HSC | সৃজনশীল প্রশ্ন ১-২০ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায়-১ | PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে যেকোনো ধরনের সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন সমুহ নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সৃজনশীল প্রশ্ন ১-২০
১। কাজল কম্পিউটারের প্রশিক্ষণ নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে। তথ্য কেন্দ্র থেকেই সে তার যাবতীয় তথ্য ছবি ইত্যাদি প্রেরণ করে। এছাড়া দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর খবর এসব তথ্যকেন্দ্রের মাধ্যমে সহজেই পেয়ে যায় এবং এভাসে একদিন মালয়েশিয়ার একটি কলসেনটারে চাকুরী পেয়ে যায়। তার পাঠানো অর্থেই কাজলের বাড়িতে এ বছর পাকা ঘর উঠেছে। বন্ধকি জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুণা বন্ধ হয়ে যাওয়া কাজলের ছোট ভাই এবার বি এ পরীক্ষার ফরম ফিলাপ করছে।
ক. যোগাযোগ প্রয্ক্তু কী?
খ. তথ্য প্রযুক্তি নিভর্র বিশ্ব বিশ্বগ্রাশ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন আবদানটি প্রতিফলিত হয়েছে।
ঘ. কাজলের বর্তমান অবস্থার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভুমিকা পালন করেছে তুমি কী একমত? যুক্তিসহ বিশ্লেষন কর ।
২। বিথী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। সে তার প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করে। এছাড়া ইন্টারনেট ব্যবহার করে সে তার বিষয় সংশ্লিষ্ট নানা তথ্য ডাউনলোড করে । বিথী টার্মপেপার তৈরির কাজে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে তবে সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে ।
অপরদিকে সবুজ কোনোরুপ অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে সংরক্ষিত বিভিন্ন ফাইল ও সফটওয়্যারের কপি করে নিয়ে যায়। এমনকি ইন্টারনেট প্রাপ্ত তথ্য কোনোরুপ কৃতজ্ঞতা প্রকাশ ছাড়ায় সে নিজের নামে প্রকাশ করে।
ক. বায়োমেট্রিক্স কী?
খ. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভুমিকা বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বিথী কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি ব্যবহার করছে? ব্যা খ্যা কর।
ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে বিথী ও সবুজের আচরণ সম্পূর্ণ বিপরীত যুক্তিসহ বিশ্লেষণ কর।
৩। দৃশ্য কল্প-১ : মিথিলা কানাডায় বসবাস করে । মাঝে মাঝে ময়ের কথা মনে পড়লে মায়ের সাতে কথা বলে এবং সাথে সাথে মায়ের মিথিলায় ব্যবহৃত প্রযুক্তি কমান্বয়ে জনপ্রিয়তা পাচ্ছে।
দৃশ্যকল্প-২: কনক কোম্পানির পাচজন কর্মকর্তা বাংলাদেশ চীন জাপানে ভারত যুক্তরাষ্ট্রে অবস্থান করে এক সাথে মোবাইল। ফোনে কথা বলছে। ব্যবহৃত প্রক্রিয়াটি তাদের চাহিদা পুরন সক্ষম নয়।
ক. তথ্য প্রযুক্তি কী?
খ. ইন্টারনেট বিশ্বগ্রামের মেরুদন্ড বলা হয় কেন?
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ব্যবহৃত প্রযুক্তিতে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও২ ্এর মধ্যবর্তী যোগাযোগ প্রটোকল দুইটির মধ্যে তুলনামূলক আলোচনা কর।
৪। সেজান শিক্ষা সফলে ঢাকা এসে বঙ্গবন্ধু নভোথিয়েটার পরিদর্শনে যায় । সেখানে সে কৃত্রিম পরিবেশে সৌরজগেরত দৃশ্যাবলি অনুভুতি অনুভব করল। পরবর্তীতে সেজান তার বন্ধুর সাথে তার অভিজ্ঞতা বিনিময় করে এবং তারা মহাকাশ জ্ঞানচর্চা নামে ক্লাব গড়ে তোলে।
ক. ন্যানো টকনোলজি কী?
