পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ৫ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৫-জনসংখ্যা অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
অল্পকথায় উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ পরিবারের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ কর।
উত্তর : পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রধান তিনটি প্রভাব উল্লেখ করা হলো :
১. খাদ্য : পরিবারে অধিক জনসংখ্যা হলে সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা সম্ভব হয় না।
২. বস্ত্র : পরিবারের লোকসংখ্যা বেশি হলে বাবা-মা অনেক সময় সব সন্তানদের প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারেন না।
৩. বাসস্থান : পরিবারে অধিক জনসংখ্যা হলে সবার জন্য পর্যাপ্ত স্থান সংকুলান করা কষ্টকর হয়ে পড়ে এবং গাদাগাদি করে থাকতে হয়।
প্রশ্ন \ ২ \ সমাজের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ কর।
উত্তর : সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে। যেমন :
শিক্ষা : অধিক জনসংখ্যার কারণে সমাজে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা সম্ভব হয় না। প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে সমাজের মানুষ হয় অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন।
স্বাস্থ্য : অধিক জনসংখ্যার ফলে সমাজে স্বাস্থ্যসেবা পর্যাপ্ত পরিমাণে থাকে না। উপরন্তু চিকিৎসক সংখ্যা লোকের তুলনায় কম থাকে।
পরিবেশ : কোনো সমাজে অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করে, অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হয়।
প্রশ্ন \ ৩ \ জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান লেখ।
উত্তর : জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান :
১. শিক্ষার প্রসার : শিক্ষিত জনগোষ্ঠী জীবনযাত্রার মান উঁচু রাখার জন্য পরিবারের জনসংখ্যা সীমিত রাখে। এভাবে শিক্ষা জনসংখ্যা সমস্যা সমাধানে কার্যকর ভ‚মিকা পালন করে।
২. বহুমুখী কর্মসংস্থান বৃদ্ধি : বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কুটির শিল্প স্থাপন, পশুপালন ও মৎস্য চাষ করে কর্মসংস্থান সৃষ্টি করে জীবনযাত্রার মান উন্নত করে জনসংখ্যার চাপ লাঘব করা যায়।
৩. পরিকল্পিত পরিবার কর্মসূচি বাস্তবায়ন : শিক্ষার প্রসার ঘটিয়ে, সচেতনতা সৃষ্টি করে পরিবার পরিকল্পনা পদ্ধতি জনপ্রিয় করার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যায়।
প্রশ্নগুলোর উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কীভাবে উপকৃত হতে পারে?
উত্তর : অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ বিভিন্নভাবে উপকৃত হতে পারে। যথা-
ক. উপযুক্ত খাদ্য পাবে এবং কাউকে না খেয়ে জীবনযাপন করতে হবে না।
খ. অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে পুষ্টিকর খাবার পাবে।
গ. বেকারত্ব দূর হবে।
ঘ. অধিক খাদ্য উৎপাদন হলে বিদেশেও রপ্তানি করা যাবে।
ঙ. সর্বোপরি মানসম্মত জীবনযাপন করবে।
প্রশ্ন \ ২ \ শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি?
উত্তর : শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি। যথা :
ক. দক্ষ জনসম্পদ রপ্তানি করতে পারলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
খ. প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।
গ. বেকারত্ব হ্রাস পাবে।
ঘ. শিল্প কারখানা গড়ে উঠবে, দেশের জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
ঙ. দেশের সুনাম ছড়াবে।
প্রশ্ন \ ৩ \ কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি?
উত্তর : কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি। যথা :
ক. কৃষিকাজে কারিগরি প্রশিক্ষণ কাজে লাগিয়ে অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করতে পারি।
খ. কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিল্প কারখানার ব্যাপক উন্নতি সাধন করে কর্মসংস্থান বাড়িয়ে উপকৃত হতে পারি।
গ. কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন যন্ত্র ও কৌশল আবিষ্কার করে উৎপাদন বাড়ানো যায়।
ঘ. কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে জীবনযাপন সহজ ও আরামদায়ক হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক :
প্রশ্ন \ ১ \ তোমার পরিবারের লোকসংখ্যা বেশি হওয়ায় কয়েকজন অন্য জায়গায় নতুন বসতি স্থাপন করছে। এতে কী কমে যাচ্ছে?
উত্তর : এতে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে।
প্রশ্ন \ ২ \ শহরে রাস্তার পাশে, বস্তিতে এমনকি খোলা জায়গায়ও মানুষ মানবেতর জীবনযাপন করছে। এর কারণ কী?
