HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৪ | PDF – হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. প্রারম্ভিক প্রাপ্য হিসাব ১২,০০০ টাকা; চলতি বছর প্রাপ্য হিসাব থেকে নগদ প্রাপ্তি ৮৭,০০০ টাকা এবং সমাপনী প্রাপ্য হিসাব ১৫,০০০ টাকা হলে, চলতি হিসাবকালে ধারে বিক্রয়ের পরিমাণ হবে−
ক.৯০,০০০ টাকা
খ.১,১৪,০০০ টাকা
গ.৫৫,০০০ টাকা
ঘ.৯২,০০০ টাকা
২. প্রারম্ভিক বকেয়া বেতন ৫,০০০ টাকা; সমাপনী বএকয়া বৈতন ৭,০০০ টাকা বৈং চলতি হিসাবকাএলর বেতন খরচ ৫০,০০০ টাকা হলে, বেতন খরচ বাবদ নগদ হিসাব প্রবাহের পরিমাণ হবে−
ক.৫২,০০০ টাকা
খ.৩৮,০০০ টাকা
গ.৪৮,০০০ টাকা
ঘ.৬২,০০০ টাকা
৩. চলতি বছরের ভাড়া পরিশোধ হয়েছে ২০,০০০ টাকা। মাসিক প্রদেয় ভাড়া ১,৫০০ টাকা অগ্রিম ভাড়া হবে−
ক.৩,৫০০ টাকা
খ.৩,০০০ টাকা
গ.২,৫০০ টাকা
ঘ.২,০০০ টাকা
৪. অদাবিকৃত লভ্যাংশ মুনাফার সাথে সমন্বয়পূর্বক অবলোপন করতে হলে এটিকে−
I.সংরক্ষিত আয় বিবরণীতে বাদ দিতে হবে
II.সংরক্ষিত আয় বিবরণীতে যোগ করলে হবে
III.আর্থিক অবস্থার বিবরণীতে অদাবিকৃত লভ্যাংশ হতে বাদ
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.II ও III
৫. শেয়ার অধিহার সম্পূর্ণ অংশ দ্বারা সুনাম অবলোপনের জন্য সমন্বয় হলে−
I.আর্থিক অবস্থার বিবরণীতে সুনাম থেকে অধিহার বাদ দিতে হবে
II.আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার অধিহার হতে সুনাম বাদ দিতে হবে
III.সুনামের অবশিষ্টাংশ বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৬. তারল্যতা অনুপাত হলো−
I.চলতি অনুপাত
II.ত্বরিত অনুপাত
III.মূলধন অর্জিত অনুপাত
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৭. কারবারের দৈনন্দিন কার্য পরিচালনা করার মত সম্পদ আছে কিনা তা কোন অনুপাত দ্বারা বোঝা যায়?
ক.চলতি অনুপাত
খ.ত্বরিত অনুপাত
গ.কার্যকরি মূলধন অনুপাত
ঘ.মজুদ আবর্তন অনুপাত
৮. বিন কার্ড থেকে কি জানা যায়?
ক.মজুদ পণ্যের পরিমাণ
খ.মজুদ মালের পরিমাণ
গ.মজুদ মালের প্রাপ্তি
ঘ.মজুদ মালের নির্গমন
৯. যে সকল মাল তাড়াতাড়ি বিনষ্ট হয় মজুদ পণ্য হিসাবরক্ষণে সে সব ক্ষেত্রে কোন পদ্ধতি অধিক উপযোগী?
ক.ঋওঋঙ পদ্ধতি
খ.অবিরত মজুদ পদ্ধতি
গ.খওঋঙ পদ্ধতি
ঘ.ভারযুক্ত গড় পদ্ধতি
১০. চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের মুনাফা বণ্টন করা হয় কীভাবে?
ক.সমানুপাতিক হারে
খ.মূলধন অনুযায়ী
গ.যোগ্যতা অনুযায়ী
ঘ.বয়স অনুয়ায়ী
১১. ক, খ, গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা প্রত্যেকে প্রতি মাসের প্রথম তারিখে ১,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। ৬% হার সুদে প্রত্যেক অংশীদারের মোট উত্তোলনের উপর কত টাকা সুদ ধার্য হবে?
ক.৭২০ টাকা
খ.৩৯০ টাকা
গ.৩৬০ টাকা
ঘ.৩৩০ টাকা
১২. বেতন ও মজুরি বিবরণীতে কর্তনযোগ্য দফা হলো−
ক.ওভারটাইম ও ভবিষ্যৎ তহবিল
খ.ভবিষ্যৎ তহবিল ও যাতায়াত ভাতা
গ.যাতায়াত ভাতা ও যৌথ বিমা
ঘ.যৌথ বিমা ও ভবিষ্যৎ তহবিল
১৩. যে কার্ডে কাজের সময়ের হিসাব রাখা হয় তাকে কি বলে?
ক.সময় কার্ড
খ.বিন কার্ড
গ.আইডি কার্ড
ঘ.জব কার্ড
১৪. অংশীদারদের মূলধন যেখানে স্থায়ী থাকে, সেখানে লাভ-প্টতির অংশ, মƒলধএনর ওপর সুদ ও উএল্ফালএনর সুদ লিপিবদ্ধ করা হয়−
ক.মূলধন হিসাবে
খ.উত্তোলন হিসাবে
গ.চলতি হিসাবে
ঘ.ক ও গ
১৫. প্রাপ্য টাকা কত দিন পর পাওয়া যায়, তা প্রকাশ করে কোন অনুপাতে?
