শুনব আমি ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে
বিশ্বজগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
ক. সফটওয়্যার পাইরেসি কী?
খ. রোবটিক্স প্রযুক্তি মানুষের কাজকে কী ভাবে সহজ করেছে?
গ. দৃশ্যকল্পটিতে তথ্য প্রযুক্তির কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে ? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্পটি সৃষ্টিতে মাধ্যম হিসেবে যে দুটি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তারা একে অপরের পরিপূরক বিশ্লেষন কর।
২৬। আদনানজামী কম্পিউটারে প্রশিক্ষন নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইন্টারনেটে বিভিন্ন সময় বিভিন্ন চাকুরীর সাইট যেমন ইত্যাদি সার্চ করে। একদিন সে ঢাকায় অবস্থিত রোয়েসেল এর ওয়েবসাইট সার্চ করে এবং একটি আকষর্ণীয় বিজ্ঞাপন দেখতে পায় এবং সে তার সমস্ত তথ্য সাবমিট করে। তার পাঠানো অর্থেই তার পরিবার অসহায়ত্বের হাত থেকেমুক্তি পেয়েছে এবং সচ্ছলভাবে জীবন যাপন করতে পারছে।
ক. কী?
খ. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভুমিকা বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের ে যঅবদানটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. আদনান জামীর বর্তমান অবস্থা প্রযুক্তির নির্ভরতা ছাড়া সম্ভব নয় এর স্বপক্ষে যুক্তি দাও।
২৭। জাফরিন ্একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকুরী করে। তার অফিসে প্রবেশের জন্য প্রক্সিমেটেড আইডেন্টিটি কার্ড ব্যবহৃত হয় এবং প্রস্থানের জন্য চোখ ব্যবহৃত হয়। কোম্পানি নতুন ্একটি থিমপার্ক প্রজেক্ট স্থাপনের জন্য পরিকল্পনা কর্ েসেখানে বহু খেলনা থাকবে এর মধ্যে একটি হলো বাচ্চাদের সেখানে গিয়ে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পড়ে মজা করে গাড়ী ড্রাইভিং করতে পারবে।
ক. নৈতিকতা কী?
খ. ঘরে বসে হাজার মাইল দুরের লাইব্রেরিতে পড়াশুনা করা যায় ব্যাখ্যা কর।
গ. থিম পার্কে উল্লেখিত খেলনাটিতে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. জাফরিনের অফিসে প্রবেশও প্রস্থানে যে প্রযুক্তি ব্যবহৃতহয় এদের মধ্যে কোনটি অধিকতর নিরাপদ? তোমার মতামতের বিশ্লেষণপূর্বক মতামত দও।
২৮। থাফফার কেনা কাটার উদ্দেশ্যে ঢাকা থেকে বিমান যোগে ব্যাংকক যাওয়ার জন্য স্মার্টফোনের মাধ্যমে টিকেট বুকিংদিল। জরুরী প্রয়োজনে ব্যাংককে যাওয়া না হওয়ায় সে অনলাইনে কেনাকাটা করে বিল পরিশোধ করার সিদ্ধান্ত নিলেন।
ক. টেলিমেডিসিন কী?
খ. নি¤œ তাপমাত্রয় অসুস্থ টিস্যূর জীবাণু কিভাবে ধ্বংস করা যায়। ব্যাখ্যা কর।
গ. গাফফারের টিকেট বুকিং সিস্টেম ব্যাখ্যা র্ক
ঘ. গাফফারের বির পরিশোধ সম্ভব কিনা বিশ্লেষন কর।
২৯। মাহফুজা ত্বকের সমস্যার জন্য ডাক্তারের নিকট গেল। অ্যাটেনডেন্ট মাহফুজার আঙুলের ছাপ নিয়ে কম্পিউটারে তার নাম নিবন্ধন করলে। ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে নি¤œ তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করলেনএবং সপ্তাহ খানেক পর আবার দেখা করতে বললেন।
মাহফুজা সপ্তাহ খানেক পর আবার ডাক্তারের নিকট গেলে ডাক্তার মাহফুজার আঙুলেরছাপ নিয়ে কম্পিউটার দেখে কম ফি ধার্য করলেন। এখান্ েউল্লেখ যে ডাক্তার নতুন রোগীর তুলনায় পুরাতন রোগীর জন্য কমফি নেন।
ক. ন্যানোটেকনোলজি কী.?
