HSC | বহুনির্বাচনি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রথম অধ্যায় | PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে যেকোনো ধরনের প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সমুহ:
১। বর্তমান যুগকে বলা হয়?
(ক) শিল্প (খ) প্রযুক্তি
(গ) কৃষি (ঘ) বাণিজ্য
২। বর্তমানে বিশে^ কিসে শিক্ষাদান সর্বোত্তম?
(ক) কম্পিউটার (খ) টেলিভিশন
(গ) রেড়িওতে (ঘ) ক্যালকুলেটারে
৩। বিশ^গ্রামের ধারণার প্রবর্তক কে?
(ক) মর্শাল ম্যাকলুহান (খ) টিম বার্নরস লী
(গ) মর্ক জুকার বাগ (ঘ) বিলগেটস
৪। কিসের ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়?
(ক) মোবাইল গেমস (খ) কম্পিউটার
(গ) টেলিভিশন (ঘ) ইন্টারনেট
৫। বৈশি^ক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কী বলে?
(ক) বৈশি^ক ভিলেজ (খ) ভিলেজ
(গ) গেøাবাল ভিলেজ (ঘ) বিশ^ ব্রহ্ম্রান্ড
৬। বিশ^কে এখন কিসের সাথে তুলনা করা হয়?
(ক) একটি ইউনিয়ন (খ) একটি গ্রাম
(গ) একটি উপজেলা (ঘ) একটি জেলা
৭। হারবার্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী
ছিলেন? (জ্ঞান)
(ক) জার্মানির (খ) ফ্রান্স
(গ) কানাডা (ঘ) গ্রিক
৮। হারবার্ট মার্শাল ম্যাকলুহান জন্মগ্রহণ করেন-(জ্ঞান)
(ক) ১৯১১ সালে ২১ শে জানুয়ারি
(খ) ১৯১১ সালে ২১ শে আগস্ট
(গ) ১৯১১ সালে ২১ শে জুলাই
(ঘ) ১৯১১ সালে ২১ শে নভেম্বর
৯। হারবার্ট মার্শাল ম্যাকলুহান মৃত্যুবরণ করেন-(জ্ঞান)
(ক) ১৯৮০ সালে ৩০ শে ডিসেম্বর
(খ) ১৯৮০ সালে ৩১ শে ডিসেম্বর
(গ) ১৯৮১ সালে ৩০ শে ডিসেম্বর
(ঘ) ১৯৮১ সালে ৩১ শে ডিসেম্বর
১০। হারবার্ট মার্শাল ম্যাকলুহান কোন বিশ^বিদ্যালয়েল অধ্যাপক ছিলেন?
(ক) আমেরিকার ম্যামপিস বিশ^বিদ্যালয়ের
(খ) কানাডার টরেন্টো বিশ^বিদ্যালয়ল
(গ) কানাডার ম্যানিটোভা বিশ^বিদ্যালয়
(ঘ) আমেরিকার টরেন্টো বিশ^বিদ্যালয়ল
১১। মার্শাল ম্যাকুহান ১৯৬২ সালে গ্রন্থটি রচনা করেন তার নাম হচ্ছে–
(ক) The Gutenberg Galaxy
(খ) The Golbal Village
(গ) Understanding Media
(ঘ) Engines og Creation
১২। মার্শাল ম্যাকুহান ১৯৬৪ সালে গ্রন্থটি রচনা করেন তার নাম কী?
(ক) The Gutenberg Galaxy
(খ) The Golbal Village
(গ) Understanding Media
(ঘ) Engines og Creation
১৩। The Gutenberg Galaxy: The Making of Typograpic Man নামক বইটির প্রকাশিত হয়-
(ক) ১৯৬৬ সালে (খ) ১৯৬৪ সালে
(গ) ১৯৬২ সালে (ঘ) ১৯৬৮ সালে
১৪। বিশ^গ্রাম বলতে বুঝায়- (অনুধাবন)
(ক) বিশে^র উন্নয়নশীল গ্রামগুলোকে
(খ) বিশে^ জুড়ে ইন্টারনেট বিস্তারকৃত জালকে
(গ) বিশ^ জুড়ে কম্পিউটার ব্যবহারকে
(ঘ) বিশ^জুড়ে যোগাযোগের ব্যবস্থার উন্নয়নকে
১৫। ম্যাকলুহান কোন নামটি প্রবর্তিত সমগ্র ইন্টারনেট ব্যবহারকারীদের সমন্বয়ে গঠিত একীভূত গোযোষ্ঠীর নাম হিসেবে নির্বাচিত করেছেন? (জ্ঞান)
(ক) Golbal Warming (খ) Golbal Earth
(গ) Golbal Village (ঘ) Golbal Town
১৬। বিশ^গ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কোনটির? (অনুধাবন)
(ক) স্যাটালাইট (খ) বেডিও
(গ) টেলিভিশন (ঘ) ইন্টারনেট
১৭। কৃত্তিম বুদ্ধিমত্তর বহিভূত হচ্ছে-
(ক) Crysugery (খ) Dendral
(গ) Robotis (ঘ) Mycin
১৮। বায়োমেট্রিক ব্যবহার করা হয়-
(ক) অধিকার প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ক্ষেত্রে
(খ) ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে
(গ) সামাজিকার যোগাযোগ করার ক্ষেত্রে
(ঘ) তথ্য আদান প্রাদান করার ক্ষেত্রে
১৯। কোন প্রযুক্তি ব্যবহার করে কার্যকারীভাবে সভার কাজ সম্পন্ন করা যায়?
