পঞ্চম শ্রেণি | হিন্দুধর্ম | অধ্যায় ৯ | গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির হিন্দুধর্ম বিষয়টির ৯ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
নবম অধ্যায়
ঐতিহ্য ও সংস্কৃতি : পূজা-পার্বণ ও ধর্মক্ষেত্র
অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
ক. শূন্যস্থান পূরণ কর :
১। হিন্দুধর্ম তার অনুসারীদের মধ্যে ————-গুণের বিকাশ ঘটিয়েছে।
২। দেব-দেবীদের রূপের ধারণা দিয়েছেন ————-।
৩। ধর্মসংগীতের মধ্য দিয়ে ————-পরিচয় পাওয়া যায়।
৪। মহালয়া ঘোষণা দেয় দেবী দুর্গার ————-।
৫। এসকল ঐতিহ্যকে আমরা ————-রাখব।
উত্তর : ১। নৈতিক ২। ঋষি-কবিরা ৩। শিল্পচর্চার ৪। আগমন ৫। সমুন্নত
খ. ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :
১। ঐতিহ্যের পরিচয় পাওয়া যায়
২। মন্দিরগুলোর কারুকার্য
৩। কান্তজি মন্দির গাত্রের চিত্রকাহিনী
৪। ধর্মসংগীত
৫। আমাদের কর্তব্য শিল্পচর্চার পরিচায়ক।
ঐতিহ্যকে সংরক্ষণ করা।
মর্মর পাথরে গড়া।
পোড়ামাটির ফলকে খোদাই করা।
আমাদের ঐতিহ্য।
পূজার প্রতিমায়।
উত্তর:
১। ঐতিহ্যের পরিচয় পাওয়া যায় আমাদের ঐতিহ্য।
২। মন্দিরগুলোর কারুকার্য পূজার প্রতিমায়।
৩। কান্তজি মন্দির গাত্রের চিত্রকাহিনী পোড়ামাটির ফলকে খোদাই করা।
৪। ধর্মসংগীত শিল্পচর্চার পরিচায়ক।
৫। আমাদের কর্তব্য ঐতিহ্যকে সংরক্ষণ করা।
গ. সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও :
১। রামায়ণের কাহিনী খোদাই করা আছে-
ক. ঢাকেশ্বরী মন্দিরগাত্রে
খ.ট্টেশ্বরী মন্দিরগাত্রে
গ. কান্তজি মন্দিরগাত্রে
ঘ. গন্নাথ মন্দিরগাত্রে
২। মহালয়ার তিথিটি হচ্ছে-
ক. একাদশী তিথি
খ. দ্বাদশী তিথি
গ.তুর্দশী তিথি
ঘ. অমাবস্যা তিথি
৩। মহালয়া কোন পূজার আগমনী?
ক. ল²ীপূজার
খ. দুর্গাপূজার
গ. সরস্বতীপূজার
ঘ. কালীপূজার
৪। হোলি খেলা হয়-
ক. দোলযাত্রার সময়
খ. নববর্ষের সময়
গ. দুর্গাপূজার সময়
ঘ. রথযাত্রার সময়
৫। চৈত্রসংক্রান্তির একটি ধর্মীয় অনুষ্ঠান-
ক. দুর্গাপূজা
খ. হালখাতা
গ. শিবের গাজন
ঘ. মনসাপূজা
ঘ. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :
১। ঋষি-কবিরা কিসের ধারণা দিয়েছেন?
উত্তর : ঋষি-কবিরা দেব-দেবীর রূপের ধারণা দিয়েছেন।
২। আলপনা দেখে আমাদের মনোভাব কেমন হয়?
উত্তর : পূজা-পার্বণ উপলক্ষে আঁকা আলপনা দেখে আমরা অবাক হই।
৩। ‘অপরপক্ষ’ বলতে কোন পক্ষটিকে বোঝানো হয়েছে?
উত্তর : অপরপক্ষ বলতে কৃষ্ণপক্ষকে বোঝানো হয়েছে।
৪। মহালয়ায় কাদের স্মরণ করা হয়?
উত্তর : মহালয়ায় প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করা হয়।
৫। দোলযাত্রায় কাদের কুঙ্কুমে রাঙানো হয়?