উত্তর : এর কারণ হলো অধিক জনসংখ্যা।
প্রশ্ন \ ৩ \ কৃষক রহিম মিয়া তার পাঁচ সন্তানের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারেন না। এর মূল কারণ কী?
উত্তর : এর মূল কারণ রহিম মিয়ার পরিবারে সদস্য সংখ্যা বেশি।
প্রশ্ন \ ৪ \ স্কুলে যাওয়ার পথে কেয়া একজন বৃদ্ধাকে রাস্তায় ভিক্ষা চাইতে দেখল। এ বৃদ্ধা কোন ধরনের জীবনযাপন করছে?
উত্তর : এ বৃদ্ধা মানবেতর জীবনযাপন করছে।
প্রশ্ন \ ৫ \ স্কুলের পোশাক না থাকার কারণে জাহিদ স্কুলে যেতে চায় না। জাহিদ তার কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে?
উত্তর : জাহিদ বস্ত্রের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
প্রশ্ন \ ৬ \ মতিন মিয়া তার জমিতে অধিক ফসল ফলাতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেন। এতে কোনটি দূষণ ঘটবে?
উত্তর : এতে পানি ও মাটি দূষণ ঘটবে।
প্রশ্ন \ ৭ \ জমিতে ফসল উৎপাদনে ভ‚গর্ভের পানি উত্তোলন করা। এতে পরিবেশে কীরূপ প্রভাব পড়ে?
উত্তর : এতে পরিবেশে ক্ষতিকর প্রভাব পড়ে।
প্রশ্ন \ ৮ \ রিপা পরিবারের আয়মূলক কাজ করায় বিদ্যালয়ে যায় না। এতে সে কোনটি থেকে বঞ্চিত হচ্ছে?
উত্তর : এতে সে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
প্রশ্ন \ ৯ \ আদনান সাহেবের শিল্প কারখানার বর্জ্য পাশের নদীতে ফেলা হয়। এর ফলে কীসের দূষণ ঘটবে?
উত্তর : এর ফলে পানি দূষণ ঘটবে।
প্রশ্ন \ ১০ \ আমাদের দেশের জনসংখ্যার একটি বিরাট অংশ অদক্ষ। এসব জনসংখ্যা দক্ষ জনসম্পদে পরিণত হলে কোনটি ঘটবে বলে তোমার মনে হয়?
উত্তর : জনসংখ্যা দক্ষ জনসম্পদে পরিণত হলে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
প্রশ্ন \ ১১ \ তোমার বড় ভাই প্রশিক্ষণ না নিয়ে বিদেশে যাওয়ার কারণে বেশি বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে না। এর মূল কারণ কী?
উত্তর : এর মূল কারণ হলো অদক্ষতা।
প্রশ্ন \ ১২ \ ‘ক’ দেশের সরকার সেদেশের জনগণের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর মূল লক্ষ্য কী?
উত্তর : এর মূল লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরি।
প্রশ্ন \ ১৩ \ খুলনার কাগজ শিল্পের প্রধান কাঁচামাল বাঁশ। এটি কোন ধরনের সম্পদ?
উত্তর : এটি প্রাকৃতিক সম্পদ।
প্রশ্ন \ ১৪ \ মি. খান একটি পোশাক কারখানা স্থাপন করতে চাইছেন। এ জন্য প্রথমে কোনটি প্রয়োজন?
উত্তর : এজন্য প্রথমে মূলধন প্রয়োজন।
প্রশ্ন \ ১৫ \ বিগত কয়েক বছর সরকারের শিক্ষাক্ষেত্রে ব্যাপক সফলতা রয়েছে, কিন্তু এরপরও শিক্ষার হার সে অনুযায়ী বাড়ছে না। এর যৌক্তিক কারণ কী?
উত্তর : এর যৌক্তিক কারণ সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা।
প্রশ্ন \ ১৬ \ বাংলাদেশ একটি জনবহুল দেশ। এক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের জন্য তুমি কোনটি রপ্তানির পরামর্শ দিবে?
উত্তর : বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমি জনসম্পদ রপ্তানির পরামর্শ দেব।
প্রশ্ন \ ১৭ \ প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য তুমি কোনটির প্রয়োজন অনুভব করবে?
উত্তর : প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য দক্ষ জনসম্পদের প্রয়োজন অনুভব করব।
প্রশ্ন \ ১৮ \ তোমার কারিগরি দক্ষতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোন উপাদান হিসেবে গণ্য হবে?
উত্তর : আমার কারিগরি দক্ষতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনসম্পদ উপাদান হিসেবে গণ্য হবে।
প্রশ্ন \ ১৯ \ জনসংখ্যা সমস্যা সমাধান করতে শিক্ষার সঙ্গে কোনটির প্রয়োজন?
