HSC | সৃজনশীল প্রশ্ন ১-৩০ |ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ICT | PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির ৬ষ্ঠ অধ্যায় হতে যেকোনো ধরনের সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির ৬ষ্ঠ অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়- ৬ষ্ঠ সৃজনশীল প্রশ্ন ১-৩০:
১। মোঃ আরিফুল ইসলাম স্যার ক্লাসে পড়াতে গিয়ে বললেন এ কার্যক্রম পরিচালিত হয় দুটি ভাগে। যথা-১. ফ্রন্টএন্ড এবং ২. ব্যাকএন্ড । ফ্রন্টএন্ড প্রিভিলেজ অনুযায়ী ডেটা ম্যানুলেশন এর কাজ করা হয এবং ব্যাকএন্ড এ দায়িত্বে থাকেন একজন দক্ষ লোকতিনি ডেটাবেজের ডেট ডেফিনেশন ও ডেটা কন্ট্রোলের কাজ করেন।
ক. এর পূনরুপ কী?
খ. ডেটাবেজ রিলেশনের ক্ষেত্রে প্রাইমারি কি এবং ফরেন কী এর ডেটা টাইপ একই হওয়া প্রযোজন কেন?
গ. তোমাকে যদি উক্ত দক্ষ লোকের দায়িত্ব দেওয়া হয় তাহেল তোমার কাজগুলি ব্যাখ্য া কর।
ঘ. উদ্দীপকের উক্ত দুটি কার্যক্রমের মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষন কর।
২। স্বদেশ ইনফরমেশন টেকেনোলজি ওরাকল ডেটাবেজ দিয়ে বিভিন্ন ধরনের কর্পোরেট ডেটাবেজ তৈরি করে । একটি কর্পোরেট ডেটাবেজ তৈরির জন্য স্বদেশ আইটির সিইও একটি মাস্টার টেবিল ও একটি ডিটেল টেবিলের স্ট্রাকচার তৈরি করে তার কোম্পানির নতুন একজন কর্মকর্তাকে এই টেবিলের মধ্যে রিলেশন করতে বললেন।
ক. প্রাইমারি কী কাকে বলে?
খ. ডিস্ট্রিবিউটেড এ একাধিক ডেটাবেজ ব্যবহৃত হওয়ার সুবিধা বুঝিয়ে লেখ।
গ. নতুন কর্মকর্তা কাজটি কিভাবেকরলো? ব্যাখ্যা কর।
ঘ. নতুন কর্মকর্তাটি যে দুিট ফিল্ডের বে শি গুরুত্ব দিয়েছিল ডেটাবেজ তাদের গুরুত্ব বিশ্লেষন কর।
৩। জাফরিন তার বড় ভাই জামীকে বললো ভাইয়অ ফাইল সিস্টেম তো ভালোই ছিল তবু ও তোমরা কেন ডেটাবেজ নিয়ে এত কাজ করো। জামী তখ জাফরীনকে এর প্রাথমিক কাজগুলো বুঝিয়ে বললো। তাছাড়া সে ফাইল সিস্টেম থেকে কেন সুবিধাজনক তাও বুঝিয়ে লেখ।
ক. ফরেন কী কাকেবেল?
খ. ডেটা এনক্রিপশন করতে হয়? ব্যাখ্যা কর।
গ. জামী জাফরিনকে কোন কোন প্রাথমিক কাজের কথা বলেছিল? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সিস্টেমদ্বয়ের মধ্যে তুলনামূলক পার্থক্য নিরুপন কর।
৪। মাসুদ রানা স্যার তার শিক্ষার্থীদের ডেটাবেজ সম্পর্কে প্রাকটিক্যাল ক্লাস করাচ্ছিলেন। তিনি ক্লাস শেষে শিক্ষার্থীদের বাড়ির জন্য একটি টেবিল তৈরির কাজ দিলেন। টেবিলটিতে ফিল্ডগুলো থাকবে। তবে কিছু শর্ত দিয়ে দিলেন। শতগুলো ন্মিনরুপঃ
১. অবশ্যই প্রাইমারি কী হবে।
২.ফিল্ডে অবশ্যই ডেটা এন্ট্রি করতে হবে। যদি ডেটা এন্ট্রি না করা হয় তবেসংরক্ষণ কর াযাবে না।
৩. ফিল্ডে সম্বলিত থাকবে।
৪.ফিল্ডে শুধু থেকে এর মধ্যে এন্ট্রি দিতে পারবে।
ক. কুয়েরি কী?
