সপ্তম শ্রেণির ইসলাম শিক্ষার চুড়ান্ত সাজেশন ২০২৪। নিশ্চিত প্রশ্ন উত্তর ৯৫% সঠিক।। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য নিয়ে এসেছি ৯৫% নিশ্চিত প্রশ্নর উত্তর পত্রের সাজেশন। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের উত্তর ২০২৪ : শিক্ষার্থীরা, জাগোরিকে আজকে আমরা তোমাদের জন্য সপ্তম শ্রেণির ইসলাম শিক্ষার চুড়ান্ত সাজেশন ২০২৪। এখানে আমরা সপ্তম শ্রেণির ইসলাম শিক্ষা থেকে নমুনা প্রশ্ন মূল্যায়ন 2024. বিষয়ের নমুনা মানবণ্টন নিয়ে আলোচনা করেছি। আশা করছি, আজকের এ আলোচনা তোমাদের জন্য ফলপ্রসূ হবে।
কাজ—১: ইসলামি উৎসবের কথা বলি
ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব-অনুষ্ঠানগুলোর নাম লেখো।
১. ঈদুল ফিতর: রমজান মাসের শেষের দিন উদযাপিত হয়। এটি সিয়াম সাধনার পর আনন্দের দিন হিসেবে পালন করা হয়।
২. ঈদুল আযহা: জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়। এটি কুরবানির ঈদ হিসেবে পরিচিত।
৩. মিলাদুন্নবী (সা.): মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে পালিত হয়।
৪. লাইলাতুল কদর: রমজান মাসের শেষ দশ দিনে পালিত হয়। এটি কুরআন নাজিলের রাত হিসেবে পরিচিত।
৫. শবে বরাত: শাবান মাসের ১৫ তারিখে পালিত হয়। মুসলমানরা এই রাতে বিশেষ ইবাদত করেন।
৬. মুহাররম: হিজরি নববর্ষ হিসেবে পালিত হয় এবং আশুরার দিনটি বিশেষ গুরুত্ব বহন করে।
এসব উৎসব ও অনুষ্ঠানগুলো ইসলামের ধর্মীয় এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সপ্তম শ্রেণির ইসলাম শিক্ষার চুড়ান্ত সাজেশন ২০২৪। নিশ্চিত প্রশ্ন উত্তর ৯৫% সঠিক
কাজ—২: অভিজ্ঞতা বিনিময় করি
তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো।
নমুনা ছক:
আমি ইসলামি যে উৎসব/অনুষ্ঠানগুলো দেখেছি। | ঈদুল ফিতর, ঈদুল আযহা, মিলাদুন্নবী (সা.), লাইলাতুল কদর, শবে বরাত এবং মুহাররম। |
আমার বন্ধু ইসলামি যে উৎসব/অনুষ্ঠানগুলো দেখেছে। | ঈদুল ফিতর, ঈদুল আযহা, মিলাদুন্নবী (সা.), লাইলাতুল কদর, শবে বরাত এবং মুহাররম। |
বন্ধুর দেখা উৎসব/অনুষ্ঠানগুলো সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি। | কোনো ভিন্নতা নেই। |
কাজ—৩: বিধি-বিধানের কথা জানাই
তুমি ইসলামের বেশ কিছু বিধি-বিধান সম্পর্কে জেনেছ। তোমার দেখা উৎসব/অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসববিধি-বিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো।
১. ঈদুল ফিতর:রমজান মাসজুড়ে রোজা রাখা হয়, যা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি।ঈদুল ফিতরের আগে ফিতরা প্রদান করা হয়, যা দরিদ্রদের সাহায্য করার জন্য।ঈদের দিন বিশেষ ঈদ নামাজ আদায় করা হয়।
২. ঈদুল আযহা:জিলহজ মাসের ১০ তারিখে পশু কুরবানি দেওয়া হয়, যা হযরত ইবরাহিম (আঃ) এর ত্যাগের স্মরণে করা হয়।ঈদুল আযহার দিন বিশেষ ঈদ নামাজ আদায় করা হয়।কুরবানি করা পশুর গোশত তিন ভাগে বণ্টন করা হয়-নিজের পরিবার, আত্মীয়স্বজন এবং দরিদ্রদের মধ্যে।
৩. মিলাদুন্নবী (সা.): এদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দরুদ পাঠ করা হয়।বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ খাবার বিতরণের ব্যবস্থা করা হয়।
৪. শবে বরাত:শবে বরাতের রাতে ইবাদত, কুরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। মৃত আত্মীয়-স্বজনদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। কেউ কেউ এই দিনটিকে কেন্দ্র করে রুটি-মাংস-হালুয়ার ব্যবস্থা করে থাকেন এবং তা গরীব-দুঃখীতের মাঝে বিতরণ করেন।
