পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ১ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অল্পকথায় উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ এমন পাঁচটি ঘটনার কথা লেখ যা মুক্তিযুদ্ধ সংঘটনে ভ‚মিকা রেখেছিল।
উত্তর : মুক্তিযুদ্ধ সংঘটনে নিম্নের পাঁচটি ঘটনা ভ‚মিকা রাখে।
১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
২. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন।
৩. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
৪. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়।
৫. ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ।
প্রশ্ন \ ২ \ আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল?
উত্তর : আজ থেকে ৪৫ বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল।
প্রশ্ন \ ৩ \ মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?
উত্তর : মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো হলো : ১. বীরশ্রেষ্ঠ, ২. বীর উত্তম, ৩. বীর বিক্রম, ৪. বীর প্রতীক।
প্রশ্নগুলোর উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল?
উত্তর : মুক্তিযুদ্ধে ভারত আমাদের নানা দিক দিয়ে সাহায্য করেছিল। যুদ্ধ চলাকালে প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিলে ভারত সরকার তাদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সর্বাত্মক সহযোগিতা করে। এছাড়া ভারত সরকার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। শেষ পর্যায়ে সামরিক শক্তি দিয়েও সহায়তা করে। ভারতই বাংলাদেশকে ৬ই ডিসেম্বর প্রথম স্বীকৃতি দেয়।
প্রশ্ন \ ২ \ বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল?
উত্তর : মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করে। ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি-সাহিত্যিকদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়।
প্রশ্ন \ ৩ \ আমরা এখন কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি?
উত্তর : প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ দেশের সর্বস্তরের জনগণ নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। জাতীয়ভাবে ছুটি ঘোষিত হয়। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে।
এ দিবস উপলক্ষে সরাসরি ও বেসরকারিভাবে আলোচনা সভা, কুচকাওয়াজ, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয়। তাছাড়া মসজিদ-মন্দির-গির্জায় জাতির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এই দিনের অনুষ্ঠানমালা আমাদের স্বাধীনতার চেতনাকে শাণিত ও উজ্জীবিত করে।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
প্রশ্ন \ ১ \ যুদ্ধের সময় ‘ক’ শত্রদের গতিবিধি সম্পর্কে খোঁজখবর রাখতেন। তিনি কোন গ্রপে কাজ করতেন?
উত্তর : ‘ক’ ইন্টেলিজেন্স গ্রপে কাজ করতেন।
প্রশ্ন \ ২ \ মুক্তিযুদ্ধের সময় তুষার একজন গেরিলা যোদ্ধা ছিলেন। গেরিলা হিসেবে তাঁর জন্য নির্দেশনা কী ছিল?
উত্তর : তুষার সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা পেয়েছিল।
প্রশ্ন \ ৩ \ ১৯৭১ সালের ২৫-এ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী একটি অভিযান পরিচালনা করে। এর নাম কী?
উত্তর : এর নাম ছিল অপারেশন সার্চ লাইট।
প্রশ্ন \ ৪ \ অপারেশন সার্চ লাইটের নাম পাকিস্তানি বাহিনী এদেশের অসংখ্য মানুষকে হত্যা করেছিল। এ হত্যাযজ্ঞ শুরু হয় কবে?
উত্তর : ২৫শে মার্চ এ হত্যাযজ্ঞ শুরু হয়।
প্রশ্ন \ ৫ \ ‘ক’ বাহিনী এ দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে হত্যাযজ্ঞ চালায়। এখানে কোন বাহিনীর কথা বলা হয়েছে?
উত্তর : এখানে পাকিস্তান বাহিনীর কথা বলা হয়েছে।
প্রশ্ন \ ৬ \ “তারা পথঘাট চিনিয়ে ভাষা বুঝিয়ে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছিল।” উক্তিটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
উত্তর : উক্তিটি শান্তিকমিটি ও রাজাকার বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য।
প্রশ্ন \ ৭ \ মুনিরের বাবা একজন শহিদ বুদ্ধিজীবী। তার বাবার স্মরণে আমরা কোন দিবসটি পালন করি?
