HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ১১ | PDF – হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
১১. শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৩০
১. মুনাফাবিহীন বিক্রয়কে দেখাতে হবে
I.ক্রয় থেকে বাদ দিয়ে
II.বিক্রয় থেকে বাদ দিয়ে
III.নিট মুনাফা থেকে বাদ দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২. মনিহারি ক্রয় ৫,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ১,০০০ টাকা, সমাপনী মজুদ ২,০০০ টাকা, ব্যবহৃত মনিহারির পরিমাণ কত টাকা?
ক.৩,০০০ টাকা
খ.৪,০০০ টাকা
গ.৫,০০০ টাকা
ঘ.৬,০০০ টাকা
৩. চলতি মূলধন বলতে কী বোঝায়?
ক.মোট সম্পদ-মোট দায়
খ.মোট সম্পদ-চলতি দায়
গ.চলতি সম্পদ-চলতি দায়
ঘ.তরল সম্পদ-তরল দায়
৪. কোম্পানির সুনাম অর্জন বা বৃদ্ধি পেলে, উক্ত কোম্পানি
I.বাট্টায় শেয়ার ইস্যু করে
II.অধিহারে শেয়ার ইস্যু করে
III.সমমূল্যে শেয়ার ইস্যু করে
নিচের কোনটি সঠিক?
ক.II
খ.III
গ.I ও III
ঘ.I, II ও III
৫. অব্যবসায়ী অমুনাফাভোগী প্রতিষ্ঠানের আয়ের উদাহরণ হলো
I.চাঁদা
II.অনুদান
III.পরামর্শ ফি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৬. ১৫টি চেয়ারের উৎপাদন ব্যয় ১৮,০০০ টাকা, যদি কোম্পানি বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা করতে চায়, তবে প্রতিটি চেয়ারের মূল্য কত হবে?
ক.৯৬০ টাকা
খ.১,২০০ টাকা
গ.১,৪৪০ টাকা
ঘ.১,৫০০ টাকা
৭. যে ব্যয় পূর্বে ঘটেছিল, এটি এখন আদায়যোগ্য নয় তাকে কী বলে?
ক.নিমজ্জিত ব্যয়
খ.সুযোগ ব্যয়
গ.ঐতিহাসিক ব্যয়
ঘ.কালীন ব্যয়
৮. অনিয়ন্ত্রিত ব্যয় কোনটি?
ক.কাঁচামাল
খ.প্রত্যক্ষ শ্রম
গ.কর্মচারীর বেতন
ঘ.প্রত্যক্ষ খরচ
৯. বিক্রীত পণ্যের ক্রয়মূল্য ১৬,০০০ টাকা এবং বিক্রয়মূল্যের ওপর ২০% হারে লাভ হয়ে থাকলে বিক্রয়মূল্য কত?
ক.১৮,০০০ টাকা
খ.২০,০০০ টাকা
গ.২১,০০০ টাকা
ঘ.২১,১৬০ টাকা
১০. খাদ্যসামগ্রী ক্রয় ৭,০০০ টাকা, প্রারম্ভিক খাদ্যসামগ্রী ১,০০০ টাকা, ব্যবহৃত খাদ্যসামগ্রী ৬,০০০ টাকা হলে অব্যবহৃত খাদ্যসামগ্রীর পরিমাণ কত?
ক.৫,০০০ টাকা
খ.৪,০০০ টাকা
গ.৩,০০০ টাকা
ঘ.২,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
আদি ও বদি একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। সারা বছরে তাদের মুনাফার পরিমাণ ৯১,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধনের ওপর ১০% হারে সুদ ধার্য করা হয়। ১ জানুয়ারি আদির মূলধন ছিল ১০,০০,০০০ টাকা এবং বদির মূলধন ছিল ৪,০০,০০০ টাকা।
১১. মূলধন অনুসারে তাদের লাভ-ক্ষতির অনুপাত কত?
ক.২ ঃ ১
খ.৫ ঃ ৩
গ.৫ ঃ ২
ঘ.১ ঃ ১
১২. মূলধন অনুসারে লাভের কত টাকা বদি পাবে?
ক.১৩,০০০ টাকা
খ.২৬,০০০ টাকা
গ.৫২,০০০ টাকা
ঘ.৬৫,০০০ টাকা
১৩. শেয়ার বাট্টা-আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় অন্তর্ভুক্ত হয়?