খ. বয়োমেট্রিক্স একটি আচারণিক বেশিষট্য নির্ভর প্রযুক্তি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন প্রযুক্তিটি ব্যবহার কর হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. সেজানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রভাব যুক্তিসহ বিশ্লেষণ কর।
৫। পলাশ প্রত্যন্ত গ্রামে তার মাকে টাকা পাঠাতে ভোগান্তিতে পড়েন। বিষয়টি বন্ধু শিমুলের সাথে আলোচনা করলে জানায় মানি অর্ডারের মাধ্যমে তাতর মা রকাছে সে টাকা প্রেরণ করে। কিন্তু পলাশ আরও দ্রæত গতিতে টাকা প্রেরণের ইচ্ছা প্রকাশ করলে শিমুল অন্য ্একটি দ্রæততম পদ্ধতিতে কথা বলেন যার মাধ্যমে পলাশ তার মাকে টাকা পাঠান।
ক. ন্যানোটেকনোলজি কী?
খ. রোবটে কৃত্রিম বৃদ্ধিমত্তার ভুমিকা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ব্যবহৃত পলাশের প্রযুক্তিটিতে এর কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে বর্ণনা কর।
ঘ, পলাশও শিমুলের টাকা পাঠানোর পদ্ধতির তুলনামূলক ছক বিশ্লেষন কর।
৬। কৃষি গবেষক ড. ফয়সাল আবিস্কৃত বীজ চার করে একজনকৃষক পূর্বের চেয়ে অধিক ফলন ঘরে তুলল। ডঃ ফয়সাল একবার ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং চিকিৎসকের শরণাপন্ন হন। ড: জামিল ও তার দল অপারেশনের পূর্বে বিষেশ ধরনের হেলমেট পরে কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুিক্তর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে সফল অস্ত্রোপাচার সম্পন্ন করেন। এই ধরনের জটিল ব্রেণ টিউমার অপারেশন ও এ দেশে এর আগে আর হয়নি।
ক. টেলিকনফরেন্সিং কী?
খ. বায়োইনফরমেট্রিক্সে ব্যবহৃত ডেটা কী ? ব্যাখ্যা কর।
গ. ড. ফয়সালের গবেষণার কোনধরনের প্রযুক্তি ব্যবহৃত হযেছে।
ঘ. ড.জামিলের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
৭। ছোট্র গ্রামের আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষকের শিখিয়ে দেয়া কৌশলে সালমা এখন ঘরে বসেই নিজের ্রয়োজনীয় সকল তথ্য ল্যাপটপ ব্যবহার করে পেয়ে যায়। সে তার বাবাকে সবজি ক্ষেত্রের ক্ষতিকর কীটপতঙ্গ দমনে করণীয় সম্পর্কে তথ্য সরবরাহ করে দেয় প্রযুক্তির সহায়তায়। গত কয়েকদিন আগে বাংলাদেশ টেলিভিশনের একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে এই গ্রামের মানুষ নিজের গ্রামে বসেই সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলে। এর উপকারিতা লক্ষ্য করে গ্রামের চেয়ারম্যান প্রতিমাসে ঢাকায় থাকা তার কয়েকজন পরিচিত ডাক্তার বন্ধুরে থেকে গ্রামের মানুষের জন্য অনুরুপ সেবা গ্রহণের ব্যবস্থা করে দেয়।
ক. ক্রায়োসার্জারি কী?
খ. বিশ্বগ্রাম হচ্ছে ্ইন্টারনেট নির্ভর ব্যবস্থা ব্যাখ্যা র্ক
গ. উদ্দীপকে সালমা কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণ করেছে। ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে চেয়ারম্যানের গৃহীত জীবনযাত্রার মান উন্নয়নে কতটুকু সহায়ক বিশ্লেষন কর।
৮। ১৯৯৬ সালে ১০ ফেব্রæয়ারি গ্রান্ড মাস্টার প্যারী কাসপারভ ডিপবøু কম্পিউটারে রসাথে দাবা খেলায় হেরে যান। উইকিপিডিয়ায় তথ্যটি দেখে প্লাবন বাবাকে জিজ্ঞেসা করল তাহলে কম্পিউটারে কী বুদ্ধি আছে? উত্তরে বাবা বলেন বড় হলে বুঝাবে। তাছাড়া দেখতেই পাচ্ছ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ভিডিও গেমসগুলোএখন আকর্ষনীয় ও উপভোগ্য কে রতোলা হয়েছে। ফলে এসবখেলায় বাস্তবতার স্বাদ পাওয়া যায়।
ক. আউটসোসিং কী?
