পঞ্চম শ্রেণি | ইসলাম শিক্ষা | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির ইসলাম শিক্ষা বিষয়টির ৫ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
পঞ্চম অধ্যায়
মহানবি (স)-এর জীবনাদর্শ ও অন্যান্য নবিগণের পরিচয়
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
প্রশ্ন- ১ \ পাদ্রি বহীরা হযরত মুহাম্মদ (স) সম্বন্ধে কী মন্তব্য করেছিলেন?
উত্তর : পাদ্রি বহীরা হযরত মুহাম্মদ (স) কে অসাধারণ বালক বলে মন্তব্য করেন এবং শেষ নবি বলে ভবিষ্যদ্বাণী করেন।
প্রশ্ন- ২ \ হযরত মুহাম্মদ (স)-এর গঠিত সংঘের নাম কী?
উত্তর : হযরত মুহাম্মদ (স)-এর গঠিত সংঘের নাম হিলফুল ফুযূল বা শান্তিসংঘ।
প্রশ্ন- ৩ \ হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করা হয়েছিল?
উত্তর : মহানবি (স) নিজের হাতে হাজরে আসওয়াদ বা পাথরখানা কাবার দেয়ালে স্থাপন করেছিলেন।
প্রশ্ন- ৪ \ মহানবি (স) প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন?
উত্তর : নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ (স) আল্লাহর নির্দেশে প্রথমে নিকট আত্মীয়স্বজনের মধ্যে ইসলাম প্রচার করেন।
প্রশ্ন- ৫ \ আনসার কারা?
উত্তর : মুহাজিরদের মদিনায় যাঁরা আশ্রয় ও সাহায্য-সহযোগিতা দিয়েছিলেন, তাঁরা হলেন আনসার।
প্রশ্ন- ৬ \ মুহাজির কাদের বলে?
উত্তর : মক্কা থেকে হিজরত করে যাঁরা মদিনায় যান তাঁদেরকে বলা হয় মুহাজির।
প্রশ্ন- ৭ \ বদর যুদ্ধের কারণ কী?
উত্তর : মদিনায় ইসলামের উত্তরোত্তর উন্নতি দেখে মক্কার কাফির মুশরিকরা হিংসায় জ্বলে ওঠে। মদিনার ইহুদিরা তাদের প্ররোচিত করেছিল। এ সময় আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা মুসলমানদের দ্বারা আক্রান্ত হওয়ার গুজবও উঠেছিল। এসবই বদর যুদ্ধের কারণ।
প্রশ্ন- ৮ \ মদিনার সনদ কী?
উত্তর : মদিনায় শান্তি, স¤প্রীতি বজায় রেখে স্বাধীনভাবে নিজ ধর্মকর্ম পালন এবং মদিনার নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্দেশ্যে মহানবি (স) সকল স¤প্রদায়কে নিয়ে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন, এটিই ‘মদিনা সনদ’ নামে পরিচিত।
প্রশ্ন- ৯ \ হুদাইবিয়ার সন্ধি কী?
উত্তর : হুদাইবিয়া নামক স্থানে মক্কার কুরাইশরা মুসলমানদের সাথে একটি সন্ধি করে, যা হুদাইবিয়ার সন্ধি নামে খ্যাত।
প্রশ্ন- ১০ \ বিদায় হজ কাকে বলে?
উত্তর : মহানবি (স)-এর জীবনের সর্বশেষ হজকেই বিদায় হজ বলা হয়।
প্রশ্ন- ১১ \ পৃথিবীর আদি মানব কে ছিলেন?
উত্তর : পৃথিবীর আদিমানব ছিলেন হযরত আদম (আ)।
প্রশ্ন- ১২ \ হযরত নূহ (আ)-এর সময় কী আজাব এসেছিল?
উত্তর : হযরত নূহ (আ)- এর সময়ে মানুষের অবাধ্যতার ফলস্বরূপ তুফানের আজাব এসেছিল।
প্রশ্ন- ১৩ \ হযরত ঈসা (আ) বর্তমানে কোথায় জীবিত আছেন?
উত্তর : হযরত ঈসা (আ) বর্তমানে দ্বিতীয় বা চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আছেন।
প্রশ্ন- ১৪ \ ইবরাহীম (আ) কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : হযরত ইবরাহীম (আ) ইরাক দেশের বাবেল শহরে এক পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন- ১৬ \ হযরত দাউদ (আ)-এর ওপর কোন কিতাব নাজেল হয়?
