পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১০ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ১০ম অধ্যায়টি হতে বেশ কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ১০ গণতান্ত্রিক মনোভাব অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
অল্পকথায় উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ বিদ্যালয়ে এমন দুইটি কাজের কথা উল্লেখ কর যেখানে গণতান্ত্রিকর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উত্তর : বিদ্যালয়ে গণতান্ত্রিকর্চা হয়, এমন দুইটি কাজ হলো :
শ্রেণিকক্ষ সাজানোর ব্যাপারে : শ্রেণির বিভিন্ন কাজ যেমন :েয়ার, টেবিল, বেঞ্চ গোছানো ইত্যাদি সম্পর্কে সব সহপাঠীর সাথে আলোচনা করে করব।
বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে : সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ইত্যাদির ব্যাপারেও আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
প্রশ্ন \ ২ \ বাড়িতে এমন দুইটি কাজের কথা উল্লেখ কর যেখানে গণতান্ত্রিকর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উত্তর : বাড়িতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন। বাড়িতে গণতান্ত্রিকর্চা হয় এমন দুইটি কাজ হলো :
১. কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে : কোনো জায়গা বেড়াতে যাওয়ার ব্যাপারে একে অপরের মতামত নিতে পারি।
২. ঘরের বা বাড়ির কোনো জিনিস কেনার ব্যাপারে : বাড়িতে বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগে। তবে কোনটি বেশি প্রয়োজন তা সকলের মতামত নিয়ে যেটি সিদ্ধান্ত হবে সেটি কিনতে হবে।
প্রশ্ন \ ৩ \ বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণেরারটি ধাপ উল্লেখ কর।
উত্তর : বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণেরারটি ধাপ হলো :
১. সবার মতামত নেওয়া।
২. প্রত্যেকের মতামতকে গুরুত্ব দেওয়া ও শ্রদ্ধা করা।
৩. অধিকাংশের মতামতকে বিবেচনা করা।
৪. চড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ।
প্রশ্নগুলোর উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রের বিজয় কীভাবে অর্জিত হয়েছিল?
উত্তর : মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীন একটি দেশ উপহার দিয়েছে, সেই সাথে দিয়েছে গণতন্ত্রর্চার সুযোগ। ’৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে নিয়ে গণতন্ত্রের মৃত্যু ঘন্টা বাজিয়ে দেয় পশ্চিমা শাসকগোষ্ঠী। এ প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ শুরু হলে জনপ্রতিনিধিরাই স্বাধীন সরকার গঠন করে। মুক্তিযুদ্ধে বিজয়ের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু সরকারও সাংবিধানিকভাবে গণতন্ত্রকে নিশ্চিত করে। এভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছিল।
প্রশ্ন \ ২ \ কর্মক্ষেত্রে কীভাবে গণতন্ত্রেরর্চা করা যায়?
উত্তর : আমরা বিভিন্ন ধরনের কর্মের সাথে জড়িত। এক্ষেত্রে গণতন্ত্রর্চার জন্য সর্বস্তরের সহকর্মীদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা উচিত। এর ফলে সকলেই সকলের গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে। এতে প্রতিষ্ঠানের সুনাম যেমন বৃদ্ধি পাবে তেমনি জনগণও উপকৃত হবে।
প্রশ্ন \ ৩ \ তোমার পাড়ায় গণতন্ত্রেরর্চা করা প্রয়োজন কেন?
উত্তর : মানুষ সামাজিক জীব। তাই মানুষ একে অপরের সাথে মিলেমিলে বসবাস করে। পাড়ায় বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তখন সকলের মতামতের ভিত্তিতে সমাধান করতে হয়। যেমন: এলাকায় একটি নতুন রাস্তা তৈরি করা হবে। কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা জায়গায় রাস্তাায়। এমন অবস্থায় গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নিতে হবে।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
প্রশ্ন-১ : স্কুলের প্রধান শিক্ষক যেকোনো কাজে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন। শিক্ষকের আচরণে কোনটি প্রকাশ পায়?