ক.তারল্য
খ.দায়-মালিকানা
গ.দেনাদার আবর্তন
ঘ.মজুদ আবর্তন অনুপাতে
১৬. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কী?
ক.পণ্য বিক্রয়
খ.সেবা প্রদান
গ.চাঁদা
ঘ.অনুদান
১৭. প্রাপ্ত চাঁদা ২০,০০০ চলতি বছরে। যার মধ্যে বিগত বছরের ২,০০০ টাকা ও পরবর্তী বছরের ৩,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। এছাড়া চলতি বছরের চাঁদা ৪,০০০ টাকা বকেয়া রয়েছে। চলতি বছরের চাঁদা বাবদ আয়-ব্যয় হিসাবে কত দেখাতে হবে?
ক.২১,০০০ টাকা
খ.১৯,০০০ টাকা
গ.১৮,০০০ টাকা
ঘ.১১,০০০ টাকা
১৮. রূপান্তর ব্যয় হলো−
ক.কাঁচামালের ব্যয় + মজুরি
খ.কাঁচামালের ব্যয় + উপরিব্যয়
গ.মজুরি ব্যয় + কারখানা উপরিব্যয়
ঘ.মজুরি ব্যয় + প্রশাসনিক ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
ব্যবহৃত কাঁচামাল ২,০০,০০০ টাকা। মজুরি ৮০,০০০ টাকা ও কারখানার উপরি খরচ মজুরির ৫০%।
১৯. কোম্পানির মুখ্য ব্যয় কত?
ক.৩,২০,০০০ টাকা
খ.২,৮০,০০০ টাকা
গ.২,৪০,০০০ টাকা
ঘ.২,০০,০০০ টাকা
২০. কোম্পানির কারখানা ব্যয় কত?
ক.২,১০,০০০ টাকা
খ.২,৪০,০০০ টাকা
গ.২,৮০,০০০ টাকা
ঘ.৩,২০,০০০ টাকা
২১. নিচের কোনটি ‘আধা’ পরিবর্তনশীল ব্যয়?
ক.ব্যবহৃত কাঁচামাল
খ.অবচয়
গ.বিদ্যুৎ বিল
ঘ.প্রত্যক্ষ মজুরি
২২. কোন ব্যয়ের এককপ্রতি ব্যয় থাকে?
ক.পরিবর্তনশীল ব্যয়
খ.আধা পরিবর্তনশীল ব্যয়
গ.স্থায়ী ব্যয়
ঘ.মোট ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
১০,০০,০০০ টাকা দিয়ে ৫ বছর আগে একটি পুরাতন মেশিন ক্রয় করা হয়েছিল। মেশিনটির বর্তমান পুস্তক মূল্য ৮,০০,০০০ টাকা। নতুন একটি মেশিন প্রতিস্থাপনের জন্য পুরাতন মেশিনটি ৩,০০,০০০ টাকায় বিক্রি করা হয়।
২৩. প্রাসঙ্গিক ব্যয়ের পরিমাণ কত?
ক.১০,০০,০০০
খ.৮,০০,০০০
গ.৫,০০,০০০
ঘ.৩,০০,০০০
২৪. নিমজ্জিত ব্যয় কত?
ক.২,০০,০০০
খ.৩,০০,০০০
গ.৫,০০,০০০
ঘ.১০,০০,০০০
২৫. সমচ্ছেদ বিন্দুতে প্রতিষ্ঠানের−
I.মুনাফা হয় না
II.ক্ষতি হয় না
III.দত্তাংশ হয় না
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৭. কোনটি পরিচালকমন্ডলীর কাজের মধ্যে পড়ে?
I.লভ্যাংশ অনুমোদন করা
II.প্রয়োজনীয় নীতিমালা নির্ধারণ করা
III.দৈনন্দিন ব্যবস্থাপনা কার্য পরিচালনা করা
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.I ও II
ঘ.III
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
উদ্দীপকটি পড়ো এবং ২৮-৩০ নং প্রশ্নের উত্তর দাও।
ঢণত কোম্পানি লি. অনুমোদিত মূলধন ১৫,০০,০০০ যা ১৫,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানির মূলধন সংগ্রহের জন্য প্রতিটি ১০ টাকা অধিহারে ১০,০০০ শেয়ার বিক্রির ঘোষণা করেন এবং ৮,০০০ শেয়ারের আবেদন পায় এবং প্রাপ্ত শেয়ারগুলো বণ্টন করা হয়।
২৮. শেয়ারের অভিহিত মূল্য কত টাকা?
ক.৯০ টাকা
খ.১০০ টাকা
গ.১১০ টাকা
ঘ.১২০ টাকা
২৯. মোট শেয়ার অধিহারের পরিমাণ কত টাকা?
ক.৮০,০০০ টাকা
খ.১,০০,০০০ টাকা
গ.১,৫০,০০০ টাকা
ঘ.২,০০,০০০ টাকা
৩০. শেয়ার আবেদনে প্রাপ্ত টাকার পরিমাণ কত?
ক.৮,০০,০০০ টাকা
খ.৮,৮০,০০০ টাকা
গ.১০,০০,০০০ টাকা
ঘ.১১,০০,০০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।