HSC | সৃজনশীল প্রশ্ন ৩১-৬০ |ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম | PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির ৬ষ্ঠ অধ্যায় হতে যেকোনো ধরনের সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির ৬ষ্ঠ অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়- ৬ষ্ঠ সৃজনশীল প্রশ্ন ৩১-৬০:
৩০।
ক. ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন কী?
খ. ভ্যালিডেশনের মাধ্যমে ডেটাবেজ এন্ট্রি কন্ট্রোল করা হয ব্যাখ্যা কর ।
গ. টেবিলটিতে এনটিটি অ্যাট্রিবিউটি অ্যাট্রিবিউট ভ্যালু চিহিত করে ব্যাখ্যা কর।
ঘ. টেবিলটিতে কোন ধরনের ডেটা টাপ ব্যবহৃত হযেছে? বিশ্লেষন কর।
৩১।
Student Table
Std.ID Number (10) Std–Id Name char(30) Std_Address char(100) |
Result Table
Std_ID Number(10) DoB Date Std_ GPA Number(5) |
ক. কি ফিল্ড কী?
খ. ডেটেবেজ টেবিল ডিজাইনে ফিল্ড টাইপ নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উল্লিখিত টেবিল দুটিতে কী ধরনের রিলেশন হতে পারে? ব্যাখ্যা করো।
ঘ. টেবিল দুটিতে প্রাইমারি ফিল্ডসহ সকল ফিল্ডের ডেটা টাইপ বিশ্লেষন কর।
৩২।
ক. বিট বাইট কী?
খ. রিলেশনের জন্য প্রাইমারি কি নির্ধারন জরুরি কেন?
গ. চিত্র -১ এর টেবিলদ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি করা যাবে ? ব্যাখ্যা কর ।
ঘ. চিত্র-১ও চিত্র-২ ্এর রিলেশন দুটির মধ্যে কখন কোনটি বেশি প্রযোজন্র ? তুলনামূলক বিশ্লেষন কর।
৩৩। আবরার ও আনিকা গল্প করছে। এমন সময় তার মা তাদের নানির মোবাইল নম্বর জানতে চাইল। আনিকা সব মোবাইল বা টেলিফোন নম্বর কম্প্উিটারের মেমোরিতে সংরক্ষন করে রাখে। সে অনেক খোজাখুজি করে তার নানির নম্বর বের করে দিল। আবরার লক্ষ করল অনিকা নম্বরগুলো এলোমোলোভাবে সংরক্ষণ করে রেখেছে। সে আনিকাকে নম্বরগুলো সাজিয়ে রাকার সহজ উপায় ভালোভাবে বুঝিয়ে দিল যাতে তা সহজে খুজে বেরকরা যায়।
ক. কুয়েরি কী?
খ. ডেটাবেজ ব্যবস্থাপনায় ডেটা ইনপুট দেওয়ার পদ্ধতিগুলো কী কী?
গ. আনিকার ফোন নম্বর খুজতে অসুবিধা হলো কেন? ব্যাখ্যা কর।
ঘ. আনিকা কীভাবে ফোন নম্বরবা অন্যান্য তথ্যাবিল ডেটাবেজ আকারে সংরক্ষন করতে পারে যাতে সহজে ও দ্রতুতার সাথে ডেটাগুলো বের করা যায়? বিশ্লেষন কর।
৩৪। কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের প্রাপ্ত নম্বরগুলো একটি ডেটাবেসে সংরক্ষন করে রাখা হয়। শিক্ষার্থীদের তথ্য টেবিলে রাখা হয় । টেবিলে একজন শিক্ষার্থী বিভিন্ন বি ষয় কত নম্বর পেল তা সংরক্ষন কর াহয। আবার টেবিলে বিভিন্ন বিষয়গুলো সংরক্ষন করা হয়। টেবিলে তথ্য মানগুলো সুষ্ট’ভাবে সংরক্ষনের জন্য বিভিন্ন রকম রিলেশন ব ্যবহার করা যেতে পারে।
ক. কি বলতে কী বুঝায়। এটা কত প্রকার ও কী কী?