(ক) ই-মেইল (খ) ফে-বুক
(গ) টেলিকনফারেন্সং (ঘ)ভিডিও কনফারেন্সিং
২০। কোন প্রযুক্তির সাহায্যে অদূর ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে মানবদেহের অভ্যন্তরে অস্ত্রোপাচার করা যাবে-
(ক) ন্যানো বোটিক্স (খ) ক্রায়োসার্জারি
(গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (ঘ) বায়োইনফরমেটিক্স
বহুনির্বাচনির প্রশ্নের উত্তর ঃ
১.খ ২.ক ৩.ক ৪.গ ৫.ঘ ৬.খ ৭.গ
৮.গ ৯.খ ১০.ক ১১.ক ১২.গ ১৩.গ ১৪.খ
১৫.গ ১৬.ঘ ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.ঘ
২১। ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় কোন প্রযুক্তিতে?
(ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (খ) বায়োইনফরমেটিক্স
(গ) ক্রায়োসার্জারি (ঘ) বায়োমেট্রিক্স
২২। ক্রায়োসার্জারীতে কোনটি ব্যবহৃত হয়?
(ক) তরল কার্বন ডাই অক্সাইড (খ) তরল অক্সিজেন
(গ) তরল হাইড্রোজেন (ঘ) তরল নাইট্রোজেন
২৩। রোবট হচ্ছে একটি-
(ক) মহাকাশ গবেষণার যন্ত্র (খ) মানুষের বিকল্প যন্ত্র
(গ) কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ যন্ত্র (ঘ) সয়ংক্রিয়ভাবে ব্যবহারের যন্ত্র
২৪। বাস্তব বেচনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কী বলে?
(ক) ক্রায়োসার্জারি (খ) বায়োমেট্রিক
(গ) ভার্চুয়াল রিয়েলিটি (ঘ) বায়ো ইনফরমেটিক্স
২৫। ন্যানো টেকনোলোজী ব্যবহৃত হয় কোনটি?
(ক) টিস্যু কালচার (খ) ফুলারিন
(গ) ইনসুলিন (ঘ) জিনম
২৬। জীব জীজ্ঞানে তথ্য ও যোগাযোগের প্রযুক্তির ব্যবহারকে কী বলে?
(ক) বায়োমেট্রিক (খ) বায়োইনফরমেটিক্স
(গ) ক্রায়োসার্জারি (ঘ) ন্যানোটেকনোলজি
২৭। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনের কোন প্রযুক্তিতে ব্যবহৃত হয়?
(ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (খ) বায়োইনফরমেটিক্স
(গ) ক্রায়োসার্জারি (ঘ) ন্যানোটেকনোলজি
২৮। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিরত প্রলেপ প্রযুক্তি হলো-
(ক) ন্যানোটেকনোলজি (খ) বায়োইনফরমেটিক্স
(গ) বায়োমেট্রিক্স (ঘ)জেনেটিক ইঞ্জিনিয়ারিং
২৯। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?
(ক) ত্রিমাত্রিক সিমুলেশন (খ) হ্যান্ড জিওমেট্রিক
(গ) বায়োলজিক্যাল (ঘ) দ্বিমাত্রিক সিমুলেশন
৩০। কোনটি মানুষকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার প্রযুক্তি?
(ক) বায়োইনফরমেট্রিক (খ) বায়োমেট্রিক
(গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (ঘ) আর্টিফিসিয়াল ইনটেজেন্স
৩১। ফ্রিল্যান্সার কে?
(ক) র্দীর্ঘমেয়াদি চুক্তিতে কর্মরত ব্যক্তি
(খ) যিনি নিয়ম মাফিক ১০টা-৫টা অফিস করেন
(গ) যিনি স্বাধীন ভাবে অফিসের কাজ করেন
(ঘ) সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করেন
৩২। কোন প্রযুক্তির ব্যবহারের করে বিভিন্ন স্থানে মির্টিং এর কাজ করে সম্পন্ন করা যায়?
