HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ২২ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২২. গাজীপুর কমার্স কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের পার্থক্যকে কি বলে?
ক.মূলধন
খ.চলতি সম্পদ
গ.মূলধন তহবিল
ঘ.নিট সম্পদ
২. পণ্যের দাম কমে গেলে, কোন মজুদ পদ্ধতি সর্বাধিক বিবেচ্য?
ক.গড় পদ্ধতি
খ.ভারযুক্ত গড় পদ্ধতি
গ.ঋওঋঙ পদ্ধতি
ঘ.খওঋঙ পদ্ধতি
৩. নতুন আয়কর সঞ্চিতি কোথায় দেখানো হয়?
ক.উৎপাদন ব্যয় বিবরণীতে
খ.রক্ষিত আয় বিবরণীতে
গ.শুধু আয় বিবরণীতে
ঘ.আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে
৫. প্রত্যক্ষ কাঁচামাল ১০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৭,০০০ টাকা, পরোক্ষ মজুরি ৫,০০০ টাকা ও পণ্ঠতঞ্ঝপ্ট খরচ ৩,০০০ টাকা হএল মুখঞ্ঝ বঞ্ঝয় কত টাকা?
ক.১৫,০০০ টাকা
খ.১৭,০০০ টাকা
গ.২০,০০০ টাকা
ঘ.২৫,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
ঢাকা ক্লাবের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে চাঁদা বাবদ প্রাপ্তি ছিল ৮০,০০০ টাকা, যার মধ্যে ২০১৫ সালের অনাদায়ী চাঁদা ৫,০০০ টাকা; ২০১৭ সালের অগ্রিম চাঁদা ৮,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। চলতি বছরে অনাদায়ী চাঁদার পরিমাণ ১,০০০ টাকা।
৬. ২০১৬ সালের চাঁদা বাবদ আয়ের পরিমাণ কত?
ক.৬৭,০০০ টাকা
খ.৬৮,০০০ টাকা
গ.৭৭,০০০ টাকা
ঘ.৭৮,০০০ টাকা
৭. অগ্রিম চাঁদা প্রাপ্তি ৮,০০০ টাকা হিসাবভুক্ত হবে−
I.প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে বিয়োগ
II.আয়-ব্যয় হিসাবে প্রাপ্ত চাঁদা হতে বিয়োগ করতে হবে
III.আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম চাঁদা হিসাব খাতে দায় হিসাবে অন্তর্ভুক্ত হবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
৮. নিচের কোনটি কারখানা ব্যয় নির্দেশ করে?
ক.মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয় + প্রশাসনিক উপরিব্যয়
খ.মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয় + চলতি কার্য
গ.শ্রম ব্যয় + কারখানা উপরিব্যয়
ঘ.মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয়
৯. চলতি অনুপাত ৩ ঃ ১ এবং চলতি সম্পত্তি ১৮,০০০ টাকা হলে চলতি দায় কত?
ক.৪,৫০০ টাকা
খ.৬,০০০ টাকা
গ.১০,৫০০ টাকা
ঘ.১২,০০০ টাকা
১০. সমচ্ছেদ বিন্দুতে কোনটি সঠিক?
ক.মোট বিক্রয় মোট খরচের সমান হয়
খ.মোট বিক্রয় পরিবর্তনশীল ব্যয়ের সমান হয়
গ.মোট বিক্রয় স্থায়ী ব্যয়ের সমান হয়
ঘ.মোট বিক্রয় মুনাফার সমান হয়
১১. হিসাব বছরের শেষে লভ্যাংশ ঘোষণা করা হলে কোম্পানির আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়ে?
ক.সংরক্ষিত আয় কমে
খ.নিট মুনাফা কমে
গ.মোট দায় কমে
ঘ.মোট সম্পদ কমে
১২. চলতি দায় পরিশোধের ক্ষমতা কোন অনুপাতের দ্বারা নির্ণয় করা হয়?
ক.চলতি মূলধন অনুপাত
খ.চলতি অনুপাত
গ.তারল্য অনুপাত
ঘ.দায়-মালিকানা অনুপাত
১৩. বিক্রয়ের পরিমাণ ২,৮০,০০০ টাকা এবং মুনাফার পরিমাণ ৩৫,০০০ টাকা হলে বিক্রয়ের উপর মুনাফার শতকরা হার কত?