খ. ডেটাবেজ রিলেশনে প্রাইমারি কি এর ভুমিকা লেখ।
গ. উক্ত ডেটা টবিলে তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শর্তগুলো ডেটাবেজ কী ভুমিকা রাখে? ি বশ্লেষন কর।
৫। বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্রের জন্য তৈরিকৃত ডেটাবেজ থেকেএ কজন নাগরিকের তথ্য খুজতে বলা হলো। ক নামক একজন ব্যক্তি ডেটাবেজর টেবিলের তথ্যগুলো সাজিয়ে নিয়ে প্রয়োজনীয় তথ্য খুজে দিল। খ নামক অন্য এক ব্যক্তি শর্ত সাপেক্ষ কমান্ড দিযে সহজেই তথ্য খুজে দিল ি কন্তু এই প্রক্রিয়াদ্বয়ে একটুবেশি সময় নিচ্ছিল। গ নামক অন্য ব্যক্তি বললো একটি গুরুত্বপূণ ফাইল তৈরি করলে তথ্য খোজার প্রক্রিয়া অনেকটা দ্রতুহবে তবে ডেটা এন্ট্রিতে একটু সময়নেব।
ক, ডেটা সর্টি কী?
খ. DBMS এ ডেটা ভেলিডেশনের প্রয়োনীয়তা আছে কী না বুঝিয়ে লেখ।
গ. তথ্য খোজার ক্ষেত্রে গ ব্যক্তি যে কৌশলের কথ বলেছে তা ব্যাখ্যা কর।
ঘ. ক ও গ এর কৌশলের মধ্যে পার্থক্য বিশ্লেষন কর।
৬। একটি কর্পোরেট কোম্পানি ইআরপি ডেটাবেজ ডেভেলপের সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত মোতাবেক তারা বিভিন্ন ডেটা টেবিল তৈরি করতে লাগল। এদে রএকটি টেবিলের নমুনা নিচে দেওয়া হলো। সফটওয়্যার তৈরির পরে নতুন সমস্যা দেখা দিল। একজন ইউজারের পাসওয়ার্ড অন্য ইউজার জেনে যাচ্ছে। ফলে এক ডিপাটমেন্টের তথ্য বা ডেটা অন্য ডিপার্টমেন্ট দেখতে বা মুছতে পারছে। ফলে ে কাম্পানির নিরাপত্তা বিঘিœত হচ্ছে।
ক. ইনডেক্সিং কী?
খ. উপরোক্ত টেবিল কোন ফি ল্ডকে তুমি প্রাইমারি কী করবে এবং কেন?
গ. টেবিলাটিতে ব্যবহৃত ডেটাটাইপ সমূহের ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সমস্যা তুমি কিভাবে সমাধান করবে? ি বশ্লেষনধর্মী মতামদ দাও।
৭। প্রাইম ব্যাংক নি¤েœ চিত্রে বর্ণিত ব্যবহার করেন। ব্যাংকের সিস্টেম অ্যানালিসট আনিসুজ্জামান উক্ত সিস্টেমটি দেখাশূন করেন। তথ্যের নিরাপত্তার জন্য মাঝে মাঝেই তিনি ডেটাকে এক ধরনের ফরমেট থেকে অন্যধরনের ফরমেটে রুপান্ত করেন।
ক. ডেটাবেজ রিলেশনশীপ কী?
খ. অবৈধ ব্যবহারকারী Database এর ঢুকতে পারে না কেন?