খ. প্রাইমারি কি বলতে কী বুঝায়? উপরের টেবিলগুলোর জন্য প্রাইমারি কি চিহিত কর।
গ. উপরের উদ্দীপকে উল্লেখিত তিনটি টেবিলের জন্য ডায়াগ্রাম তৈরি কর এবং ব্যাখ্যা কর।
ঘ. উপরের উদ্দীপকে বিভিন্ন টেবিলে ফাংশন কীগুলো চিহিত কর এবং এর প্রয়োজনীয়তা বিশ্লেষন কর।
৩৫। ্একটি কলেজের ছাত্রদের তথ্যসমূহ সংরক্ষনের জন্য বিভিন্ন রকম অনুসন্ধান করে নিম্বলিখিত পাওয়া গেল এবং এবং কলেজের অবস্থা জানার জন্য আমাদেরকে এইসব তথ্য সংরক্ষণ করতে হবে। সেজন্য কলেজের সহকারী প্রোগ্রামার হিসাবে নিয়োজিত হারুন সাহেব একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করার সিদ্ধান্ত নিল।
ক . এই তথ্যগুলোকে উপস্থাপনের জন্য কি কি ধরনের ডেটা মডেল আছে।
খ. এই গুলোর বিভিন্ন তথ্য সংরক্ষনের জন্য নেটওয়ার্ক মডেল উপস্থাপন কর।
গ. এই গুলোকে মডেলে উপস্থাপন করে তাদের বিভিন্ন রকম দেখাও।
৩৬। ধরা যাক তোমাদের লাইব্রেরিতে অসংখ্যা বই রয়েছে। প্রত্যেকটি বইয়ের টাইটেল বইয়ের লেখক (একবা একাধিক)। প্রকাশক প্রকাশনারবছর পাতা সংখ্যা এবং মুল্য রয়েছে। তোমাদের স্কুলের যে কোনো ছাত্র/ছাত্রী লাইব্রেরি থেকে যেকোনো বই নিদির্ষ্ট সময়ের জন্য ধার নিতে পারে। বই ধরা নেয়ার জন্য ছাত্র/ছাত্রীর জন্য কার্ড দেখাতে হয় যা দ্বারা লাইব্রেরিয়ান একজন ছাত্র/ছাত্রীকে শনাক্ত করতে পারে। ছাত্র/ছাত্রীদের জন্য কাডে তার কাড নাম্বার নাম ক্লাস রোল নম্বর জন্ম তারিখ লেখা থাকে। উপরোক্ত আলোচনার ভিত্তিতে প্রযোজনীয় তথ্য সরংক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য ডেটাবেজ তৈরি করতে হবে। নতুন ডেটাবেজ তৈরির নিমিত্তে নি¤œলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও
ক. টেবিল কী?
খ. উপরোক্ত ডেটাবেজটি তৈরি করতে কয়টি টেবিল প্রয়োজন হবে? টেবিলগুলোর নাম এবং ্একটি টেবিলের ফিল্ড/ অ্যাটিট্রিবিউট নামগুল ালেখ।
গ. টেবিলগুলোর মধ্যে কী দরনের রিলেশনশিপ তা ব্যাখ্যা কর।
ঘ. নামের একজন ছাত্রী কীকী ধার নিয়েছে তা খুজে বের করার জন্য কমান্ড বের করো।
৩৭। অধ্যাপক ফরিদ হোসেন একটি কলেজের অধ্যক্ষ। তিনি কলেজের কার্যক্রম সুষ্টভাবে পরিচালনার জন্য সকল স্তরে কম্পিউটারের ব্যবহার নিশ্চিত করেছেন। তিনি ডেটাবেজ তৈরি করে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষনের জন ্যনাম পিতার নাম মাতার নাম ঠিকান জন্ম তারিখ রোল নম্বর সেকশন, সেশণ ইত্যাদি ফিল্ড সংযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. ডেটাবেজ কী ?
