পঞ্চম শ্রেণি | ইসলাম শিক্ষা | অধ্যায় ৫ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ৫ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
পঞ্চম অধ্যায়
মহানবি (স)-এর জীবনাদর্শ ও অন্যান্য নবিগণের পরিচয়
অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
ক নৈর্ব্যক্তিক প্রশ্ন : বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (চ) দাও :
১. মহানবি (স) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৫২২ খ্রি. খ. ৫৭০ খ্রি. গ. ৬১০ খ্রি. ঘ. ৬২২ খ্রি.
২. হযরত মুহাম্মদ (স)-এর প্রথম দুধমাতা কে ছিলেন?
ক. সোয়েবা খ. হালিমা গ. আম্বিয়া ঘ. সালেহা
৩. কত বছর বয়সে মুহাম্মদ (স)-এর দাদা মারা যান?
ক. ৩ বছর খ. ৫ বছর গ. ৭ বছর ঘ. ৮ বছর
৪. নবুয়তের কত সনে মহানবি (স)-এর মিরাজ হয়েছিল?
ক. দশম খ. একাদশ গ. দ্বাদশ ঘ. চতুর্দশ
৫. মহানবি (স) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?
ক. ৫৭০ খ্রিষ্টাব্দে
খ. ৬১০ খ্রিষ্টাব্দে
গ. ৬২২ খ্রিষ্টাব্দে
ঘ. ৬৩২ খ্রিষ্টাব্দে
৬. হযরত আদম (আ) কিসের তৈরি?
ক. আগুন খ. পাথর গ. মাটি ঘ. পানি
৭. হযরত নূহ (আ) কত বছর আল্লাহর দীনের দাওয়াত দিয়েছিলেন?
ক. সাড়ে ছয় শ বছর
খ. সাড়ে নয় শ বছর
গ. সাড়ে আট শ বছর
ঘ. সাড়ে সাত শ বছর
৮. হযরত ইবরাহীম (আ)-এর পিতার নাম কী?
ক. আযম খ. হাতেম গ. আজর ঘ. আমর
৯. হযরত দাউদ (আ) কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. বানু ইসরাইল
খ. বানু তামীম
গ. বানু পায়েস
ঘ. বানু গালিব
১০. আল্লাহ তায়ালা হযরত ঈসা (আ)-এর ওপর কোন কিতাব নাজেল করেন?
ক. কুরআন খ. তাওরাত গ. ইনজিল ঘ. যাবুর
১১. হযরত সুলায়মান (আ)-এর পিতার নাম কী?
ক. হযরত ঈসা (আ)
খ. হযরত দাউদ (আ)
গ. হযরত মূসা (আ)
ঘ. হযরত ইবরাহীম (আ)
উত্তরমালা
১. খ ২. ক ৩. ঘ ৪. খ ৫. গ ৬. গ
৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. খ
খ শূন্যস্থান পূরণ কর :
১. হযরত মুহাম্মদ (স)———–বংশে জন্মগ্রহণ করেন।
২. ফিজার যুদ্ধ———–গোত্র কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল।
৩. পর্বতের গুহায় হযরত মুহাম্মদ (স) ধ্যানমগ্ন থাকতেন।
৪. হিজরতের সময় মহানবি (স)———–পাহাড়ের গুহায় আশ্রয় নেন।
৫. মদিনা সনদে———–টি ধারা ছিল।
৬. আল্লাহর কোনো———–নেই।
৭. হযরত নূহ (আ) আল্লাহর নির্দেশে এক বিরাট———–তৈরি করলেন।
৮. হযরত ইবরাহীম (আ)-এর আমলে সেখানকার বাদশাহ ছিলেন———–।
৯. হযরত দাউদ (আ) শৈশবে———–চরাতেন।
১০. হযরত ঈসা (আ) আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে———–করতেন।
উত্তর : ১. কুরাইশ; ২. কায়াস; ৩. হেরা; ৪. মক্কার সাওর; ৫. ৪৭; ৬. শরিক; ৭. নৌকা; ৮. নমরূদ; ৯. মেষ; ১০. জীবিত।
গ বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিলাও
বাম পাশ ———–ডান পাশ
মহানবি (স)-এর পিতা———–সেনাপতি ছিলেন