উত্তর : হযরত দাউদ (আ)-এর ওপর প্রসিদ্ধ কিতাব ‘যাবুর’ নাজেল হয়।
প্রশ্ন- ১৭ \ হযরত দাউদ (আ)-এর বীরত্বের উদাহরণ দাও।
উত্তর : হযরত দাউদ (আ) আল্লাহদ্রোহী ও অত্যাচারী শাসক জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেছিলেন।
প্রশ্ন- ১৮ \ হযরত ঈসা (আ)-এর মোজেযা উলেখ কর।
উত্তর : ১. আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করা; ২. শিশু বয়সে দোলনায় থাকা অবস্থায় কথাবার্তা বলা; ৩. জন্মান্ধকে চোখের দৃষ্টিশক্তি দান; ৪. ধবল-শ্বেত ও কুষ্ঠ রোগীদের আল্লাহর রহমতে রোগমুক্ত করা।
প্রশ্ন- ১৯ \ আল্লাহর হুকুমে হযরত সুলায়মান (আ)-এর অধীনে কী কী ছিল?
উত্তর : হযরত সুলায়মান (আ) জিন-পরী, পশুপাখি, গাছপালার ভাষা বুঝতে পারতেন। আল্লাহর আদেশে এসব তাঁর অধীনে ছিল। এমনকি বাতাসও তাঁর অধীনে ছিল।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
প্রশ্ন \ ১ \ মক্কার কুরাইশদের অত্যাচারে রাসুল (স) তাঁর সাহাবিদেরকে নিয়ে হিজরত করে অন্য শহরে যান। তাঁরা কোন শহরে হিজরত করেছিলেন?
উত্তর : তাঁরা মদিনা শহরে হিজরত করেছিলেন।
প্রশ্ন \ ২ \ কুরআনের একটি সূরার প্রথম পাঁচটি আয়াত নাজেলের মাধ্যমে মহানবি (স)-এর ওপর প্রথম ওহি অবতীর্ণ হয়। সূরাটির নাম কী?
উত্তর : সূরাটির নাম হলো সূরা আলাক।
প্রশ্ন \ ৩ \ শিরক-কুফর থেকে মুক্ত থাকার জন্য তুমি কাদের আদর্শ অনুসরণ করবে?
উত্তর : শিরক-কুফর থেকে মুক্ত থাকার জন্য আমি নবি-রাসুলগণের আদর্শ অনুসরণ করব।
প্রশ্ন \ ৪ \ মাওলানা শফিউল্লাহ সবাইকে লক্ষ করে বললেন, আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি মূলত কীসের দাওয়াত দিলেন?
উত্তর : তিনি মূলত ইমানের দাওয়াত দিলেন।
প্রশ্ন \ ৫ \ মহানবি (স) মদিনায় হিজরত করার পর সেখানকার জনগণ মহানবি (স) কে আশ্রয় দিল, সাহায্য করল এবং নবি হিসেবে মেনে নিল। যাঁরা এ কাজগুলো করল তাঁরা কী নামে পরিচিত?
উত্তর : যাঁরা এ কাজগুলো করল তাঁরা আনসার নামে পরিচিত।
প্রশ্ন \ ৬ \ ইসলাম শিক্ষা ক্লাসে শিক্ষক ছাত্রদেরকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান সম্পর্কে বললেন। এখানে তিনি কোনটির কথা বললেন?
উত্তর : এখানে তিনি মদিনা সনদের কথা বললেন।
প্রশ্ন \ ৭ \ মদিনা সনদের সঠিক অনুসরণের মাধ্যমে আমরা কোন শিক্ষা অর্জন করতে পারি?
উত্তর : মদিনা সনদের সঠিক অনুসরণের মাধ্যমে আমরা আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন করার শিক্ষা অর্জন করতে পারি।
প্রশ্ন \ ৮ \ রাসুল (স) মক্কার কুরাইশদের সাথে এক সন্ধি করেন। এ সন্ধি স্বাক্ষরিত হয় কত হিজরিতে?
উত্তর : এ সন্ধি ৬ষ্ঠ হিজরিতে স্বাক্ষরিত হয়।
প্রশ্ন \ ৯ \ শৈশব ও কৈশোরে তোমরা কার জীবনাদর্শ অনুসরণ করবে?
