SSC | জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | জীবকোষ ও টিস্যু | PDF: জীব বিজ্ঞান হতে যেকোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য জীব বিজ্ঞানের জীবকোষ ও টিস্যু অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
SSC | জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
১। কোন পদ্ধতিতে জনন মাতৃ কোষের বিভাজন হয়?
ক. মাইটোসিস
খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. ফিশন
২। সুগঠিত নিউক্লিয়াসে থাকে
i.উঘঅ ii. জঘঅ iii. প্রোটিন
কোনটি সঠিক?
ক. i
খ iii
গ. I ও ii
ঘ. i,ii ও iii
৩। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?
ক. প্রোটিন ও লিগনিন
খ. প্রোটিন ও লিপিড
গ. চর্বি ও গ্লাইকোজেন
ঘ. কাইটিন ও সুবেরিন
৪। কোষপ্রাচীর কী সৃষ্টির মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ রক্ষা করে?
ক. কোষরন্ধ্র
খ. মাইক্রোভিলাই
গ. প্লাজমাজেমাটা
ঘ. প্লাজমালেমা
৫। কোষের প্রোটোপ্লাজমের বাইরের পর্দাকে কী বলে?
ক. প্লাজমাডেজমাটা
খ. প্লাজমাপোর
গ. প্লাজমাল্যামেলা
ঘ. প্লাজমালেমা
৬। কোষঝিল্লীর ভাঁজকে কী বলে?
ক. মাইক্রোভিল্লি খ. ভিলাস
গ. মাইক্রোটিউব্যুল ঘ. রাইবোসোম
৭। প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকা সরিয়ে নিলে যা থাকে তা কী?
ক. নিউক্লিওপ্লাজম খ. সাইটোপ্লাজম
গ. ক্রোমোজোম ঘ. এন্ডোপ্লাজম
৮। শ্বসনের প্রধান ধাপ কয়টি?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৯। প্লাস্টিডের কোন অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে?
ক. ক্রিস্টি খ. গ্রানা গ. স্ট্রোমা ঘ. ল্যামেলী
১০। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়?
ক. সেন্ট্রোজোমে খ. লাইসোজোমে
গ. রাইবোজোমে ঘ. ক্রোমোজোমে
১১। কোষ বিভাজনের সময় এস্টারÑরে উৎপাদন করে কোনটি?
ক. লাইসোজোম খ. ক্রোমোজোম
গ. সেন্ট্রোজোম ঘ. গলজি বস্তু
১২। জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটি?
ক. লাইসোজোম খ. সেট্রোজোম
গ. রাইবোজোম ঘ. ক্রোমোজোম
১৩। সিভকোষ ও লোহিত কণিকায় কোনটি থাকে না?
ক. মাইটোকন্ড্রিয়া খ. রাইবোজোম
গ. নিউক্লিয়াস ঘ. সাইটোপ্লাজম
১৪। ক্রিস্টি হলো
i.কোষ ঝিল্লীর ভাঁজ
ii.মাইটো ভিতরের স্তর
iii. অক্সিজোমের ধারক
কোনটি সঠিক?
ক. i
খ iii
গ. i ও ii
ঘ. i,ii ও iii
১৫। ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়
i.সবুজ পাতায় ii. গাজরের মূলে iii. রঙিন ফুলে
কোনটি সঠিক?
ক. i
খ. iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
১৬। কোষরস ধারণ করা অঙ্গাণুটিতে
i.শর্করা ও আমিষ থাকে ii. চর্বি ও পানি থাকে
ররর. লবণ ও জৈব এসিড থাকে
কোনটি সঠিক?
ক. i
খ. iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
১৭। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে কী বলে?
