HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ২০ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২০. ঢাকা ইস্টার্ন কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. আগের মাল আগে যায় পদ্ধতিতে কখন নিট মুনাফা বেশি হবে?
ক.একাধিক পণ্য বিক্রয় করলে
খ.পণ্যের মূল্য উর্ধ্বগামী হলে
গ.পণ্যের মূল্য নিগামী হলে
ঘ.পণ্যের মূল্য স্থির থাকলে
২. আচরণের ভিত্তিতে ব্যয় কত প্রকার?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
৩. মজুদ পণ্য মূল্যায়নে বিজ্ঞানসম্মত পদ্ধতি
I.কালান্তিক মজুদ পদ্ধতি
II.নিত্য মজুদ পদ্ধতি
III.ভারযুক্ত গড় পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.I ও II
ঘ.I, II ও III
৪. অংশীদারি ব্যবসায়ে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব রাখলে চলতি হিসাবের কোন উদ্বৃত্ত হতে পারে?
ক.ডেবিট উদ্বৃত্ত
খ.ক্রেডিট উদ্বৃত্ত
গ.ডেবিট/ক্রেডিট যে কোন উদ্বৃত্ত
ঘ.কোন উদ্বৃত্ত থাকে না
৫. কোম্পানির মূলধনের পরিমাণ ও কত শেয়ারে বিভক্ত তা কোন দলিলে উলেখ থাকে?
ক.নিবন্ধনপত্রে
খ.স্মারকলিপিতে
গ.পরিমেল নিয়মাবলিতে
ঘ.উদ্বর্তপত্র
৬. কোনটি তরল সম্পদ?
I.হাতে নগদ
II.মজুদ পণ্য
III.প্রাপ্য হিসাব
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৭. যদি বিক্রীত পণ্যের ব্যয় ২,০০,০০০ টাকা এবং বিক্রয়ের ওপর মোট লাভের হার ২০% হয় তবে বিক্রয়ের পরিমাণ কত?
ক.২,২০,০০০ টাকা
খ.২,৩০,০০০ টাকা
গ.২,৪০,০০০ টাকা
ঘ.২,৫০,০০০ টাকা
৮. আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার হলো
I.সমান্তরাল বিশ্লেষণ
II.উলম্ব বিশ্লেষণ
III.অনুপাত বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৯. নিচের কোনটি স্থায়ী ব্যয়?
ক.প্রত্যক্ষ কাঁচামাল
খ.প্রত্যক্ষ শ্রম
গ.প্রত্যক্ষ খরচ
ঘ.কারখানার ভাড়া
১০. কোন ব্যয়ের মাধ্যমে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়?
ক.পণ্য ব্যয়
খ.কালীন ব্যয়
গ.সুযোগ ব্যয়
ঘ.অপ্রাসঙ্গিক ব্যয়
১১. যদি ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা চাঁদা প্রদান করে তখন তা লিপিবদ্ধকরণে
I.প্রভিডেন্ট ফান্ডে দান হিসাব ডেবিট
II.প্রভিডেন্ট ফান্ড হিসাব ক্রেডিট
III.নগদান হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১২. কোনটি বেতনের পরিপূরক সুবিধা?
ক.বোনাস
খ.ওভারটাইম মজুরি
গ.অবসর ভাতা
ঘ.ভর্তুকি
১৩. উৎপাদনকারী প্রতিষ্ঠানে মজুদ মাল কত প্রকার হয়ে থাকে?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
১৪. বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে
I.মালের পরিমাণ
II.মালের মূল্য
III.মালের আগমন ও নির্গমন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৫. মুনাফা নির্ণয়ের সূত্র হলো
I.বিক্রয় পরিবর্তনশীল ব্যয় – স্থায়ী ব্যয়
II.নিরাপত্তা প্রান্ত ূ অনুদান প্রান্ত অনুপাত
III.অনুদান প্রান্ত + স্থায়ী ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উষ্টীপকটি পএড়া বৈং ১৬ ও ১৭ নং পণ্ঠএশ²র উল্ফর দাও।
রফিদ ও রাকিব একটি অংশীদারি কারবারের অংশীদার। তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে ১,৬০,০০০ টাকা ও ১,৫০,০০০ টাকা। তারা মূলধনের ওপর ১০% সুদ ধার্য করে। রাফিদ কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না।
১৬. রাফিদ কি ধরনের অংশীদার?