উত্তর : শৈশব ও কৈশোরে আমরা হযরত মুহাম্মদ (স)-এর জীবনাদর্শ অনুসরণ করব।
প্রশ্ন \ ১০ \ তোমার একজন বন্ধু আল্লাহ ও রাসুলের কথা মানে না। পরকালে তার অবস্থা কেমন হবে?
উত্তর : পরকালে সে জাহান্নামে যাবে।
প্রশ্ন \ ১১ \ আল্লাহকে একমাত্র রব হিসেবে স্বীকার করায় বাদশাহ ইবরাহীম (আ)কে আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশ দিল। এখানে কোন অত্যাচারী বাদশাহর কথা বলা হয়েছে?
উত্তর : এখানে অত্যাচারী বাদশাহ নমরূদের কথা বলা হয়েছে।
প্রশ্ন \ ১২ \ আল্লাহর একত্ববাদের কথা ঘোষণা করায় বাদশাহ নমরূদ একজন নবিকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। এখানে কোন নবির কথা বলা হয়েছে?
উত্তর : এখানে হযরত ইবরাহীম (আ) এর কথা বলা হয়েছে।
প্রশ্ন \ ১৩ \ হযরত ইবরাহীম (আ)-এর অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ঘটনাটি থেকে তুমি কোন গুণটি শিখতে পার?
উত্তর : হযরত ইবরাহীম (আ)-এর অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ঘটনাটি থেকে আমি ধৈর্যের গুণটি শিখতে পারি।
প্রশ্ন \ ১৪ \ যাবুর কিতাব যার ওপর নাজেল হয়েছিল তাঁর সুমধুর কণ্ঠে প্রাণিজগৎ মুগ্ধ হয়ে যেত। তাঁর নাম কী?
উত্তর : তাঁর নাম হযরত দাউদ (আ)।
প্রশ্ন \ ১৫ \ হযরত সুলায়মান (আ) আল্লাহর হুকুমে বায়তুল মুকাদ্দাস নির্মাণ কাজ তদারকি করেন। স্থাপনাটি কোথায় অবস্থিত?
উত্তর : স্থাপনাটি বেথেলহামে অবস্থিত।
প্রশ্ন \ ১৬ \ মহান আল্লাহর কুদরতে হযরত ঈসা (আ) পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন। তিনি কার গর্ভে জন্মগ্রহণ করেন?
উত্তর : তিনি হযরত মরিয়ম (আ)-এর গর্ভে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন \ ১৭ \ আমাদের শ্রেণিশিক্ষক আজ আমাদেরকে পৃথিবীর আদি মানব সম্পর্কে বলেছেন। মহান আল্লাহ তাঁকে কী দ্বারা সৃষ্টি করেছেন?
উত্তর : মহান আল্লাহ তাঁকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন।
প্রশ্ন \ ১৮ \ তুমি কি জান ঝড়-তুফান থেকে রক্ষার জন্য নূহ (আ) কী ব্যবস্থা নিয়েছিলেন?
উত্তর : হ্যাঁ, ঝড়-তুফান থেকে রক্ষার জন্য নূহ (আ) নৌকা বানিয়েছিলেন।
প্রশ্ন \ ১৯ \ নবি-রাসুলগণের জীবনে কোন বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
উত্তর : নবি-রাসুলগণের জীবনে সত্যবাদী, নির্লোভ ও নিষ্পাপ বৈশিষ্ট্য লক্ষ করা যায়।
প্রশ্ন \ ২০ \ ইরাকের একটি শহর ইবরাহীম (আ)-কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ঘটনার জন্য বিখ্যাত, শহরটির নাম কী?
উত্তর : শহরটির নাম হলো বাবেল।
প্রশ্ন \ ২১ \ আইয়ামে জাহিলিয়া যুগে তখনকার লোকদের নিত্যনৈমিত্তিক ব্যাপার কী ছিল?
উত্তর : আইয়ামে জাহিলিয়া যুগে তখনকার লোকদের নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল মদপান, জুয়াখেলা, সুদ, ব্যভিচার ইত্যাদি।
প্রশ্ন \ ২২ \ মানবতার চরম দুর্দিনে আল্লাহ তায়ালা কাকে বিশ্বমানবতার শান্তিদূত হিসেবে পাঠালেন?