গ. চিত্রে কী ধরনের ডেটাবেজ ব্যবহার হযেছে বল তুমি মনে কর। ব্যাখ্যা কর।
ঘ. আনিসুজ্জামান শেষোক্ত কাজটির গুরুত্ব বিশ্লেষন কর।
৮। একটি কলেজের কর্তৃপক্ষ ছাত্রদের ব্যক্তিগত তথ্য এবং বিভিন্ন পরীক্ষায় ছাত্রদের রেজাল্টের তথ্য দুটি টেবিলের মাধ্যমে সংরক্ষন কে রডেটাবেজ তৈরি করেছে। কর্তৃপক্ষ ছাত্রদের ব্যক্তিগত তথ্য সটিংয়ের মাধ্যমে এবং রেজাল্টের তথ্য ইনডেক্সিং করে সাজিয়ে উপস্থাপন করেন। অনাকাঙ্খিত ব্যক্তি কর্তৃক ডেটাবেজটি যেন নষ্ট না হয় সেজন্য বিশেষ ব ্যবস্থা গ্রহণ করেছেন।
ক. ডেটাবেজ কী?
খ. ডেটাবেজ নিরাপত্তায় এনক্রিপশন জরুরি কেন?
গ. কর্তৃপক্সের গৃহীত বিশেষ ব্যবস্থা কী হতে পারে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত তথ্য উপস্থাপন পদ্ধতি দুটি তুলনামূলক বিশ্লেষণ কর।
৯।
ক. DBMS কী?
খ. ফিল্ড ও রেকর্ড এক নয় ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে উপস্থাপিত টেবিল দুটিতে কী ধরনের বিলেশন হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উপস্থাপিত টেবিল দুটিতে কেন রিলেশন হবে না তার সপক্ষে যুক্তি দাও।
১০। একটি ডেটাবেজ ২টি টেবিলআছে টেবিলে ও নামের ৬টি ফিল্ড আছে উভয় টেবিলে ফিল্ডটি প্রাইমারি কি? ফলাফল শীট করার জন্য উভয় টেবিলে সম্পর্ক করা হলো। যারা ও এ এর বেশি নম্বর পেয়েছে অথবা ও তে এর বেশি নম্বর পেয়েছে তাদেরকে আলাদা করা হলো।
ক.ডেটাবেজ অ্যাট্রিবিউট কী?
খ. টেবিল রিলেশনের জন্য প্রাইমারি কি অত্যাবশাকীয় কেন?
গ. উদ্দীপকে ফলাফল শীট করার জন্র কোন ধরনের রিলেশন কর া হয়েছে? বিশ্লেষন কর।
ঘ. উদ্দীপকের শর্ত অনুযায়ী ডেটা পৃথক করার জন্য যে কমান্ডটি ব্যবহার করা হয়েছে তা বিশ্লেষনপূর্বক মতামত দাও।
১১। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনের জন্য ক এ লাকার ভোটার লিস্ট হালনাগাদ করার পরিকল্পনা করছে। একজন্য প্রয়োজনীয তথ্যগুলি সরবরাহ করার জন্য তথ্য সংগ্রহকারীকে একজন ভোটারের নাম পিতার নাম বয়স র্ধম জন্ম তারিখ জন্মস্থান সংগ্রহ করার জন্য বললেন। উক্ত তথ্যগুলি দিয়ে একটি ডেটাবেজ ফাইল তৈরি করা হলো। অন্যদিকে নমা বয়স ও জন্ম তারিখ ব্যবহার করে জনসংখ্যা পরিসংখ্যান করর জন্য অপর একটি ফাইল তৈরি কর াহলো।
ক. SQL কী?
খ. প্রাইমারি কি ও ফরেন কী একন য় ব ুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকে বর্ণিত নির্বাচনের জন্য ডেটাবেজ ফাইলের ফিল্ডের ডেটা টাইপের ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিতদুটি ফাইলের মধ্যে কীভাবেরিলেশন তৈরি করা যায়? তোমার মতামত বিশ্লেষন কর।
১২। একটি শিক্ষা প্রতিষ্ঠানে ডেটাবেজ তৈরির জন্য শিক্ষার্থীর আইডি নাম পিতার নাম ঠিকানা জন্ম তারিক সেকশনইত্যাদি ফিল্ড সংযুক্ত আছে।
ক. রেকর্ড কী?
