পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ৯ম অধ্যায়টি হতে বেশ কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
অল্পকথায় উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ সমাজের প্রতি আমাদেরারটি কর্তব্য উল্লেখ কর।
উত্তর : সমাজের প্রতি আমাদেরারটি কর্তব্য হলো :
১. সবাই মিলেমিশে থেকে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করে রাখা।
২. সমাজে বিভিন্ন ধরনের সম্পদ (যেমন : রাস্তাঘাট, পুল-সেতু, যানবাহন, গাছপালা, খেত, পুকুর, পার্ক, ক্লাব ইত্যাদি) সংরক্ষণ করে রাখা।
৩. সমাজের বিভিন্ন নিয়মকানুন ও আচার-আচরণ মেনেলা।
৪. সমাজের শান্তি নষ্ট হয়- এ ধরনের কাজ করা থেকে বিরত থাকা।
প্রশ্ন \ ২ \ রাষ্ট্রের প্রতি আমাদেরারটি কর্তব্য উল্লেখ কর।
উত্তর : নাগরিক হিসেব রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তার মধ্যোরটি উল্লেখযোগ্য কর্তব্য হলো :
১. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা : নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা আমাদের অন্যতম প্রধান কর্তব্য। আমরা রাষ্ট্রের শাসন মেনেলব।
২. আইন মেনেলা : দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য বিভিন্ন কারণে সরকার আইন প্রণয়ন করে। এসব আইন মেনেলা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য।
৩. নিয়মিত কর প্রদান : রাষ্ট্র পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন। নাগরিকদের দেওয়া কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার রাষ্ট্রের বিভিন্ন কাজ করে। তাই নিয়মিত কর দেওয়া নাগরিকদের কর্তব্য।
৪. ভোটদান : ভোট দেওয়া নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাদের দেশে ১৮ বছর বয়স হলে নাগরিকরা ভোট দিতে পারে। ভোটের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রের শাসনকাজে অংশগ্রহণ করে।
প্রশ্ন \ ৩ \ প্রাথমিকিকিৎসা বাক্সেরারটি সরঞ্জামের নাম লিখ।
উত্তর : প্রাথমিকিকিৎসা বাক্সেরারটি সরঞ্জাম হলো :
১. জীবাণুনাশক ঔষুধ।
২. কাঁচি।
৩. তুলা।
৪. টেপ।
প্রশ্নগুলোর উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে?
উত্তর : আমাদের অপরিচিত ব্যক্তির সাথে কোথাও যাওয়া উচিত নয়। অপরিচিত কেউ কোনো কিছু খেতে দিলে খাওয়া উচিত নয়। যদি কোনো অপরিচিত ব্যক্তি কোথাও যাওয়া বা খাওয়ার জন্য জোর করে তাহলে আশেপাশের লোকদের জানানো উচিত। বাড়িতে অপরিচিত লোকদের ডাকে পরিচয় না জেনে ঘরের দরজা না খোলা। তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে।
প্রশ্ন \ ২ \ বাড়িতে কীভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে?
উত্তর : বাড়িতে নিরাপদে থাকার জন্য আমাদের নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন : দা, ছুরি, কাঁচি দিয়ে যাতে হাত, পা না কাটে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে যাতে দুর্ঘটনা না ঘটতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে ও সতর্ক থাকতে হবে। বাড়িতে কেউ যাতে ভুল ওষুধ ও কীটনাশক না খেতে পারে সে ব্যাপারে সতর্ক করতে হবে। গ্যাসেরুলা থেকে কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। মাটিরুলা থেকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে,ুলার আগুন নিভিয়ে রাখতে হবে।
প্রশ্ন \ ৩ \ রাস্তায় কীভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে?