মহানবি (স)-এর মাতা———–হযরত হাওয়া (আ)
মহানবি (স)-এর দাদা———–হযরত মরিয়ম (আ)
মহানবি (স)-এর চাচা———–থামল
মহানবি (স)-এর দুধমা———–আমিনা
হযরত আদম (আ)-এর সঙ্গির নাম———–আব্দুল্লাহ
নৌকা জুদি পাহাড়ে এসে———–আবু তালিব
হযরত দাউদ (আ) বাদশাহ তালুতের———–হালিমা
হযরত ঈসা (আ)-এর আম্মার নাম ———–আব্দুল মুত্তালিব
উত্তর :
মহানবি (স)-এর পিতা আব্দুল্লাহ।
মহানবি (স)-এর মাতা আমিনা।
মহানবি (স)-এর দাদা আব্দুল মুত্তালিব।
মহানবি (স)-এর চাচা আবু তালিব।
মহানবি (স)-এর দুধমা হালিমা।
হযরত আদম (আ)-এর সঙ্গির নাম হযরত হাওয়া (আ)।
নৌকা জুদি পাহাড়ে এসে থামল।
হযরত দাউদ (আ) বাদশাহ তালুতের সেনাপতি ছিলেন।
হযরত ঈসা (আ)-এর আম্মার নাম হযরত মরিয়ম (আ)।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. হযরত মুহাম্মদ (স) কে লালনপালনকারী বিবি হালিমা কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. কুরাইশ খ. বনু সাদ গ. কায়াস ঘ. বনু তামীম
২. কোন নবি জিন-পরী, পশুপাখি, গাছলতার কথা বুঝতেন?
ক. হযরত দাউদ (আ)
খ. হযরত সুলায়মান (আ)
গ. হযরত নূহ (আ)
ঘ. হযরত ঈসা (আ)
৩. “বায়তুল লাহাম” স্থানটি বর্তমানে কোথায় অবস্থিত?
ক. ইরাকে খ. লিবিয়ায় গ. ফিলিস্তিনে ঘ. সিরিয়ায়
৪. মহানবি (স) ও মুসলিমগণ বদরের যুদ্ধে বন্দি কাফিরদের সাথে আচরণ করেন-
ক. অমানবিক খ. মানবিক গ. পাশবিক ঘ. অস্বাভাবিক
৫. মহানবি (স) কেন তায়েফ গমন করেছিলেন?
ক. ইসলাম প্রচার করতে
খ. তায়েফবাসীদের সাহায্য করতে
গ. তায়েফবাসীর সাথে যুদ্ধ করতে
ঘ. তায়েফবাসীর সাথে বাণিজ্য করতে
৬. নূহ (আ)-এর সময়কার বন্যা সম্বন্ধীয় গল্প থেকে আমরা যে শিক্ষা পাইÑ
ক. নতুন কিছু শুরু করা
খ. একটি নৌকা তৈরি করা
গ. পাপ করলে আল্লাহ শাস্তি দেন
ঘ. মরার পরও বেঁচে থাকা নিশ্চিতকরণ
৭. অত্যাচারী বাদশা নমরূদ ইবরাহীম (আ) কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন কেন?
ক. মূর্তিপূজা করার জন্য
খ. গণনাকারীদের কাজে সাহায্য করার জন্য
গ. রাজাকে পূজা করার বিরোধিতা করার জন্য
ঘ. পুরোহিতদের কাজ বিরোধিতা করার জন্য
৮. মহানবি (স) ব্যতিক্রম ছিলেন, কারণ তিনি কখনো
ক. টাকা উপার্জন করেননি
খ. দুর্ব্যবহার করেননি
গ. কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি
ঘ. খাদ্য গ্রহণ করেননি
৯. মহান আল্লাহ নবি-রাসুলগণকে কেন প্রেরণ করেছেন?
ক. দেশ ভ্রমণের জন্য
খ. মাদরাসা করার জন্য
গ. মসজিদ তৈরির জন্য
ঘ. আল্লাহর পছন্দনীয় পথ মানুষকে দেখানোর জন্য
১০. হযরত ইবরাহীম (আ) হযরত হাজেরাকে মরুভূমিতে রেখে গেলেন কেন?
ক. তাঁর শান্তির জন্য
খ. খারাপ সম্পর্কের কারণে
গ. তাঁকে শাস্তি দেওয়ার জন্য
ঘ. আল্লাহর আদেশ পালনের জন্য
১১. কবির ইতিহাস পড়ে জানতে পারল একজন নবির পিতার নাম আবদুল্লাহ। মাতার নাম আমেনা। কবির কোন নবির ইতিহাস জেনেছে?
