মাছের বাংলা ও ইরেজি নাম > ২০০৫ সালে বাংলাদেশের স্বাদুপানির মাছকে এ. কে. আতাউর রহমান ৫৫টি পরিবারের অধীনে ১৫৪ গণের ২৬৫টি প্রজাতিকে তালিকাভুক্ত করেছিলেন, যে তালিকায় কয়েক প্রজাতির সামুদ্রিক মাছও ছিল। সর্বশেষ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ’-এ
১৭টি বর্গের অধীন ৬১টি পরিবারের ২৫১টি প্রজাতিকে স্বাদুপানির মাছ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এগুলো হচ্ছে— দেশি চিতল, ফলি, চুনা খইলশা, বাইলা, আইড়/আরটামিম/আড়, এংরট, জেব্রা আঞ্জু, আরওয়ারি, বাগাইড়/বাঘাইড়, শাল বাইম, বইটকা/ঘোড়া মুইখা, শিলঙ্গ/শিঙ্গঘি/শিঙি, শোল, দেশি ভেটকি, বালিচুরা, হাঁটুনি দারাক, বিজয়া দারি, ঢাল মাগুর, এক থৌতা, গেছুয়া, তেলোটাকি, গাং ঘাঘড়া, গাং মাগুর, বামুশ, বানেহারা, বাঁশপাতা/দেবারি, বাঁশপাতা/বাটা, বেচি, বেলে,
বিশ্বের জানা ও অজনা অবাক করা তথ্য!
বিশ্বের জানা ও অজনা অবাক করা তথ্য! > বিশ্বের জানা অজানা অবাক করা অনেক তথ্য আছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা অনেকেই অনেক কিছু জানি আবার অনেকের অনেক তথ্য অজানা রয়ে গেছে। নিচে বিশ্বের জানা অজানা কিছু তথ্য দেওয়া হল..
ভাদি পুঁটি, ভাঙন, ভোল, বোরালি, বারিল/জইয়া, বাটা/বাংনা, বাতাসি, কুলি/ভূত বেলে, কোসুয়াটি, কুমিরের খিল, কুরসা, কাচকি, কাজুলি, কাকিলা, কালিবাউস/কালবোশ, কাচোন পুঁটি, কানি পাবদা, কানি টেংরা, করাতি হাঙর, কাঁঠাল পাতা, কাতল, কুটি কানটি, খলশে, লাল খলশে, লম্বা চাঁদা, ছোট শিংঘী, গাঙ্গেয় জাংলা, বিলচুরি, বোয়াল, বোরগুনি, বাংলা রানি, বৌমাছ/রানি, মোরারী, গরই, খাকসা, খারু, কই, কৈরকা, কোইটুর, ককসা, চন্দনা ইলিশ, গণি চাপিলা, দেশি সুইয়া, চেবলি, চেকা, চেলা, দেশি লাউবুছা, চেওয়া, চুনো বেলে, কমন কার্প, ডাহুক, গাং টেংরা, কেয়াকাঁটা টেংরা, কোশী টেংরা, গুলসা টেংরা, কাবাশি টেংরা, ঘর পোয়া, গিলি পুঁটি, বেলে, গোটি পোয়া, গজার, গ্রাস কার্প, গুরা টেঙ্গরা, গুতুম, ঘনিয়া, ঘর পোয়া, ঘোড়া চেলা, ঘোড়া মাছ, ইলিশ, ছোট পিয়ালী, কেটি, মধু পাবদা, মাগুর, মলা পুঁটি, মলা, মৃগেল, মুরিবাচা,
নানডিল, নাপতে কই, নেফটেনি, নিলোটিকা, ফ্যাঁসা, ফোঁপা চান্দা/ফোঁপা চাঁদা, ফুটনি পুঁটি, পোয়া, পটকা, বেলে, পুয়া, পুঁটি, সরপুঁটি, তিত পুঁটি, মহাশোল, রাজপুঁটি, রাঙ্গা চান্দা, রাটা বউরা, রিটা, রুই, শাপলা পাটা, দেশি দাড়কিনা, পাতি দাড়কিনা, দাড়কিনা, পাবদা, পাঙ্গা, পাঙ্গাশ, শভন খোরকা, সাদা ঘনিয়া, শানকাচি, টাকি, ট্যাঁপা, সিলভার কার্প, ছোট মাগুর, নদয়, নুনা বেলে, নুনা টেংরা, পাঁকাল বাম, পাথর চাটা, টাটারি, মহাশির, শুনকুশ, তপসে, তারা বাইম, টেংরা, টেরা পুঁনটি, টিয়াশোল, তেলাপিয়া।
অন্যদিকে বঙ্গোপসাগরে ৪৪২ প্রজাতির মাছ থাকলেও বাণিজ্যিকভাবে সংগৃহীত হয় মাত্র ২০ প্রজাতির মাছ। এক্ষেত্রে অধিকাংশ প্লাঙ্কটনভুক মাছই উপরিভাগের শিকারে ধরা পড়ে।
এগুলো হচ্ছে—ইলিশ, ম্যাকারেল, লইট্টা, রূপচাঁদা, ভারতীয় স্যামন, মুলেট, অয়েল সারডিন, উপরিভাগের হাঙর, স্কিপজ্যাক, তপসী, করাত মাছ, বাটার ফিশ, পাইক, বোনিটো, স্মেল্ট, ডোরাব হেরিং, ভারতীয় অ্যানকোভি, ভারতীয় স্ক্যাড, ডগফিশ (ছোট জাতের হাঙর) ইত্যাদি। আর অধিকাংশ তলবাসী মাছ সমুদ্রতলে বা কাছাকাছি থাকে। এগুলোর কয়েকটি হচ্ছে—পোয়া, ক্রোকার, ক্যাটফিশ, ফ্ল্যাটফিশ, রকফিশ, সীবাস, পাইক, সী-ব্রিম্স, স্ন্যাপার, স্ক্যাভেঞ্জার, বাইম, র্যাবিট মাছ, গ্রাউপার, সিলভার ব্রিম, গোটফিশ, কাঁকড়াভুক, ছুরিমাছ ও তলবাসী হাঙর।
নিম্ন বেশ কিছু মাছের ইংরেজি ও বাংলা দেওয়া হলো।
সব মাছের ইংরেজি নাম:
ইলিশ – HILSHA
কৈ মাছ – CLIMBING FISH
কাতল – CARP
কাঁকড়া – CRAB
চিংড়ি (গলদা) – LOBSTER
চিংড়ি (শলা) – PROWN
চিংড়ি মাছ – SHRIMP
চান্দা মাছ – MOON FISH
তিমি – WHALE
বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর
বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর > প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য এই পোস্টে আপনারা পাচ্ছেন, সাধারণ জ্ঞান History MCQ in Bengali-ইতিহাস MCQ বাংলা সহ বহু জানা-অজানা গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া আমাদের কাছে আপনি পাবেন সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে, আরো পাবেন …
তারা মাছ – STAR FISH
পুঁটি মাছ – SMALL FRY
ফলুই মাছ – FLAT FISH
বাগদা চিংড়ি – SPRAWN
বোয়াল মাছ – TROUT
বাইন মাছ – EEL FISH
মাগুর মাছ – CAT FISH
মাছের ডিম – ROE
রুই – SALMON
শুটকি মাছ – DRY FISH
শিল মাছ – SEAL FISH
শিং মাছ – BARBEL
হাঙ্গর – SHARK
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।