উত্তর : রাস্তায় দিন দিন দুর্ঘটনা বেড়েইলেছে। এসব দুর্ঘটনা এড়াতে যা করা উচিত তা হলো : একটু কষ্ট হলেও হেঁটে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হওয়া উচিত। রাস্তার উপর আড়াআড়ি সাদা দাগকে জেব্রাক্রসিং বলে। এ জেব্রাক্রসিং দিয়ে দু’পাশে ভালো করে দেখে নিয়ে রাস্তা পার হওয়া উচিত। রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটা উচিত। ট্রাফিক নিয়ম মেনে রাস্তায়লাচল করা উচিত।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
প্রশ্ন-১ : স্কুলে যাওয়ার পথে সিফাতকে অপরিচিত একজন লোককলেট খেতে দেয়। এক্ষেত্রে তার করণীয় কী?
উত্তর : খাওয়া থেকে বিরত থাকা সিফাতের করণীয়।
প্রশ্ন-২ : মিজানদের বিদ্যালয়েরারপাশ খুবই সুন্দর ও সুশৃঙ্খল। বিদ্যালয়ের এ পরিবেশ রক্ষার দায়িত্ব কার?
উত্তর : বিদ্যালয়ের এ পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের।
প্রশ্ন-৩ : শিশির ছোটদের আদর করে এবং বড়দের শ্রদ্ধা করে। এর মাধ্যমে সে কোন দায়িত্ব পালন করছে?
উত্তর : সে সমাজের প্রতি দায়িত্ব পালন করছে।
প্রশ্ন-৪ : তুমিাকু দিয়ে একটি আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছ। এক্ষেত্রে তোমার ঘরে কী থাকা দরকার?
উত্তর : আমার ঘরে প্রাথমিকিকিৎসা বাক্স থাকা দরকার।
প্রশ্ন-৫ : স্কুল মাঠে ফুটবল খেলার সময় তোমার একজন বন্ধু সামান্য আঘাত পেয়েছে। তুমি তখন কী করবে?
উত্তর : আমি তাকে প্রাথমিকিকিৎসা দেব।
প্রশ্ন-৬ : মনির ভুলে ভেজা হাতে বৈদ্যুতিক তারে হাত দিল। এক্ষেত্রে কী ঘটতে পারে?
উত্তর : এক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে।
প্রশ্ন-৭ : মিসেস আমিনা ওষুধ ও কীটনাশকের নাম গায়ে স্পষ্ট করে লিখে রাখেন। এর ফলে কী হবে?
উত্তর : এর ফলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।
প্রশ্ন-৮ : রুবিনা রান্নার পর গ্যাসেরুলা বন্ধ না করে জ্বালিয়ে রাখেন। এর ফলে কী হতে পারে?
উত্তর : এর ফলে আগুন লেগে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে।
প্রশ্ন-৯ : মিরা স্কুলে যাওয়ার সময় রাস্তায় একটি দুর্ঘটনা দেখতে পায়। এরূপ দুর্ঘটনার অন্যতম কারণ কী?
উত্তর : এরূপ দুর্ঘটনার অন্যতম কারণ অসাবধানে পথালা।
প্রশ্ন-১০ : সুমি রাস্তা পার হওয়ার সময় ওভারব্রিজ ব্যবহার করে। সুমিতের ওভারব্রিজ ব্যবহারের কারণ কী?
উত্তর : সুমিতের ওভারব্রিজ ব্যবহারের কারণ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া।
প্রশ্ন-১১ : নোমান রাস্তায়লার সময় ফুটপাত ব্যবহার করে না। এর ফলে কী ঘটতে পারে?
উত্তর : এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে।
প্রশ্ন-১২ :তানিয়া রাস্তার দুপাশ দেখে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হয়। তানিয়ার এরূপ আচরণের কারণ কী?
উত্তর : তানিয়ার এরূপ আচরণের কারণ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া।
প্রশ্ন-১৩ : আহাদ সাহেব নিয়মিত কর প্রদান করেন। এর মাধ্যমে তিনি কোনটির প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেন?
