ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ৯ | বহুনির্বাচনি সাজেশন | PDF : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
নবম অধ্যায়: সমন্বয়সাধন
২৫৬. বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপ-বিভাগের কাজগুলোকে একসূত্রে গ্রথিত করার কাজকে কী বলে? [চ. বো. ১৫; রা. বো. কু.বো. ১৬]
অ ক. নির্দেশনাদান খ. বিভাগীয়করণ
গ.বিকেন্দ্রীকরণ
ঘ.সমন্বয়সাধন
উত্তর: ঘ
২৫৭. সমন্বয় কোন ধরনের প্রক্রিয়া? (জ্ঞান) [নওগাঁ সরকারি কলেজ]
ক.অবিরামখ.সবিরাম
গ.স্বল্পকালীনঘ.দীর্ঘকালীন
উত্তর: ক
২৫৮. দলীয় প্রচেষ্টা ছাড়া একক কোন ব্যক্তির, বিভাগ ও উপরি-ভাগের মধ্যে কোনটি সম্ভবপর নয়?
(অনুধাবন) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
ক.সমন্বয়সাধন
খ.পরিকল্পনা
গ.নেতৃত্ব
ঘ.ব্যবস্থাপনা
উত্তর: ক
২৫৯. কে সর্বপ্রথম ব্যবস্থাপনায় সমন্বয়ের ধারণা প্রবর্তন করেছেন? (জ্ঞান) [মনিরপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
ক.এফ. ডব্লিউ. টেলর
খ.মেরি পার্কার ফলেট
গ.মুনি ও রেইলি
ঘ.হেনরি ফেয়ল
উত্তর: গ
২৬০. ব্যবস্থাপনায় সমন্বয় বলতে কিসের সমন্বয়কে বোঝায়? (অনুধাবন) [হলি ক্রস কলেজ, ঢাকা]
ক.প্রয়াস-প্রচেষ্টারখ.জনশক্তির
গ.উপকরণাদির
ঘ.কাজ ও কর্তব্যের
উত্তর: ক
২৬১. কোনটি সমন্বয়ের কাজকে সহজ করে? (অনুধাবন)
[ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা; নটর ডেম কলেজ, ঢাকা]
ক.উত্তম যোগাযোগ
খ.পরামর্শমূলক নির্দেশনা
গ.গণতান্ত্রিক নেতৃত্ব
ঘ.বাজেটীয় নিয়ন্ত্রণ
উত্তর: ক
২৬২. নিæোক্ত কোন প্রক্রিয়ায় ব্যবস্থাপক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেন? (অনুধাবন) [সিলেট কমার্স কলেজ]
ক.পরিকল্পনা
খ.নির্দেশনা
গ.সমন্বয়সাধন
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: গ
২৬৩. সমন্বয়সাধনের মুখ্য উদ্দেশ্য কোনটি?
[ঢা. বো., দি. বো. ১৬]
অ ক. দলীয় প্রচেষ্টা
খ. দক্ষ জনশক্তি তৈরি
গ.কাযট্টএপ্টএষ্ণ জবাবদিহি
ঘ.উৎপাদন বৃদ্ধি
উত্তর: ক
২৬৪. কোনটি সমন্বয়ের বৈশিষ্ট্য? [দি.বো. ১৫]
ক.সংক্ষিপ্ততা
খ.ব্যাপ্তি
গ.তথ্য নির্ভুলতা
ঘ.তথ্য নির্ভরতা
উত্তর: খ
২৬৫. ব্যবস্থাপনার কোন কাজটি প্রতিষ্ঠানের কর্মীদের মতানৈক্য দূর করতে সাহায্য করে? [য.বো. ১৫]
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.সমন্বয়সাধন
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: গ
২৬৬. আলী এন্ড কোং এর ব্যবস্থাপক জনাব ওসমান সকল কাজের মধ্যে যোগসূত্র স্থাপন করে সমানতালে লক্ষ্যের দিকে এগিয়ে যান। এটি কোন ধরনের কাজ? (প্রয়োগ) [পৈণ্ঠসিএড´Ÿ পণ্ঠএফসর ড. ইয়াজউষ্টিন আহএজ্ঞঞ্ছদ রৈসিএড´্রয়িঞ্ঝাল মএডল ’ক্সুল ´ৈ£ কএলজ, মু´্রীগল্ক]
ক.নিরীক্ষণ
খ.সমন্বয়সাধন
গ.তত্ত¡াবধান
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: খ
২৬৭. পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয়সাধনের নীতিকে কী বলে? (জ্ঞান) [ঢাকা কলেজ]
ক.ভারসাম্যের নীতি
খ.আদেশের ঐক্যনীতি
গ.নমনীয়তার নীতি
ঘ.উদ্দেশ্যের ঐক্যনীতি
উত্তর: গ
২৬৮. কোনটি সমন্বয় সাধনের নীতি হিসেবে বিবেচিত?
