বাংলা ২য় | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ণত্ব ও ষত্ব বিধান | নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ণত্ব ও ষত্ব বিধান নিয়ে আলোচনা করা হয়েছে ।প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনার খুশি হবেন যে, আপনাদের জন্য ণত্ব ও ষত্ব বিধান হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
বাংলা ২য় |ণত্ব ও ষত্ব বিধান | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
০১। কোন জাতীয় শব্দে ‘ণ’-এর ব্যবহার হয় না?
ক. মৌলিক শব্দে
খ. তৎসম শব্দে
গ. অর্ধ-তৎসম শব্দে
ঘ. খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
০২। ‘ঋ’, ‘র’, ‘ষ’ এর পরে কী হয়?
ক. ণ
খ. ন
গ. ন্ন
ঘ. ণ্য
০৩। ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
ক. ন
খ. ণ
গ. ন্ন
ঘ. ন্য
০৪। ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি থাকলে পরবর্তী ‘ন’ মূধর্ন্য-‘ণ’ হয়। এর উদাহরণ কোনটি?
ক. কারণ
খ. কৃপণ
গ. হরিণ
ঘ. ভীষণ
০৫। স্বভাবতই ‘মূর্ধন্য-ণ’-এর ব্যবহার হয়েছে কোনটিতে?
ক. কারণ
খ. কান্ড
গ. বাণ/তূণ
ঘ. রামায়ণ
০৬। স্বভাবতই ‘মূর্ধন্য (ণ)’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
ক. বাণী
খ. মরণ
গ. ঘণ্টা
ঘ. ব্যাকরণ
০৭। স্বভাবতই ‘ণ’ হয়েছে কোন শব্দটিতে?
ক. ঋণ
খ. তৃণ
গ. অপর্ণ
ঘ. ভণিতা
০৮। নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে?
ক. ন
খ. ণ
গ. স
ঘ. শ
০৯। কোন বর্গীয় বর্ণের আগে কখনও মূধর্ণ্য হয় না?
ক. ক-বর্গ
খ. চ-বর্গ
গ. প-বর্গ
ঘ. ত-বর্গ
১০। সমাসবদ্ধ শব্দে দু পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। এর উদাহরণ কোনটি?
ক. অনুষঙ্গ
খ. যতন
গ. রতন
ঘ. ত্রিনয়ন
১১। কোন জাতীয় শব্দে ‘ষ’ ব্যবহার হয় না?
ক. বিদেশি
খ. তৎসম
গ. সংস্কৃত
ঘ. অধ-তৎসম
১২। খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই?
ক. দন্ত্য ন ধ্বনি
খ. তালব্য শ ধ্বনি
গ. স্বরধ্বনি
ঘ. মূর্ধন্য ষ ধ্বনি
১৩। ‘ঋ’-কার ও ‘র’ এর পর —- ব্যবহৃত হয়।
ক. ‘স’
খ. ‘শ’
গ. ‘ষ’
ঘ. ‘ড়’
১৪। কোন বানানটি সঠিক?
ক. নশ্ট
খ. কৃশক
গ. কস্ট
ঘ. ওষ্ঠ
১৫। কোন দুটি বর্ণের সাথে যুক্ত হলে দন্ত্য স মূর্ধন্য ষ হয়?
ক. ত, থ
খ. র, ষ
গ. ট, ঠ
ঘ. ড, ঢ
১৬। ষত্ব বিধানের স্বাভাবিকভাবে ‘ষ’ হয়েছে কোন শব্দে?
ক. মানুষ
খ. বর্ষা
গ. নষ্ট
ঘ. বিষয়
১৭। কোনটি স্বভাবতই ‘ষ’ এর ব্যবহার?
ক. বষর্ণ
খ. প্রতিষ্ঠান
গ. উৎকৃষ্ট
ঘ. মানুষ
১৮। স্বভাবত ‘ষ’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
ক. অনুষঙ্গ
খ. অভিষেক
গ. অনুষ্ঠান
ঘ. অভিলাষ
১৯। কোন বানানটি ষত্ব বিধানের নিয়মে শুদ্ধ?
ক. মাষ্টার
খ. পোশাক
গ. জিনিষ
ঘ. পোষ্ট অফিস
২০। কোন বানানটি সঠিক?
ক. বিষন্য
খ. বিষন্ন
গ. বিষন্ন
ঘ. বিসন্ন
উত্তর মালা:
১ | ঘ | ২ | ক | ৩ | খ | ৪ | গ | ৫ | গ |
৬ | ক | ৭ | ঘ | ৮ | খ | ৯ | ঘ | ১০ | ঘ |
১১ | ক | ১২ | ঘ | ১৩ | গ | ১৪ | ঘ | ১৫ | গ |
১৬ | ক | ১৭ | ঘ | ১৮ | ঘ | ১৯ | থ | ২০ | গ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।