বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ০৫ | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের পঞ্চম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের পঞ্চম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ পঞ্চম
১। বাংলাদেশের জলবায়ুর উপর কোন বায়ুর প্রভাব খুব বেশি?
(ক) সাময়িক বায়ুর (খ) স্থানীয় বায়ুর
(গ) ঘূর্ণি বায়ুর (ঘ) মৌসুমি বায়ুর
২। বাংলাদেশের কোন অংশে সীমিত উঁচু ভ‚মি রয়েছে?
(ক) উত্তর-পূর্বাংশে (খ) দক্ষিণ-পূর্বাংশে
(গ) উত্তর-পশ্চিমাংশে (ঘ) দক্ষিণ-পশ্চিমাংশে
৩। ভারত ব্যতীত রাষ্ট্র হিসেবে কোনট্রি সাথে বাংলাদেশের সীমান্ত সীমা রয়েছে?
(ক) নেপাল (খ) ভুটান
(গ) আসাম (ঘ) মিয়ানমার
৪। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
৫। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
(ক) চট্টগ্রাম (খ) খাগড়াছড়ি
(গ) বান্দরবান (ঘ) রাঙ্গামাটি
৬। বাংলাদেশের মোট ভ‚মির কত ভাগ এলাকা নিয়ে চত্বরভ‚মি গঠিত?
(ক) ৮% (খ) ১০%
(গ) ১২% (ঘ) ১৬%
৭। বরেন্দ্রভুমির আয়তন কত?
(ক) ৪,১০৩ বর্গ কি.মি. (খ) ৪,২০৩ বর্গ কি.মি
(গ) ৯,৩২০ বর্গ কি.মি (ঘ) ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
৮। বাংলাদেশের কত ভাগ ভ‚মি নদীবিধৌত সমভ‚মি?
(ক) ৮% (খ) ১২%
(গ) ৪০% (ঘ) ৮০%
৯। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?
(ক) সপ্তম (খ) অষ্টম
(গ) নবম (ঘ) দশম
১০। বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
(ক) ৯৬৫ জন (খ) ৯৯৩ জন
(গ) ১০০৫ জন (ঘ) ১০১৫ জন
১১। কোন শিল্পকে কেন্দ্র করে সিলেটে জনবসতি গড়ে উঠেছে?
(ক) তাঁত (খ) বস্ত্র
(গ) চা (ঘ) তামাক
১২। কোন জলবায়ুতে মানুষ বসবাস করতে পছন্দ করে?
(ক) চরমভাবাপন্ন (খ) শীতপ্রধান
(গ) নাতিশীতোষ্ণ (ঘ) সমভাবাপন্ন
১৩। বাংলাদেশের আয়তন-
i. ১,৪৭,৫৭০ বর্গ কিমি
ii.১,২৪,২৬৬ বর্গ কি.মি. iii.৫৬,৯৭৭ বর্গমাইল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৪। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যে অঞ্চলের অন্তর্গত-
i. ময়মনসিংহ জেলার উত্তরাংশ
ii.হবিগঞ্চ জেলার দক্ষিণাংশ iii.সিলেট জেলার উত্তরাংশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
তানিয়া তার বাবার সাথে জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়ি দেখতে
গিয়েছিল। সে তার বাবার কাছ থেকে জানতে পারে এটি মূলত
একটি জমিদার বাড়ি। আর তাদের জমিদারি টাঙ্গাইল, গাজীপুর ও
ঢাকা জেলার অংশ বিশেষ নিয়ে গড়ে উঠেছিল।
১৫। উক্ত জমিদারি অঞ্চলে কোন চত্বরভ‚মি গড়ে উঠেছিল?
(ক) বরেন্দ্রভ‚মি (খ) মধুপুর ও ভাওয়ালের গড়
(গ) লালমাই পাহাড় (ঘ) উপক‚লীয় সমভ‚মি
১৬। উক্ত চত্বরভ‚মির বৈশিষ্ট্য হলো-
i. উচ্চতা ৬ থেকে ১২ মিটার
ii.আয়তন ৯৩২০ বর্গ কি.মি.
iii.মাটি ধূসর ও লালচে বর্ণের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৭। একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলোর দৈনিক অবস্থার দীর্ঘদিনের গড় অবস্থানকে কী বলে?
(ক) গড় তাপমাত্রা (খ) ঋতু পরিবর্তন
(গ) জলবায়ু (ঘ) গড় আবহাওয়া
১৮। শীতকালে বাংলাদেশের ওপর সূর্য কোন গোলার্ধে থাকে?
(ক) উত্তর (খ) দক্ষিণ
(গ) পূর্ব (ঘ) পশ্চিম
১৯। গ্রীষ্মকালে বাংলাদেশের ওপর দিয়ে কোন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
(ক) ক্রান্তীয় (খ) দক্ষিণ-পূর্ব
(গ) দক্ষিণ-পশ্চিম (ঘ) উত্তর-পশ্চিম
২০। কোন ঋতুতে বাংলাদেশের আবহাওয়া সর্বদা উষ্ণ থাকে?
(ক) শীত (খ) শরৎ
(গ) হেমন্ত (ঘ) বর্ষা
২১। বর্ষাকালে রাঙামাটি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কত?
(ক) ১৮০ সে.মি (খ) ২০০ সে.মি.
(গ) ২৫০ সে.মি. (ঘ) ২৮০ সে.মি.
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
দিনাজপুর জিলা স্কুলের ছাত্ররা ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা দিয়ে
শিক্ষা সফরে কক্সবাজার এসেছে। ছাত্ররা দিনাজপুরের তাপমাত্রার
সাথে কক্সবাজারের তাপমাত্রার বেশ তফাৎ লক্ষ্য করে।
২২। উপরিউক্ত সময়ে বাংলাদেশে কোন ঋতু বিরাজ করে?