৫. লাইলাতুল কদর:মুসলিমদের কাছে লাইলাতুল কদর একটি মহান ও ফজিলতপূর্ণ রজনী। এটি মূলত রমজানের শেষ দশকের যেকোনো একটি বিজোর রাতে পালন করা হয়।এই রাতে বিশেষ ইবাদত ও দোয়া করা হয়, কুরআন তেলাওয়াত করা হয়।
প্রত্যেকটি উৎসব ও অনুষ্ঠানে ইসলামের বিধি-বিধান অনুসরণ করে ইবাদত, রোজা, নামাজ ও দান করার মাধ্যমে মুসলমানরা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করেন এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার চেষ্টা করেন।
কাজ—৪: ইসলামি উৎসব/অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি
মনে করো, তোমরা বিদ্যালয়ে একটি ইসলামি অনুষ্ঠানের আয়োজন করছো। সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধুআলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো।
পরিকল্পনায় থাকবে:
সময় ও স্থান নির্বাচন;
আমন্ত্রিত অতিথি নির্বাচন;
দায়িত্ব বন্টন;
নিমন্ত্রণের চিঠি;
অনুষ্ঠানসূচি/আলোচ্যসূচি;
অনুষ্ঠানসংশ্লিষ্ট কুরআন/হাদিসে বানী/প্রার্থনামূলক হামদ বা নাত।
ইসলামি অনুষ্ঠান পরিকল্পনা: মিলাদুন্নবী উদযাপন
সময়: ২২শে মে, ২০২৪, সকাল ৯:০০ থেকে দুপুর ১:০০ পর্যন্ত।
স্থান:পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান মাঠ।
আমন্ত্রিত অতিথি নির্বাচন:
প্রধান অতিথি: বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিশেষ অতিথি: স্থানীয় ইমাম।
সম্মানিত অতিথি: স্থানীয় সমাজসেবক ও বিদ্যালয়ের অভিভাবকগণ।
দায়িত্ব বণ্টন:
আয়োজন কমিটি:সভাপতি (প্রধান শিক্ষক); সদস্য চারজন বন্ধু (আলী, রিমি, হাসান, মিনা)।
আলোকসজ্জা ও মঞ্চ স্থাপন: আলী ও হাসান
খাদ্য ব্যবস্থা: হাসান ও মিনা
প্রচার ও গণমাধ্যম: রিমি
নিমন্ত্রণের চিঠি:
প্রিয় অভিভাবক/সমাজসেবকগণ,
আসসালামু আলাইকুম,
অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২২শে মে, ২০২৪ তারিখে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান মাঠে মিলাদুন্নবী উপলক্ষে একটি দোয়া-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সাফল্যম-িত করবে।
তারিখ: ২২শে মে, ২০২৪
সময়: সকাল ৯:০০ থেকে দুপুর ১:০০
স্থান: বিদ্যালয়ের প্রধান মাঠ
আশা করি, আপনারা আমাদের সাথে এই আনন্দঘন মুহূর্ত উদযাপন করবেন।
শুভেচ্ছান্তে,
বিদ্যালয়ের আয়োজক কমিটি।
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
অনুষ্ঠানসূচি/আলোচ্যসূচি:
সকাল ৯:০০ – ৯:৩০: অনুষ্ঠানের সূচনা এবং কুরআন তেলাওয়াত।
সকাল ৯:৩০ – ১০:০০: প্রধান অতিথির বক্তব্য।
সকাল ১০:০০ – ১০:৩০: বিশেষ অতিথির বক্তব্য এবং দোয়া।
সকাল ১০:৩০ – ১১:০০: প্রার্থনামূলক হামদ ও নাত।
সকাল ১১:০০ – ১১:৩০: শিক্ষার্থীদের ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা।
সকাল ১১:৩০ – ১২:০০: পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দুপুর ১২:০০ – ১২:৩০: মিলাদ ও দোয়া মাহফিল।
দুপুর ১২:৩০ – ১:০০: সমাপ্তি ও খাদ্য বিতরণ।
অনুষ্ঠানসংশ্লিষ্ট কুরআন/হাদিসে বানী/প্রার্থনামূলক হামদ বা নাত:
কুরআন থেকে বাণী: ‘আর স্মরণ কর, যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর, তবে অবশ্যই আমি তোমাদেরকে আরও অধিক দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার শাস্তি অতি কঠোর।’ (সুরা ইব্রাহিম, আয়াত ৭)
প্রার্থনামূলক হামদ:
ত্রিভূবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়,
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়…
এই পরিকল্পনার মাধ্যমে বিদ্যালয়ে একটি সুন্দর এবং স্মরণীয় ইসলামি অনুষ্ঠান উদযাপন করা সম্ভব হবে।
সপ্তম শ্রেণির ইসলাম শিক্ষার চুড়ান্ত সাজেশন ২০২৪। নিশ্চিত প্রশ্ন উত্তর ৯৫% সঠিক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।