উত্তর : মুনিরের বাবার স্মরণে আমরা শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করি।
প্রশ্ন \ ৮ \ সেলিনা পারভীনকে ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হত্যা করা হয়। তিনি পেশায় কী ছিলেন?
উত্তর : সেলিনা পারভীন পেশায় সাংবাদিক ছিলেন।
প্রশ্ন \ ৯ \ আমাদের দেশে ১৪ ডিসেম্বরে একটি দিবস পালন করা হয়। এটি কোন দিবস?
উত্তর : ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস।
প্রশ্ন \ ১০ \ শফিক রহমান বাংলাদেশের একজন নামকরা চিকিৎসক। ১৯৭১ সালে তাঁর মতো চিকিৎসকদের কখন হত্যা করা হয়েছিল?
উত্তর : ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে তাদের হত্যা করা হয়েছিল।
প্রশ্ন \ ১১ \ পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশে গণহত্যা এবং লুটতরাজ চালাতে থাকে। এ অবস্থা কয় মাস ছিল?
উত্তর : এই অবস্থা প্রায় ৯ মাস ছিল।
প্রশ্ন \ ১২ \ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী ‘ক’ দেশটি নানাভাবে সাহায্য করেছিল। সাহায্যকারী এ দেশটির নাম কী?
উত্তর : সাহায্যকারী ‘ক’ দেশটির নাম হলো ভারত।
প্রশ্ন \ ১৩ \ বঙ্গবন্ধু স্বাধীনতার পরে দেশে ফিরে আসায় আমরা ‘ক’ দিবসটি পালন করি। এখানে কোন দিবসের কথা বলা হয়েছে?
উত্তর : এখানে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কথা বলা হয়েছে।
প্রশ্ন \ ১৪ \ অপারেশন জ্যাকপটে বাংলাদেশের পক্ষে একটি বাহিনী যুদ্ধ করে। বাহিনীটির নাম কী?
উত্তর : বাহিনীটির নাম হলো মিত্রবাহিনী।
প্রশ্ন \ ১৫ \ তুমি পাঠ্যবইয়ে এমন ৭ জনের ছবি দেখলে যাঁরা মুক্তিযুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করে শহিদ হয়েছেন। এঁদের উপাধি কী?
উত্তর : যে ৭ জন মুক্তিযুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করে শহিদ হয়েছেন তাঁদেরকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে।
প্রশ্ন \ ১৬ \ আজমল সাহেব মুক্তিযুদ্ধ করে বীরত্বের জন্য তৃতীয় বীরত্বসূচক উপাধি লাভ করেন। তিনি কোন উপাধিটি লাভ করেছিলেন?
উত্তর : আজমল সাহেব বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন।
প্রশ্ন \ ১৭ \ সিপাহি হামিদুর রহমানকে মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করায় সরকার একটি রাষ্ট্রীয় উপাধি দেয়। উপাধিটির নাম কী?
উত্তর : উপাধিটির নাম হলো বীরশ্রেষ্ঠ।
প্রশ্ন \ ১৮ \ রথি যে দেশের নাগরিক, সে দেশ মুক্তিযুদ্ধে আমাদেরকে প্রত্যক্ষ সহযোগিতা করে। রথি কোন দেশের নাগরিক?
উত্তর : রথি ভারতের নাগরিক।
প্রশ্ন \ ১৯ \ অপারেশন জ্যাকপটে একটি বাহিনী যুদ্ধ করে। এ বাহিনী কোন দেশের?
উত্তর : এ বাহিনী ভারতের।
প্রশ্ন \ ২০ \ ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। এটি গঠিত হবার প্রধান কারণ কোনটি?
উত্তর : মুজিবনগর সরকার গঠিত হবার প্রধান কারণ হলো মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া।
প্রশ্ন \ ২১ \ মুজিবনগর সরকারে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তিনি কোন দায়িত্ব পালন করতেন?