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশেন তৈরি প্রধান র্শত লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ড নিযৈ শিক্ষার্থীদের একটি ডেটাবেজ তৈরিরপ্রক্রিয়া ব্যাখ্য ার্ক
ঘ. উদ্দীপকের যে কোনো দটি রেকর্ড সংযোজন করা রজন্য কমান্ড বিশ্লেষন কর।
১৩।
Roll | Name | GPA |
101 | X | 5 |
102 | Y | 4 |
103 | Z | 3 |
Reg No | Roll | Fathers Name |
1001 | 101 | A |
1002 | 102 | B |
1003 | 103 | C |
ক. Query কী ?
খ. ডেটাবেজ তৈরির ক্ষেত্রে দুটি বিষয়কে প্রধানত বিবেচনা করতে হয় ব্যাখ্যা কর।
গ. ও এর মধ্যে তৈরি করতে চাইলে কিভাবে করতে হবে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ব্যবহৃত দুটি দ্বারা তৈরি কোথায় কোথায় ব্যবহার কর াযাবে ব্যাখ্যা কর।
১৪। রেদওয়ান সাহেব একটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার । তিনি প্রতিষ্ঠানের ফাইল থেকে গ্রাহকদের প্রয়োজনয়ি তথ্যাবলী সরবরাহ করে থাকেন। তিনি প্রতিষ্ঠানের লেনদেনের তথ্যসমূহ একটি ফাইলে সংরক্ষন করেন এবং নিয়ম মোতাবেক গ্রাহকদের সরবরাহ করেন। অত্যন্ত দায়িত্বশীল বলে ডেটা সিকিউরিটির জন্য তিনি ডেটাবেজ এনক্রিন্ট ও ডিক্রিপ্ট পদ্ধতি ব্যবহার করেন।
ক. RDBMS কী?
খ. ইন্ডেকিক্সং ডেটাবেজ সিস্টেমের কাজের গতি বৃদ্ধি করে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রেদওয়ান সাহেব কিভাবেগ্রাহকদের আর্থিক তথ্যাবলী সংরক্ষন করেন। ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রেদওয়ান ডেটাবেজের কোন পদ্ধতি ব্যবহারে ডেটার নিরাপত্তা নিশ্চিত করেন বিশ্লেষণ কর।
১৫।
Product Code | Product Name |
01 | Book |
02 | Pencil |
03 | Eraser |
Product Code | Quantity |
01 | 10 |
02 | 3 |
03 | 5 |
ক. ফরেন কি কাকে বলে?
খ. প্লেইন টেক্সট ও সাইফার টেক্সট এক নয় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের টেবিলদ্বয়ের ব্যবহৃত কী গুলো নিদের্শ কর এবং এদের মধ্যে পার্থক্য লির্ণয় কর।
ঘ. টেবিল দুটোর মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান আলোচনা কর এবং কোন কোন প্রোডাক্ট এর পরিমান দশ এর নীচে রয়েছে তাদের নাম ও কোডসহ প্রদর্শন করানোর জন্য কমান্ড লিখ।
১৬। সম্প্রতি বিশ্বে বিপুল ডেটা নিয়ে কাজ চলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিভৃর সময়ে অনলাইন ও অফলাইন ডেটাবেজের অবদান অনস্বীকার্য। ডেটাবেজ সৃজনে ডেটা টাইপ সমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টিদের পূণাঙ্গ ব্যক্তিগত ডেটা বছরের প্রাত্যহিক কার্যাদিও আথির্ক বিবরণ ডেটা উপর্যুক্ত ডেটাবেজ সংরক্ষিত থাকে যা প্রয়োজনীয় সংযোগ সুবিধার ভিত্তিতে যেকোনো সময় যে কোনো স্থান থেকে ব্যবহার করা যাচ্ছে।
ক. ফরেন কি কাকে বলে?
খ. প্রাইমারি কী এর প্রয়োজনীয়তা বলতে কী ব ুঝ?
গ. ডেটাবেজে ডেটা টাইপ কীভবে ব্যবহৃত হয় ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে কোন ধরনের ডেটাবেজ বে শি সুবিধাজনক এব ং কেন? যুক্তি দাও।
১৭।
ID | Name | District | Designation | Salary |
701 | Ratul | sylhet | Lecturer | 20000 |
702 | Rana | Dhaka | Officer | 40000 |
703 | Tanjil | Sylhet | Accountent | 13000 |
ক, কোম্পাজিট প্রাইমারি কি কাকে বলে?
