পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ৮ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৮ নারী-পুরুষ সমতা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কেন?
ক. নারীশিক্ষার জন্য
খ. নারীদের বেতন বৃদ্ধির জন্য
গ. নারীদেরাকরি দেওয়ার জন্য
ঘ. নারী-পুরুষের বৈষম্য হ্রাসের জন্য
২. একই পরিবারে ছেলে এবং মেয়ে সন্তানদের মধ্যে সুযোগ-সুবিধার ক্ষেত্রে সমতা নিশ্চিত করা প্রয়োজন কেন?
ক. উভয়কেই খুশি রাখার জন্য
খ. উভয়েই একই পরিবারের সদস্য বলে
গ. পরিবারে উভয়েরই সমান অবদান থাকে বলে
ঘ. উভয়েরই সমান অধিকার রয়েছে বলে
৩. আগের দিনে মেয়েশিশুকে বিদ্যালয়ে ভর্তি না করার কারণ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. রাজনৈতিক বাধা
খ. সামাজিক বাধা
গ. অর্থনৈতিক বাধা
ঘ. ধর্মীয় বাধা
৪. আমাদের দেশে কারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত?
ক. শিশুরা
খ. বৃদ্ধরা
গ. ছেলেরা
ঘ. মেয়েরা
৫. জামির ও লোপা একই অফিসে একই পদোকরি করে। তাদের সুযোগ সুবিধা একই রকম। এর কারণ হলোÑ
ক. নারী অগ্রাধিকার
খ. নারী-পুরুষের সমতা
গ. নারী-পুরুষের বৈষম্য
ঘ. পুরুষ অগ্রাধিকার
৬. বেগম রোকেয়ার মতে, নারী জাতির দুঃখদুর্দশা দূর করতে কোনটি অপরিহার্য?
ক. পর্দা খ. বিয়ে গ. রান্নাবান্না ঘ. শিক্ষা
৭. ছোটবেলা থেকে কাউকে ছেলে বা কাউকে মেয়ে এভাবে না দেখে কী হিসেবে দেখতে হবে?
ক. বন্ধু
খ. সহকর্মী
গ. ভাইবোন
ঘ. মানুষ
৮. নারী নির্যাতনের উদাহরণ কোনটি?
ক. সংসার করা
খ. স্ত্রীকোকরিতে দেওয়া
গ. সংসারের কাজ করানো
ঘ. স্ত্রীর গায়ে হাত তোলা
৯. বর্তমানে নানা উপায়ে যৌতুক আদান-প্রদান করা হয়। যেমন
ক. বিয়েতে পণ গ্রহণ
খ. স্ত্রীকোকরিতে দেওয়া
গ. স্ত্রীর নিকট টাকাাওয়া
ঘ. স্ত্রীর অলঙ্কার বিক্রি করা
১০. নারী-পুরুষের সমতা বলতে কী বোঝায়?
ক. সুযোগ-সুবিধার ভিন্নতা
খ. সমান সুযোগ-সুবিধা
গ. সুযোগ-সুবিধার বণ্টন
ঘ. সুযোগ-সুবিধার আনুপাতিক হার
১১. নারী জাগরণের হাতিয়ারস্বরূপ কোনটি?
ক. সম্পদ
খ. প্রতিভা
গ. শিক্ষা
ঘ. প্রশিক্ষণ
১২. ১৮৫৭ সালের ৮ই মার্চ নারী শ্রমিকের কত ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন?
ক. সাত খ. আট গ. নয় ঘ. দশ
১৩. নারী-পুরুষের সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান কমাতে ১৯৭৭ সাল থেকে বিশ্বব্যাপী কী পালিত হচ্ছে?
ক. সামাজিক দিবস
খ. অর্থনৈতিক দিবস
গ. আন্তর্জাতিক নারী দিবসচ
ঘ. অধিকার দিবস
১৪. কোন সংস্থার মতে, বাংলাদেশে প্রতি ঘণ্টায় একজন নারী নির্যাতনের শিকার হচ্ছে?
ক. ইউনিসেফ
খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গ. বিশ্বশ্রম সংঘ
ঘ. ইউনিস্কো
১৫. ১৯০৮ সালে কোন শহরে হাজার হাজার নারী শ্রমিক প্রতিবাদ সমাবেশ করে?
ক. লন্ডন
খ. নিউইয়র্ক
গ. বার্লিন
ঘ. মস্কো
১৬. বেগম রোকেয়ার জীবনাদর্শ অনুযায়ী ছাড়া নারী জাতির দুঃখদুদর্শা দূর হবে না?
ক. বিয়ে ছাড়া
খ. পর্দা ছাড়া
গ. রান্না ছাড়া
ঘ. শিক্ষা ছাড়া
১৭. আমাদের সমাজে নারী নির্যাতনের অন্যতম কারণÑ
ক. বেকারত্ব ও কুসংস্কার
খ. দারিদ্র্য ও অশিক্ষা
গ. বাল্য বিবাহ ও বহুবিবাহ
ঘ. পণপ্রথা ও পর্দা প্রথা
১৮. বিশ্বব্যাপী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস কবে থেকে পালিত হয়ে আসছে?