উত্তর : শিক্ষকের আচরণে গণতান্ত্রিক মনোভাব প্রকাশ পায়।
প্রশ্ন-২ : সুমন পঞ্চম শ্রেণির ছাত্র। তার ক্লাসে কীভাবে শ্রেণিনেতা নির্বাচিত হবে?
উত্তর : তার ক্লাসে সবার ঐকমত্যের ভিত্তিতে শ্রেণিনেতা নির্বাচিত হবে।
প্রশ্ন-৩ : ‘ক’ দেশে জনগণের শাসন বিদ্যমান। ‘ক’ দেশে কোন ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান?
উত্তর : ‘ক’ দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান।
প্রশ্ন-৪ : শ্রেণিশিক্ষক সকলের ভোটে শ্রেণিনেতা নির্বাচন করেন। এতে কোনটি প্রকাশ পায়?
উত্তর : এতে গণতান্ত্রিক মনোভাব প্রকাশ পায়।
প্রশ্ন-৫ : শিক্ষক আহাদ শ্রেণিনেতাকে শ্রেণিকক্ষ সাজানোর ব্যাপারে নির্দেশ দেন। শ্রেণিনেতা কাজটি কীভাবে করবে?
উত্তর : শ্রেণিনেতা সকলের মতের ভিত্তিতে কাজটি করবে।
প্রশ্ন-৬ : সিফাতদের বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এক্ষেত্রে সিফাতরা কীভাবে কাজ করবে?
উত্তর : সিফাতরা সকলের মতের ভিত্তিতে কাজ করবে।
প্রশ্ন-৭ : মিসেস হাবিবা বাড়ির সকল সিদ্ধান্ত নিজেই গ্রহণ করেন। তার আচরণে কীসের অভাব রয়েছে?
উত্তর : তার আচরণে গণতান্ত্রিক মনেভাবের অভাব রয়েছে।
প্রশ্ন-৮ : ঝুমার মা প্রতিদিন সবার পছন্দের খাবার তৈরি করে দেন। এখানে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
উত্তর : এখানে গণতান্ত্রিক মনোভাব বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
প্রশ্ন-৯ : শফিকুল ইসলাম তার প্রতিষ্ঠানের সেবার মান উন্নত করতোন। এক্ষেত্রে তার কী করা উচিত?
উত্তর : এক্ষেত্রে তার অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে কাজ করা উচিত।
প্রশ্ন-১০ : রিয়াজ সাহেব তার প্রতিষ্ঠানের সকল কর্র্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। ফলে কর্মীদের মধ্যে কোনটি ঘটবে?
উত্তর : সকল কর্মীরা নিজেদের মত প্রকাশে উৎসাহী হবে।
প্রশ্ন-১১ : আমাদের দেশের শাসনব্যবস্থায় জনগণের শাসন বিদ্যমান। আমাদের দেশে কোন শাসনব্যবস্থা বিদ্যমান?
উত্তর : আমাদের দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান।
প্রশ্ন-১২ : তোমাদের শ্রেণিতে দলনেতা নির্বাচন করতোও। এক্ষেত্রে কার মতামতকে বেশি গুরুত্ব দিবে?
উত্তর : এক্ষেত্রে সকলের মতামতকে গুরুত্ব দিব।
প্রশ্ন-১৩ : তোমার একজন বন্ধু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তোমারেয়ে বেশি নম্বর পেয়েছে। তুমি কী করবে?
উত্তর : আমি তাকে অভিনন্দন জানাব।
প্রশ্ন-১৪ : প্রকৃত গণতন্ত্র দেশের জন্য খুবই কল্যাণকর। আমরা দেশে কীভাবে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি?
উত্তর : সবাইকে মত প্রকাশের সুযোগ দিয়ে আমরা দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি।
প্রশ্ন-১৫ : আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আমাদের কেমন প্রার্থী নির্বাচিত করা উচিত?
উত্তর : জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সৎ প্রার্থী নির্বাচিত করা উচিৎ।
প্রশ্ন-১৬ : এদেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে। এ সংগ্রামের কারণ কী?
উত্তর : এদেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছে।
প্রশ্ন-১৭ : পরমতসহিষ্ণুতা একটি সামাজিক গুণ। এটি কী?
