HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | চট্টগ্রাম বোর্ড ২০১৫ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
১৫. চট্টগ্রাম বোর্ড-২০১৫
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ মধুমতি কোম্পানি লি.-এর সিহাব বই হতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিæোক্ত উদ্বৃত্তগুলো দেয়া হয়েছে :
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৪
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
সুনাম২,০০,০০০শৈয়ার মলধন (৫,০০০ শৈয়ার
দালান-কোঠা ২,২০,০০০ পণ্ঠতিটি ১০০ টাকা কএর) ৫,০০,০০০
যন্ত্রপাতি ৩,০০,০০০ সঞ্চিতি তহবিল ১,০০,০০০
ইজারা সজ্ঞক্সল্ফি (১০ বছর) ১,০০,০০০ ১০% ঋণপত্র ১,০০,০০০
মজুদ পণ্য (১-১-১৪) ৪০,০০০ বিক্রয় ৬,৯০,০০০
বেতন ৫০,০০০ প্রদেয় হিসাব ৪০,০০০
প্রাপ্য হিসাব৫০,০০০রক্ষিত আয় বিবরণীর
পণ্য ক্রয় ৪,৬০,০০০ উদ্বৃত্ত (১-১-২০১৪) ৭৫,০০০
আয়কর ৩৫,০০০ আয়কর সঞ্চিতি ৫,০০০
লভ্যাংশ১৫,০০০
হাতে নগদ৪০,০০০
১৫,১০,০০০১৫,১০,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য ১,৫০,০০০ টাকা এবং ক্রয়মূল্য ১,৫২,০০০ টাকা ২. প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়; প্রাপ্য হিসাবের উপর ১০% ধরে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। ৩. নীট লাভের ১৫,০০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। ৪. শেয়ার মূলধনের ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো। ২
খ. ২০১৪ সালের মধুমতি কোম্পানি লি. এর নিট লাভ ২,৬৩,২০০ টাকা। উক্ত বছরের মালিকানাস্বত্ব বিবরণী তৈরি করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীর ছকে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
২.▶ পদ্মা লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা। প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। উক্ত কোম্পানির রেওয়ামিল নিচে দেওয়া হলো :
রেওয়ামিল
ডেবিট ৩১ ডিসেম্বর, ২০১৩ ক্রেডিট
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
যন্ত্রপাতি ১,৫০,০০০ বিক্রয় ৩,০০,০০০
আসবাবপত্র ১,০০,০০০ সাধারণ সঞ্চিতি ৯,৫০০
ক্রয় ১,৫০,০০০ পাওনাদার ৫,০০০
ড্রইং অফিসের বেতন ১০,০০০ ইসুঞ্ঝকতে ও বিলিকতে মলধন (৫০,০০০ শৈয়ার পণ্ঠতি শৈয়ার ১০ টাকা হিসাএব সজ্ঞক্সণট্ট তলব) ৫,০০,০০০
ক্রয় পরিবহন৫,০০০
বেতন (১০ মাস)৩,০০০
অনাদায়ী পাওনা৭৫০
মজুদ পণ্য (১-১-২০১৩)৬৭,০০০
বিজ্ঞাপন১৫,০০০
দেনাদার২,১২,০০০
নগর উদ্বৃত্ত৯২,৪৫০
মনিহারি৫,১০০
মজুরি৪,২০০
৮,১৪,৫০০৮,১৪,৫০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ৩০,০০০ টাকা। ২. সমাপনী মজুদের মধ্যে ৫০০ টাকা এবং প্রারম্ভিক মজুদের মধ্যে ২৫০ টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে। ৩. বিবিধ দেনাদারের ১,৫০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের ৫% হারে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো। ৪. আসবাবপত্রের ১০% এবং যন্ত্রপাতির ৫% অবচয় ধার্য করতে হবে।
ক. ব্যবহৃত মনিহারির পরিমাণ নির্ণয় করো। ২