খ. বিভিন্ন টেবিল নিয়ে কাজ করার জন্য কোন ধরনের ডেটাবেজ সুবিধাজনক বলে তুমি মনে কর।
গ. উল্লেখিত তথ্য থেকে ফিল্ড নিয়ে ৫জন শিক্ষার্থীর একটি নমুনা ডেটাবেজ উপস্থাপনা কর্
োঘ. উক্ত ডেটাবেজ থেকে কলেজের প্রাপ্ত সুবিধাগুলো বি শ্লেষন কর।
৩৮। হাসানের একিটি পাইকরি রডের ব্যবসা আছে। সেখানে বিভিন্ন সাইজ ও ব্রান্ডের রড আছে। তার কিছু সাপ্লাইয়ার আছে যাদের কাছে থেকে সে নগদে ও বাকিতে মাল ক্রয় করে এবং পাইকারি ক্রেতাদের কাছে নগদে ও বাকিতে মাল বিক্রয় করে। সে তার কম্পিউটার বিশেষজ্ঞ বন্ধু আরিফকে তার প্রতিষ্ঠানের একটা ডেটাবেজ তৈরি করতে দিতে বলল।
ক. আর ডিবিএমএস কী?
খ. মাইএসকিউএল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের সুবিধা ব্যাখ্যাকর।
গ. হাসানের ডেটাবেজে কী কী টেবিলের সম্পর্ক রয়েছে বরে করো।
ঘ. ডেটাবেজ ব্যবহার করলে হাসানের কী কী সুবিধা হবে বিশ্লেষন কর।
৩৯। নটর ডেম কলেজের শিক্ষার্থীদের তথ্য সংরক্ষনর জন্য একটি ডেটাবেজ তৈরি করা হয়েছে। ডেটাবেজটিতে দুটি ডেটা ফাইল থাকবে যার একটিত্রে শিক্ষার্থীদের নাম রোল নম্বর প্রতিটি বিষয়ের প্রাপ্ত নম্বর মোট নম্বর গ্রæপ জমা থাকবে। অপরটিতে শিক্ষার্থীদের রোল নম্বর পিতার নাম ঠিকানা ফোন নম্বর ইত্যাদি জমা থাকবে। ডেটা ফাইল দুটিতে রিলেশনশিপ স্থাপন করে প্রযোজনীয় উপাক্ত একত্রিত করার ব্যবস্থা রয়েছে। ফলে প্রতিষ্ঠানটিতে ডেটাবেজটি ব্যবহার করে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশসহ অন্যান্য ডেটা প্রসেসিং এর কাজে সহজেই করতে পারছে।
ক. ডেটাবেজ কী?
খ. এখানে উল্লেখিত ফিল্ডগুলোর মধ্যে প্রাইমারি কি ফিল্ড কোনটি এবং কেন?
গ. উদ্দীপকটিতে ডেটাবেজের জন্য কোন ধরনের সংগঠন ব্যবহার করা হয়েছে তা উল্লেখপূর্বক চিত্র অঙ্কন কর। এবং সংক্ষেপে ব্যাখ্যা কর।
ঘ. ডেটা ফাইল দুটিতে প্রাইমারি কি ফিল্ড ব্যবহার করা না হলে কলেজটি ক ী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারতো? বিশ্লেষন কর ।
৪০। মিজান সাহেব নাভানা লিমিটেডের ইনভেনটির কন্ট্রোল ও প্লানিং বিভাগের ডেপুটি ম্যানেজার। তিনি বিভিন্ন পণ্যের তথ্য ডেটাবেজে সংরক্ষণ করেন যাতে প্রয়োজনে সহজে খুজে বরে করা যায় । তিনি এখন সকল কর্মকতাৃ ও কর্মচারীদের জন্য একটি রিলেশনাল ডেটাবেজ তৈরির কথা ভাবছেন।
ক. SQL কী?
