তৃতীয় সেশন Class 8 science book 2024 || দিক নির্ণয়ে পরিযায়ী পাখির পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার || Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
চিত্র : দিক নির্ণয়ে পরিযায়ী পাখির পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার
কাজ-১১] শিক্ষক তোমাদের কয়েকটি পত্রিকার সংবাদ দেবেন, সেখান থেকে তোমরা পরিযায়ী পাখি সম্পর্কে কয়েকটি সংবাদ দেখবে। এর বাইরে তোমরা কি এরকম কোনো ঘটনা শুনেছ? শুনলে নিচে লিখে রাখো।
প্রয়োজনীয় সামগ্রী : অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই, পরিযায়ী পাখি শিকার বিষয়ে কয়েকটি পত্রিকার কাটিং, পোস্টার পেপার, মার্কার। কাজের উদ্দেশ্য : পরিযায়ী পাখি কেন হুমকির মুখে তার কারণ জানা ।
কাজের ধরন : দলগত কাজ।
কাজের ধারা :
- শিক্ষকের দেয়া সংবাদপত্রগুলো পড়ি।
- পরিযায়ী পাখি সম্পর্কিত সংবাদগুলো দেখি ।
- পরিযায়ী পাখির অস্তিত্ব হুমকির মুখে পড়ে। এমন ঘটনা জানা থাকলে লিখে রাখি।
নমুনা উত্তর-১ :
২০২৩ সালের নভেম্বর মাস, কুয়াশা পড়া শুরু হয়েছে সাথে শীত। সবেমাত্র অতিথি পাখি আসা শুরু হয়েছে। এমনই একদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছি অতিথি পাখি দেখতে।
একদল লোক লেকের পাড়ে ড্রোন ক্যামেরা উড়িয়ে পরিযায়ী পাখির দৃশ্যধারণ করছিল। দেখলাম পাখিগুলো ভয়ে এদিকসেদিক উড়াউড়ি করছে।
কিছু কিছু পরিযায়ী পাখি আতঙ্কে লেক থেকে উড়ে চলে যাচ্ছে। এভাবে ভিডিও করা, অযাচিত ছবি তোলার কারণে বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধিকারক পরিযায়ী পাখির অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলাই যায় ।
তৃতীয় সেশন Class 8 science book 2024 || দিক নির্ণয়ে পরিযায়ী পাখির পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
নমুনা উত্তর-২ :
প্রতিবছর শীতের সময় অতিথী পাখিদের কল-কাকলিতে মুখরিত হয়ে ওঠে বাংলাদেশের জলাশয়গুলো। কিছু অসাধু শিকারি শীতকালীন সময়ে এই পাখিগুলোকে শিকার করে। কেউ কেউ এই পাখির গোশত ভক্ষণ করার জন্য অথবা পাখি পালনের জন্য এগুলো শিকার করে।
আমি দেখেছি এই পাখিগুলোকে ধরে অনেক উচ্চ দামে বিক্রি করে দেয়। অনেক সময় জেলেদের জালে পরিযায়ী পাখিদের আটকা পড়তেও দেখেছি। সমাজের কিছু অজ্ঞ মানুষ ফাঁদ পেতে এই পাখিগুলোকে শিকার করে ।
কাজ-১১ এর পারদর্শিতার মাত্রা নির্ণয় । নিচের ছকের প্রযোজ্য চিহ্নটিতে টিক () দিয়ে কাজটির পারদর্শিতার মাত্রা নির্ণয় করা যাবে।
শিখনযোগ্যতা | পারদর্শিতা সূচক(PI) | পারদর্শিতার মাত্রা |
৪.৮.১০ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রকৃতির অংশ হিসেবে মানুষের ভূমিকা মূল্যায়ন করে পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারা। | ৪.৮.১০.১ পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের ভূমিকা মূল্যায়ন করছে। | D O Δ |
কাজ-১২] তোমাদের এলাকায় পরিযায়ী পাখিদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তোমরা কী করতে পারো? দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও, তোমাদের পরিকল্পনা নিচে লিখে রাখো,
প্রয়োজনীয় সামগ্রী : অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই, পরিযায়ী পাখি শিকার বিষয়ে কয়েকটি পত্রিকার কাটিং।
কাজের উদ্দেশ্য : পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে করণীয় সম্পর্কে জানা। কাজের ধরন : দলগত কাজ।
কাজের ধারা :
- পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়স্থল নিয়ে চিন্তা করি।
- দলে আলোচনা করে সিদ্ধান্ত নিই।
- পরিকল্পনাগুলো নিচে লিখে রাখি।
নমুনা উত্তর : পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করার ক্ষেত্রে আমাদের করণীয়গুলো হতে পারে :
১. পোস্টারিং করে জনসচেতনতা সৃষ্টি করা।
২. ফাঁদ পেতে বা অন্য কোন উপায়ে পরিযায়ী পাখি ধরা শাস্তিযোগ্য অপরাধ, তা প্রচার করা।
৩. পরিযায়ী পাখি সংক্রান্ত আইনগুলো জনসাধারণের কাছে অবগত করা।
৪. লেক, খাল-বিলগুলো পরিচ্ছন্ন রাখা।
৫. অযথা হর্ন বাজিয়ে বা ছবি তুলে পরিযায়ী পাখিদের বিরক্ত না করা।
৬. অসাধু পাখি শিকারি ও ব্যবসায়ীদের দমন করা ।
৭. নদী, জলাশয় ভরাট করা থেকে বিরত থাকা।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।