ক. নিউক্লিয়ার রন্ধ্র খ. ক্লোমাটির
গ. নিউক্লিওলাস ঘ. সেন্ট্রোজোম
১৮। কোষের মৃত বা জড়বস্তু দ্বারা সৃষ্ট আবরণটিÑ
i.সেলুলোজ, হেমিসেলুলোজ ধারণ করে
ii.লিগনিন, প্রোটিন ধারণ করে
iii.প্রাণিকোষের ক্ষেত্রে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. I ও ii
খ. I ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
১৯। উদ্ভিদকোষের প্রাচীরটি
i. খাদ্য তৈরি করে
ii.কোষকে দৃঢ়তা প্রদান করে
iii.কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক. I ও ii
খ. I ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
২০। কোষের কোষঝিল্লী
i.একটি স্থিতিস্থাপন পর্দা
ii.পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে
iii.প্রাণিকোষে অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. I ও ii
খ. I ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
১ | খ | ২ | ঘ | ৩ | খ | ৪ | গ | ৫ | ঘ |
৬ | ৭ | খ | ৮ | খ | ৯ | খ | ১০ | গ | |
১১ | গ | ১২ | ১৩ | গ | ১৪ | গ | ১৫ | গ | |
১৬ | গ | ১৭ | গ | ১৮ | ক | ১৯ | ঘ | ২০ | ক |
২১। কোষের প্রোটোপ্লাজমের বাইরের দ্বিস্তরী পর্দাটি
i.বৈম্যভেদ্য
ii.কাইটিন ও প্রোটিনের তৈরি
iii.পার্শ্ববর্তী কোষকে পরস্পর থেকে আলাদা রাখে
নিচের কোনটি সঠিক?
ক. I ও ii
খ. I ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
২২। উদ্ভিদের বিভিন্ রকম রঞ্জক পদার্থ যে অঙ্গাণুতে থাকে তাÑ
i.খাদ্য প্রস্তুতিতে সাহায্য করে
ii.খাদ্য সঞ্চয় করে
iii.খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
ক. I ও ii
খ. I ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
২৩। ক্রোমোপ্লাস্টের বর্ণকণিকা হলো
i.ক্যারোটিন ii.জ্যান্থফিল
iii.ফাইকোসায়নিন
নিচের কোনটি সঠিক?
ক. I ও ii
খ. I ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
২৪। ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়
i.সবুজ পাতায় ii.গাজরের মূলে
iii.রঙিন ফুলে
নিচের কোনটি সঠিক?
ক. I ও ii
খ. I ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
২৫। প্রাণিকোষে পাওয়া যায়
i.সেন্ট্রিওল ii.ক্রোমোপ্লাস্ট
iii.গলজিবস্তু
নিচের কোনটি সঠিক?
ক. I ও ii
খ. I ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
২৬। সিস্টারনি ও ভেরিকলে গঠিত কোসের অঙ্গাণুটি
i.কোষরস উৎপন্ন করে
ii.হরমোন নিঃসরণে ভূমিকা রাখে
iii.বিপাকীয় কাজে ও খাদ্য সঞ্চয়ে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক. I ও ii
খ. I ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
২৭। কোষরস ধারণ করা অঙ্গণুটিতে
i,শর্করা ও আমিষ থাকে ii.চর্বি ও পানি থাকে
iii.লবণ ও জৈব এসিড থাকে
নিচের কোনটি সঠিক?
ক. I ও ii
খ. I ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
২৯। প্যারেনকাইমা কোষগুলো বায়ুকুঠুরীর পার্শ্বে অবস্থান করলে তাকে কী বলে?
ক. কোলেনকাইমা খ. ক্লোরেনকাইমা
গ. স্কেরেনকাইমা ঘ. অ্যারেনকাইমা
৩০। কোলেনকাইমা কোষের প্রাচীরে কী জমা হয়ে পুরু হয়?
ক. লিগনিন ও প্রোটিন খ. সেলুলোজ ও পেকটিন
গ. লিগনিন ও সেলুলোজ ঘ. পেকটিন ও প্রোটিন
৩১। নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজে কোন টিস্যু দেখা যায়?
ক. ফাইবার খ. জাইলেম
গ. স্কেরাইড ঘ. ফ্লোয়েড
৩২। জটিল টিস্যুকে কী বলা হয়?
ক. দৃঢ়তা দানকারী টিস্যু খ. পরিবহন টিস্যু
গ. সঞ্চয়ী টিস্যু ঘ. উৎপাদনকারী টিস্যু
৩৩। ট্রাকিড কোষের প্রাচীরে কী জমা হয়?
ক. লিগনিন খ. কাইটিন
গ. সুবেরিন ঘ. পেকটিন
SSC | জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | কোষ বিভাজন | PDF
SSC | জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | জীবনীশক্তি | PDF
৩৪। কোষ উদ্ভিদের প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে?
