পানযোগ্য পানির সংকট সম্পর্কে অভিযোগ (With English) / Complaint letter about shortage of drinking water.
To,
The Director,
WASA, Dhaka.
Subject: Complaints about shortage of drinking water.
Sir,
It is reported that for the last two months there is a shortage of safe drinking water in Mymensingh Sadar Upazilla. Every day water taps are not getting water on time. As a result, we have to suffer a lot of difficulties in doing various household tasks including cooking. There are few tube wells in the area. Which is not enough compared to the requirement. As a result, people have to stand in long queues for hours to collect small amounts of water.
Therefore, we earnestly pray to you sir, considering the unlimited suffering of the residents of our Sadar Upazila, please take measures so that we can get enough water on a regular basis.
Your faithful,
Al-Amin,
For the residents of Mymensingh Sadar Upazila.
মশা-আতঙ্ক সম্পর্কে অভিযোগপত্র (With English)
পানযোগ্য পানির সংকট সম্পর্কে অভিযোগ (With English)
বাংলা অনুবাদ
বরাবর,
পরিচালক,
ওয়াসা,
বিষয়: পানযোগ্য পানির সংকট সম্পর্কে অভিযোগ
জনাব,
সবিনয় নিবেদন এই যে, গত দু’মাস ধরে ময়মনসিংহ সদর উপজেলায় পানযোগ্য নিরাপদ পানির সংকট দেখা যাচ্ছে। প্রতিদিন সময়মত পানির কলগুলোতে পানি আসছে না। ফলে রান্না-বান্নাসহ গৃহস্থলীর নানাবিধ কাজ করতে আমাদের ভীষণ রকমের অসুবিধা ভোগ করতে হচ্ছে। এলাকায় অল্পকিছু টিউবওয়েল রয়েছে। যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এর ফলে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সামান্য পরিমাণে পানি সংগ্রহ করতে হচ্ছে।
সুতরাং জনাবের কাছে আকুল প্রার্থনা, আমাদের সদর উপজেলার বাসীন্দার সীমাহীন এ দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা যাতে নিয়মিত যথেষ্ট পরিমানে পানি পেতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করবেন।
আপনার বিশ্বস্ত,
আল-আমীন,
ময়মনসিংহ সদর উপজেলার বাসীন্দাদের পক্ষে
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।