উত্তর : মানবতার চরম দুর্দিনে আল্লাহ তায়ালা সর্বকালের শ্রেষ্ঠমানব হযরত মুহাম্মদ (স)-কে বিশ্বমানবতার শান্তি দূত হিসেবে পাঠালেন।
প্রশ্ন \ ২৩ \ আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ (স)-কে কেন বিশ্বমানবতার শান্তিদূত হিসেবে পাঠালেন?
উত্তর : আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ (স)-কে পথহারা মানুষকে সত্য, সুন্দর, ধর্ম ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য বিশ্বমানবতার শান্তিদূত হিসেবে পাঠালেন।
প্রশ্ন \ ২৪ \ ফিজার যুদ্ধকে ‘হারবুল ফিজার বা অন্যায় সমর’ বলা হয় কেন?
উত্তর : ফিজার যুদ্ধকে ‘হারবুল ফিজার বা অন্যায় সমর’ বলা হয় কারণ, কায়সগোত্র অন্যায়ভাবে এ যুদ্ধ কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল।
প্রশ্ন \ ২৫ \ ফিজার যুদ্ধ কোন কারণে হয়েছিল?
উত্তর : ওকায মেলায় জুয়াখেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ হয়েছিল।
প্রশ্ন \ ২৬ \ হযরত মুহাম্মদ (স) শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে কোন সংঘ গঠন করলেন?
উত্তর : হযরত মুহাম্মদ (স) শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে হিলফুল ফুযুল গঠন করলেন।
প্রশ্ন \ ২৭ \ হিলফুল ফুযূল ছিল মক্কাবাসিদের জন্য আশীর্বাদ স্বরূপ। সুতরাং হিলফুল ফুযূলের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : হিলফুল ফুযূলের উদ্দেশ্য ছিল শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা।
প্রশ্ন \ ২৮ \ হযরত মুহাম্মদ (স)-কে সারা আরববাসী আল-আমীন নামে ডাকত কেন?
উত্তর : হযরত মুহাম্মদ (স)-কে সারা আরববাসী আল-আমীন নামে ডাকত তার অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে।
প্রশ্ন \ ২৯ \ নবুয়তের দশম বছরে মহানবি (স) শোকে মুহ্যমান হয়ে পড়েন কেন?
উত্তর : নবুয়তের দশম বছরে মহানবি (স) শোকে মুহ্যমান হয়ে পড়েন, কারণ এসময় তাঁর প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজা (রা) ও তাঁর স্নেহপরায়ণ চাচা আবু তালিব ইন্তিকাল করেন।
প্রশ্ন \ ৩০ \ মহানবি (স) ও আবু বকর সিদ্দীক (রা) মক্কার সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন কেন?
উত্তর : কাফেররা তাঁদের হত্যা করবে বলে মহানবি (স) ও আবু বকর সিদ্দীক (রা) মক্কার সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন।
প্রশ্ন \ ৩১ \ মদিনার ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে গেল কেন?
উত্তর : মহানবি (স)-এর মদিনায় আগমনে মদিনার ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে গেল।
সাধারণ
প্রশ্ন- ৩২ \ হযরত নূহ (আ) কত বছর দীনের দাওয়াত দেন?
উত্তর : হযরত নূহ (আ) একাধারে সাড়ে নয়শ বছর দীনের দাওয়াত দিয়েছেন।
প্রশ্ন- ৩৩ \ শৈশব ও কৈশোরে মহানবি (স) রাখালদের সাথে কী চরাতেন?
উত্তর : শৈশব ও কৈশোরে মহানবি (স) রাখালদের সাথে ছাগল বা মেষ চড়াতেন।
প্রশ্ন- ৩৪ \ মদিনা সনদের ধারা কয়টি?
উত্তর : মদিনা সনদের ধারা ৪৭টি।
প্রশ্ন- ৩৫ \ হযরত নূহ (আ)- এর দাওয়াতে কতজন নর-নারী সায় দিয়েছিলেন?
উত্তর : ৪০ জন পুরুষ ও ৪০ জন নারী নূহ (আ)-এর ওপর ইমান এনেছিলেন।
প্রশ্ন- ৩৬ \ ওহুদ যুদ্ধে কতজন সাহাবি শহিদ হন?
উত্তর : ওহুদ যুদ্ধে ৭০ জন সাহাবি শহিদ হন।
প্রশ্ন- ৩৭ \ বিদায় হজ কত হিজরিতে অনুষ্ঠিত হয়?