(ক) ই-মেইল (খ) ফেসবুক
(গ) টেলি কনফারমেন্সিং (ঘ) টুইটার
৩৩। অঙ্গুলের ছাপ ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে?
(ক) জেনটিক ইঞ্জিনিয়ারিং (খ) বায়োমেটিক্স
(গ) বায়োইনফরমেটিক্স (ঘ) ন্যানো টেকনোলজি
৩৪। ইটস্পট কী?
(ক) নির্দিষ্ট উত্তপ্ত এলাকা (খ) তার যুক্ত ইন্টারনেট
(গ)তার বিহীন ইন্টারনেট ব্যবস্থা (ঘ)বিশ^ব্যাপী নেটওয়ার্ক
৩৫। আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে চাঁদের বিচরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি?
(ক) রোবটিক্স (খ) ভার্চুয়াল রিয়েলিটি
(গ) বায়েঅমেটিক্স (ঘ) বায়োইনফরমেটিক্স
৩৬। ক্রাযোসার্জারি ব্যবহৃত হয়-
(ক) প্লাস্টিক সার্জারিতে (খ) হার্টের বাইপাসে
(গ) চোখের লেন্স প্রতিস্থপনে (ঘ) লিভার ক্যান্সারে
৩৭। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো-
(ক) বায়োমেটিক্স (খ)জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(গ) রোবটিক্স (ঘ)বায়োইনফরমেটিক্স
৩৮। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?
(ক) PROLOG (খ) PHNHON
(গ) HNML (ঘ) COBOL
৩৯। কোনটি উঘঅ এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি?
(ক) বায়োমেটিক্স (খ) ন্যানো কেটনোলজি
(গ) বায়োইনফরমেট্রিক্স (ঘ) জেনটিক ইঞ্জিনিয়ারিং
৪০। কোনটি বায়োমেট্রিক্সের উপাদান?
(ক) রোবট (খ) পাসওয়ার্ড
(গ) বুদ্ধিমত্তা (ঘ) হ্যান্ডজিমমেট্রিক
বহুনির্বাচনির প্রশ্নের উত্তর ঃ
২১.গ২২. ঘ ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.খ ২৭.ক
২৮.ক ২৯.ক ৩০.খ ৩১. গ ৩২.গ ৩৩.খ ৩৪.গ
৩৫.খ ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ঘ
৪১। কোনটি বিশ^গ্রাম ধারণার সাথে সম্পর্কিত?
(ক) অনলাইনে কেনাকাটা (খ) গ্রামের বিস্তৃতি
(গ) মানুষের বিভাজন (ঘ) দূরত্বের বিস্তৃতি
৪২। ই-গর্ভন্সে কী?
(ক) নেটওয়ার্কে যুক্ত সরকারি প্রতিষ্ঠান
(খ) প্রতিষ্ঠানের সকল তথ্য অবিকৃতি রাখা
(গ) তত্যের অবাধ প্রবাহ বাধা প্রদান করা
(ঘ) মন্ত্রণালয়ের নির্দশ গোপন রাখা
৪৩। মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটি কী?
(ক) বায়োমেট্রিক্স (খ) বায়োইনফরমেট্রিক্স
(গ) কৃত্তিম বুদ্ধিমত্তা (ঘ) ভার্চুয়াল রিয়ালিটি
৪৪। বিজ্ঞানের কোন শাখায় উঘঅ পরিবর্তন করা হয়?
(ক) ক্রায়োসার্জারি (খ) বায়োমেট্রিক্স
(গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (ঘ) বায়োইনফমেটিক্স
৪৫। গ্রামের ছেলে ডা. মামুন ফ্লোরিডায় চাকুরী নিয়ে চলে গেল, ছোট একটি যন্ত্রের মাধ্যমে বন্ধুরা মামুনের ছবিদে দেখতে দেখতে কথোপকথন শুরু করল। যোগাযোগের প্রযুক্তিটিই হচ্ছে-
(ক) টেলিকনফারেন্সিং (খ)ভিডিও কনফারেন্সিং
(গ) টেলিমেডিসিন (ঘ) ই-মেইল
৪৬। অন্যের ধ্যান-ধারণা, গবেষণা, কৌশল, গ্রাফিক্স ইত্যাদি উৎস উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়াকে কৌশলকে কে কি বলে?