উত্তর : তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেন ।
প্রশ্ন \ ২২ \ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন ক্ষেত্রে মুজিবনগর সরকার ভ‚মিকা রাখে। এর মধ্যে উল্লেখযোগ্য কোনটি?
উত্তর : মুক্তিযুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের বেশি ভ‚মিকা রাখতে দেখা যায়।
প্রশ্ন \ ২৩ \ ১৯৭১ সালের ১১ই জুলাই একটি বাহিনী গঠন করা হয়। বাহিনীটির নাম কী?
উত্তর : বাহিনীটির নাম হলো মুক্তিবাহিনী।
প্রশ্ন \ ২৪ \ ১৯৭১ সালে ৩০,০০০ নিয়মিত যোদ্ধাদের নিয়ে একটি বাহিনী গঠন করা হয়। বাহিনীটির নাম কী?
উত্তর : বাহিনীটির নাম হলো মুক্তিফৌজ।
প্রশ্ন \ ২৫ \ মনে কর একজন মুক্তিযোদ্ধা তোমাদের বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। তুমি তাঁর নিকট নিচের কোনটি জানতে চাইবে?
উত্তর : আমি জানতে চাইব মুক্তিযুদ্ধকালীন তাঁদের ভ‚মিকা।
প্রশ্ন \ ২৬ \ তোমার প্রতিবেশী একজন মুক্তিযোদ্ধা, বর্তমানে অসুস্থ এবং আর্থিকভাবে অসচ্ছল। এখন তুমি কী করবে?
উত্তর : আমি তাঁর জন্য সাহায্যের উদ্যোগ নিব।
সাধারণ
প্রশ্ন-২৭ : কোন সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল?
উত্তর : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল।
প্রশ্ন-২৮ : কাদেরকে নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল?
উত্তর : বাংলাদেশের সকল শ্রেণি পেশা ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল মুক্তিবাহিনী ।
প্রশ্ন-২৯ : কোন সালে গণঅভ্যুত্থান হয়েছিল?
উত্তর : ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছিল।
প্রশ্ন-৩০ : মুক্তিযুদ্ধে প্রায় কত লক্ষ মানুষ প্রাণ হারায়?
উত্তর : মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লক্ষ মানুষ প্রাণ হারায়।
প্রশ্ন-৩১ : মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
উত্তর : মুজিবনগর সরকার ১৭ই এপ্রিল শপথ গ্রহণ করে।
প্রশ্ন-৩২ : মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল কবে?
উত্তর : ১৯৭১ সালের ১১ই জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল।
প্রশ্ন-৩৩ : মুক্তিযুদ্ধে বাংলাদেশের রণাঙ্গনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : মুক্তিযুদ্ধে বাংলাদেশের রণাঙ্গানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
প্রশ্ন-৩৪ : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন-৩৫ : মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর : মুক্তিযুদ্ধ পরিচালার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
প্রশ্ন-৩৬ : মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়েছিল?
উত্তর : মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয়েছিল।
প্রশ্ন-৩৭ : মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি কতটি?
উত্তর : মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি চারটি।
প্রশ্ন-৩৮ : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে?
উত্তর : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি মুহম্মদ আতাউল গণি ওসমানী।
প্রশ্ন-৩৯ : মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?
উত্তর : তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা (বর্তমান নাম মুজিবনগর) গ্রামের আমবাগানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল।
প্রশ্ন-৪০ : মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার শরণার্থীদের কীভাবে সাহায্য করেছিল?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার শরণার্থীদের খাদ্য বস্ত্র, আশ্রয় এবং চিকিৎসা সেবা দিয়ে সাহায্য করেছিল।
প্রশ্ন-৪১ : বীরশ্রেষ্ঠ কী?
উত্তর : মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি হলো বীরশ্রেষ্ঠ।
প্রশ্ন-৪২ : মুক্তিবাহিনী কেন গঠন করা হয়?