ক. ঝাউ খ. দেবদারু
গ. পাইন ঘ. নেটাম
৩৫। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে?
ক. জাইলেম ফাইবার খ. সীভনল
গ. উড প্যারেনকাইমা ঘ. সঙ্গীকোষ
৩৬। সিভনলের প্রাচীর কী দিয়ে তৈরি?
ক. সুবেরিন খ. লিগনিন
গ. পেকটিন ঘ. কাইটিন
৩৭। নিচের কোনটিকে বাস্ট ফাইবার বলে?
ক. পাটের আঁশ খ. নারকেল
গ. বেত ঘ. বাঁশ
৩৮। বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীর কোন ধরনের টিস্যু?
ক. কিউবয়ডাল আবরণী টিস্যু খ. কলামনার আবরণী টিস্যু
গ. স্কোয়ামাস আবরণী টিস্যু ঘ. স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
৩৯। হাইড্রার এন্ডোডার্মের আবরণী টিস্যুগুলো কী ধরনের?
ক. সিলিয়াযুক্ত খ. ফ্লাজেলাযুক্ত
গ. ক্ষণপদ বিহীন ঘ. জনন কোষের
৪০। দেহত্বকের নিচে ও পেশির মধ্যে কোন ধরনের যোজক টিস্যু থাকে?
ক. ফাইব্রাস খ. নন ফাইব্রাস
গ. স্কেলেটার ঘ. তরল
২১ | খ | ২২ | খ | ২৩ | খ | ২৪ | গ | ২৫ | খ |
২৬ | গ | ২৭ | খ | ২৮ | ২৯ | ঘ | ৩০ | খ | |
৩১ | গ | ৩২ | খ | ৩৩ | ক | ৩৪ | ঘ | ৩৫ | গ |
৩৬ | খ | ৩৭ | ক | ৩৮ | গ | ৩৯ | খ | ৪০ | ক |
৪১। রক্তের প্রধান উপাদান কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৪২। রক্তের তরল অংশে কত ভাগ পানি থাকে?
ক. ৮৪-৮৬% খ. ৮৬-৮৮%
গ. ৮৮-৯০% ঘ. ৯১-৯২%
৪৩। রক্তের ইষৎ হলুদাভ রঙের তরল অংশে কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে?
ক. ৫৬% খ. ৬৭%
গ. ৭৮% ঘ. ৮৯%
৪৪। ইন্টারক্যালাটেড ডিস্ক কোথায় পাওয়া যায?
ক. ঐচ্ছিক পেশিকোষে খ. অনৈচ্ছিক পেশিকোষে
গ. হৃদপেশি কোষে ঘ. স্নায়ুকোষে
৪৫। নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বাহিত হতে কোনটি অপরিহার্য?
ক. অ্যাক্সন খ. কোষদেহ গ. ডেনড্রন ঘ. সিনাপস
৪৬। আবরণী টিস্যু পরিণত হয়
i. গ্রন্থি টিস্যুতে রর. জনন টিস্যুতে ররর. স্নায়ু টিস্যুতে
কোনটি সঠিক?
ক. i
খ iii
গ. I ও ii
ঘ. i,ii ও iii
৪৭। প্রকৃত কোষের ক্রোমোজোম থাকে
i. জঘঅ ii.উঘঅপ্রোটিন
iii.হিস্টোন
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ৪৮ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও:
মালিহা কিছু নীলাভ সবুজ শৈবাল দেখলো। তার শিক্ষককে এগুলোসম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন এগুলোর কোষ আমাদের দেহের কোষের মত নয়। ব্যাকটেরিয়াতে এ ধরনরে কোষ দেখা যায়।
৪৮। মালিহার দেখা জীবটির কোষ কী ধরনের?
ক. আদিকোষী খ. প্রকৃতকোষী
গ. সুগঠিত নিউক্লিয়াসযুক্ত ঘ. জননকোষের মতো
৪৯। উক্ত জীবের কোষে
i. নিইক্লয়ার পর্দা নেই
ii .মাইটোকন্ড্রিয়া উপস্থিত
iii.প্লাস্টিড অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
৫০। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?
ক. প্রোটিন ও কাইটিন খ. লিগনিন ও সুবেরিন
গ. রিপিড ও প্রোটিন ঘ. কাইটিন ও লিপিড
৫১। সর্বাধিক শক্তি উৎপাদিত হয় কোনটিতে?