উত্তর : আহাদ সাহেব রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেন।
প্রশ্ন-১৪ : প্রিতুল নিয়মিত বিদ্যালয়ে যায়। প্রিতুল তার কোন ধরনের দায়িত্ব পালন করছে?
উত্তর : প্রিতুল রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করছে।
প্রশ্ন-১৫ : আসিফ রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার ব্যাপারে খুবই সতর্ক থাকে। আসিফের কাজে কোনটি প্রকাশ পেয়েছে?
উত্তর : আসিফের কাজে রাষ্ট্রের প্রতি দায়িত্ব প্রকাশ পেয়েছে।
প্রশ্ন-১৬ : তুমি ও তোমার ছোট ভাই বাড়িতে বসে আছ। সে সময়ে তোমার ছোট ভাইয়ের ডায়রিয়া শুরু হলো। তমি সর্বপ্রথম কী করবে?
উত্তর : সর্বপ্রথম আমি ওরস্যালাইন খেতে দিব।
প্রশ্ন-১৭ : রাস্তায়লার সময় একজন অপরিচিত ব্যক্তি একখানাকলেট দিয়ে তোমার সাথে খাতির জমাতোইল। তুমি কী করবে?
উত্তর : এক্ষেত্রে আমিকলেটটি নেব না।
প্রশ্ন-১৮ : নিয়মিত কর দেয়া উচিত কেন?
উত্তর : কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয় বলে নিয়মিত কর দেয়া উচিত।
প্রশ্ন-১৯ : দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় কীভাবেলা উচিত?
উত্তর : দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তালার নিয়মাগুলো মেনেলা উচিত।
প্রশ্ন-২০ : সমাজের প্রতি তোমার দুটি দায়িত্ব লেখ।
উত্তর : সমাজের প্রতি আমার দুটি দায়িত্ব হলো :
১. সমাজের উন্নয়নে কাজ করা
২. সমাজের বিভিন্ন নিয়মকানুন, আচার-আচরণ মেনেলা।
প্রশ্ন-২১ : বাংলাদেশের একজন নাগরিক কত বছর বয়সে ভোটার হতে পারেন?
উত্তর : বাংলাদেশের একজন নাগরিক ১৮ বছর বয়সে ভোটার হতে পারেন।
প্রশ্ন-২২ : রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন?
উত্তর : রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা ও উন্নয়নমূলক কাজের জন্য নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত।
প্রশ্ন-২৩ : রাস্তা পারাপারের একটি নিয়ম উল্লেখ কর।
উত্তর : রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে।
সাধারণ
প্রশ্ন-২৪ : আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয় কেন?
উত্তর : আইন মান্য করা রাষ্ট্রীয় বিধান। অতএব আইন অমান্য করলে অবশ্যই শাস্তি ভোগ করতে হয়।
প্রশ্ন-২৫ : দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য কোন ধরনের ব্যক্তিদের ভোট দেওয়া উচিত?
উত্তর : দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সৎ ও যোগ্য ব্যক্তিদের ভোট দেওয়া উচিত।
প্রশ্ন-২৬ : নাগরিকের প্রধান কর্তব্য কী?
উত্তর : নাগরিকের প্রধান কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি অনুগত থাকা।
প্রশ্ন-২৭ : গৃহে নিরাপত্তার অভাব হলে কী হয়?
উত্তর : গৃহে নিরাপত্তার অভাব হলে পরিবারের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি নষ্ট হয়।
প্রশ্ন-২৮ : কত বছরের কমে ভোটার হওয়া যায় না?
উত্তর : ১৮ বছরের কমে ভোটার হওয়া যায় না।
প্রশ্ন-২৯ : সমাজে বাস করতে হলে কী করতে হয়?
উত্তর : সমাজে বাস করতে হলে সমাজের বিভিন্ন নিয়মকানুন, আচার-আচরণ মেনেলতে এবং অন্যের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হয়।
প্রশ্ন-৩০ : ব্যস্ত রাস্তাগুলো আমরা কী দিয়ে পার হব?