খ. প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে প্রাক ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা কর।
গ. মাহফুজার চিকিৎসা পদ্ধতিব্যাখ্যা কর।
ঘ. ডাক্তারের ফি কম নিয়ে সঠিক চিকিৎসা প্রদানের বিষয়টি বিশ্লেষন কর।
৩০। উৎপল প্রত্যন্ত গ্রামে মানি অর্ডারের মাধ্যমে তার মার কাছে টাকা প্রেরণ করে। কিন্তু টাকা পেতে মাকে সপ্তাহ খানেক অপেক্ষা করতে হয়। উৎপল দ্রæতগতিতে টাকা প্রেরনের জন্য তার বন্ধু রোকনের পরামর্শ চাইলে রোকন অন্য একটি দ্রæততম পদ্ধতির কথা বলেন যার মাধ্যমে উৎপল পরবর্তীতে মাকে টাকা পাঠান।
ক. ন্যানো টেকনোলজি কী?
খ. রোবটে কৃত্রিম বৃদ্ধিমত্তার ভুমিকা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ব্যবহৃত উৎপলের প্রযুক্তিটিতে এর কোন বিষয়টি প্রতিফলতি হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উৎপলের প্রাথমিক ও পরবর্তীতে টাকা পাঠানোর পদ্ধতির তুলনামুলক চিত্র বিশ্লেষন কর।
৩১। ফুয়াদের কলেজের শিক্ষকরা কম্পিউটার মডেম মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস নেয়। ফুয়াদ এতে বেশ ্উপকৃত হয় কারন কিছু কিছু সমস্যার সমাধান সে তাৎক্ষণিকভাবে পেয়ে যায়।
রাতে অবসর সময়ে সে টিভিতে একটি কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখছিল। ফুয়াদ ভাবল প্রান্তিক কৃষক তাদের সমস্যা নিয়ে সরাসরি বিশেষজ্ঞ কৃষিবিদের সাথে আলোচনা করে সমাধান পেলে ভালোহতো।
ক. ভিডিও কনফারেন্সিং কী?
খ. কম্পিউটার প্রোগ্রাম ভিত্তিক যন্ত্র ব্যাখ্যা কর
গ. উল্লেখিত উপকরণগুলো ব্যবহারে করে শিক্ষাথীরা কীভাবে উপকৃত হতে পারে ব্যাখ্যা কর।
ঘ. ফুয়াদের ভাবনার সমাধান কী সম্ভব? বিশ্লেষণসহ তোমারমতামত দাও।
৩২। হারুন তার থিসিস পেপার প্রস্তুত করার জন্য ইন্টারনেটটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিও ওয়েবসাইট হতে লেখা/ উদ্বৃত্তি ও ছবি ডাউনলোড করে। এ সকল উপাদান কোনরুপ পরিবর্তন নাকরে তার অ্যাসাইমেন্টে সংযোজনে কর্ েকিন্তু তার অ্যাসাইমেন্টেটি শিক্ষক কর্তৃক গৃহীত হলো।
ক. বায়োইনপরমেট্রিক্স কী?
খ. হ্যাকিং এর সাথে নৈতিকতার সম্পর্ক ব্যাখ্যা কর ।
গ. হারুনের থিসিসের কাজটি কেন শিক্ষক কর্তৃক গৃহীত হলো না ? ব্যাখ্যা কর।
ঘ. হারুনের পরবর্তী করণীয় কী হতে পারে বলে তুমি মনে কর উত্তরের স্বপক্ষে বিশ্লেষন কর।
৩৩। অভি লন্ডনের রয়েল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। ডাক্তার একধরনের মিনিম্যালি ইনহেসিভ পদ্ধতিতে ক্রায়োপ্রব ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা করলেন এবং বর্তমানে তিনি সম্পূণরুপে সুস্থ।
ক. ক্রায়োপ্রব কী?