উত্তর : বিদায় হজ ১০ম হিজরিতে অনুষ্ঠিত হয়।
প্রশ্ন- ৩৮ \ কখন মহানবি (স) মিরাজ গমন করেন?
উত্তর : নবুয়তের একাদশ সনে রজব মাসের ২৭ তারিখে।
প্রশ্ন- ৩৯ \ মক্কা বিজয়ে সাহাবার সংখ্যা কত ছিল?
উত্তর : মক্কা বিজয়ে সাহাবার সংখ্যা ছিল দশ হাজার।
প্রশ্ন- ৪০ \ হযরত ঈসা (আ) কে কোথায় দাফন করা হবে?
উত্তর : আমাদের মহানবি (স)-এর রওজা মুবারকের পাশে হযরত ঈসা (আ) কে দাফন করা হবে।
প্রশ্ন- ৪১ \ কুরআন মজিদে কতজন নবির নাম উল্লেখ আছে?
উত্তর : কুরআন মজিদে ২৫ জন নবির নাম উল্লেখ আছে।
প্রশ্ন- ৪২ \ মহানবি (স)-এর চাচার নাম কী?
উত্তর : মহানবি (স)-এর চাচার নাম আবু তালিব।
প্রশ্ন- ৪৪ \ মানবজাতি কার বংশধর?
উত্তর : মানবজাতি হযরত আদম (আ)-এর বংশধর।
প্রশ্ন- ৪৫ \ কোন সময়কে ‘আইয়ামে জাহিলিয়া’ বা মূর্খতার যুগ বলা হয়?
উত্তর : হযরত মুহাম্মদ (স)-এর জšে§র সময় আরবের লোকেরা কুসংস্কার ও পাপ-পঙ্কিলতার অতলে নিমজ্জিতি ছিল। সে সময়কে ‘আইয়ামে জাহিলিয়া’ বা মূর্খতার যুগ বলা হয়।
প্রশ্ন- ৪৬ \ মহানবি (স) কবে, কোথায় জš§গ্রহণ করেন?
উত্তর : মহানবি (স) ৫৭০ খ্রিষ্টাব্দের ২০ এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জš§গ্রহণ করেন।
প্রশ্ন- ৪৭ \ হিলফুল ফুযূলের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : হিলফুল ফুযূলের উদ্দেশ্য ছিল আর্তের সেবা, অত্যাচারীকে প্রতিরোধ করা, অত্যাচারিতকে সাহায্য করা, শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে স¤প্রীতি বজায় রাখা ইত্যাদি।
প্রশ্ন- ৪৮ \ হযরত ঈসা (আ) কীভাবে জš§গ্রহণ করেন?
উত্তর : আল্লাহর অসীম কুদরতে পিতা ছাড়াই হযরত মরিয়ম (আ)-এর গর্ভে হযরত ঈসা (আ) জš§গ্রহণ করেন।
প্রশ্ন- ৪৯ \ হযরত ইবরাহীম (আ)-এর জীবনের বড় দুটি পরীক্ষার নাম উল্লেখ কর।
উত্তর :
ক. মূর্তিপুজার বিরোধিতা করায় বাদশাহ নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল।
খ. আল্লাহ তায়ালা স্বপ্নের মাধ্যমে ইবরাহীম (আ)-কে তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আ)-কে কুরবানি দেওয়ার আদেশ দিয়েছিলেন।
প্রশ্ন- ৫০ \ আল্লাহ হযরত আদম ও হাওয়া (আ)-কে সৃষ্টি করার পর কোথায় থাকার ব্যবস্থা করেন?
উত্তর : আল্লাহ হযরত আদম ও হাওয়া (আ)-কে সৃষ্টির পর বেহেশতে থাকার ব্যবস্থা করেন।
প্রশ্ন- ৫১ \ কে আল্লাহর সামনে অহংকার ভাব প্রকাশ করে?
উত্তর : ইবলিস আল্লাহর সামনে অহংকার ভাব প্রকাশ করে।
প্রশ্ন- ৫২ \ হযরত মুহাম্মদ (স) কোথায় ধ্যানমগ্ন ছিলেন?
উত্তর : হযরত মুহাম্মদ (স) হেরা পর্বতের নির্জন গুহায় ধ্যানমগ্ন ছিলেন।
প্রশ্ন- ৫৩ \ হিজরতের সময় রাসুল (স)-এর সঙ্গী কে ছিলেন?