[য.বো. ১৫]
ক.ধারাবাহিকতা
খ.মনোবল উন্নয়ন
গ.কার্য বিভাজন
ঘ.বিকেন্দ্রীকরণ
উত্তর: ক
২৬৯. কোনটিকে সমন্বয়ের নীতি হিসেবে বিবেচনা করা হয়? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা; চাঁদপুর সরকারি কলেজ]
ক.নমনীয়তার নীতি
খ.গতিশীলতা বৃদ্ধি
গ.মনোবল উন্নয়ন
ঘ.উদ্দেশ্য নির্ধারণ
উত্তর: ক
২৭০. সমন্বয়ের কোন নীতি অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে সমন্বয় কৌশল পরিবর্তন করা হয়? (জ্ঞান) [আকিজ কলেজিয়েট স্কুল, নাভারণ, যশোর]
ক.নমনীয়তার নীতি
খ.নিরবচ্ছিন্ন নীতি
গ.বঞ্ঝবর্’াপকতার নীতি
ঘ.ভারসাম্যের নীতি
উত্তর: ক
২৭১. পরিবর্তনকে উৎসাহিত করে সমন্বয়ের কোন নীতি? (জ্ঞান) [ঢাকা কলেজ]
ক.ব্যাপকতারখ.কর্তৃত্বের
গ.নমনীয়তারঘ.ভারসাম্যের
উত্তর: গ
২৭২. আন্তঃবিভাগীয় শৃঙ্খলা রক্ষায় কোন কাজটি অধিকতর গুরুত্বপূর্ণ? [ঢা.বো. ১৫]
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.নির্দেশনা
ঘ.সমন্বয়
উত্তর: ঘ
২৭৩. একটা উৎপাদন প্রক্রিয়ায় কাজ চলছে। এক্ষেত্রে প্রতিটা পদ্ধতির কাজ নিরবচ্ছিন্নভাবে চালাতে নিচের কোন কাজটি অধিক গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
[অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.সমন্বয়
ঘ.প্রেষণা
উত্তর: গ
২৭৪. প্রতিষ্ঠানের সমন্বয়সাধন কেন প্রয়োজন?
[কু.বো., চ.বো. ১৫]
ক.লক্ষ্য অর্জনে দলীয় প্রচেষ্টা সংহতকরণ
খ.প্রাতিষ্ঠানিক মুনাফা সর্বোচ্চকরণ
গ.সমন্বিত সুযোগ-সুবিধা অর্জন
ঘ.কর্মীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ
উত্তর: ক
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৭৫. সমন্বয়সাধনের নীতি বা আদর্শের মধ্যে পড়ে (অনুধাবন) [ঢাকা রেসিডেনস্রিয়াল মডেল কলেজ; মনিরপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
i.উদ্দেশ্যের ঐক্যের নীতি
ii.ভারসাম্যের নীতি
iii.মিতব্যয়িতার নীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
২৭৬. অভ্যন্তরীণ সমন্বয় সাধনের অন্তর্ভুক্ত হচ্ছে
(অনুধাবন) [বরিশাল সরকারি মহিলা কলেজ]
i.নিæগামী সমন্বয়সাধন
ii.ঊর্ধ্বগামী সমন্বয়সাধন
iii.সমান্তরাল সমন্বয়সাধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
উদ্দীপকটি পড়ো এবং ২৭৭ ও ২৭৮ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব আফজাল একটি কোম্পানির প্রধান নির্বাহী। তিনি নিয়মিত প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজ তদারকি করেন এবং অধস্তনদের বিভিন্ন উপদেশ ও নির্দেশ প্রদান করেন। বর্তমানে প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধি পাওয়ায় সব কাজ সঠিকভাবে তদারকি করা সম্ভব হচ্ছে না। এতে প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে বিশৃঙ্খলা দেখা দেয়ায় প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে। [মদনমোহন কলেজ, সিলেট]
২৭৭. জনাব আফজালের প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজ তদারকি ও সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ স্থাপন ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
ক.নির্দেশনা
খ.যোগাযোগ
গ.সমন্বয়সাধন
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: গ
২৭৮. সমন্বয়ের কোন নীতি অনুসরণ করলে উদ্ভূত সমস্যাটি এড়ানো যেত? (উচ্চতর দক্ষতা)
ক.নিরবচ্ছিন্নতার নীতি
খ.প্রত্যক্ষ যোগাযোগের নীতি
গ.আএদএশর ঐকঞ্ঝ নীতি
ঘ.উত্তম সম্পর্কের নীতি
উত্তর: খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।