উত্তর : দোলযাত্রায় শুক্লা পূর্ণিমাতে রাধাকৃষ্ণের প্রতিমা কুঙ্কুমে রাঙানো হয়।
ঙ. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
১। ঐতিহ্য বলতে কী বোঝ? হিন্দুধর্মীয় ঐতিহ্যবাহী তিনটি উপাদানের পরিচয় দাও।
উত্তর : অতীতের কৃতি, অতীতের প্রজন্মের অবদানকে বলা হয় ঐতিহ্য। হিন্দুধর্মীয় ঐতিহ্যবাহী তিনটি উপাদান হলো মহালয়া, দোলযাত্রা ও চৈত্রসংক্রান্তি। নিচে এদের পরিচয় তুলে ধরা হলো।
মহালয়া : এটি দুর্গাপূজার আগমনী উৎসব। আশ্বিন মাসের শুক্লপক্ষের আগের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয় মহালয়া। এতে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দোলযাত্রা : ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশ তিথিতে দোল উৎসব শুরু হয়। এর মাধ্যমে শ্রীকৃষ্ণের জীবনের একটি অবদান স্মরণ করা হয়। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক মিলন, সংহতি ও সৌহার্দ্য প্রকাশ পায়।
চৈত্রসংক্রান্তি : চৈত্রসংক্রান্তি বাংলা বছরের শেষ দিন। এ উৎসবের মধ্যদিয়ে বাংলা বছরকে বিদায় জানানো হয়। এ উৎসবের সঙ্গে শিবের গাজন ও গাজনের মেলা উৎসব জড়িত। চৈত্রসংক্রান্তির উৎসব ধর্মীয় ও সামাজিক উভয়ভাবেই পালন করা হয়।
২। মহালয়া অনুষ্ঠানের সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর : মহালয়া একটি ধর্মীয় উৎসব। এর মধ্যে একাধিক ধর্মীয় কৃত্যের সমন্বয় ঘটেছে। আশ্বিন মাসের শুক্লপক্ষের ঠিক আগের কৃষ্ণপক্ষকে বলা হয় অপরপক্ষ। এ অপরপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয় মহালয়া।
সকৃতজ্ঞ চিত্তে পূর্বপুরুষদের স্মরণ এবং দেবী দুর্গার আগমনী ঘোষণা মহালয়ার মূল উদ্দেশ্য। এর মধ্য দিয়ে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়। আর ধর্মীয় উৎসবের আয়োজন যে সাংস্কৃতিক ধারা তাকেও এগিয়ে নিয়ে যাওয়া হয়।
৩। ‘ধর্মসংগীতের মধ্যদিয়ে শিল্পচর্চার ঐতিহ্য প্রকাশ পেয়েছে।’ কীভাবে? সংক্ষেপে লেখ।
উত্তর : হিন্দু ধর্মীয় সংস্কৃতি শিল্পের আধার। ঈশ্বর ও দেব-দেবীর মাহাত্ম্য, কীর্তনের সুর-তাল-লয়, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার, নৃত্য, নাট্য প্রভৃতির মধ্য দিয়ে শিল্পচর্চার পরিচয় পাওয়া যায়। ধর্মসংগীত এ শিল্পচর্চার বিকাশে এবং এর ঐতিহ্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে।
ঋষি-কবিরা ধর্মসংগীতের মাধ্যমে দেব-দেবীর রূপের ধারণা দিয়েছেন এবং সেই ধারণা অনুসারে প্রতিমা নির্মিত হয়েছে। বিভিন্ন মন্দিরে শোভা পাচ্ছে সেই রূপের কারুকাজ। এভাবে ধর্মসংগীতের মধ্য দিয়ে শিল্পচর্চার ঐতিহ্য প্রকাশ পেয়েছে।
৪। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এমন একটি হিন্দুধর্মীয় ঐতিহ্যবাহী মন্দিরের নাম লেখ। কেন তার এই মর্যাদা?