খ. বিদেশী বন্ধুদের সাথে গেমস খেলার কৌশল ব্যাখ্যা কর।
গ. প্লাবনের উক্তিটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. মানব সম্পদ উন্নয়নে প্লাবনের বাবার উল্লেখিত যুক্তিটির গুরত্ব বিশ্লেষন কর।
৯। সাভারের রানা প্লাজা ধ্বংস নিহত বহু পোশাক শ্রমিকদের পরিচয় প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে সরকারের সদিচ্ছায় উচ্চ প্রযুক্তির মাধ্যমে অধিকাংশ লাশ সনাক্ত করা সম্ভব হয়েছে।
ক. ন্যানোটেকনোলজি কী ?
খ. প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে প্রাক ড্রাইভিং প্রশিক্ষন সম্ভব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে শ্রমিকদের লাশ শনাক্তকরণের জন্য গৃহীত পদ্ধতিচিহিত করে ব্যাখ্যা কর।
ঘ. উপরোক্ত পরিস্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুকি কমিয়ে আনা সম্ভব? বিশ্লেষন কর।
১০। জারা তার অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য বিভিন্ন লাইব্রেরি ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট হতে লেখা/উদ্বত্তি ও ছবি ডাউনলোড করে। এ সকল উপাদান কিছুটা পরিবর্তন করে এবং কোনো কোনো ক্ষেত্র হুবহু উপাদানগুলো সে তার অ্যাসাইনমেন্টে সংযোজন করে। কিন্তু অ্যাসাইনমেন্টটি শিক্ষক কর্র্তৃক গৃহীত হলো না।
ক. বøগ কি?
খ. শিক্ষায় শিক্ষিত জনবলের জন্য উপর্জনের ক্ষেত্রে সহজ সুযোগ সৃষ্টি হয়েছে ব্যাখ্যা কর ।
গ. জারার কাজটি কেন শিক্ষক কর্তৃক গৃহীত হলো না বুঝিয়ে লেখ।
ঘ. উদ্দীপকে বর্ণিত জারার পরবর্তী করণীয় বিশ্লেষনসহ সুপারিশ কর।
১১। রফিক সাহেব তার ব্যবসায় প্রতিষ্ঠানকে কম্পিউটার প্রযুক্তির আওতায় এনেছেন। তার প্রতিষ্ঠানের প্রবেশ করার সময় একটি বাটনে বৃদ্ধাঙুল রাখলে দরজা খুলে যায়। ফলে যে কেউ ইচ্ছামতো সেখানে প্রবেশ করতে পারে না এবং কর্মচারীদর সঠিক সময়ে অফিসে প্রবেশ নিশ্চিত হওয়ায় ব্যবসায় লাভ অনেক বেড়েছে। প্রতিদ্বন্ধী গ্রপ বিশেষ প্রক্রিয়ায় ব্যবস্যা সংক্রান্ত গোপনীয় তথ্য সংগ্রহ করায় তার ব্যবসা হুমকির মুখে পড়ে। এ অবস্থায তিনি অফিসের কম্পিউটার ব্যবস্থার পরিবর্তন করে শক্তিশালী পাসওয়ার্ড ও রেজিস্টার্ড অপারেটিং সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেন।
ক. আর্টিফিসিয়াল ইনটেলিজেন্ট কী?
খ. নি¤œ তাপমাত্রায় অসুস্থ টিস্যুর জীবাণু কীভাবে ধ্বংস করা যায় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক অনুসারে প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রবেশ প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
ঘ. প্রতিদ্বন্দী গ্রæপের কর্মকান্ডের ধরন উল্লেখ পূর্বক এর প্রেক্ষিতে রফিক সাহেবের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষন কর।
১২। বিখ্যাত শল্য চিকিৎসক প্রফেসর ড. ে চৗধুরী সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী নাগরিক । দেশে বিদেশের তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে বাস্তব অনুভুতি সৃষ্টি করে শিক্ষার্থীদের হার্টের অপারেশন বোঝান। জনাব মাসুদ একজন সাধারণ মধ্যবিত্ত বাঙ্গালী। হঠাৎ তার ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়লে তিনি খুব বিচলিত হন। তিনি তথ্য প্রযুক্তির কল্যাণে ও রিপোর্ট পাঠান। ড.চৌধুরী সিঙ্গাপুরে অবস্থান করেই প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন এবং রোগী দ্রæত আরোগ্য লাভ করে।
ক. বিশ্বগ্রাম কী?
