লোডশেডিং নিয়ে অভিযোগ পত্র (With English)
To,
The Director,
Divisional Power Supply Directorate, Sylhet.
Subject: Complaint regarding excessive load shedding.
Sir,
With due respectwe state that, we the residents of Sylhet Moulvibazar district are in indescribable suffering due to intense load shedding in the heat of this summer. Almost half of the day our city is without electricity. Load shedding continues for long periods of time even at night. Every day due to lack of electricity our daily life activities are disrupted. Sick patients are suffering, students are not able to concentrate on their studies, factory production is disrupted. In this situation, it becomes very urgent to take action on this endless suffering.
So, I humbly request you to take urgent steps for uninterrupted power supply in Moulvibazar district.
Loyal to you
Raisul Islam
For the residents of Moulvibazar district.
লোডশেডিং নিয়ে অভিযোগ পত্র (With English)
Complaint letter about traffic system (বাংলাসহ)
বাংলা অনুবাদ
বরাবর,
পরিচালক,
বিভাগী বিদ্যুৎ সরবারহ অধিদপ্তর, সিলেট।
বিষয়: মাত্রাতিরিক্ত লোড শেডিংয়ের (বিদ্যুৎ বিভ্রাট) বিষয় অভিযোগ।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা সিলেট মৌলভীবাজার জেলার বাসীন্দারা এই গ্রীষ্মের প্রচ- গরমে তীব্র লোডশেডিংয়ে অবর্ণনীয় কষ্টে আছি। দিনের প্রায় অর্ধেক সময় আমাদের শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাতেও দীর্ঘ সময় ধরে লোড শেডিং অব্যহত থাকে। প্রতিদিন বিদ্যুতের অভাবে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটছে। অসুস্থ্য রোগীরা কষ্ট পাচ্ছে, শিক্ষার্থীরা পড়ার মনযোগ দিতে পারছে না, কলকারখানার উৎপাদন ব্যহত হচ্ছে। এমতাবস্থায় এই সীমাহীন দুর্ভোগের বিষয়ে পদক্ষেপ নেওয়া খুবই জরুরী হয়ে পড়েছে।
সুতরাং, আপনার নিকট বিনীত অনুরোধ, মৌলভীবাজার জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের জন্য জরুরী পদক্ষেপ গ্রহণ করবেন।
আপনার অনুগত
রাইসুল ইসলাম
মৌলভীবাজার জেলার বাসীন্দাদের পক্ষে।
- আরো পড়ুন: আন্তর্জাতিক সংস্থা, সদর দপ্তর এবং সংগঠন যুক্ত জোটসমুহ
- আরো পড়ুন: বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তো
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।