উত্তর : বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া একটি হিন্দুধর্মীয় মন্দির হলো দিনাজপুরের কান্তজি মন্দির।
প্রাচীনকালে তৈরি এ মন্দিরের গায়ে রামায়ণ-মহাভারতের কাহিনী, বিবাহ, যুদ্ধযাত্রা, নৌ-বিহার প্রভৃতি পোড়ামাটির ফলকে খোদাই করা হয়েছে। যুগ যুগ ধরে এ মন্দির হিন্দুধর্মীয় ঐতিহ্য বহন করে চলছে। তাই এ মন্দিরকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেওয়া হয়েছে।
৫। দোলযাত্রা উৎসবের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর : ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণের জীবনের একটি অবদান স্মরণ করে দোল উৎসব শুরু হয়। পরের দিন শুক্লা পূর্ণিমাতে রাধাকৃষ্ণের প্রতিমা দোলায় রেখে আবির কুমকুম রাঙানোর পাশাপাশি একে অন্যকে আবির মাখিয়ে ধর্মীয় উৎসবকে আনন্দ উৎসবে পরিণত করা হয়।
এর পরের দিন হোলি খেলায় একে অন্যের গায়ে রং ছিটিয়ে আনন্দ করা হয় এবং রাধাকৃষ্ণের প্রতিমাসহ মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়। দোলযাত্রা উপলক্ষে একজনকে ‘সঙ’ বা হোলির রাজা সাজানো হয়। দোলযাত্রার মধ্য দিয়ে সামাজিক মিলন, সংহতি ও সৌহার্দ্য প্রকাশ পায়।
৬। ‘চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, তা সকলের এক মিলন মেলা।’- কীভাবে? বুঝিয়ে দাও।
উত্তর : চৈত্রসংক্রান্তি বাংলা বছরের শেষ দিন। এ উৎসব যেমন ধর্মীয়ভাবে পালিত হয়, তেমনি সামাজিকভাবেও পালিত হয়। এ-দিন পুরাতন বছরকে বিদায় দেওয়ার দিন ধর্মীয়ভাবে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতির মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি উদ্যাপিত হয়। এর সঙ্গে জড়িত উৎসব শিবের গাজন এবং গাজনের মেলা। চৈত্রসংক্রান্তির আরেকটি উৎসব চড়ক পূজা। সারা চৈত্রমাস জুড়েই মেলা হয়। চৈত্রসংক্রান্তি তার শেষ দিন।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
সাধারণ
১. ঋষি-কবিরা দেব-দেবীর রূপের ধারণা দিয়েছেন কোথায়?
ক. শ্লোকে
খ কবিতায়
গ. মন্ত্রে
ঘ. ধর্মসংগীতে
২. কান্তজি মন্দির কোথায় অবস্থিত? চ
ক. দিনাজপুর
খ. সোমপুর
গ. পাহাড়পুর
ঘ জামালপুর
৩. হিন্দুধর্মে শিল্পচর্চার পরিচয় পাওয়া যায় নিচের কোনটিতে?
ক. ধর্মসংগীতে
খ ঈশ্বরের মাহাত্ম্যে
গ. কীর্তনের সুর-তাল-লয়ে
ঘ. সবগুলোতে
মহালয়া
৪. হিন্দুধর্মে দুর্গাপূজার আগমনী উৎসব কোনটি?
ক দোলযাত্রা
খ. চৈত্রসংক্রান্তি
গ. মহালয়া
ঘ রথযাত্রা
৫. পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর তিথি কোনটি?
ক. মহালয়া তিথি
খ. অমাবস্যা তিথি
গ চতুর্দশী তিথি
ঘ পঞ্চদশী তিথি
৬. হিন্দু ধর্মের অনুসারীরা কোন মাসের শুল্কপক্ষে দূর্গাপূজা পালন করে?
ক. বৈশাখ মাসে
খ. ভাদ্র মাসে
গ আশ্বিন মাসে
ঘ ফাল্গুন মাসে
৭. শূল্কপক্ষের অপর নাম কী?
ক. দেবতা পক্ষ
খ. দেবী পক্ষ
গ অপর পক্ষ
ঘ কৃষ্ণ পক্ষ
৮. কৃষ্ণ পক্ষের অপর নাম কী?
ক. অপর পক্ষ খ. দেবী পক্ষ গ শুল্ক পক্ষ ঘ দেবতা পক্ষ
৯. মহালয়ার মূল উদ্দেশ্য কোনটি?
ক. শ্রীকৃষ্ণের অবদান স্মরণ করা
খ. পুরাতন বছরকে বিদায় জানানো
গ নতুন বছরকে স্বাগত জানানো
ঘ দেবী দুর্গার আগমনী ঘোষণা দেওয়া
দোলযাত্রা
১০. দোলযাত্রা উৎসবে কার প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়?
ক ভগবান শ্রীকৃষ্ণের
খ রাধাকৃষ্ণের
গ রাধার
ঘ রামের
১১.ৈত্রসংক্রান্তি পালন হয় বাংলা বছরের কোনদিন?