খ. ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদন্ড বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিতে কীভাবে জীবাণু ধ্বংস করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের চিকিৎসা পদ্ধতি বিশেষ কিছ ুরোগীদের জন্য উপযোগী বিশ্লেষন কর।
৩৪। বাংলাদেম পাসর্পোট অফিস মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির জন্য ডিজিটাল পদ্ধতিতে আবেদনকারী আঙুলের ছাপ সিনগচোর এবং মুখমন্ডলের ছবি সংগ্রহ করে ডেটাবেজ সংরক্ষন করে। কিন্তু ব্যক্তি নকল পাসপোর্ট তৈরির জন্য পাসপোর্ট অফিসের ডেটাবেজ হ্যাক করার চেষ্টা করে।
ক. ক্রায়োসার্জারি কী?
খ. বিশ্বগ্রাম কর্মসংস্থানের সৃিষ্ট করেছে ব্যাখ্যা কর।
গ. পাসপোর্ট অফিসে ডেটা সংগ্রহ করা হয় কোন প্রযুক্তিতে ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদের কর্মকান্ড থেকে তাদের মনোভাব মুল্যায়ন কর।
৩৫। সজিব নিজের কম্পিউটার ব ্যবহার করে বহিবিশ্বের বিভিন্ন অনুষ্ঠান দেখেন এবং প্রবাসী ছেলের সাথে কথা বলেন। জামাল তার প্রয়োজনীয় কৃষি সংক্রান্ত বিভিন্ন পরমার্শ সেবা কৃষিবিদদের নিকট থেকে সজিব সাহেবের মাধ্যমে সংগ্রহ করেন। সজিবের মেয়ে প্রান্তি কম্পিউটারের মাধ্যমে বিদেশি লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে এবং ঘরে বসে বিদেশি ডিগ্রি অর্জন করে।
ক. বিশ্বগ্রাম কী?
খ. প্রশিক্ষনের ক্ষেত্রে ভাচুর্য়াল রিয়েলিটির প্রয়োজনীয ব্যাখ্যা কর।
গ. সজিবের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট কোন্ উপাদানগুলো প্রতিফলিত হচ্ছে ব্যাখ্যা কর।
ঘ. আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় প্রান্তির শিক্ষামূলক কর্মকান্ডের প্রভাব বি শ্লেষন কর।
৩৬। শিক্ষাসফরের অংশ হিসেবে রফিক সাহেব তার কলেজের শিক্ষার্থীদের নভোথিয়েটারে নিয়ে যান। গেইটের প্রবেশের সময় প্রত্যেক দর্শনাথীকে হাতের আঙুলের ছাপ দিতে হয়। নভোথিয়েটারের একটি সিমুলেটর রাইডে ওঠে সবাই রোলার কোস্টারে চড়ার রোমাঞ্চকর অনুভুতি পেল। শিক্ষক শিক্ষার্থীদেরকে বললেন তাদের অনুভুত বিষয়টি হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বিত বিশেষ ধরনের প্রযুক্তির দ্বারা তৈরি।
ক. আর্টিফিসিয়াল ইন্টেলেিজন্সের জনক কে?
খ. ন্যানোটেকনোলজি গবেষনা ঔষদ জাতীয় পণ্যের উৎপাদনে কীভাবে ভুমিকা রাখতে পারে।
গ. দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. প্রাত্যহিক জীবনে উদ্দীপকে উল্লিখিত বিশেষ প্রযুক্তিটির প্রভাব বিশ্লেষন কর।
৩৭। কম্পিউটার বিজ্ঞানের ছাত্র অনি বাল্য বিবাহ ও যৌতুকের বিভিন্নতথ্য উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষনধর্র্মী লেখা অনলাইনের প্রকাশ করে । তার বন্ধু সৌরভ অনাথ মেয়েদের প্রোফাইল একটি ওয়েব সাইটে প্রকাশ করে তাদের বিয়ের ব ্যবস্থা করে। তাদের অপর বন্ধু শিশির বন্ধুদের অনুমতি না নিে যতাদের পারিবারিক প্রোগ্রামে ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়।
ক. রোবটিক্স কী?