ক. হযরত মুহাম্মদ (স) এর
খ. হযরত মুসা (আ) এর
গ. হযরত ঈসা (আ) এর
ঘ. হযরত দাউদ (আ) এর
১২. এক মহীয়সী নারী ইসলামের জন্য তার জীবন, সম্পদ ব্যয় করেন।এই মহীয়সীর নাম কী?
ক. হযরত উম্মে সালমা (রা)
খ. হযরত খাদিজা (রা)
গ. হযরত মরিয়ম (আ)
ঘ. হযরত আছিয়া (আ)
১৩. আল্লাহ তায়ালা একজন নবিকে নিজ হাতে তৈরি করে জান্নাতে থাকতে দিলেন। এই নবির নাম কী?
ক. হযরত নূহ (আ)
খ. হযরত ইবরাহীম (আ)
গ. হযরত আদম (আ)
ঘ. হযরত ঈসা (আ)
১৪. বাদশাহ নমরূদের দরবার থেকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলোÑ তাঁকে আগুনে পুড়িয়ে মারা হবে। তিনি কে?
ক. হযরত ঈসা (আ)
খ. হযরত আদম (আ)
গ. হযরত নূহ (আ)
ঘ. হযরত ইবরাহীম (আ)
১৫. হযরত দাউদ (আ) এর কণ্ঠস্বর ছিল সুমধুর। তিনি একটি কিতাব তিলাওয়াত করতেন। তিনি কোন কিতাবটি তিলাওয়াত করতেন?
ক. যাবুর খ. কুরআন গ. ইনজিল ঘ. তাওরাত
১৬. হযরত সুলায়মান (আ) আল্লাহর হুকুমে বৃদ্ধ বয়সে একটি মসজিদ নির্মাণ করেন। তিনি কোন মসজিদটি নির্মাণ করেন?
ক. মসজিদে নববি
খ. বায়তুল মুকাদ্দাস
গ. মসজিদে নামিরা
ঘ. মসজিদে খাইফ
১৭. শেষ জামানায় কিয়ামতের পূর্বে হযরত ঈসা (আ) পুনরায় পৃথিবীতে আসবেন। তিনি এক মিথ্যাবাদীকে হত্যা করবেন। তিনি কাকে হত্যা করবেন?
ক. আবু জেহেল খ. ফেরাউন গ. দাজ্জাল ঘ. নমরুদ
১৮. কোন নবি জিন-পরী, পশুপাখি, গাছপালার ভাষা বুঝতে পারতেন?
ক. দাউদ (আ)
খ. সুলায়মান (আ)
গ. ঈসা (আ)
ঘ. মহানবি (আ)
১৯. ‘আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। তোমরা তাঁকে সম্মান জানাও। তাঁর সম্মানে তাঁকে সিজদাই কর।’Ñ কথাটি কার?
ক. আল্লাহর
খ. ফেরেশতার
গ. নবিদের
ঘ. হযরত মুহাম্মদ (স)-এর
২০. পৃথিবীর প্রথম মানুষ ও নবি একই জন। তার নাম কী?
ক. হযরত আদম (আ)
খ. হযরত মুহাম্মদ (স)
গ. হযরত মূসা (আ)
ঘ. হযরত ঈসা (আ)
২১. প্লাবন থেমে গেলে হযরত নূহ (আ)-এর জাহাজ কোথায় এসে থামল?
ক. সাফা পাহাড়ে
খ. জুদি পাহাড়ে
গ. জাদু পাহাড়ে
ঘ. মারওয়া পাহাড়ে
২২. হযরত দাউদ (আ) ছিলেন মহান আল্লাহর একজন প্রিয় বান্দা। তিনি উপার্জিত অর্থ কয়ভাগে ভাগ করতেন?
ক. ৫ খ. ২ গ. ৩ ঘ. ৬
২৩. হযরত ঈসা (আ) পুনরায় পৃথিবীতে এসে কত বছর অবস্থান করবেন?
ক. ২০ খ. ৬৩ গ. ৪০ ঘ. ৫০
২৪. রবিউল আউয়াল মাসে মহানবি (স) ইন্তিকাল করেন। সেদিন কত তারিখ ছিল?
ক. ১২ খ. ১৩ গ. ১৪ ঘ. ১৫
২৫. হাজি সুলাইমান সাহেব মদিনায় গেলেন। তিনি কোথায় জিয়ারত করেন?