খ. বিশদ আয় বিবরণীর মাধ্যমে মোট মুনাফা নির্ণয় করো। ৪
গ. ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে পদ্মা লি. এর মোট স্থায়ী সম্পদ ও মোট চলতি দায় নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩.▶ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ওল্ড ফ্রেন্ডস ক্লাবের প্রাপ্তি ও প্রধান হিসাব নিম্নে দেওয়া হলো−
ওল্ড ফ্রেন্ডস ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
ডেবিটক্রেডিট
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (১-১-২০১৩) ২,৫০০ বেতন ২,৪০০
প্রবেশ ফি ১,৮০০ ভাড়া ২,০০০
চাঁদা ১০,৫০০ মজুরি ২,৮০০
আপ্যায়ন থেকে মুনাফা ৫০০ আসবাবপষ্ণ কত্থয় (১-৭-১৩) ১,০০০
বিনিয়োগের সুদ ২০০ মেরামত ৩০০
বিবিধ খরচ৩৭০
উদ্বৃত্ত (৩১-১২-১৩)৬,৬৩০
১৫,৫০০১৫,৫০০
২০১৩ সালের ১ জানুয়ারি ক্লাবের সম্পদ ছিল: খেলার মাঠ ৩০,০০০ টাকা; বিনিয়োগ ১০,০০০ টাকা; বিনিয়োগ ১০,০০০ টাকা, খেলার সরঞ্জাম ৪,৫০০ টাকা এবং আসবাবপত্র ২,৫০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. মেরামত খরচের ৩৫ টাকা বিগত বছরের; চলতি বছরের বকেয়া ৫০ টাকা আছে। ২. প্রদত্ত মজুরির ১২৫ টাকা বিগত বছরের; চলতি বছরের বকেয়া আছে ১৫০ টাকা। ৩. প্রাপ্ত চাঁদার মধ্যে ৫০০ টাকা বিগত বছরের; ৮৫০ টাকা পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা ১,২৫০ টাকা অনাদায়ী রয়েছে। ৪. আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য করো। ৫. প্রবেশ ফি মুনাফাস্বরূপ গণ্য করতে হবে।
ক. চলতি সালের মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. ব্যয়াতিরিক্ত আয় ৪,৬৯০ টাকা হলে ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৪.▶ অ, ই ও ঈ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ২ ঃ ২ ঃ ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৩ সালের ১ জানুয়ারি তাদের মূলধন ছিল- যথাক্রমে ২,৫০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা এবং ১,৫০,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। ঈ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা থেকে বছরে ২৪,০০০ টাকা বেতন পাবেন। ই ব্যবসায়ে ১-৭-২০১৩ তারিখে ৫০,০০০ টাকা ঋণ আনয়ন করেন। অংশীদারগণ প্রত্যেকে কারবার থেকে প্রতি মাসের শুরুতে ২,০০০ টাকা করে নগদ উত্তোলন করেন। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসয়ের লাভ ১,৬০,৫৫০ টাকায় উপনীত হয়।
ক. ই-এর ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অ এবং ঈ এর মূলধন হিসাব তৈরি করো। ৪
৫.▶ পদ্মা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ারে বিভক্ত ৩,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি ২০,০০০ টি শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করল। কোম্পানি ২৫,০০০ শেয়ারের আবেদন পেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি আবণ্টিত হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো।
ক. শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. জাবেদা দাখিলা দাও। ৪