(ক) গ্রীষ্ম (খ) বর্ষা
(গ) শীত (ঘ) বসন্ত
২৩। একই সময়ে বেড়াতে আসা স্থানের তাপমাত্রার চেয়ে নিজেদের এলাকার তাপমাত্রায় কেমন তফাৎ লক্ষ্য করা যায়?
(ক) কম (খ) বেশি
(গ) সমান (ঘ) খুব বেশি
২৪। শীতকালে ভারতের ওপর দিয়ে কোন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
(ক) পূর্ব মৌসুমি (খ) পশ্চিম মৌসুমি
(গ) উত্তর মৌসুমি (ঘ) দক্ষিণ মৌসুমি
২৫। কলকাতা শহরের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা কত?
(ক) ২০ ডিগ্রি সে. (খ) ২৭ ডিগ্রি সে.
(গ) ৪৩ ডিগ্রি সে. (ঘ) ৪৮ ডিগ্রি সে.
২৬। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কয়টি শাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
২৭। গ্রীষ্মকালে মায়ানমারের গড় তাপমাত্রা কত ডিগ্রি সে. এর কাছাকাছি পৌঁছায়?
(ক) ১৯ (খ) ২৭
(গ) ২৯ (ঘ) ৩২
২৮। গ্রীষ্মকালে মায়ানমারের কোন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়?
(ক) রেঙ্গুন (খ) মান্দালয়ে
(গ) ভামোতে (ঘ) টেনাসেরিমে
২৯। বর্ষাকালে কোন মৌসুমি বায়ুর প্রভাবে মায়ানমারে প্রচুর বৃষ্টিপাত হয়?
(ক) উত্তর-পূর্ব (খ) দক্ষিণ-পূর্ব
(গ) উত্তর-পশ্চিম (ঘ) দক্ষিণ-পশ্চিম
৩০। শীতকালে মায়ানমারে সূর্য কোন গোলার্ধে অবস্থান করে?
(ক) পূর্ব (খ) পশ্চিম
(গ) উত্তর (ঘ) দক্ষিণ
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও।
তাশফিয়া তার পরিবারের সাথে নেপালে বেড়াতে যায়। তারা সেখানে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত অবস্থান করে। নেপালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখে তাশফিয়া খুবই আনন্দিত হয়।
৩১। অনুচ্ছেদে উল্লিখিত তাশফিয়া যখন নেপালে বেড়াতে যায় তখন নেপালে কোন ঋতু ছিল?
(ক) গ্রীষ্ম ঋতু (খ) বর্ষা ঋতু
(গ) শীত ঋতু (ঘ) শরৎ ঋতু
৩২। উক্ত সময়ে আর যে দেশে গেলে তাশফিয়া উল্লিখিত ঋতুটি দেখতে পাবে-
i. মায়ানমার ii.ভারত
iii.অস্ট্রেলিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৩। কোনটি পরিবর্তনের ফলে মানুষের জীবন জীবিকার নানা পরিবর্তন ঘটেছে?
(ক) আবহাওয়া (খ) পরিবেশ
(গ) জলবায়ু (ঘ) সমাজ
৩৪। শীতকালে বাংলাদেশে কোন মৌসুমি বায়ুর প্রভাবে স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়?
(ক) উত্তর-পূর্ব (খ) উত্তর-পশ্চিম
(গ) দক্ষিণ-পূর্ব (ঘ) দক্ষিণ-পশ্চিম
৩৫। সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসেবে কোনটিকে দায়ী করা হয়?
(ক) ঘূর্ণিঝড় (খ) আগ্নেয়গিরি
(গ) ভ‚মিকম্প (ঘ) বন্যা
৩৬। গত চার হাজার বছরে ভ‚মিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর কত লোক মারা গেছে?
(ক) ১.২ কোটি (খ) ১.৫ কোটি
(গ) ১.৮ কোটি (ঘ) ২.৫ কোটি
৩৭। ভ‚মিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি বাধাপ্রাপ্ত হয়ে কীসের সৃষ্টি করে?
(ক) দ্বীপের (খ) শাখা নদীর
(গ) উপনদীর (ঘ) হ্রদের
৩৮। সরাসরি পর্যবেক্ষণের সুযোগ নেই কোন প্রাকৃতিক দুর্যোগের?
(ক) বন্যা (খ) খরা
(গ) নদীভাঙন (ঘ) ভ‚মিকম্প
৩৯। ভ‚মিকম্প প্রকোপ এলাকাগুলোকে কয়টি প্রধান অংশে ভাগ করা যায়?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
৪০। বাড়ির সবচেয়ে সুরক্ষিত স্থানটি চিহ্নিত করা ভুমিকম্পের কোন স্তরের কাজ?
(ক) প্রতিরোধ (খ) প্রস্তুতি
(গ) চলাকলীন (ঘ)পরবর্তী
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণি: বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়ঃ পঞ্চম
উত্তর পত্র
১-ঘ ২-গ ৩-ঘ ৪-খ ৫-গ ৬-ক ৭-গ ৮-ঘ ৯-গ ১০-ঘ
১১-গ ১২-ঘ ১৩-খ ১৪-ঘ ১৫-খ ১৬-খ ১৭-গ ১৮-খ ১৯-গ ২০-ঘ
২১-ঘ ২২-গ ২৩-ক ২৪-ক ২৫-ক ২৬-ক ২৭-গ ২৮-খ ২৯-ঘ ৩০-ঘ
৩১-খ ৩২-ক ৩৩-গ ৩৪-ক ৩৫-গ ৩৬-খ ৩৭-ঘ ৩৮-ঘ ৩৯-খ ৪০-খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।