ক. প্রথম দিন
খ শেষ দিন
গ প্রথম দিনের পরের দিন
ঘ. শেষ দিনের আগের দিন
১২. দোলযাত্রায় শ্রীকৃষ্ণের কোন অবদান স্মরণ করে উৎসব শুরু হয়?
ক. কুঁড়েঘর পোড়ানো
খ রাধাকৃষ্ণের পূজা করা
গ আবির কুমকুম রাঙানো
ঘ. হোলি খেলা
১৩. হোলি খেলা হিন্দুধর্মের কোন ধর্মীয় উৎসবের অন্তর্গত?
ক. মহালয়া
খ দোলযাত্রা
গ দুর্গাপূজা
ঘ. চৈত্রসংক্রান্তি
১৪. দোলযাত্রায় হোলি রাজাকে কী বলা হয়? চ
ক. সঙ
খ মেড়া
গ. আবির
ঘ. কুমকুম
চৈত্রসংক্রান্তি
১৫.ৈত্রসংক্রান্তি উৎসবে কোন বিষয়ের প্রতিফলন ঘটে? চ
ক. সামজিক বিষয়
খ অর্থনৈতিক বিষয়
গ রাজনৈতিব বিষয়
ঘ. মনস্তাত্বিক বিষয়
১৬. গাজনের মেলা কোন উৎসবের সাথে জড়িত?
ক. দুর্গাপূজা
খ. খৈত্রসংক্রান্তি
গ দোলযাত্রা
ঘ. মহালয়া
১৭. কোন পূজা চৈত্রসংক্রান্তির সাথে সংশ্লিষ্ট?
ক. কৃষ্ণপূজা
খ মনসাপূজা
গ শিবপূজা
ঘ. চড়কপূজা
১৮. বাংলা বছরের শেষ দিন হলো-
ক. চৈত্রসংক্রান্তি
খ. খৈত্রসমাপ্তি
গ. ফাল্গুনসংক্রান্তি
ঘ. ফাল্গুনসমাপ্তি
যোগ্যতাভিত্তিক
১৯. বাড়িতে বিশেষ অনুষ্ঠানে একজন অন্যকে রং মাখিয়ে দিচ্ছে। বিশেষ সুর ও রীতির গান বাজছে। এসব দেখে তোমার বন্ধু তোমার কাছে অনুষ্ঠানের নাম জানতে চাইল। তুমি কী বলবে?
ক চৈত্র সংক্রান্তি
খ. হোলি খেলা
গ. দোলযাত্রা
ঘ মহালয়া
২০. হিন্দুধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম। একে সনাতন ধর্মও বলা হয়। এখানে ‘সনাতন’ শব্দটির মাধ্যমে হিন্দু ধর্মের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
ক. সংখ্যাগরিষ্টতা
খ. সার্বজনীনতা
গ. চিরন্তন
ঘ. অর্বাচীনতা
২১. মহালয়া উৎসবে কেন আমরা প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করতে পারব?
ক. তাঁদের শ্রদ্ধা জানানোর জন্য
খ. ধন সম্পদ বৃদ্ধির জন্য
গ. আশীর্বাদ লাভের জন্য
ঘ. রোগ মুক্তির জন্য
২২. তুমি কীভাবে বাংলা বছরের শেষ দিন পালন করবে?
ক. ধর্মীয় শোভাযাত্রা করার মাধ্যমে
খ. হোলি খেলার মাধ্যমে
গ. ধর্মীয়ভাবে উপবাস থাকার মাধ্যমে
ঘ. রাধাকৃষ্ণের লীলা বিষয়ক গান গাওয়ার মাধ্যমে
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. হিন্দু সংস্কৃতি বলতে কী বোঝায়?
উত্তর : ধর্মক্ষেত্র, মন্দির, পূজা-পার্বণ প্রভৃতির মধ্যে ধর্ম ও জীবনের যে সকল উপকরণের পরিচয় প্রকাশ পায় তাই হিন্দু সংস্কৃতি।
২. হিন্দুধর্মে শিল্পচর্চার পরিচয় পাওয়া যায় কীভাবে?
