পঞ্চম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ১ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
১. সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) শক্তির মূল উৎস কোনটি?
ক. উদ্ভিদ খ. সূর্য গ. চাঁদ ঘ. প্রাণী
২) কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল?
ক. আলো খ. পানি গ. খাদ্য ঘ. বাতাস
৩) নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল?
ক. ঘাস ফড়িং—-ঘাস—-সাপ ব্যাঙ
খ. ব্যাঙ—-ঘাস ফড়িং—-ঘাস—-সাপ
গ. সাপ—-ঘাস ফড়িং—-ঘাস—-ব্যাঙ
ঘ. ঘাস ঘাস ফড়িং ব্যাঙ—-সাপ
এই বিভাগে আরো পড়ুন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে বলে পরিবেশে
ক. কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়
খ. কার্বন ডাইঅক্সাইড কমে যায়
গ. কার্বন ডাইঅক্সাইড স্থিতিশীল থাকে
ঘ. অক্সিজেন কমে যায়
২. বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল?
ক. নাইট্রোজেন ও অক্সিজেন
খ. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
গ. অক্সিজেন ও হাইড্রোজেন
ঘ. নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
৩. যদি কোনো এলাকায় ব্যাঙের সংখ্যা কমতে থাকে তাহলে নিচের কোনটি ঘটার সম্ভাবনা বেশি?
ক. ঘাস বড় হয়ে অধিক লম্বা হয়ে যাবে
খ. পাখি বেশি পরিমাণ মাছ খেতে পারবে
গ. মাছের সংখ্যা বৃদ্ধি পাবে
ঘ. ফড়িং এর সংখ্যা বৃদ্ধি পাবে
৪. নিচের কোনটি সঠিক খাদ্যশৃঙ্খলের উদাহরণ?
ক. ব্যাঙ—-ফড়িং—-ঘাস
খ. ফড়িং—-ঘাস—-ব্যাঙ
গ. ঘাস—-ফড়িং ব্যাঙ
ঘ. ঘাস—-ব্যাঙ—-ফড়িং
৫. কোন জড় পদার্থগুলো জীবের জীবনধারণের জন্য গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে?
ক. বৃষ্টি, নদী, পাখি
খ. সূর্য, পানি, বায়ু
গ. সাগর, সাপ, বালি
ঘ. ইট, কাগজ, হাতী
৬. আমাদের শ্বাস গ্রহণের জন্য প্রয়োজন বায়ু, পুষ্টির জন্য খাদ্য। উপাদান দুটি কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. জীব খ. জড় গ. মিশ্র ঘ. কৃত্রিম
৭. রিয়াদের বটগাছে পাখি বাসা বেঁধেছে। পাখিগুলো বটগাছকে সাহায্য করতে পারে
ক. বীজের বিস্তরণে
খ. ডালপালা বৃদ্ধিতে
গ. খাদ্য তৈরিতে
ঘ. নতুন গাছ সৃষ্টিতে
৮. শক্তির উৎস সূর্য। এই শক্তি প্রাণীদেহে স্থানান্তরিত হয়
ক. মাটির মাধ্যমে
খ. পানির মাধ্যমে
গ. খাদ্যের মাধ্যমে
ঘ. বায়ুর মাধ্যমে
৯. রূপাদের গ্রামে সাপের সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে গেছে। এর কারণ কোনটি?
ক. সাপের দ্রæত বংশবৃদ্ধি
খ. বেজির সংখ্যা বৃদ্ধি
গ. গ্রামে বন্যার প্রাদুর্ভাব
ঘ. ঈগলের সংখ্যা হ্রাস
১০. আলামিয়ার গরু মারা গেল। তিনি মৃত্যু গরুটিকে মাটিতে পুঁতে রাখলেন। এতে কী ঘটবে?
ক. পানি দূষণ
খ. বায়ু দূষণ
গ. পোকামাকড়ের আক্রমণ
ঘ. উদ্ভিদের পুষ্টি সরবরাহ
১১. রিফাতদের আমগাছে একজোড়া পাখি বাসা বেঁধেছে। এখানে কোন ধরনের সম্পর্ক প্রকাশ পায়?
ক. উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা
খ. উদ্ভিদ ও প্রকৃতির নির্ভরশীলতা
গ. প্রাণী ও পাখির নির্ভরশীলতা
ঘ. জীব ও জড়ের নির্ভরশীলতা
১২. বেঁচে থাকার জন্য তোমাদের খাদ্য চাহিদা মেটাতে কার উপর নির্ভর করবে?