গ. পদ্মা লিমিটেডে-এর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৬.▶ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখের অর্পণ লিমিটেডের আর্থিক বিবরণী নিæরূপ:
অর্পণ লিমিটেড
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর, ২০১৩
দায়সমূহ টাকা সম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ১৬,০০,০০০ আসবাবপত্র ১০,০০,০০০
সাধারণ সঞ্চিতি ৩,৫০,০০০ যন্ত্রপাতি ১২,৫০,০০০
রপ্টিত আয় বিবরণী উ্রঙ্কল্ফে ৩,০০,০০০ সমাপনী মজুদ পণ্য ১,৫০,০০০
ঋণপত্র ৪,৫০,০০০ দেনাদার ২,০০,০০০
পাওনাদার ২,৩০,০০০ নগদ তহবিল ৩,০০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৪৫,০০০ প্রাপ্য বিল ১,০০,০০০
বকেয়া খরচ২৫,০০০
৩০,০০,০০০৩০,০০,০০০
ক. চলতি মূলধন নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও অগ্নিপরীক্ষা অনুপাত নির্র্ণয় করো। ৪
গ. দায় মালিকানা অনুপাত নির্ণয় করো ও মন্তব্য দাও। ৪
৭.▶ ঢ ণ ও ত তিনজন শ্রমিক। নিম্নে তাদের কাজের তথ্যাবলি দেওয়া হলো:
সাপ্তাহিক কর্ম সময় ৪৮ ঘণ্টা
ঘণ্টাপ্রতি প্রমাণ উৎপাদন ১২ একক
ঘণ্টাপ্রতি নিয়মিত মজুরি ৬ টাকা
মজুরীকৃত মজুরির হার:
প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের ৮০%
প্রমাণ উৎপাদনের সমান কার্যহারের ১০০%
প্রমাণ উৎপাদনের উর্ধ্বে কার্যহারের ১২০%
ঢ, ণ ও ত এর প্রকৃত উৎপাদন: ঢ = ৫৮০ একক, ণ = ৫৭৬ একক, ত = ৫৭০ একক।
ক. এককপ্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় করো। ২
খ. এককপ্রতি মঞ্জুরীকৃত মজুরির হার নির্ণয় করো। ৪
গ. মজুরি বিবরণী তৈরি করে শ্রমিকদের মোট মজুরি দেখাও। ৪
৮.▶ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সোনালী লিমিটেড-এর হিসাব বই থেকে নিæোক্ত তথ্যাবলি দেয়া হলো:
বিবরণ টাকা
প্রত্যক্ষ কাঁচামাল ৬৫,০০০
পরোক্ষ কাঁচামাল ৭,০০০
কাঁচামাল মজুদ (১-১-২০১৩) ৮,৪০০
কাঁচামাল মজুদ (৩১-১২-২০১৩) ১০,৬০০
তৈরি মাল (১-১-২০১৩) ১২,০০০
তৈরি মাল (৩১-১২-২০১৩) ১০,০০০
প্রত্যক্ষ মজুরি ৪০,০০০
কারখানার উপরিখরচ ৬,০০০
প্রশাসনিক উপরিখরচ ১০,০০০
বিক্রয় উপরিখরচ ৮,০০০
বিক্রয় ১,৫০,০০০
ক. ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করো। ২
খ. উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার এবং কারখানার উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক উপরিখরচের শতকরা হার নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৯.▶ রাজীব লিমিটেডের ২০১৩ সালের জুন মাসের নিæোক্ত লেনদেন সংঘটিত হয়
জুন ১ প্রারম্ভিক মজুদ ২০০ একক, প্রতি একক ১০.০০ টাকা মূল্যে।
” ৭ ক্রয় ৪০০ একক, প্রতি একক ১১.০০ টাকা করে।
” ১০ ক্রয় ৫০০ একক, প্রতি একক ১১.৫০ টাকা।
” ১৫ বিক্রয় ১০০০ একক, প্রতি একক ১২.০০ টাকা।
” ২৫ ক্রয় ৫০০ একক, প্রতি একক ১১.৭০ টাকা।
” ৩০ বিক্রয় ৩০০ একক, প্রতি একক ১২.৫০ টাকা।
ক. মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করা। ৪
গ. খওঋঙ পদ্ধতিতে জুন ১৫ ও ৩০ তারিখের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।