ক. কেবস চক্রে খ. আরনিথিন চক্রে
গ. পানিচক্রে ঘ. রজঃচক্রে
৫২। প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকা সরিয়ে নিলে যা থাকে তা কী?
ক. নিউক্লিওপ্লাজম খ. সাইটোপ্লাজম
গ. ক্রোমোজোম ঘ. এন্ডোপ্লাজম
৫৩। কোষের পাওয়ার হাউজের ঝিল্লীর স্তর কয়টি?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৫৪। শ্বসনের প্রধান ধাপ কয়টি?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৫৫। শ্বসনের ক্রেব্স চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?
ক. মাইটোনন্ড্রিয়া খ. গলজি বস্তু
গ. প্লাস্টিড ঘ. রাইবোসোম
৫৬। প্লাস্টিড কত ধরনরে হতে পারে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৫৭। প্লাস্টিডের কোন অংশ উৎসেচকের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড ও পানি সহযোগে শর্করা তৈরি করে?
ক. ক্রিস্টি খ. স্ট্রোমা
গ. গ্রানা ঘ. ল্যামেলী
৫৮। ক্লোরোফিল পাওয়া যায় কোনটিতে?
ক. লিউকোপ্লাস্ট খ. ক্লোরোপ্লাস্ট
গ. ক্রোমোপ্লাস্ট ঘ. ইলায়োপ্লাস্ট
৫৯। বংশগতির বৈশিষ্ট্য নিহিত কোন কোষ অঙ্গণুটিতে?
ক. নিউক্লিয়াসে খ. লাইসোজোমে
গ. সেন্ট্রিওলে ঘ. রাইবোজোমে
৬০। উদ্ভিদের মূল ও ভ্রƒণে কোন ধরনে প্লাস্টিড দেখা যায়?
ক. ক্লোরোপ্লাস্ট খ. ক্রোমোপ্লাস্ট
গ. লিউকোপ্লাস্ট ঘ. টনোপ্লাস্ট
৪১ | খ | ৪২ | ঘ | ৪৩ | ঘ | ৪৪ | গ | ৪৫ | ঘ |
৪৬ | গ | ৪৭ | গ | ৪৮ | গ | ৪৯ | গ | ৫০ | গ |
৫১ | ক | ৫২ | খ | ৫৩ | খ | ৫৪ | খ | ৫৫ | ক |
৫৬ | গ | ৫৭ | খ | ৫৮ | খ | ৫৯ | ক | ৬০ | গ |
৬১। সেন্ট্রিওল যে সাইটোপ্লাজম দ্বারা আবৃত তাকে কী বলে?
ক. সেন্ট্রোপ্লাজম খ. সেন্ট্রোজোম
গ. সেন্ট্রোস্ফিয়ার ঘ. রাইবোজোম
৬২। কোষের কোন অঙ্গানুটি কোষরস ধারণ করে?
ক. সাইটোপ্লাজাম খ. কোষগহŸর
গ. লাইসোজোম ঘ. কোষপ্রাচীর
৬৩। কোষে পদার্থসমূহের প্রবাহ পথ কোনটি?
ক. গলজি বস্তু খ. রাইবোজোম
গ. সেন্ট্রোজোম ঘ. গলজি বস্তু
৬৪। বিভিন্ন ধরনের ফ্ল্যাজেলা সৃষ্টিতে অংশ গ্রহণ করে কোনটি?
ক. রাইবোজাম খ. সেন্ট্রোজোম
গ. নিউক্লিওলাস ঘ. লাইসোজোম
৬৫। দেহে অক্সিজেনের অভাব হলে কোন পর্দা ক্ষতিগ্রস্থ হয়?
ক. টনোপ্লাস্ট পর্দা খ. প্লাজম মেব্রেনের পর্দা
গ. লাইসোজোমের পর্দা ঘ. নিউক্লিয়াসেরপর্দা
৬৬। কোষের প্রধান কেন্দ্র বলা হয় কোনটিকে?