ক. চত্বরে খ. মুয়াজ্জমায় গ. রওজায় ঘ. কবরে
২৬. বহীরা মহানবি (স) সম্পর্কে মন্তব্য করেন। সেটি কী ছিল?
ক. চালাক বালক
খ. অসাধারণ বালক
গ. বুদ্ধিমান বালক
ঘ. সৎ বালক
২৭. কোন নবিকে ভয়াবহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল?
ক. হযরত ইবরাহীম (আ)
খ. হযরত ঈসা (আ)
গ. হযরত আদম (আ)
ঘ. হযরত নূহ (আ)
২৮. কিশোর মুহাম্মদ (স) এর বৈশিষ্ট্যরূপে তুমি কোনটি উল্লেখ করবে?
ক. সুন্দর খ. দুর্বল গ. নরম ঘ. ধনী
২৯. ওহুদ যুদ্ধে মহানবি (স) আহত হন। এতে তাঁর কী ভেঙে যায়?
ক. হাত খ. দাঁত গ. পা ঘ. মাথা
৩০. মিরাজের রাতে নবিগণ সবাই সমবেত হয়েছিলেন। সেখানে ইমাম হন কে?
ক. হযরত ইবরাহীম (আ)
খ. হযরত মুসা (আ)
গ. হযরত ঈসা (আ)
ঘ. হযরত মুহাম্মদ (স)
৩১. মদিনা থেকে দক্ষিণ-পশ্চিমে বদর নামক স্থান অবস্থিত। এ দিকে মদিনা থেকে বদরের দূরত্ব কত মাইল?
ক. ৭০ খ. ৮০ গ. ৯০ ঘ. ১০০
৩২. অহংকারী চিরতরে ধ্বংসপ্রাপ্ত। এরূপ অহংকারী কে ছিল?
ক. আজাজিল
খ. মানুষ
গ. হযরত আদম (আ)
ঘ. জিন
৩৩. হযরত দাউদ (আ) একজন নবি ও রাসুল। তিনি কেমন শাসক ছিলেন?
ক. ন্যায়পরায়ণ
খ. অত্যাচারী
গ. সাধারণ
ঘ. জালিম
৩৪. প্রকৃতপক্ষে সনদটি ছিল মদিনার রাষ্ট্রীয় আইন। সনদে কতটি ধারা ছিল?
ক. ৪৬ খ. ৪৭ গ. ৪৮ ঘ. ৪৯
৩৫. নবুয়ত লাভের পূর্বে একজন নবি সৈনিক ছিলেন। তিনি কোন বাদশাহের সেনাপতি ছিলেন?
ক. তালুতের খ. নমরুদের গ. আকবরের ঘ. ফেরাউনের
৩৬. মহানবি (স) এর আগমনের সময়টি ছিল ‘আইয়ামে জাহেলিয়া’। এর অর্থ কী?
ক. সুখ-শান্তির যুগ
খ. আধুনিক যুগ
গ. মূর্খতার যুগ
ঘ. উন্নয়নের যুগ
৩৭. কণ্ঠস্বর ছিল সুমধুর। তিনি নবি। তার নাম কী?
ক. হযরত মুসা (আ)
খ. হযরত ঈসা (আ)
গ. হযরত দাউদ (আ)
ঘ. হযরত নূহ (আ)
৩৮. পৃথিবীর আদি মানব ও প্রথম নবি একই ব্যক্তি। তিনি কে?
ক. হযরত মুহাম্মদ (স)
খ. হযরত নূহ (আ)
গ. হযরত ইবরাহিম (আ)
ঘ. হযরত আদম (আ)
৩৯. নবি-রাসুল সবাই মানুষ ছিলেন। হযরত দাউদ (আ) কেমন মানুষ ছিলেন?
ক. অত্যন্ত ভীতু প্রকৃতির
খ. অত্যন্ত সাহসী
গ. অহংকারী
ঘ. অত্যাচারী
৪০. আজাজিল কীসের তৈরি?
ক. নূরের খ. আগুনের গ. পানির ঘ. মাটির
সাধারণ
৪১. হযরত খাদিজা (রা) কার নাম শুনে মুগ্ধ হলেন?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত মুহাম্মদ (স)
গ. হযরত আলী (রা)
ঘ. হযরত বেলাল (রা)
৪২. হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করা হয়?