খ, একটি প্রচলিত পদ্ধতি ব্যাখ্যা র্ক
গ. অনির কার্যাকমের সাথে যুক্ত বিশ্বগ্রাম সংশ্লিষ্ট্য উপাদানগুলো ব্যাখ্যা কর।
ঘ. সৌরভ ও শিশিরের কাযক্রমে ব্যবহারে নৈতিকতার প্রভাববিশ্লেষন পূর্বক তোমার মতামত দাও।
৩৮। মি এনামুল মহাকাশ অভিযান সম্পর্কিত একটি ভিডিও ক্লিপ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রদশন করেন। শিক্ষার্থীরা ্এ র বাস্তব অভিজ্ঞতা লাভের ইচ্ছা পোষন করলে এনামুল স্যার ক্লাসে বিশ্বায়নে আইসিটির ধারণা পুনরালোচনা করে কল্প বাস্তব সম্পর্কেই তাদের ধারণ প্রদাণ করেন।
রিমন আরো কৌতুহল প্রকাশ করলে তিনি তাকে এ সম্পর্কিত ওয়েব সাইট ব্যবহার কৌশল শিক্ষা দেন ও চর্চা করেন। অতঃপর তিনি মহাকাশ অভিযানে অংশগ্রহনকারী বন্ধু সিডনের সাথে রিমনকে আলাপ করিয়ে দেন।
ক. রিচার্ড ফাইনম্যান কী?
খ. আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এর গুরত্ব ব্যাখ্যাকর।
গ. উদ্দীপকে রিমনের শিক্ষা লাভে ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকেমহাকশ অভিযান সম্পর্কে রিমনের কল্প বাস্তবতায় লব্দ জ্ঞান বাস্তব অভিজ্ঞতার লাভের সহায়ক? তোমার যুক্তি সাপেক্ষ মতামত দাও।
HSC | বহুনির্বাচনি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তৃতীয় অধ্যায় | PDF
HSC | বহুনির্বাচনি 1-60 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | PDF
HSC | বহুনির্বাচনি | কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং | PDF
৩৯। অনাথ শিশু সুমিকে কানাভার এক ধনাঢ্য দম্পত্তি দন্ডক হিসেবে নিয়ে যায়। গত বছর সে বাংলাদেশে এসে ময়মনসিংহের তার মায়ের খোজ পায় । কথোপকথের এক পর্যায়ে মা সুমিকে জিজ্ঞাসা করেন তমি কী কর? সুমি বলে আমি নভোচারী।
মা জিজ্ঞাসা করলেন তুমি কতবার মহাশূ্েয গিয়েছে। সুমি উত্তর দির একবারও না । ধনাঢ্য সম্পত্তি সুমির প্রকৃত মা নির্ণয়ের জন্য একধরনের প্রযুক্তির আশ্যয় নেয়।
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
খ. হ্যাকিং এর সাথে নৈতিকতা সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে সুমির মায়ের পরিচয় নিশ্চিত করার পদ্ধতিটটি ব্যাখ্যার কর।
ঘ. উদ্দীপকের কোন প্রযুক্তির কল্যানে সুমি তার জীবনে স্বার্থকতা লাভ করেছে বিশ্লেষন কর।
৪০। জব্বার এই ল ানিং পদ্ধতিতে লেখাপড়ার পাশাপাশি অনলাইনে অর্থ উপাজংন করেন। হাইটেক পার্কে গিয়ে বিশেষ যন্ত্রের মাধ্যমে প্রকা ড্রাইভিং প্রশিক্ষন করেন এবং মহাকাশ ভ্রমনের অভিজ্ঞতা অর্জন করেন। জব্বারের হাতে টিউমার হওয়ায় ডাক্তারের শরনাপন্ন হলে ডাক্তার সাহেব হাতের স্পর্শে ও মনিটরে তাকানোর মাধ্যমে অপারেশন থিয়েটারে প্রবেশ করিয়ে স্বল্প সমযে রক্তপাতহীনভাবে টিউমারটি অপসারণ করলেন।
ক. কী?
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন ব্যবহার করা হয় ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে চিকিৎসা পদ্ধতির ধাপসমূহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে অপারেশন থিয়েটারে প্রবেশ পদ্ধতিদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? বিশ্লেষন কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।