ক. মাইটোকন্ড্রিয়া খ. প্লাস্টিড
গ. নিউক্লিয়াস ঘ. ক্রোমোসোম
৬৭। নিউক্লিয়ার ঝিল্লী কয় স্তর বিশিষ্ট?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৬৮। পরিপাকতন্ত্রের প্রধান অংশ কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৬৯। সঞ্চিত খাদ্য শ্বসনের মাধ্যমে কোন রাসায়নিক প্রক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত হয়?
ক. জারণ খ. বিজারণ গ. প্রশমন ঘ. প্রতিস্থাপন
৭০। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কী বলে?
ক. হরমোন খ. এনজাইম গ. রক্তরস ঘ. লসিকা
৭১। হরমোন এক স্থান থেকে আরেকস্থানে কীসের মাধ্যমে পরিবাহিত হয়?
ক. রক্ত খ. স্নায়ু গ. মেরুদন্ড ঘ. হাঁড়
৭২। হরমোন নিঃসরণকারী গ্রন্থিগুলো হলো
i. প্যারোটিড ii. আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
iii. সুপ্রারেনাল
কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
৮০। খাদ্য পরিপাকে রস নিঃসরণ করে
i.লালা গ্রন্থি ii. বৃক্ক iii. যকৃত
কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
৭৩। লাইসোজোমের কাজ কোনটি?
ক. খাদ্য তৈরি খ. শক্তি উৎপাদন
গ. জীবাণুভক্ষণ ঘ. আমিষ সংশ্লেষণ
৭৪। অ্যামিবা একটি প্রাণিকোষ কারণ এ
i. কেন্দ্রিকার গঠন সুসম্পূর্ণ
ii.বর্ণ গঠনকারী অঙ্গ আছে iii.কোষ ঝিল্লী দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
৭৫। জীবদেহের গঠন ও কাজের এক কোনটি?
ক. কোষ খ. টিস্যু
গ. নিউক্লিয়াস ঘ. নিউক্লিলাস
৭৬। নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৭৭। নীলাভ সবুজ শৈবালের কোষে
i. সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত
ii.মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত iii.মিউসিলেজ থাকে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ, ii ও iii
ঘ. i,ii ও iii
৭৮। নিউক্লিয়ার ঝিল্লী কী দিয়ে গঠিত?
ক. প্রোটিন ও লিগনিন খ. কাইটন ও সুবেরিন
গ. প্রোটিন ও লিপিড ঘ. লিপিড ও কাইটিন
৭৯। নিউক্লিয়াসের ভেতরে জেলীর মত যে বস্তু বা রস থাকে তাকে কী বলে?
ক. এন্ডোপ্লাজম খ. প্রোটোপ্লাজম
গ. সাইটোপ্লাজম ঘ. নিউক্লিওপ্লাজম
৮০। রঙিন প্লাস্টিড হওয়া সত্তে¡ও সবুজ নয় কোনটি?
ক. ক্লোরোপ্লাস্ট খ. লিউকোপ্লাস্ট
গ. পিউপিল ঘ, ক্রোমোপ্লাস্ট
৬১ | খ | ৬২ | খ | ৬৩ | খ | ৬৪ | খ | ৬৫ | গ |
৬৬ | গ | ৬৭ | খ | ৬৮ | ক | ৬৯ | ক | ৭০ | ক |
৭১ | ক | ৭২ | ৭৩ | গ | ৭৪ | ৭৫ | ক | ||
৭৬ | ক | ৭৭ | খ | ৭৮ | গ | ৭৯ | খ | ৮০ | খ |
৮১। লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে?
ক. ফলে খ কান্ডে
গ. মূলে ঘ. শাখায়
৮২। পাতার ক্লোরোফিল যুক্ত প্যারেন কাইমা টিস্যুকে কী বলে?
ক. মেসোফিল খ. অ্যারেনকাইমা
গ. ক্লোরেনকাইমা ঘ. কোলেনকাইমা
৮৩। কোন ধরনের সরলকলা কুমড়া ও দন্ডকলসীর কান্ডে দৃঢ়তা প্রদান করে?
ক. কোলেনকাইমা খ. অ্যারেনকাইমা
গ. প্যারেনকাইমা ঘ. স্কেরাইড
৮৪। ফাইবার এর গায়ে যে ছিদ্র থাকে তাকে কী ব লে?
ক. চপার খ, ক’প
গ. পেরি সাইকেল ঘ. বান্ডলসিথ
৮৬। কোনটিকে স্টোন সেল ব লে?