(ক) কপিরাইট (খ)সফটওয়্যার পাইরেসি
(গ) প্লেজিয়াম (ঘ) ডেটা পাইরেসি
৪৭। ১ ন্যানোমিটার সমান কত?
(ক) ১০-৯ মিটার (খ) ১০-৯ মিলিমিটার
(গ) ১০-৯ মাইক্রোমিটার (ঘ) ১০-৯ পিকোমিটার
৪৮। এক ন্যানো সমান কত?
(ক) এক কোটি ভাগের এক ভাগ
(খ) দশ কোটি ভাগের এক ভাগ
(গ) এক শত কোটি ভাগের এক ভাগ
(ঘ) এক হাজার কোটি ভাগের এক ভাগ
৪৯। সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহারকারীর কোন সুবিধাটি পায়?
(ক) পণ্য ক্রয়-বিক্রয় (খ) তথ্য বিনিময়
(গ) দূরশিক্ষণ লাভ (ঘ) অনলাইনে টিভি দেখা
৫০। কোনটি ই-কমার্সের বৈশিষ্ট্য?
(ক) স্বপ্ল সময়ে ক্রয় বিক্রয় করা যায়
(খ) ক্রেতা বিক্রেতার পত্যেক্ষ যোগাযোগ হয়
(গ) ব্যবসায়ের আর্থিক খরচ বৃদ্ধি পায়
(ঘ) ব্যবসায়ের শ্রম ও ঝুঁকি বৃদ্ধি পায়
৫১। কোনটির ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হয়?
(ক) সমাজিক যোগাযোগ (খ) গেমস তৈরি
(গ) জীব বৈচিত্র্য সৃষ্টিতে (ঘ) ঝুঁকিপূর্ণ কাজে
৫২। দূরবর্তী স্থানে অবস্থান করা যায় একাধিক ব্যাক্তির মধ্যে সভা পরিচালনার আধুনিকতম পদ্ধতি কোনটি?
(ক) ই-মেইল (খ) টেলি-কনফারেন্স
(গ) বুলেটিন বোর্ড (ঘ) ভিডিও কনফারেন্স
৫৩। বায়োমেট্রিক্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
৫৪। ত্বকের ক্যান্সেরের চিকিৎসার ঝুঁকিতে থাকা রোগীর প্রচলিতচিকিৎসা পদ্ধতির বিকল্প হিসেবে কোনটি গ্রহণ করতে পারেন?
(ক) বায়োমেট্রিক্স (খ) ক্রায়েথেরাপি
(গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (ঘ) বায়োইনফমেটিক্স
৫৫। কোনটি ব্যবহারে পৃথিবীতে অবস্থান করে মঙ্গল গ্রহের পরিবেশ অনুভব করা যাবে?
(ক) ভিডিও (খ) এক্সপার্ট সিস্টেম
(গ) ভার্চুযাল রিয়েলিটি (ঘ) ইন্টারনেট
৫৬। ডিজিটাল ডাক ব্যবস্থা কোনটি?
(ক) ফেসবুক (খ) টেলেক্স
(গ) ই-লার্নিং (ঘ) ই-মেইল
HSC | বহুনির্বাচনি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তৃতীয় অধ্যায় | PDF
HSC | বহুনির্বাচনি 1-60 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | PDF
HSC | বহুনির্বাচনি | কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং | PDF
৫৭। ভিডিও কনফা ন্সিংয়ের জন্য ব্যবহৃত সফটওয়্যার-
(ক) ফেসবুক (খ) স্কাইপি
(গ) জি-মেইল (ঘ) গুগল
৫৮। উঘঅ ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
(ক) বায়োমেট্রিক্স (খ) বায়োইনফরমেটিক্স
(গ) ন্যানো টেকনোলজি (ঘ) জেনটিক উঞ্জিনিয়ারিং
৫৯। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে?
(ক) বায়োইনফরমেটিক্স (খ) ন্যানোটেকনোলজি
(গ) বায়োমেট্রিক্স (ঘ) জেনটিক উঞ্জিনিয়ারিং
৬০। অপঃঁধঃড়ৎ নিচের কোনটি ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(ক) রোবটিক্স (খ) ক্রায়োসার্জারি
(গ) আর্টিফিসিয়াল ইন্টেলিজেনন্স (ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
বহুনির্বাচনির প্রশ্নের উত্তর ঃ
৪১.ক৪২.ক ৪৩.গ ৪৪.খ ৪৫.গ ৪৬.গ ৪৭.ক ৪৮.গ
৪৯. খ ৫০.ক ৫১.গ ৫২.ঘ ৫৩.ক ৫৪.খ ৫৫.গ
৫৬.ঘ ৫৭.খ ৫৮.ঘ ৫৯.ক৬০.ক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।