খ. ডেটাবেজে নতুন রেকডর্ক সহজে অন্তর্ভূক্ত করা যায় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত টেবিল এবং তোমার তৈরি একটি টেবিলের মধ্যে কীভাবে রিলেশন তৈরি করবে? ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকে উল্লিখিত টেবিল থেকে যাদের District Sylhet তাদের Name, District, Salary পেতে SQL Command ব্যবহার করবে বিশ্লেষন কর।
১৮। ক্যান্টমেন্টের পাবলিক স্কুল ও কলেজ দিনাজপুর এর কর্তৃপক্ষ প্রতিষ্ঠান স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার চাল ুরয়েছে। ব্যবহার করে তৈরিকৃত ডেটাবেজের ও টেবিলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এট্রি করা হয়েছে।
ক. সর্টিং কী?
খ Date Eneryption পদ্ধতি বর্ণনা কর।
গ উদ্দীপকের টেবিল দুইটির মধ্যে রিলেশন তৈরিতে কী ফিল্ডের ব্যবহার ব্যাখ্যা কর ।
ঘ উদ্দীপকে কী ধরনের ডেটা টাইপ ব্যবহৃত হতে পারে তোমার মতামত উপস্থাপন কর।
১৯। মি ইলিয়াস একটি কোম্পানির জেনারেল ম্যানেজার । তিনি কয়েকজন কর্মকর্তার সাথে আলোচনা করে তাদের বেতন পুনঃনির্বাচণ করলেন। নির্বাহী পরিচালক বিষয়টি বিবেচনায় আশ্বাস দেন এবং এমপ্লয়িদের ব্যক্তিগত ও দৈনন্দিন কাজের রিপোর্ট সংক্রান্ত তথ্যগুলো চাইলেন । ইলিয়াস সাহেব অতঃপর কর্মীদের ব্যক্তিগত তথ্য ও ওয়ার্কিংরিপোর্টের ফাইল দুটো ডেটাবেজ প্রোগ্রামের সাহায্য সাহায্য একটি সম্পর্কযুক্ত ফাইলে পরিণত করে নির্বাহী পরিচালকের নিকট প্রদান করলেন।
ক. ডেটাবেজ ফাইল কী?
খ. ডেটাবেজ কুয়েরির প্রয়োজনীয়তা ব্যখ্যা কর।
গ. উদ্দীপকের তথ্যগুলো কোনধরনের ডেটা টাইপ হতে পারে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সম্পর্কযুক্ত ফাইলটির কারণে নির্বাহী পরিচালনক সহজেই যোগ্যতা অনুসারে এমপ্লয়িদের বেতন বৃদ্ধির বিষয়টি মুল্যায়ন করতে পারলেন বিশ্লেষন করে বুঝিয়ে দাও।
২০। সরকারি বিজ্ঞান কলেজের লাইব্রেরিতে অনেক বই রয়েছে। প্রত্যেকটি বইয়ের টাইটেল লেখক প্রকাশক মুল্য প্রকাশনারব প্রকাশনার বছর আইএসবিএন নম্বর ইত্যাদি অনেক ডাটা সরক্ষন করা প্রয়োজন। শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদশন করে বই ধার নিতে পারে। শ্ক্ষিথীদের আইডি কাডে ৃ তাদের নাম রোল নম্বর সেকশন বিভাগ ঠিকানা ইত্যাদি থাকে। উপরোক্ত তথ্য সংরক্ষনের জন্য ্একটি রিলেশনাল ডেটাবেজ তৈরি করা প্রয়োজন যাতে একাধিক টেবিল এবং টেবিলগুলোর মধ্যে রিলেশন থাকবে।
ক. QBE কী?