খ. পারেটর জীবন রহস্য উন্মোচিত হয়েছেকোন প্রযুক্তির মাধ্যমে ব্যাখ্যা কর।
গ. প্রফেসর ড. চৌধুরীর পাঠদান পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. সন্তানের চিকিৎসায় জনাব মাসুদ এর পদক্ষেপ এ দেশের ভুক্তভোগী জনগনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষন কর।
১৩। সরকার সারাদেশে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র চালু করেছেন। এই সকল স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা সাধারণ চিকিৎসা নিতে পারেন। সরকার এই সকল চিকিৎসা কেন্দ্রে প্রযুক্তির মাধ্যমে বিশেষজ্ঞ সবো প্রদানের বিষয় চিন্তাভাবনা করছেন। ্একই সাথে প্যাথোলজিক্যাল রিপোর্ট রোগী যেন প্রযুক্তির মাধ্যমে বাসায় বসে পেতে পারেন সে বিষয়েও চিন্তাভাবনা চলছে।
ক. হ্যাকিং কী?
খ. নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে অপটিক্যাল ফাইবার সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
গ.উদ্দীপক অনুযায়ী রিপোর্ট পাওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বিশেষজ্ঞের পরামর্শ ও একজন স্থানীয় বিশেষজ্ঞের সেবার পার্থক্য বিশ্লেষন কর।
১৪। ‘‘বাহের দেশে বাহারি প্রযুক্তি’’
রংপুরের বদরগঞ্জ উপজেলার ধনতোলা গ্রামের কিষাণী আফরোজা বেগম তার ৩০ শতাংশ জমিতে সরিষা বুনেছেন। এবারে ক্ষেত্রে ফুল কম এসেছে। ্এ কারণে কয়েকদিন ধরে তিনি চিন্তিত। করনীয় ঠিক করতে তিনি জমিতে বসেই ঢাকার খামার বাড়ীল কৃষিকর্মকর্তা র সাথে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ক্ষেত্রের ছবি দেখিয়ে পরামর্শ চাইলেন। পরমার্শকালে মাঝে মাঝে তারা নিরবচ্ছিন্নভাবে ছবি দেখতে পারছিলেন না । কৃষি কর্মর্কতা বললেন সমস্যাটি তো অন্য জায়গায়। ্প্রথমেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সাথে যোগাযোগ করা উচিত ছিল।
ক. ইন্টারনেট কী?
খ. ই গভনেন্সের মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ও দপ্তরের মধ্যে কাজের সমন্বয় ঘটানো যায় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের পরিস্থিতিতে নিরবচ্ছিন্নভাবে ছবি দেখে কথা না বলতে পারার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপরে কৃষি কর্মকর্তার পরামর্শটি তথ্য প্রযুক্তির নির্ভরতা ছাড়াসম্ভব নয় তোমার মতামত বিশ্লেষন কর।
HSC | বহুনির্বাচনি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তৃতীয় অধ্যায় | PDF
HSC | বহুনির্বাচনি 1-60 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | PDF
HSC | বহুনির্বাচনি | কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং | PDF
১৫। দৃশ্যকল্প-১ঃ
থাকবনা ক বদ্ধ ঘরে
দেখব এবার জগটাকে
……………………..
শুনব আমি ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে
বিশ্বজগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
দৃশ্যকল্প-২
আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা
তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা
আমরা যখন আকাশে তলে ওড়ায়েছি শুধ ঘুড়ি
তোমরা এখন কলের জাহাজ চালাও গগণ জুড়ি।
ক. ন্যানোট্যাকনোলজী কী?
খ. বহিঃত্বকে কোন সার্জারি ক্রমশ জনপ্রিয় হচ্ছে ? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ ্এ তথ্য প্রযুক্তির কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তথ্য প্রযুক্তির ধারণায় দৃশ্যকল্প-১ ছাড়া দৃশ্যকল্প-২ অর্জন সম্ভব নয় বিশ্লেষন কর।
১৬। দৃশ্যকল্প-১
দৃশ্যকল্প-১ খ ডিজিটাল মেলায় একটি বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনায় কোনোরুপ তথ্যসূত্র উল্লেখ ব্যতীত এবং কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই কিন্তু ছবি ভিডিও এবং তথ্য ব্যবহার করে। বিচারগণ বিষয়টির প্রতি তার দৃষ্টি আকর্ষন করলে সে এ বিষয়টি জানতো না বলে দুঃখ প্রকাশ করে ।
ক. বায়োইনফরমেট্রিক্স কাকে বলে?