ক. মদিনার মসজিদে
খ. রিয়াদের মসজিদে
গ. কাবার দেয়ালে
ঘ. জেরুজালেমের মসজিদে
৪৩. পবিত্র কুরআন মজিদে মোট কতজন নবি-রাসুলের নাম উল্লেখ রয়েছে।
ক. ১৫ খ. ২৫ গ. ৩৫ ঘ. ৪৫
৪৪. আল্লাহ, নবি হযরত ইবরাহীম (আ) কে প্রেরণ করেছেন-
ক. আরব দেশকে পরিচালনার জন্য
খ. জনগণের অভিভাবক হওয়ার জন্য
গ. আরবীয়দের খেদমত কারার জন্য
ঘ. মানুষকে অজ্ঞতা থেকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য
৪৫. আল্লাহর বাণী বা ওহি নবি-রাসুলদের কাছে নিয়ে আসতেন কোন ফেরেশতা?
ক. হযরত আজরাইল (আ)
খ. হযরত জিবরাইল (আ)
গ. হযরত মিকাইল (আ)
ঘ. হযরত ইসরাফিল (আ)
৪৬. আমাদের সর্বশেষ নবির নাম কী?
ক. হযরত ইউসুফ (আ)
খ. হযরত ঈসা (আ)
গ. হযরত মুহাম্মদ (স)
ঘ. হযরত মুসা (আ)
৪৭. হযরত নূহ (আ) কত বছর দীনের দাওয়াত দেন?
ক. ৮৫০ খ. ৯৫০ গ. ৬৫০ ঘ. ৭৫০
৪৮. কত হিজরীতে বিদায় হজ অনুষ্ঠিত হয়?
ক. দশম
খ. দ্বাদশ
গ. একাদশ
ঘ. নবম
৪৯. হযরত ঈসা (আ) এর মায়ের নাম কী?
ক. হযরত হালিমা
খ. হযরত মরিয়ম
গ. হযরত সালেহা
ঘ. হযরত মাফিয়া
৫০. হযরত দাউদ (আ) কার সেনাপতি ছিলেন?
ক. বাদশাহ নমরুদের
খ. বাদশাহ তালুতের
গ. বাদশাহ সুলায়মাদের
ঘ. বাদশাহ ফয়সালের
৫১. কাবা শরিফ কোথায় অবস্থিত?
ক. মক্কায় খ. মদিনায় গ. জেরুজালেমে ঘ. ফিলিস্তিনে
৫২. মহানবি (স) কোথায় হিজরত করেছিলেন?
ক. কুফায় খ. তায়েকে গ. মদিনায় ঘ. মিশরে
৫৩. হযরত ইবরাহীম (আ) -এর পিতার নাম কী?
ক. আযম খ. হাতেম গ. আজর ঘ. আমর
৫৪. মহানবি (স) -এর দুধ ভাই এর নাম কী?
ক. আব্দুর রহমান
খ. আব্দুল্লাহ
গ. আব্দুল্লাহ ইবনে আব্বাস
ঘ. আসাদুল্লাহ
৫৫. হযরত ঈসা (আ) -এর ওপর কোন কিতাব নাজেল হয়?
ক. তাওরাত খ. ইনজিল গ. কুরআন ঘ. যাবুর
৫৬. নবুয়তের কত সনে মহানবি (স)-এর মিরাজ হয়েছিল?
ক. দশম খ. একাদশ গ. দ্বাদশ ঘ. চতুর্দশ
৫৭. হযরত দাউদ (আ) কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. বনু ইসরাইল খ. বনু তাসিম গ. বনু পায়স ঘ. বনু গালিব
৫৮. ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা কে ছিলেন?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত আলী (রা)
গ. হযরত ওমর (রা)
ঘ. হযরত ওসমান (রা)
৫৯. প্রাচীন আরববাসী কাবা প্রাঙ্গণে কতটি মূর্তি স্থাপন করেছিল?
ক. ৩৭০ খ. ৩৬০ গ. ৩৮০ ঘ. ৩৯০
৬০. হেরা গুহায় প্রথম নাজেল হয় কোন সূরার পাঁচটি আয়াত?
ক. সূরা মাউন
খ. সূরা ফীল
গ. সূরা আলাক
ঘ. সূরা নাস
৬১. মদিনা সনদে কতটি ধারা ছিল?