উত্তর : জনসংখ্যা সমস্যা সমাধান করতে শিক্ষার সঙ্গে প্রশিক্ষণ প্রয়োজন।
প্রশ্ন-২০ : জনসম্পদকে দক্ষ করে তোলা যায় কীভাবে?
[আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
উত্তর : শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে তাদের কর্মক্ষমতা ও গুণগত মান বৃদ্ধির মাধ্যমে জনসম্পদকে দক্ষ করে তোলা যায়।
প্রশ্ন-২১ : কৃষি জমির পরিমাণ কেন কমে যাচ্ছে?
উত্তর : অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে।
প্রশ্ন-২২ : কোন দুটি বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব দিলে জনসম্পদ উন্নত হবে এবং বেকার সমস্যার সমাধান হবে?
[মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
উত্তর : কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমের দক্ষতা বৃদ্ধি, এই দুটি বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব দিলে জনসম্পদ উন্নত হবে এবং বেকার সমস্যার সমাধান হবে।
প্রশ্ন-২৩ : দক্ষ জনশক্তি বিদেশ থেকে কী আনতে পারে?
[মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা]
উত্তর : দক্ষ জনশক্তি বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আনতে পারে।
প্রশ্ন-২৪ : বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে হলে কী করা প্রয়োজন? [মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ]
উত্তর : বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। এই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে।
প্রশ্ন-২৫ : দেশের অনেকেই উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে কেন?
উত্তর : আমাদের দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসক কম হওয়ায় অনেকেই উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
প্রশ্ন-২৬ : প্রতি বছর বাংলাদেশে কী পরিমাণ খাদ্য আমদানি করতে হতো?
উত্তর : বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো।
প্রশ্ন-২৭ : বাংলাদেশে গৃহহীন মানুষের সংখ্যা কত?
উত্তর : জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে প্রায় দশ লাখ মানুষ গৃহহীন।
প্রশ্ন-২৮ : কীসের জন্য বাংলাদেশের চিরচেনা জলবায়ুর পরিবর্তন ঘটছে?
উত্তর : জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশের চিরচেনা জলবায়ুর পরিবর্তন ঘটছে।
প্রশ্ন-২৯ : মানবসম্পদ উন্নয়নে সরকারি সহায়তায় কী চালু করতে হবে?
উত্তর : মানব সম্পদ উন্নয়নে সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে।
প্রশ্ন-৩০ : কত মানুষের জন্য প্রতি বছর অতিরিক্ত বাসস্থান প্রয়োজন?
উত্তর : প্রায় তিরিশ লাখ মানুষের জন্য প্রতি বছর অতিরিক্ত বাসস্থান প্রয়োজন হয়।
প্রশ্ন-৩১ : বাংলাদেশে খাদ্যের পাশাপাশি কোনটির তীব্র সংকট রয়েছে?
উত্তর : বাংলাদেশে খাদ্যের পাশাপাশি বাসস্থানের তীব্র সংকট রয়েছে।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
সাধারণ
প্রশ্ন-৩২ : জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে প্রায় কত লক্ষ মানুষ গৃহহীন?
উত্তর : জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে প্রায় দশ লাখ মানুষ গৃহহীন।
প্রশ্ন-৩৩ : একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
উত্তর : একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান তিনটি।
প্রশ্ন-৩৪ : জনসম্পদ উন্নয়নের উপাদান কয়টি?
উত্তর : জনসম্পদ উন্নয়নের উপাদান তিনটি।
প্রশ্ন-৩৫ : বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি উপাদানের নাম লেখ।
উত্তর : বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি উপাদানের নাম হচ্ছে জনসম্পদ।
প্রশ্ন-৩৬ : মানবসম্পদ উন্নয়নে মূল উপাদান কোনটি?
উত্তর : মানবসম্পদ উন্নয়নে মূল উপাদান হচ্ছে শিক্ষা।
প্রশ্ন-৩৭ : অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করলে কী লাভ হবে?
উত্তর : অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করলে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
প্রশ্ন-৩৮ : মানুষের মৌলিক চাহিদাগুলো কী কী?
উত্তর : মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য।
প্রশ্ন-৩৯ : মানুষের দুটি মৌলিক চাহিদার নাম লিখ।
উত্তর : মানুষের দুটি মৌলিক চাহিদা হলো খাদ্য ও বস্ত্র।
প্রশ্ন-৪০ : শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত কী?
উত্তর : শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত হলো শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা দেয়ার মাধ্যমে তাদের কর্মদক্ষতা ও গুণগত মান।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।