ক. ১৮৫৭ সাল
খ. ১৯০৮ সাল
গ. ১৯৭৭ সাল
ঘ. ১৯৩৭ সাল
১৯. নারী পুরুষের কীসের ব্যবধান কমাতে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস?
ক. সামাজিক ও অর্থনৈতিকচ
খ. সামাজিক ও রাজনৈতি
গ. অর্থনৈতিক ও রাজনৈতিক
ঘ. শিক্ষা ও শ্রম
২০. শতবর্ষ আগে এদেশে নারী-পুরুষের অধিকারে বিস্তর ব্যবধান ছিল। সে সময় নারী-পুরুষের সমতা বিষয়ে কে বলে গেছেন?
ক. কারা জেটকিন
খ. কাজী নজরুল ইসলাম
গ. সুফিয়া কামাল
ঘ. বেগম রোকেয়া
২১. বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে কারা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে?
ক. ছেলেরা
খ. যুবকেরা
গ. বয়স্করা
ঘ. মেয়েরা
সাধারণ
২২. “বিশ্বে যা কিছু মহান সৃষ্টিির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”Ñউক্তিটি করেছেন?
ক. বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন
খ. কবি নজরুল ইসলাম
গ. সুফিয়া কামাল
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২৩. কোন দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
ক. ৮ই জানুয়ারি
খ. ৮ই ফেব্রুয়ারি
গ. ৮ই মার্চ
ঘ. ৮ই এপ্রিল
২৪. বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২২
খ. ১৯৩২
গ. ১৯৪২
ঘ. ১৯৫২
২৫. জার্মান নারী সমাজতাত্তি¡কের নাম কী?
ক. ক্লারা জেটকিন
খ. কারা জেকসন
গ. হিলারী ক্লিনটন
ঘ. কারা জাইকা
২৬. একটা সময়ে বিদ্যালয়ে কাদের সংখ্যা কম ছিল?
ক. শিক্ষার্থীদের
খ. শিক্ষকদের
গ. মেয়েদের
ঘ. ছেলেদের
২৭. নারী-পুরুষের অধিকার সম্পর্কে কোন কবি বলেছেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আল-মাহমুদ
ঘ. শামসুর রহমান
২৮. প্রথম কোন নেত্রী ৮ই মার্চকে নারী দিবস ঘোষণার প্রস্তাব দেন?
ক. ক্লারা জেটকিন
খ. সুফিয়া কামাল
গ. বেগম রোকেয়া
ঘ. লারা দত্ত
২৯. বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন?
ক. রংপুরে খ. বরিশালে গ. ফরিদপুরে ঘ. পশ্চিম বাংলায়
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
৩০. কোথায় বেগম রোকেয়া একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
ক. ভাগলপুরেচ খ. রংপুরে গ. পাবনায় ঘ. রাজশাহীতে
৩১. বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৮০
খ. ১৮৮১
গ. ১৮৮২
ঘ. ১৮৮৩
৩২. পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ কোনটি?
ক. কুশিক্ষা খ. কুসংস্কার গ. যৌতুক ঘ. হীনম্মন্যতা
৩৩. নারী ও পুরুষের সমান অংশগ্রহণ না হলে কী হবে?
ক. দেশের উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়
খ. দেশের উন্নতি হয়
গ. সবাই পিছিয়ে পড়বে
ঘ. সবাই শিক্ষিত হতে পারবে
৩৪. ভাগলপুর থেকে বেগম রোকেয়া স্কুলটি কোথায় স্থানান্তর করেন?
ক. রংপুরে
খ. পায়রাবন্দে
গ. কলকাতায়
ঘ. ঢাকায়
৩৫. কাকে বাংলাদেশের নারী জাগরণের অগদূত ও মহীয়সী বলা হয়?
ক. বেগম রোকেয়া
খ. সুফিয়া কামাল
গ. সেলিনা হোসেন
ঘ. জাহানারা ইমাম
৩৬. নারী শ্রমিকের ন্যায্য মজুরির দাবিতে প্রথম আন্দোলন শুরু হয়Ñ
ক. ভারতের কলকাতা শহরে
খ. ইংল্যান্ডের ডাবলিন শহরে
গ. সুইজারল্যান্ডের হেগ শহরে
চঘ. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে
৩৭. কোন সংগঠন ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
চক. জাতিসংঘ খ. সার্ক গ. ওআইসি ঘ. ন্যাম
৩৮. দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৮৫৭ চখ. ১৯১০ গ. ১৯০৮ ঘ. ১৯০৩
৩৯. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ?
চক. ৮ই মার্চ খ. ৮ই এপিল গ. ১০ই জানুয়ারি ঘ. ১৭ই মে
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।