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি শর্ত লিখ্
গ. শিক্ষার্থী ও বইয়ের ডেটা সংক্ষরনের জন্য পৃথক টেবিলে প্রয়োজনীয় ডেটা টাইপগুলোর নাম লিখ।
ঘ. শিক্ষার্থী টেবিল ও বই টেবিলে রিলেশন তৈরি করতে ্একটি সহজ রিলেশনাল ডেটাবেজ তেরি কর।
২১। ঢাকা সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তক্রমে ছাত্রীদের তথ্য সংরক্ষনের জন্য একটি ডেটাবেজ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে ছাত্রীদের তথ্য সন্নিবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ক. ফিজিক্যাল ডিজাইন কাকে বলে?
খ. বিভিন্ন টেবিল নিয়ে কাজ করার জন্য কোনধরনের ডেটাবেজ সুবিধাজনক বলে মনে হয়।
গ. উদ্দীপকের কাজটি তুমি কীভাবে সমাধান করবে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কাজটি থেকে কলেজ ও শিক্ষার্থীরা কী ধরনের সুবিধা পাবে? তা বিশ্লেষন কর।
২২। হাবিব পাবলিকেশন্স অনলাইন ইআরপি ডেটাবেজ ব্যবহার করে দেশে বি দেশে তাদের ব্যবসা পরিচালনা করে । এর ফলে সকল পরিবেশে গ্রাহক সম্পর্কে তাৎক্ষণিক তথ্য প্রাপ্তি যেমন নিশ্চিত করা যায় তেমনি কেন্দ্রিয়ভাবে ব্যবসার তদারিক করা সহজ হয়।
ক. কর্পোরেট ডেটাবেজ কী?
খ. ডেটাবেজে কী কী ধরনের কুয়েরি ব্যবহার করা হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত ডেটাবেজ কোন কোন ইউনিটেগুলো অন্তুর্ভূক্ত রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ডেটাবেজ কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত মুল্যবান বিশ্লেষন কর।
২৩।
ক. এনক্রিপশন কী?
খ. ইন্ডেক্সিং ডেটাবেজ সিস্টেমের কাজের গতি বৃদ্ধি করে ব্যাখ্যা কর।
গ. চিত্রের A. B. C. D চিহিত স্থানসমূহ ডেটাবেজের কোন কোন অবস্থান নিদের্শ করে ব্যাখ্যা র্ক
ঘ. চিত্রের ডেটাবেজটি মাইক্রোসফট এক্্েরস ব্যবহা কে র তৈরি করা যাবে এ মতের স্বপক্ষে তোমার য্ুিক্ত বিশ্লেষন কর।
২৪। সরকারি সিদ্ধান্ত মোতাবেক নরসিংদী পৌরসভার জন্ম নিবন্ধনের জন্য প্রতিটি ওয়ার্ডে অফিস স্থাপন করা হয। জন্ম নিবন্ধনের জন্য যে আবশ্যকীয় তথ্যগুলো নিতে হবে তা হলে া জন্ম তারিখ লিঙ্গ পিতারনাম মাতার নাম ধর্ম ও জন্মস্থান।
ক. ডেটাবেজ কী?
খ. উপরোক্ত কর্মসূচী বাস্তবায়নের কোন ধরনের ডেটাবেজ সুবিধাজনক?
গ. উপরোক্ত তথ্য নিয়ে ৫ জন শিশুর একটি নমুনা ডেটাবেজ স্থাপন কর।
ঘ. উক্ত ডেটাবেজ থেকে নরসিংদী পৌরসভায় প্রাপ্ত সুবিধাগুলো আলোচনা কর।
২৫। ডা, ইসরাত জাহান তার লুবনা জেনালের হাসপাতালে রোগীদের স্বাস্থ্য সেবা বেড়াতে চান। এজন্য তিনি রোগী ভর্তি রোগীর প্যাথলজিক্যার টেস্ট রিপোর্ট এবং রোগীর বর্তমান অবস্থা সম্পর্কি বিভিন্ন তথ্যাদি কম্পিউটারে সংরক্ষণ করবেন এবং প্রয়োজনে তাৎক্ষনিকভাবে তা দেখতেও পারবেন।
ক. ডেটাবেজ কী?