ক. স্কে¬রাইড খ. ফাইবার
গ. জাইলেম ঘ. ফ্লোয়েম
৮৬। যে উ দ্ভিদে স্কে¬রাইড টিস্যু পাওয়া যায়?
ক. মস খ, ফার্ণ
গ. একবীজপত্রী ঘ. দ্বিবীজপত্রী
৮৭। নগ্নবীজী ও দ্বিবীপত্রী উদ্ভিদের কর্টেক্স ফল ও বীজে কোন টিস্যু দেখা যায়?
ক. স্কে¬রাইড খ, ফাইবার
গ. জাইলেম ঘ. ফ্লোয়েম
৮৮। প্রাথমিক অবস্থায় প্রাথমিক জাইলেমকে কী ব লে?
ক. মেটাজাইলেম খ. প্রোটোজাইলেম
গ. গৌণ জাইলেম ঘ. প্রাথমিক জাইলেম
৮৯। জাইলেম টিস্যুতে কত ধরনের কোষ থাকে?
ক. দুই খ, তিন
গ. চার ঘ, পাচ
৯০। কোন কোষের পাশ^ীয় জোড়া ক’প রে মাধ্যমে পানি চলাচল করে?
ক. ট্রাকিড খ, ভেসেল
গ. জাইলেম ফাইবার ঘ. জাইলেম প্যারেনকাইমা
৯১। কোনটি ট্রাকিইডের প্রধান কাজ?
ক. কোষ বিভাজনে সহায়তা করা
খ. খাদ্য সঞ্চয় করা
গ. কোষরসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা
ঘ. পানি ও খনিজ শোষণ করা
৯২। কোস রসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা কোন কোষের প্রধান কাজ?
ক. ট্রাকিড খ. সিভ কোষ
গ. জাইলেম প্যারেনকাইমা ঘ. সঙ্গীকোষ
৯৩। কয়েকধরনের প্রাচীরের পুরুত্ব পরিলক্সিত হয় কোন কোষে?
ক. ট্রাকিড খ, সিভকোষ
গ. সঙ্গীকোষ ঘ, জাইলেম প্যারেনকাইমা
৯৫। নিচের কোনটি জাইলেম টিস্যুর কোষ?
ক. সিভনল খ, সঙ্গীকোষ
গ. ফ্লোয়েম প্যারেনকাইমা ঘ. ট্রাকিড
৯৬। ভেসেল কোষের আকৃতি কেমন?
ক. মোচাকৃতি খ, খাট চোঙের ন্যায়
গ. ত্রিভুজকৃতি ঘ. দন্ডাকৃতি
৯৭। কোনটি জাইলেম কলার উপাদান?
ক. সীভপ্লেট খ. ভেসেল
গ, সিভনল ঘ, সঙ্গীকোষ
৯৮। দীর্ঘ নলের ন্যায় অঙ্গ গঠন করে কোন কোষ?
ক. ট্রাকিড খ. ভেসেল
গ. ফাইবার ঘ. প্যারেনকাইমা
৯৮। কোনটি কয়ক সেন্টিমিটার লম্বা হয়?
ক, ট্রাকিড খ. ভেসেল
গ, ফাইবার ঘ. প্যারেনকাইমা
৯৯। জাইলেম ফাইবার কী কোষ দিযে গঠিত?
ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা
গ. স্কে¬রেনকাইমা ঘ. ক্লোরেনকাইমা
১০০। জাইলেম প্যারেনকাইমার কাজ কী?
ক. খাদ্য সঞ্চয় ও পানি পরিবহন
খ. পানি ও খনিজ লবণ পরিবহন
গ. কোষের দৃঢ়তা প্রদান
ঘ. কোষ বিভাজনের সহায়তা করা
৮১ | ঘ | ৮২ | গ | ৮৩ | ক | ৮৪ | ক | ৮৫ | খ |
৮৬ | ক | ৮৭ | ঘ | ৮৮ | গ | ৮৯ | খ | ৯০ | গ |
৯১ | ক | ৯২ | গ | ৯৩ | ক | ৯৪ | ক | ৯৫ | ঘ |
৯৬ | খ | ৯৭ | খ | ৯৮ | খ | ৯৯ | খ | ১০০ | গ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।