খ. চিকিৎসা সেবায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কীভাবে সম্পর্কিত ? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ ্এ কোন প্রযুক্তির প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে ? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ অনুযায়ী খ এর আচরণ তথ্য প্রযুক্তির নৈতিকতার আলোকে মুল্যায়ন কর।
১৭। রহিম গ্রাম থেকে ঢাকা আসে । সেখানে তার বন্ধু করিম তাকে নিয়ে ক স্থানে যায়। সেখানে প্রবেশের জন্য আঙ্গুল ব্যবহৃত হয়। এরপর তারা খ স্থানে গিয়ে দেখল সেখানে প্রবেশের জন্য চোখ ব্যবহৃত হয়। অতপর তারা গ স্থানে গিয়ে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পড়ে অনেকক্ষণ মজা করে ড্রাইভিং করে।
ক. তথ্য প্রযুক্তি কী?
খ. তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে গস্থানে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ক ও খ এর মধ্যে কোন প্রযুক্তি অধিকতর ব্যবহৃত হচ্ছে বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
১৮। মামুনের হাত্ েএকটি টিউমার হওয়ায় সে ডঃ চৌধুরীর শরণাপন্ন হয় । তার পরামর্শ অনুযায়ী মামুন নিদির্ষ্ট তারিখে অপারেশন থিয়েটার উপস্থিত হলেন। মামুন দেখলেন ডা চৌধুরী একটি ভিআইপি করিডোর দিয়ে দুটি কক্ষে প্রবেশের পতে প্রথমটিতে সুইচ এ আঙুল স্থাপন করায় এবং দ্বিতীয়টিতে মনিটরের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। ডাঃ চৌধুরী অল্প সময়ে মধ্যে একটি বিশেষ পদ্ধতিতে ৪ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রায় মামুনের টিউমারের অপারেশন সম্পন্ন করলেন।
ক. ন্যানোটেকনোলজি কী?
খ. উন্নত জাতের বীজ তৈরিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিটি ব্যাখ্যা র্ক
গ. ডাক্তার মামুনের চিকিৎসায় কোন প্রযুক্তি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. ডা. চৌধুরীর দুটি কক্ষে প্রবেশের প্রক্রিয়াদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত ? ি বশ্লেষনসহ মতামত দাও।
১৯। রিম ত্বকের সমস্যার জন্য ডাক্তারের নিকট গেল। ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে নি¤œ তাপমাত্রা প্রযৈাগ করে চিকিৎসা করলেন। ডাক্তার নতুন রোগীর তুলনায় পুরাতন রোগীর জন্য কমফি নেন। ডাক্তার রিমের আঙ্গুলের ছাপ নিয়ে কম্পিউটারে দেখে কম ফি ধার্য করলেন।
ক. ভাচুর্য়াল রিয়েলিটি কী?
খ. অডিও ওি ভডিও আদান প্রদান কোনটিতে ডেটা স্পিড বেশি লাগে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রিমের চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ডাক্তার ফি কম নিয়ে সঠিক চিকিৎসা প্রদানের বিষয়টি বিশ্লেষন কর।
২০। দৃশ্যকল্প-১: জয়ন্ত চৌধুরী কুয়াকাটা বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ঢাকায় অবস্থারত একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তিনি জয়ন্তকে দ্রæত হাসপাতলে যেতে পরমার্শ দিলেন। পরে হাসপাতলের চিকিৎসক ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় হাসপাতলে প্রেরণ করে।
দৃশ্যকল্প-২
ক. ইমেইল কী?
খ. দুরশিক্ষনে তথ্য প্রযুক্তির অবদান বুঝিয়ে লেখ।
গ. দৃশ্যকল্প-১ এ কোন প্রযুক্তির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর প্রবাহ চিত্রের আলোকে তথ্য প্রযুক্তির ভ ুমিকা বিশ্লেষন কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।