উত্তর : প্রশিক্ষণপ্রাপ্ত পাকিস্তানি নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুক্তিবাহিনী গঠন করা হয়।
প্রশ্ন-৪৩ : ১৯৭১ সালে ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী কী ধরনের তাণ্ডব চালিয়েছিল?
উত্তর : পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালিদের উপর অতর্কিত হামলার মধ্য দিয়ে নির্বিচার হত্যাযজ্ঞ শুরু করেছিল।
প্রশ্ন-৪৪ : কাদেরকে মুক্তিফৌজ বলা হতো?
উত্তর : ৩০,০০০ নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীকে মুক্তিফৌজ বলা হতো।
প্রশ্ন-৪৫ : মুক্তিযুদ্ধের ৭ নং সেক্টরের অঞ্চলগুলো লেখ।
উত্তর : মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের অঞ্চলগুলো হলোÑ সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র পাবনা ও বগুড়া জেলা।
প্রশ্ন-৪৬ : ‘কে’ ফোর্সের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর : ‘কে’ ফোর্সের নেতৃত্বে ছিলেন খালেদ মোশাররফ।
প্রশ্ন-৪৭ : কীভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে?
উত্তর : ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
প্রশ্ন-৪৮ : স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনীকে কোথায় প্রশিক্ষণ দেওয়া হতো?
উত্তর : স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনীকে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ দেওয়া হতো।
প্রশ্ন-৪৯ : মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরে ছিল?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২নং সেক্টরে ছিল।
প্রশ্ন-৫০ : অপারেশন সার্চলাইট কী?
উত্তর : পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাঙালিদের ওপর যে হত্যাযজ্ঞ শুরু করে তার সাংকেতিক নাম দেয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’।
প্রশ্ন-৫১ : মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কারা কাজ করে?
উত্তর : শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আল-শামস মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে।
প্রশ্ন-৫২ : বুদ্ধিজীবীদের কবে হত্যা করা হয়?
উত্তর : ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
প্রশ্ন-৫৩ : যৌথবাহিনী কবে গঠিত হয়?
উত্তর : ১৯৭১ সালের ২১শে নভেম্বর যৌথবাহিনী গঠিত হয়।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
প্রশ্ন-৫৪ : ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে কারা?
উত্তর : ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ।
প্রশ্ন-৫৫ : অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন কে?
উত্তর : অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন তাজউদ্দিন আহমদ।
প্রশ্ন-৫৬ : মুক্তিযুুদ্ধে কারা শত্রপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত?
উত্তর : মুক্তিযুদ্ধে ‘ইন্টেলিজেন্স গ্রপ’ শত্রপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত।
প্রশ্ন-৫৭ : মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর : মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
প্রশ্ন-৫৮ : মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় ধ্বনি কী ছিল?
উত্তর : মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় ধ্বনি ছিল ‘জয় বাংলা’।
প্রশ্ন-৫৯ : কত তারিখ রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলা করে পাকিস্তান বাহিনী?
উত্তর : ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলা করে।
প্রশ্ন-৬০ : শান্তি কমিটি মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিলেন কাদের?
উত্তর : শান্তি কমিটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছিল।
প্রশ্ন-৬১ : মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য দেয়া তৃতীয় বীরত্বসূচক পুরস্কার কী?
উত্তর : মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য দেয়া তৃতীয় বীরত্বসূচক পুরস্কার বীর বিক্রম।
প্রশ্ন-৬২ : কার উদ্যোগে মুক্তিবাহিনী গঠন করা হয়?
উত্তর : মুজিবনগর সরকারের উদ্যোগে মুক্তিবাহিনী গঠন করা হয়।
প্রশ্ন-৬৩ : কখন থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়?
উত্তর : ১৯৭১ সালের ২৬ শে মার্চ আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়।
প্রশ্ন-৬৪ : ভাষা আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তর : ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছিল।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।