ক. ৪৫ খ. ৪৬ গ. ৪৭ ঘ. ৪৮
৬২. হযরত দাউদ (আ)-এর ওপর নাজেল হয়েছে
ক. ইনজিল
খ. তাওরাত
গ. যাবুর
ঘ. কুরআন
৬৩. কাকে আদমে সানী বলা হয়?
ক. হযরত ইবরাহীম (আ)
খ. হযরত নূহ (আ)
গ. হযরত মূসা (আ)
ঘ. হযরত ঈসা (আ)
৬৪. হযরত নূহ (আ)-এর ছেলের নাম কী?
ক. কেনান খ. আবিদ গ. ইবরাহীম ঘ. সাদাত
৬৫. হযরত ইবরাহীম (আ) কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
ক. আরবে খ. ইরাকে গ. ইরানে ঘ. মিসরে
৬৬. হযরত ইসমাইল (আ)-এর মায়ের নাম কী?
ক. বিবি সারা
খ. বিবি হাজেরা
গ. বিবি আমেনা
ঘ. বিবি ফাতেমা
৬৭. কার পায়ের আঘাতে জমজম ক‚পের সৃষ্টি হয়েছে?
ক. হযরত ইউসুফ (আ)
খ. হযরত ইবরাহীম (আ)
গ. হযরত ইসমাইল (আ)
ঘ. হযরত মূসা (আ)
৬৮. হযরত ইবরাহীম (আ)-এর উপাধি কী ছিল?
ক. খলিলুলাহ
খ. আসাদুলাহ
গ. কালিমুলাহ
ঘ. নাবিউলাহ
৬৯. হযরত দাউদ (আ) কোন পেশায় নিযুক্ত ছিলেন?
ক. লৌহবর্ম তৈরি করতেন
খ. কাপড় তৈরি করতেন
গ. মেষ চরাতেন
ঘ. ব্যবসা করতেন
৭০. কার তিলাওয়াত শোনার জন্য পক্ষীকুল ও মৎস্যকুল ছুটে আসত?
ক. হযরত নূহ (আ)
খ. হযরত ইবরাহীম (আ)
গ. হযরত দাউদ (আ)
ঘ. হযরত মূসা (আ)
৭১. হযরত মুহাম্মদ (স)-এর কত বছর বয়সে তাঁর মাতা মারা যান?
ক. ৬ খ. ১০ গ. ৯ ঘ. ১৬
৭২. হযরত মুহাম্মদ (স) কোন গুহায় ধ্যানমগ্ন থাকতেন ?
ক. সাফা পাহাড়ে
খ. হেরা গুহায়
গ. মারওয়া পাহাড়ে
ঘ. জাবালে রহমতে
৭৩. হযরত মুহাম্মদ (স) কত বছর বেঁচে ছিলেন ?
ক. ৬০ খ. ৬৩ গ. ৭০ ঘ. ৮৩
৭৪. বিদায় হজ কত হিজরিতে হয়?
ক. ৯ খ. ১০ গ. ৭ ঘ. ৫
৭৫. মহানবি (স) রবিউল আউয়াল মাসের কত তারিখে জš§গ্রহণ করেন?
ক. ১৫ খ. ১৪ গ. ১৩ ঘ. ১২
৭৬. কাফেররা কার ওপর নির্যাতন করত?
ক. গরিবদের
খ. কুরাইশদের
গ. যাযাবরদের
ঘ. মহানবি (স)-এর
৭৭. মহানবি (স) কত তারিখে মদিনায় পৌঁছেন?
ক. ২২ অক্টোবর
খ. ৪ সেপ্টেম্বর
গ. ২৪ সেপ্টেম্বর
ঘ. ২ ডিসেম্বর
৭৮. মহানবি (স) কে কোথায় সমাহিত করা হয়?
ক. মক্কায় খ. মদিনায় গ. আরাফায় ঘ. ইরাকে
৭৯. আল্লাহ ফেরেশতাদের কাকে সিজদাহ করতে বললেন?
ক. ইবলিস
খ. হযরত আদম (আ)
গ. হযরত মুহাম্মদ (স)
ঘ. আল্লাহ
৮০. কত তারিখে নবি (স) বায়তুল মুকাদ্দাসে যান?
ক. ২৫ খ. ২৭ গ. ২২ ঘ. ২৩
৮১. মক্কা বিজয়ের সময় মহানবি (স) এর সাথে কতজন সাহাবি ছিলেন?