উত্তর : পরমতসিহষ্ণুতা হলো অন্যের মতের প্রতি সম্মান প্রদর্শন।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
সাধারণ
প্রশ্ন-১৮ : গণতান্ত্রিক মনোভাব কী?
উত্তর : অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সম্মান করাকে বলে গণতান্ত্রিক মনোভাব।
প্রশ্ন-১৯ : গণতান্ত্রিক মনোভাব কোন ধরনের গুণ?
উত্তর : গণতান্ত্রিক মনোভাব একটি ভালো গুণ
প্রশ্ন-২০ : শ্রেণিকক্ষে গণতন্ত্রর্চার ১টি উপায় লেখ।
উত্তর : শ্রেণিকক্ষে গণতন্ত্রর্চার ১টি উপায় হলো, সবার মতামত নিয়ে শ্রেণিনেতা নির্বাচন করা।
প্রশ্ন-২১ : কোনটি প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে?
উত্তর : গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে।
প্রশ্ন-২২ : আমরা কোথায় কোথায় গণতান্ত্রিক আচরণ করব?
উত্তর : আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে এককথায় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করব।
প্রশ্ন-২৩ : গণতন্ত্র কথাটির অর্থ কী?
উত্তর : গণতন্ত্র কথাটির অর্থ জনগণের শাসন।
প্রশ্ন-২৪ : নির্বাচন প্রক্রিয়ায় গণতন্ত্রের প্রয়োজন কেন?
উত্তর : গণতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয় তাই নির্বাচন প্রক্রিয়ায় গণতন্ত্রের প্রয়োজন।
প্রশ্ন-২৫ : গণতান্ত্রিক পদ্ধতিতে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়?
উত্তর : গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশ্ন-২৬ : গণতন্ত্র আমাদের কী শোখায়?
উত্তর : গণতন্ত্র আমাদেরকে অন্যের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে এবং সকল কাজ ঐক্যমতের ভিত্তিতে করতে, এক কথায় সকল কাজে শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়।
প্রশ্ন-২৭ : দেশকে উত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার উপায় লিখ।
উত্তর : জীবনের সকল ক্ষেত্রে গণতন্ত্রর্চার মাধ্যমে দেশকে উত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা যাবে।
প্রশ্ন-২৮ : গণতন্ত্রের রীতিনীতি কোথায়র্চা করা উচিত?
উত্তর : আমাদের বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি সব জায়গায় গণতন্ত্রের রীতিনীতির্চা করা উচিত।
প্রশ্ন-২৯ : কোন রাষ্ট্রতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয়?
উত্তর : গণতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয়।
প্রশ্ন-৩০ : কোনো বিষয়ে বিভিন্ন মত থাকলে কীভাবে একমতে পৌঁছানো যায়?
উত্তর : কোনো বিষয়ে বিভিন্ন মত থাকলে সবাই মিলে আলাপ আলোচনা করে একমতে পৌঁছাতে হবে।
প্রশ্ন-৩১ : গণতন্ত্র কাকে বলে?
উত্তর : গণতন্ত্র এমন এক শাসনব্যবস্থা যেখানে ক্ষমতা একজনের হাতে না থেকে সমাজের সকলের হাতে ন্যস্ত থাকে।
প্রশ্ন-৩২ : গণতন্ত্রের মূলকথা কী?
উত্তর : গণতন্ত্রের মূলকথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত নেয়া।
প্রশ্ন-৩৩ : আমরা কীভাবে শ্রেণিনেতা নির্বাচন করব?
উত্তর : আমরা শ্রেণির সবার মতামতকে গুরুত্ব দিয়ে শ্রেণিনেতা নির্বাচন করব।
প্রশ্ন-৩৪ : বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?
উত্তর : আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি গণতন্ত্র ।
প্রশ্ন-৩৫ : বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার আগে কাদের মতামত শোনা প্রয়োজন?
উত্তর : বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন।
প্রশ্ন-৩৬ : বাংলাদেশ একটি কীরূপ রাষ্ট্র?
উত্তর : বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।