ক.নামমাত্র অংশীদার
খ.নি¯িক্রয় অংশীদার
গ.সাধারণ অংশীদার
ঘ.প্রতিবন্ধ অংশীদার
১৭. কারবারের মূলধনের সুদ কত?
ক.১,৫০০ টাকা
খ.১৫,০০০ টাকা
গ.১৬,০০০ টাকা
ঘ.৩১,০০০ টাকা
১৮. উৎপাদন খরচের অন্তর্ভুক্ত হবে না
I.উৎপাদন ব্যবস্থাপকের বেতন
II.বিক্রয়কর্মীর বেতন
III.হিসাবরক্ষকের বেতন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উষ্টীপকটি পএড়া বৈং ১৯ ও ২০ নং উল্ফর দাও।
সানমুন লি.-এর ৩১ ডিসেম্বর, ২০১৪ সালের তথ্যসমূহ নিরূপ: নগদ বিক্রয় ৩,০০,০০০ টাকা, বাকিতে বিক্রয় ১,১০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৭,০০০ টাকা, বিক্রয় বাট্টা ৩,০০০ টাকা এবং মোট মুনাফা ১,৭৫,০০০ টাকা।
১৯. মুনাফার শতকরা হার কত?
ক.৪২.৬৮%
খ.৪২.৯৯%
গ.৪৩.৪২%
ঘ.৪৩.৭৫%
২০. যদি বিক্রয় ৪,৮০,০০০ টাকা হয়
I.মোট মুনাফা বৃদ্ধি পাবে
II.মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
III.বিক্রীত পণ্যের ব্যয় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২১. নাসির কোম্পানির চলিত সম্পদ ৮,০০,০০০ টাকা, কারবারের চলতি অনুপাত ২ ঃ ১ হলে, চলতি দায়ের পরিমাণ কত?
ক.৪,০০,০০০ টাকা
খ.৬,০০,০০০ টাকা
গ.৮,০০,০০০ টাকা
ঘ.১২,০০,০০০ টাকা
২২. কোম্পানির মূলধনের ক্ষুদ্র একককে কী বলে?
ক.ঋণপত্র
খ.স্টক
গ.বন্ড
ঘ.শেয়ার
উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
অরবিট কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যে ১,০০,০০০ শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ৩০,০০০ শেয়ার ৩,৭০,০০০ টাকায় এবং ৫০,০০০ শেয়ার ৬,৪০,০০০ টাকায় বিলি করল।
২৩. অরবিট কৈাজ্ঞক্সানির মৈাট অধিহাএরর পরিমাণ কত?
ক.৭০,০০০ টাকা
খ.১,৪০,০০০ টাকা
গ.২,১০,০০০ টাকা
ঘ.২,৭০,০০০ টাকা
২৪. মোট বিলিকৃত মূলধনের পরিমান কত?
ক.৩,০০,০০০ টাকা
খ.৫,০০,০০০ টাকা
গ.৮,০০,০০০ টাকা
ঘ.১০,১০,০০০ টাকা
২৫. আসবাবপত্রের ক্রয়মূল্য ১,২০,০০০ টাকা, পুঞ্জিভ‚ত অবচয় ২০,০০০ টাকা, আসবাবপত্রের বই মূল্যের পরিমাণ কত হবে?
ক.১,০০,০০০ টাকা
খ.১,২০,০০০ টাকা
গ.১,৩০,০০০ টাকা
ঘ.১,৪০,০০০ টাকা
২৬. দায়-মূলধন অনুপাত কোন দরনের অনুপাত?
ক.কার্যকলাপ বা সক্রিয়তা
খ.স্বচ্ছলতা
গ.মুনাফা অর্জন ক্ষমতা
ঘ.তারল্যতা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. বাজেট তৈরির ক্ষেত্রে কোন বাজেট আগে তৈরি করতে হয়?
ক.ক্রয় বাজেট
খ.বিক্রয় বাজেট
গ.উৎপাদন বাজেট
ঘ.নগদান বাজেট
২৮. প্রাপ্তি ও প্রদান হিসাব কোনটির অনুরূপ?
ক.নগদান হিসাব
খ.ব্যাংক হিসাব
গ.উৎপাদন বাজেট
ঘ.নগদান বাজেট
২৯. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার পদ্ধতি কয়টি?
ক.২টি
খ.৩টি
গ.৪টি
ঘ.৫টি
৩০. অংশীদারি কারবারের বিলোপ ঘটে
I.অংশীদারের মৃত্যু হলে
II.অংশীদার পাগল হলে
III.অংশীদার দেউলিয়া হলে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, I ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।