উত্তর : হিন্দুধর্মে শিল্পচর্চার পরিচয় পাওয়া যায় ধর্মসংগীত, ঈশ্বর ও দেব-দেবীর মাহাত্ম্য, কীর্তনের সুর-তাল-লয় প্রভৃতির মাধ্যমে।
৩. পূজা-পার্বণ উপলক্ষে কী আঁকা হয়?
উত্তর : পূজা-পার্বণ উপলক্ষে আলপনা আঁকা হয়।
৪. চৈত্রসংক্রান্তির সাথে জড়িত ধর্মীয় উৎসবের নাম কী?
উত্তর : চৈত্রসংক্রান্তির সাথে জড়িত ধর্মীয় উৎসবের নাম হলো চড়কপূজা, শিবের গাজন এবং গাজনের মেলা।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
সাধারণ
১. সনাতন শব্দের অর্থ কী? হিন্দু ধর্মকে কেন সনাতন ধর্ম বলা হয়? এই ধর্মের ৩টি শিক্ষা লেখ।
উত্তর : সনাতন শব্দের অর্থ যা চিরস্থায়ী, চিরন্তন, নিত্য। হিন্দুধর্মকে সনাতন ধর্ম বলা হয় কারণ হিন্দুধর্ম পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে।
হিন্দুধর্মের শিক্ষা : হিন্দুধর্মের ৩টি শিক্ষা হলো
১। সকল ধর্ম সত্য;
২। সকল জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করা;
৩। ভালো মানুষ হওয়া।
যোগ্যতাভিত্তিক
২. প্রয়াত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মন্দিরে মন্দিরে উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের নাম কী? এই উৎসবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে কী বলা হয়? তোমার এই উৎসব পালনের তিনটি কারণ উল্লেখ কর।
উত্তর : এই উৎসবের নাম মহালয়া উৎসব।
এই উৎসবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বলা হয়: “তোমরা চলে গেছ, আমরা আছি। তোমরা ভালো থেকো। আমাদের আশীর্বাদ কারো, আমরাও যেন ভালো থাকি। তোমার ঐতিহ্য অনুসরণ করে আমরাও যেন মহত্তে¡র পরিচয় দিতে পারি।”
আমার মহালয়া উৎসব পালনের তিনটি কারণ হলো-
১. এই উৎসবের মাধ্যমে আমরা প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করতে পারি।
২. তাদের প্রতি শ্রদ্ধা জানতে পারি।
৩. তাদের মহত্ব অনুসরন করে নিজেদের আচরণকে সমৃদ্ধ করতে পারি।
৩. মনে কর ফাল্গুন মাসের চতুদর্শী তিথিতে তুমি একটি উৎসবে যোগ দিয়েছিলে। সেই উৎসবের নাম কী? উক্ত উৎসবে তোমার মতো ব্যক্তিরা কী কী করে থাকে তা ৪ টি বাক্যে লেখ।
উত্তর : ফাল্গুন মাসের চতুদর্শী তিথিতে অনুষ্ঠিত উৎসব হলো দোলযাত্রা।
দোলযাত্রা উৎসবে আমার মতো ব্যক্তিরা যা যা করে থাকে:
১. দোলযাত্রার প্রথম পর্বে অসুরকে বিনাস করার লক্ষ্যে মেড়ার ঘর পোড়ানো হয়।
২. এই উৎসবে রাধাকৃষ্ণের পূজা আর্চনার পাশাপাশি তাদের লীলাবিষয়ক গান গাওয়া হয়।
৩. এই উৎসবে অন্যকে আবির মাখিয়ে দেবার পাশাপাশি হোলি খেলা হয়।
৪. দোলযাত্রায় একজনকে ‘সঙ, বা হোলির রাজা সাজানো হয়।
৪. মহালয়া বলতে কী বুঝ? এ সম্পর্কে দুইটি বাক্য লেখ। মহালয়ার তিনটি মূল উদ্দেশ্য লেখ।
উত্তর : একাধিক ধর্মীয় কৃত্যের সমন্বয় হলো মহালয়া।
আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের (অপরপক্ষ) অমাবস্যা তিথিতে মহালয় অনুষ্ঠিত হয়।
নিচে মহালয়ার তিনটি মূল উদ্দেশ্য লেখা হলো :
১) পূর্ব পুরুষদের স্মৃতি স্মরণ করা।
২) পূর্ববর্তী প্রজন্মের শ্রদ্ধানুষ্ঠান করা।
৩) দেবী দুর্গার আগমনী ঘোষণা করা।
PDF Download
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।