ক.১০%
খ.১২.৫০%
গ.১৪.৫০%
ঘ.২০%
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
শ্রাবন্তী কোম্পানি লি. প্রতি শেয়ার ২ টাকা অধিহারসহ ১২ টাকা করে ২০,০০০ শেয়ার ইস্যু করে। মোট ১০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল এবং যথারীতি তা বণ্টন করলো।
১৪. কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত টাকা হবে?
ক.১,০০,০০০ টাকা
খ.১,১৮,০০০ টাকা
গ.১,২০,০০০ টাকা
ঘ.২,০০,০০০ টাকা
১৫. কোম্পানির মালিকানা স্বত্বের পরিমাণ কত টাকা হবে?
ক.১,০০,০০০ টাকা
খ.১,২০,০০০ টাকা
গ.২,০০,০০০ টাকা
ঘ.২,৪০,০০০ টাকা
১৬. অংশীদারদের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত কি প্রকাশ করে?
ক.দায়
খ.আয়
গ.সম্পদ
ঘ.ব্যয়
১৭. দত্তাংশ নির্ণয়ের সূত্র কোনটি?
ক.ক্রয় + স্থায়ী ব্যয়
খ.বিক্রয় − পরিবর্তনশীল ব্যয়
গ.বিক্রয় + পরিবর্তনশীল ব্যয়
ঘ.ক্রয় + পরিবর্তনশীল ব্যয়
১৮. শ্রমিকের মজুরি নির্ণয়ের পদ্ধতি হলো−
I.ঘণ্টা হার
II.মিশ্র হার
III.কার্য হার
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৯. আচরণের ভিত্তিতে ব্যয় কত প্রকার?
ক.২ প্রকার
খ.৩ প্রকার
গ.৪ প্রকার
ঘ.৫ প্রকার
২০. সুনাম কোন ধরনের সম্পদ?
ক.স্থায়ী সম্পদ
খ.চলতি সম্পদ
গ.ভ‚য়া সম্পদ
ঘ.বিনিয়োগ
২১. প্রতিমাসের প্রথম তারিখে উত্তোলন করলে, উত্তোলনের সুদ হবে−
ক.৬.৫ মাসের
খ.৫.৫ মাসের
গ.৩ মাসের
ঘ.২.৫ মাসের
২২. কোনটি অস্পর্শনীয় সম্পদ নয়?
ক.সুনাম
খ.প্যাটেন্ট
গ.বিনিয়োগ.
ঘ.ট্রেডমার্ক
২৩. মাল খতিয়ান হতে জানা যায়−
I.প্রাপ্ত মালের পরিমাণ, দর, মূল্য
II.উদ্বৃত্ত মালের পরিমাণ, দর, মূল্য
III.ইস্যুকৃত মালের পরিমাণ, দর, মূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৪. আন্তর্জাতিক হিসাবমান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়?
ক.ওঅঝ-৬
খ.ওঅঝ-৭
গ.ওঅঝ-৮
ঘ.ওঅঝ-৯
২৫. ত্বরিৎ অনুপাতের আদর্শমান কোনটি?
ক.১ ঃ ১
খ.২ ঃ ১
গ.৩ ঃ ১
ঘ.৪ ঃ ১
২৬. একজন কর্মচারীর মূল বেতন ৯,০০০ টাকা। তিনি এপ্রিল মাসে বিনা বেতনে ১০ দিন ছুটি ভোগ করেন। ছুটি বাবদ কত টাকা কর্তন হবে?
ক.১,৫০০ টাকা
খ.২,০০০ টাকা
গ.২,৫০০ টাকা
ঘ.৩,০০০ টাকা
২৭. বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফা হলে মোট ব্যয়ের উপর মুনাফার হার কত?
ক.১৬.৬৭%
খ.২০%
গ.২৫%
ঘ.৩৩১/৩%
২৮. কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদি মূলধনকে কি বলে?
ক.কার্যকরী মূলধন
খ.বিনিয়োজিত মূলধন
গ.প্রারম্ভিক মূলধন
ঘ.সংরক্ষিত মূলধন
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৯. কোনটি কারখানা উপরিব্যয়?
ক.ভাড়া
খ.আসবাবপত্রের অবচয়
গ.যন্ত্রপাতির অবচয়
ঘ.ডাক খরচ
৩০. কোনটি কালীন ব্যয়?
ক.প্রত্যক্ষ কাঁচামাল
খ.প্রত্যক্ষ মজুরি
গ.প্রত্যক্ষ খরচ
ঘ.বিক্রয়কর্মীর বেতন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।