ক. ১০ হাজার
খ. ৫ হাজার
গ. ৭ হাজার
ঘ. ২০ হাজার
৮২. মহানবি (স) কোথায় হিজরত করেন?
ক. মক্কায় খ. মিনায় গ. মদিনায় ঘ. আবিসিনিয়ায়
৮৩. বিদায় হজের ভাষণ কেমন ছিল?
ক. কোমল খ. ঝাঁঝাল গ. মর্মস্পর্শী ঘ. স্বাভাবিক
৮৪. হযরত ইবরাহীম (আ) কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. ইরানে খ. ফিলিস্তিনে গ. ইরাকে ঘ. জেরুজালেমে
৮৫. আমাদের নবিজি (স)-এর রওজা মুবারকের পাশে কাকে দাফন করা হবে?
ক. হযরত ঈসা (আ)
খ. হযতর আদম (আ)
গ. হযরত দাউদ (আ)
ঘ. হযরত ইবরাহীম (আ)
৮৬. কোন সময়ে মেয়ে শিশুদের জীবন্ত করব দেওয়া হতো?
ক. আইয়ামে জাহিলিয়ার যুগে
খ. মধ্যযুগে
গ. প্রাচীন যুগে
ঘ. আধুনিক যুগে
৮৭. কে দোলনায় থাকাকালেই কথা বলার অলৌকিক শক্তি লাভ করেন?
ক. হযরত ইবরাহীম (আ)
খ. হযরত ঈসা (আ)
গ. হযরত নূহ (আ)
ঘ. হযরত মূসা (আ)
৮৮. ফিজার যুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
৮৯. মহানবি (স) কত বছর বয়সে বিবাহ করেছিলেন?
ক. বাইশ খ. তেইশ গ. চব্বিশ ঘ. পঁচিশ
৯০. মহানবির আহŸানে সর্বপ্রথম কে আল্লাহর ওপর ইমান আনলেন?
ক. বিবি খাদিজা (রা)
খ. হযরত আবু বকর (রা)
গ. হযরত ওসমান (রা)
ঘ. হযরত ওমর (রা)
৯১. হিজরত মানে কী?
ক. স্থান ত্যাগ
খ. ভ্রমণ করা
গ. দেশত্যাগ
ঘ. প্রিয়জন ত্যাগ
৯২. হযরত নূহ (আ)-এর দাওয়াতে কতজন লোক আল্লাহর পথে এসেছিল?
ক. ৬০ খ. ৮০ গ. ৭০ ঘ. ৯০
৯৩. হযরত নূহ (আ)-এর সময় তুফান কয়দিন পর থামল?
ক. ৩০ খ. ৩৫ গ. ৪০ ঘ. ৪৫
৯৪. হযরত দাউদ (আ) কত বছর বয়সে ইন্তিকাল করেন।
ক. ৭০ খ. ৮০ গ. ৯০ ঘ. ১০০
৯৫. মহানবি (স) মিরাজ গমন করলেন কোন তারিখে?
ক. ২৭ রমযান
খ. ২৭ শাবন
গ. ২৭ রজব
ঘ. ২৭ জিলহজ
৯৬. ৬২১ খ্রিষ্টাব্দে কত জনের দল মক্কায় আসেন?
ক. ১২ খ. ১৫ গ. ৭০ ঘ. ৭৫
৯৭. মহানবি (স) চাচার সাথে কোথায় বাণিজ্যে যান?
ক. সিরিয়া খ. মিশর গ. ইরাক ঘ. চীন
৯৮. হুদাইবিয়ার সন্ধি হিজরী কোন সনে সংঘটিত হয়?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
৯৯. আবু সুফিয়ানের স্ত্রীর নাম কী ছিল?
ক. খাদিজা খ. সুফিয়া গ. হিন্দা ঘ. সবুরা
১০০. ‘মুহাজির’ অর্থ কী?
ক. হিজরতকারী
খ. সাহায্যকারী
গ. মুজাহিদ
ঘ. সাহাবি
১০১. নবুয়তের কোন সনে মহানবি (স) মিরাজে গমন করেন?
ক. ৮ম খ. ৯ম গ. ১০ম ঘ. ১১শ
১০২. মহানবি (স)-এর মাতার নাম কী?