ক. উদ্ভিদ ও মাটি
খ. উদ্ভিদ ও প্রাণী
গ. বায়ু ও প্রাণী
ঘ. মাটি, পানি ও বায়ু
১৩. হিরা তার পড়ার টেবিলের এক কোণে একটি গাছ রেখেছে। গাছটি মরণাপন্ন। কিসের অভাবে গাছটির এ অবস্থা?
ক. অক্সিজেন
খ. মাটি
গ. বায়ু
ঘ. সূর্যের আলো
১৪. আমাদের পরিবেশে অবস্থিত একটি জীব কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। এটি কোন জীব?
ক. সাপ খ. কচুরিপানা গ. ব্যাঙ ঘ. কেঁচো
১৫. জালাল তার জমির আগাছাগুলো তুলে এক কোণে জমা করে রাখার ফলে কী হবে?
ক. জমির উর্বরতা হ্রাস
খ. মারাত্মক বায়ু দূষণ
গ. প্রাকৃতিক সারের সৃষ্টি
ঘ. নতুন উদ্ভিদ সৃষ্টি
১৬. মানুষের চলাচলের জন্য শক্তি সূর্য থেকে আসে। শক্তির এই প্রবাহ কীসের মাধ্যমে বজায় থাকে?
ক. খাদ্যজাল খ. সূর্যের আলো গ. বাস্তুসংস্থান ঘ. খাদ্যশৃঙ্খল
১৭. তোমাদের এলাকায় হঠাৎ করে ঘাস ফড়িং উধাও হয়ে গেলো। এর কারণ কোনটি হতে পারে?
ক. ঈগলের সংখ্যা বৃদ্ধি
খ. ব্যাঙের সংখ্যা বৃদ্ধি
গ. ইঁদুরের সংখ্যা বৃদ্ধি
ঘ. সাপের সংখ্যা বৃদ্ধি
১৮. ইঁদুর বীজ খায়, সাপ ইঁদুর খায়, বেজি সাপ খায়, বিড়াল ইঁদুর ও বেজি খায়। এটি নিচের কোনটির উদাহরণ?
ক. বাস্তুসংস্থানের
খ. খাদ্যশৃঙ্খলের
গ. খাদ্যজালের
ঘ. উৎপাদকের
১৯. কোনটি আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করে
ক. নাইট্রোজেন
খ. হাইড্রোজেন
গ. অক্সিজেন
ঘ. কার্বন
সাধারণ প্রশ্ন :
২০. সকল প্রাণীই বায়ু থেকে গ্রহণ করে
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. হাইড্রোজেন
ঘ. হিলিয়াম
২১. সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে?
ক. খাদ্য তৈরিতে
খ. বংশ বৃদ্ধিতে
গ. শ্বাসকার্যে
ঘ. পরাগায়নে
২২. নিচের কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি শোষণ করে?
ক. পানি
খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. ক্লোরোফিল
২৩. গাছের বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
ক. ইউরিয়া
খ. পটাস
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. ক্লোরোফিল
২৪. খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. ঘাসফড়িং—-তৃণজাতীয় উদ্ভিদ—-সাপ—-ব্যাঙ
খ. ব্যাঙ—-ঘাসফড়িং—-তৃণজাতীয় উদ্ভিদ—-সাপ
গ. সাপ—-ঘাসফড়িং—-তৃণজাতীয় উদ্ভিদ—-ব্যাঙ
ঘ. তৃণজাতীয় উদ্ভিদ—-ঘাসফড়িং—-ব্যাঙ—-সাপ
২৫. নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল?
ক. আলো খ. পানি গ. বীজ ঘ. খাদ্য
২৬. শক্তির প্রধান উৎস কোনটি?
ক. চন্দ্র খ. সূর্য গ. মানুষ ঘ. বিদ্যুৎ
২৭. নিচের কোন সারিটির বেঁচে থাকার জন্য অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন?