ক.চলতি সম্পদ
খ.সম্ভাব্য দায়
গ.অসমন্বিত ব্যয়
ঘ.স্থায়ী সম্পদ
১৪. যখন মজুরি অনুমোদিত হয় তখন উহা লিপিবদ্ধ করনে
I.মজুরি হিসাব ডেবিট
II.প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট
III.অগ্রিম মজুদ হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৫. উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোন ব্যয় আনুপাতিক হারে বৃদ্ধি পায়?
ক.স্থায়ী ব্যয়
খ.আধা-পরিবতট্টনশীল বঞ্ঝয়
গ.পরিবর্তনশীল ব্যয়
ঘ.পরিচালন ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
দিশা লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। প্রতি শেয়ার ১২ টাকা করে ৪০,০০০ টাকা শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করে। জনগণ ৩০,০০০ শেয়ারের জন্য আবেদন করে।
১৬. কোম্পানির বিলিকৃত মূলধন কত?
ক.৩,০০,০০০ টাকা
খ.৩,৬০,০০০ টাকা
গ.৪,০০,০০০ টাকা
ঘ.৪,৮০,০০০ টাকা
১৭. কোম্পানির শেয়ার অধিহার কত?
ক.৩০,০০০ টাকা
খ.৪০,০০০ টাকা
গ.৬০,০০০ টাকা
ঘ.১,০০,০০০ টাকা
১৮. কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদি মূলধনকে কী বলে?
ক.কার্যকরী মূলধন
খ.বিনিয়োজিত মূলধন
গ.প্রারম্ভিক মূলধন
ঘ.সংরক্ষিত মূলধন
১৯. সমচ্ছেদ বিন্দুতে প্রতিষ্ঠানের
I.মুনাফা হয় না
II.ক্ষতি হয় না
III.আয়-ব্যয় সমান হয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২০. কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার ওপর ১০% কমিশন প্রদান করা হলে ৫৫,০০০ টাকার মুনাফার কমিশন কত টাকা হবে?
ক.৭,০০০ টাকা
খ.৬,৫০০ টাকা
গ.৬,০০০ টাকা
ঘ.৫,০০০ টাকা
২১. লভ্যাংশ হিসেবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়?
ক.অগ্রাধিকার শেয়ার
খ.রাইট শেয়ার
গ.প্রাথমিক শেয়ার
ঘ.বোনাস শেয়ার
২২. দত্তাংশ নির্ণয়ের সূত্র কী?
ক.বিক্রয়-স্থির খরচ
খ.ক্রয়-স্থির খরচ
গ.বিক্রিয় + আধা-পরিবর্তনশীল খরচ
ঘ.বিক্রয়-পরিবর্তনশীল খরচ
উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় ২০,০০০ টাকা, পরিবর্তনশীর ব্যয় ১০,০০০ টাকা ও স্থায়ী ব্যয় ৬,০০০ টাকা।
২৩. দত্তাংশ অনুপাত কত?
ক.৩০%
খ.৪০%
গ.৫০%
ঘ.৬০%
২৪. সমচ্ছেদ বিন্দু (টাকায়) কত?
ক.১২,০০০ টাকা
খ.১৩,০০০ টাকা
গ.১৪,০০০ টাকা
ঘ.১৫,০০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৫. অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় কোনটি?
ক.মজুরি
খ.কাঁচামালের অপচয়
গ.অস্বাভাবিক খরচ
ঘ.সম্পদের অবচয়
২৬. কুঋণ সঞ্চিতি কোনটি নির্দেশ করে?
ক.সম্ভাব্য আয়
খ.সম্ভাব্য দায়
গ.সম্ভাব্য সম্পদ
ঘ.আগাম ব্যবস্থা
২৭. মাল খতিয়ানে অন্তর্ভুক্ত থাকে
I.মালের মূল্য
II.মালের উদ্বৃত্ত
III.মালের আগমন ও নির্গমন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
ফাতিমা লি. এর নিরাপত্তার প্রান্ত ২০%, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৬০%, স্থায়ী ব্যয়ের পরিমাণ ৪০,০০০ টাকা এবং বিক্রয় ৮৩,৩৩৪ টাকা।
২৮. সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের পরিমাণ কত টাকা?
ক.২,০০,০০০
খ.১,০০,০০০
গ.৬৬,৬৬৭
ঘ.৫০,০০০
২৯. মোট কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা?
ক.১০,০০০
খ.২৬,৬৬৭
গ.৪৩,৩৩৪
ঘ.৫০,০০০
৩০. মোট পরিবর্তনশীল ব্যয় কত টাকা?
ক.৬০,০০০
খ.৫০,০০০
গ.৩৩,৩৩৪
ঘ.১৬,৬৬৭
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।