খ. বলতে কী বুঝায়
গ. উদ্দীপকে উল্লেখিত কার্য সম্পাদনে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত? তা ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকে উল্লেখিত ব্যবস্থা গ্রহনের ফলে হাসপাতলে পূর্বের তুলনায় কী সুবিধা পাওয়া যাবে? তা বিশ্লেষন কর।
২৬। হলিক্রস কলেজের লাইব্রেরিতে অসংখ্যা বই রয়েছে। প্রত্যেকটি বইয়ের টাইটেল লেখক প্রকাশক মুল্য প্রকাশনার বছর আইএসবিএন নম্বর ইত্যাদি অনেক ডেটা সংরক্ষণ করার প্রয়োজন হয়। শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শন করে বই ধার নিতে পারেন। শিক্ষার্থীদের আইডি কার্ডে তাদের নাম শ্রেণি সেশন বিভাগ ঠিকানা রোল নম্বর ইত্যাদি থাকে। আইসিটি বিষয়ের অধ্যাপক সুব্রত উপরোক্ত তথ্য সংরক্ষন করার জন্য ্একটি রিলেশনাল ডেটাবেজ ডিজাইন করেছেন।
ক. কুয়েরি ল্যাংগুয়েজ কী?
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির শর্ত লিখ।
গ. উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থী ও বইয়ের ডেটা সংরক্ষনের জন্য পৃথক২টি টেবিল ও তাদের প্রয়োজনীয ফিল্ড ও ডেটা টাইপগুলোর নাম লিখ।
ঘ. উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থী টেবিল ও বই টেবিল রিলেশন তৈরি করে একটি সহজ রিলেশনাল ডেটাবেজ ৈ তরি কর।
২৭।
Name | Designation | Salary |
Muman | Prof | 25000 |
Azad | Lecturer | 15000 |
Faruq | Asst.Prof | 24000 |
Nazmul | Lecturer | 16000 |
ক. RDBMS কী?
খ. ডেটাবেজের দুটি সুবিধা লেখ।
গ. টেবিলটিতে Designation ও Salary ফিল্ডের মাঝে নতুন ্একটি ফিল্ড Joning Date হিসেবে সংযোজন করবে ব্যাখ্যা কর।
ঘ. Name ও Salary ফিল্ডের যেকোনো একটি ফিল্ডকে Designation করলে অপর ফিল্ডের ধারাবাহিকতা থাকে না বিশ্লেষন কর।
২৮। একটি কলেজের ছাত্র ছাত্রীকে ভতি সংক্রান্ত ও রেজাল্ট সংক্রান্ত তথ্য সংরক্ষনের জন্য এবং নামে ২টি ডেটাবেজ ব্যবহার করে। প্রতিষ্ঠানটি ডেটাবেজ ব্যবহারের ফলে যেকোনো ছাত্র ছাত্রীদের তথ্য সম্পর্কে সহজে জানতে পারে। আবার প্রয়োজনয়ি তথ্য ব্যবহার করে রিপোর্ট তৈরি করতে পারে।
ক. RDBMS কী?
খ. RDBMS এর কাজ গুলো লিখ।
গ. উদ্দীপকের ডেটাবেজ ২টির মধ্যে রিলেশন তৈরির পদ্ধতি ব্যাখ্যা কর ।
ঘ. উক্ত কলেজে ডেটাবেজ ব্যবহারের ফলে কী ধরনের সুবিধা পেতে পারে বলে তুমি মনে করো। বি শ্লেষন কর ।
২৯।
Roll No | Name | City | Registration |
1201 | Karim | Dhaka | 80825 |
1202 | Nafim | Pabna | 80826 |
1203 | Zahid | Dhaka | 80827 |
1204 | Sohel | Khulna | 80820 |
1205 | Rana | Rajshahi | 20829 |
ক. ডেটা টেবিল কী?
খ. ফিল্ড ও রেকর্ডের মধ্যে পার্থক্য লিখ।
গ. উক্ত টেবিল 1204 থেকে রেকর্ডটি মুছে ফেলার পদ্ধতি ব্যাখ্যা কর ।
ঘ. SQL কমান্ড ব্যবহার করে কিভাবে উক্ত টেবিল থেকে যাদের সিটি ঢাকা তাদেরও রোল নং নাম ও সিটি পাওয়া যাবে তা বিশ্লেষন কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।