ক. আমগাছ ও কাঁঠালগাছ
খ. কাঁঠালগাছ এবং গাড়ি
গ. বাস এবং ঘোড়া
ঘ. হারিকেন এবং বিদ্যুৎ
২৮. প্রাণীর বেঁচে থাকার জন্য প্রধানত প্রয়োজন
ক. হাত, পা ও চোখ
খ. চোখ, নাক এবং কান
গ. আলো, মাটি এবং পুষ্টি
ঘ. খাদ্য, পানি এবং বায়ু
২৯. নিচের কোন সারির তিনটি উপাদান উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয়?
ক. পানি, তাপ, অক্সিজেন
খ. পানি, কার্বন ডাইঅক্সাইড, সূর্যতাপ
গ. পানি, চিনি, বায়ু
ঘ. পানি, অক্সিজেন, বায়ু
৩০. কীটপতঙ্গ ও পাখি উদ্ভিদকে সহায়তা করে
ক. সালোকসংশ্লেষণে
খ. পরাগায়নে
গ. কার্বন ডাইঅক্সাইড উৎপাদনে
ঘ. খাদ্য উৎপাদনে
৩১. নিচের কোনটি জড় পরিবেশের উপাদান?
ক. পাথর খ. উদ্ভিদ গ. মাছ ঘ. পাখি
৩২. বেঁচে থাকার জন্য উদ্ভিদ কীসের উপর নির্ভর করে?
ক. জীব ও জড়
খ. সূর্যের আলো
গ. মাটি ও বায়ু
ঘ. বায়ু ও অক্সিজেন
৩৩. বীজের বিস্তরণ কী?
ক. বীজের ছড়িয়ে পড়া
খ. বীজের অঙ্কুরিত হওয়া
গ. বীজের বিনাশ হওয়া
ঘ. বীজ তৈরি হওয়া
৩৪. প্রাণীর মৃতদেহ কীসে রূপান্তরিত হয়?
ক. খাদ্য জাল
খ. প্রাকৃতিক সার
গ. শক্তি প্রবাহ
ঘ. কঙ্কাল
৩৫. কী থেকে নতুন উদ্ভিদ জন্মায়?
ক. মূল খ. কাণ্ড গ. বীজ ঘ. পাতা
৩৬. সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনটির উপর নির্ভরশীল?
ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. উদ্ভিদ
৩৭. প্রাণী শক্তি পায় কোথা থেকে?
ক. বায়ু খ. পানি গ. খাদ্য ঘ. মাটি
৩৮. ঘাসফড়িং এর সমপর্যায়ের খাদক কোনটি?
ক. কেঁচো খ. সাপ গ. ঈগল ঘ. পামরিপোকা
৩৯. সাপ বেঁচে থাকে কোন খাদ্য খেয়ে?
ক. ঈগল ও খরগোশ
খ. বাজপাখি ও ইঁদুর
গ. ইঁদুর ও খরগোশ
ঘ. ব্যাঙ ও ঈগল
৪০. বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনটির অন্তর্ভুক্ত?
ক. খাদ্যশক্তি
খ. শক্তি প্রবাহ
গ. শ্রেণি
ঘ. খাদ্যশৃঙ্খল
৪১. ঈগল কী খেয়ে বেঁচে থাকে?
ক. সাপ ও ইঁদুর
খ. পামরিপোকা ও খরগোশ
গ. কচ্ছপ ও সাপ
ঘ. ঘাসফড়িং ও পামরিপোকা
৪২. উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়ার নাম কী?
ক. বাস্তুতন্ত্র খ. অভিস্রবণ গ. শ্বসন ঘ. খাদ্যশৃঙ্খল
৪৩. পরাগায়ন প্রক্রিয়ায় উদ্ভিদের
ক. বংশবৃদ্ধি হয়
খ. খাদ্য তৈরি হয়
গ. শ্বসন ক্রিয়া ঘটে
ঘ. খাদ্যশৃঙ্খল গঠিত হয়
৪৪. উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতাকে কী বলা হয়?
ক. খাদ্য স্বয়ংসম্পূর্ণতা
খ. খাদ্যজাল
গ. খাদ্যনির্ভরতা
ঘ. খাদ্য গ্রহণ প্রবণতা
৪৫. খাদ্য উৎপাদনের সময় উদ্ভিদের কী প্রয়োজন হয়?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
৪৬. খাদ্য উৎপাদনে উদ্ভিদ কী ত্যাগ করে?
ক. কার্বন ডাইঅক্সাইড
খ. ক্যালসিয়াম
গ. অক্সিজেন
ঘ. নাইট্রোজেন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।