ক. আমিনা খ. আয়েশা গ. হালিমা ঘ. মাহমুদা
১০৩. হিজরতের পরে মহানবি (স) মদিনায় প্রতিষ্ঠা করেনÑ
ক. ইসলামি সমাজব্যবস্থা
খ. মিশ্র সমাজব্যবস্থা
গ. ধনতান্ত্রিক সমাজব্যবস্থা
ঘ. সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা
১০৪. আল্লাহ মানুষকে কী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন?
ক. বান্দা খ. প্রতিনিধি গ. মানুষ ঘ. নবি
১০৫. কোন নবির পিতা ও মাতা কেউই ছিলেন না ?
ক. হযরত ঈসা (আ)
খ. হযরত আদম (আ)
গ. হযরত নূহ (আ)
ঘ. হযরত মূসা (আ)
১০৬. মহানবি (স) এর বিবাহের সময় হযরত খাদিজার বয়স কত ছিল?
ক. ৪০ বছর
খ. ৪৫ বছর
গ. ৫০ বছর
ঘ. ৫৫ বছর
১০৭. হিলফুল ফুযূলের উদ্দেশ্য কী ছিল?
ক. গোত্রে গোত্রে সংঘাত তৈরি করা
খ. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
গ. অত্যাচারিতকে হত্যা করা
ঘ. অত্যাচারীকে ধ্বংস করা
১০৮. কোন দেশের লোক কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে রাখত?
ক. আরবের
খ. ভারতের
গ. জাপানের
ঘ. ইরানের
১০৯. হযরত ইবরাহীম (আ)-এর বংশে পরবর্তীতে কারা আগমন করেন?
ক. মানুষেরা
খ. নবিরা
গ. নবি-রাসুলেরা
ঘ. জ্ঞানীরা
১১০. কারা মহানবি (স) এর সামনে অপরাধীর বেশে দণ্ডায়মান?
ক. মদিনাবাসী
খ. মক্কাবাসী
গ. তায়েফবাসী
ঘ. পৃথিবীর সবাই
১১১. মক্কা বিজিত হয়েছে। মহানবি (স) মক্কাবাসীকে কী করলেন?
ক. প্রতিশোধ নিলেন
খ. বেঁধে রাখলেন
গ. ক্ষমা করলেন
ঘ. যুদ্ধ করলেন
১১২. মদিনায় মুহাজিরদের যাঁরা আশ্রয় দিলেন তাঁদের কী বলা হয়?
ক. আশ্রয়কারী খ. আশ্রয়দাতা গ. আনসার ঘ. সহযোগী
১১৩. হযরত আদম (আ) তাঁর সন্তানদের কী শিক্ষা দিয়েছিলেন?
ক. আল্লাহ একমাত্র স্রষ্টা
খ. কৃষিকাজে জড়িয়ে পড়া
গ. জীবনযাপনের জন্য শিকার করা
ঘ. প্রার্থনার জন্য জায়গা তৈরি করা
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১১৪. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল (স) কত বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন?
ক. চল্লিশ খ. একচল্লিশ গ. বিয়াল্লিশ ঘ. তেতাল্লিশ
১১৫. হযরত মুহাম্মদ (স) কী নামে একটি যুব সংগঠন প্রতিষ্ঠা করেন?
ক. মুসলিম যুব সমাজ
খ. যুব বাহিনী
গ. হিলফুল ফুযূল
ঘ. হিলফুল সংঘ
১১৬. নবুয়তের কোন বছরে মহানবি (স)-এর প্রিয়তমা সহধর্মিণী ইন্তিকাল করেন?
ক. নবম খ. দশম গ. একাদশ ঘ. দ্বাদশ
১১৭. ইসলামের প্রথম যুদ্ধে কত জন সাহাবা শাহাদাত বরণ করেন?
ক. ৩০ খ. ৩৩ গ. ৫৩ ঘ. ১৪
১১৮. বয়ঃপ্রাপ্ত পুরুষের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন?
ক. হযরত আলী (রা)
খ. হযরত ওমর (রা)
গ. হযরত আবু বকর (রা)
ঘ. হযরত ওসমান (রা)
১১৯. চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভের পর ইসলাম প্রচারের জন্য মহানবি (স) কোথায় গমন করেন?
ক. মক্কায়
খ. আরাফাতে
গ. সিরিয়ায়
ঘ. তায়েফে
১২০. হাজিগণ হজে পাথরে চুম্বন করেন। এ পাথরের রং কী?
ক. কালো খ. সাদা গ. লাল ঘ. নীল
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।