উত্তর : হিজরতের সময় রাসুল (স)-এর সঙ্গী ছিলেন হযরত আবু বকর (রা)।
প্রশ্ন- ৫৪ \ রাসুল (স)-এর রেখে যাওয়া দুটি অমূল্য সম্পদ কী?
উত্তর : রাসুল (স)-এর রেখে যাওয়া দুটি অমূল্য সম্পদ হলো পবিত্র কুরআন ও হাদিস শরিফ।
প্রশ্ন- ৫৫ \ কাকে “আল-আমিন” উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর : হযরত মুহাম্মদ (স) কে “আল-আমিন” উপাধিতে ভূষিত করা হয়।
প্রশ্ন- ৫৬ \ নূহ (আ) কত বছর দীনের দাওয়াত দিয়েছেন?
উত্তর : হযরত নূহ (আ) একাধারে সাড়ে নয়শ বছর দীনের দাওয়াত দিয়েছেন।
প্রশ্ন- ৫৭ \ নূহ (আ)-এর ওপর কতজন লোক ইমান আনল? হযরত নূহ (আ)-এর দাওয়াতে কতজন নর-নারী সায় দিয়েছিলেন?
উত্তর : ৪০ জন পুরুষ ও ৪০ জন নারী নূহ (আ)-এর ওপর ইমান এনেছিলেন।
প্রশ্ন- ৫৮ \ কোন নবির সময় মহাপ্লাবন হয়েছিল?
উত্তর : হযরত নূহ (আ)-এর সময় মহাপ্লাবন হয়েছিল।
প্রশ্ন- ৫৯ \ ইসমাঈল (আ)-এর মায়ের নাম কী?
উত্তর : ইসমাঈল (আ)-এর মায়ের নাম বিবি হাজেরা।
প্রশ্ন- ৬০ \ হযরত দাউদ (আ) কোন বংশে জš§গ্রহণ করেন?
উত্তর : হযরত দাউদ (আ) বনি ইসরাইল বংশে জš§গ্রহণ করেন।
প্রশ্ন- ৬১ \ শৈশবে হযরত দাউদ (আ) কী চরাতেন?
উত্তর : শৈশবে হযরত দাউদ (আ) মেষ চরাতেন।
প্রশ্ন- ৬২ \ হযরত দাউদ (আ)-এর যুদ্ধ কৌশল কেমন ছিল?
উত্তর : হযরত দাউদ (আ)-এর যুদ্ধ কৌশল অসাধারণ ছিল।
প্রশ্ন- ৬৩ \ হযরত দাউদ (আ) কাকে পরাজিত করেন?
উত্তর : হযরত দাউদ (আ) জালুতকে পরাজিত করেন।
প্রশ্ন- ৬৪ \ হযরত দাউদ (আ) কাকে বিয়ে করেন?
উত্তর : হযরত দাউদ (আ) বাদশাহ তালুতের মেয়েকে বিয়ে করেন।
প্রশ্ন- ৬৫ \ হযরত দাউদ (আ) অধিকাংশ সময় কী করতেন।
উত্তর : হযরত দাউদ (আ) অধিকাংশ সময় আল্লাহর ইবাদত করতেন।
প্রশ্ন- ৬৬ \ কার কণ্ঠ সুমধুর ছিল?
উত্তর : হযরত দাউদ (আ)-এর কণ্ঠ সুমধুর ছিল।
প্রশ্ন- ৬৭ \ খাদিজা (রা) কাকে ব্যবসার দায়িত্ব প্রদান করেন?
উত্তর : খাদিজা (রা) হযরত মুহাম্মদ (স) কে ব্যবসার দায়িত্ব প্রদান করেন।
প্রশ্ন- ৬৮ \ হযরত সুলায়মান (আ) কে ছিলেন?
উত্তর : হযরত সুলায়মান (আ) আল্লাহর নবি ছিলেন।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
প্রশ্ন- ৬৯ \ হযরত সুলায়মান (আ)-এর পিতার নাম কী?
উত্তর : হযরত সুলায়মান (আ)-এর পিতার নাম দাউদ (আ)।
প্রশ্ন- ৭০ \ হযরত সুলায়মান (আ)-এর রাজত্ব কোথায় ছিল?
উত্তর : হযরত সুলায়মান (আ)-এর রাজত্ব প্যালেস্টাইনে ছিল।
প্রশ্ন- ৭১ \ বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেন কে?
উত্তর : হযরত সুলায়মান (আ) বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।