উত্তর : ব্যস্ত রাস্তাগুলো আমরা ফুটপাথ, জেব্রাক্রসিং ও ওভারব্রীজ দিয়ে পার হবে।
প্রশ্ন-৩১ : একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব কী?
উত্তর : একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব হচ্ছে, মনোযোগ সহকারে লেখাপড়া করা।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
প্রশ্ন-৩২ : অনেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় কেন?
উত্তর : খালি পায়ে বা ভেজা হাতে বা অসতর্কভাবে বৈদ্যুতিক তার ধরার ফলে অনেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
প্রশ্ন-৩৩ : কার স্বার্থকে আমরা সবকিছুর ঊর্ধ্বে গুরুত্ব দেব?
উত্তর : দেশের স্বার্থকে আমরা সবকিছুর ঊর্ধ্বে গুরুত্ব দেব।
প্রশ্ন-৩৪ : কীসের ভিত্তিতে সমাজ ও দেশের সঠিক উন্নয়ন সম্ভব?
উত্তর : জীবনের সকল ক্ষেত্রে অর্থাৎ পরিবার, সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক পন্থা অবলম্বনের ভিত্তিতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ ও দেশের সঠিক উন্নয়ন সম্ভব।
প্রশ্ন-৩৫ : ভেজা হাতে বৈদ্যুতিক তার ধরা ঠিক নয় কেন?
উত্তর : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে ভেজা হাতে বৈদ্যুতিক তার ধরা ঠিক নয়।
প্রশ্ন-৩৬ : সমাজের সদস্য ও রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কী ভোগ করি?
উত্তর : সমাজের সদস্য ও রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা এবং অধিকার ভোগ করি।
প্রশ্ন-৩৭ : কাকে ভোট দেওয়া উচিত?
উত্তর : দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেয়া উচিত।
প্রশ্ন-৩৮ : রাস্তায় দুর্ঘটনার অন্যতম কারণ কী?
উত্তর : রাস্তায় দুর্ঘটনার একটি অন্যতম কারণ হলো অসাবধানে পথলা।
প্রশ্ন-৩৯ : দেশের উন্নয়নের জন্য কী ধরনের নাগরিক প্রয়োজন?
উত্তর : দেশের উন্নয়নের জন্য শিক্ষিত নাগরিক প্রয়োজন।
প্রশ্ন-৪০ : নাগরিক হিসেবে আমাদের কর্তব্য কী?
উত্তর : নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হলো রাষ্ট্রের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সহায়তা করা।
প্রশ্ন-৪১ : বাড়িতে প্রাথমিকিকিৎসার বাক্স রাখা উচিত কেন?
উত্তর : বাড়িতে দুর্ঘটনায় পতিত হলে প্রথমেই ঘরে ধসেিকিৎসা দেয়ার জন্য বাড়িতে প্রাথমিকিকিৎসার বাক্স রাখা উচিত।
প্রশ্ন-৪২ : গ্যাসেরুলা কেন বন্ধ রাখবে?
উত্তর : গ্যাসেরুলা জ্বালিয়ে রাখলে আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা গ্যাসেরুলা বন্ধ রাখব।
প্রশ্ন-৪৩ : প্রাথমিকিকিৎসা কাকে বলে?
উত্তর : আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিকে শুশ্রƒষা করা এবং সাময়িকভাবে তাকে আরাম প্রদানের জন্য জরুরি ভিত্তিতে যেিকিৎসা দেয়া হয় তাকে প্রাথমিকিকিৎসা বলে।
প্রশ্ন-৪৪ : রাষ্ট্র পরিচালনার জন্য নাগরিকদের কর্তব্য কী?
উত্তর : রাষ্ট্র পরিচালনার জন্য নাগরিকদের কর্তব্য হলো নিয়মিত কর প্রদান।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।