খ. Curency ফিল্ড কেন ব্যবহার করা হয?
গ. মিজান সাহেব কীভাবে ডেটাবেজ থেকে ডেটা খুজবেন ব ্যাখ্যা কর।
ঘ. মিজান সাহেবের ভাবনা বাস্তবায়ন করলে কোম্পানি কী কী সুবিধা পাবে.? বিশ্লেষন কর।
৪১।
ক. ডেটাবেজ কী?
খ. একইভা ব ডেটাবেজের টেবিল বিন্যস্ত হলেও টেবিলের অভ্যন্তরীন গঠন অপরিবর্তিত থাকে ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন ধরনের রিলেশন সম্ভব? ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-২ এর এবং ফিল্ডের জন্য কোন কোন ডেটা টাইপ ব্যবহার যৌক্তিক হবে বিশ্লেষন কর।
৪২। মাসুদ সাহেবের প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকান্ড মূলত কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। সম্প্রতি তার প্রতিষ্ঠানের গুরত্বপূর্ন কিছু তথ্য চুরি হয়ে যা তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন কর্ েঅন্যদিকে আলাম সাহেবের প্রতিষ্ঠানে ডেটার নিরাপত্তা সফটওয়্যার ও হাডওয়্যারের যাথযথ তদারিকর কারণে কোন ধরনের সমস্যার সম্মুখীন হন না।
ক, ইনডেক্সিং কী?
খ. ডেটাবেজের গঠন সম্পর্কে ব র্ণনা কী ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর।
গ. মাসুদ সাহেবের প্রতিষ্ঠানে যে বিষয়টির ঘাটতি ছিল তা ব্যাখ্যা কর।
ঘ. মাসুদ সাহেবের প্রতিষ্ঠানও আলা সাহেবের প্রতিষ্ঠানের মধ্যে কী ধরনের অমিল পরিলক্ষিত হয় ? তোমার মতামদ বিশ্লেষন কর।
৪৩। ক নামক ্একটি কলেজের লাব্রেরিতে কলেজের লাইব্রেরিতে অসংখ্যা বই রয়েছে। প্রত্যেকটি বইয়ের টাইটেল লেখক প্রকাশক মুল্য প্রকাশনায় বছর আইএমবিএন নম্বর ইত্যাদি অনেক ডেটা সংরক্ষণ করার প্রয়োজন হয়। শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শন করে ব্ই ধার নিতে পারেন। শিক্ষার্থীদের আইডি কার্ডে তাদের নাম শ্রেণি সেশন বিভাগ ঠিকানা রোল নম্বর ইত্যাদি থাকে। উপরোক্ত তথ্য সংরক্ষণ করার জন্য ্একটি রিলেশনাল ডেটাবেজ তৈরি করতে হবে যাতে একাধিক টেবিল এবং টেবিলগুলোর মধ্যে রিলেশন থাকবে।
ক. কুয়েরি ল্যাংগুযেজ কী?
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির প্রধান শর্ত লিখ।
গ. শিক্ষার্থী ও বইয়ের ডেটা সংরক্ষনের জন্য পৃথক টেবিল প্রয়োজনীয় ডেটা টাইপগুলো ব্যাখ্যা কর।
ঘ. শিক্ষার্থী টেবিল ও বই টেবিল রিলেশন তৈরি করে একটি সহজ রিলেশনাল ডেটাবেজ তৈরি করে বিশ্লেষন কর।
৪৪। শিক্ষক পলাশকে একাদশ শ্রেনিতে ডেটাবেজ নামে একটি ডেটাটেবিল তৈরি করতে দিল। যে ডেটাটেবিলে নাম রোল পিতার নাম জন্মতারিখ এই চারটি ফিল্ড ছিল । অপর দিকে শিমুলকে ঐ একই ডেটাবেজে নামে একটি ডেটাটেবিল তৈরি করতে দিল। যে ডেটাটেবিলে রোল জেলার নাম বর্ষ উন্নয়নে প্রাপ্ত নম্বরসমূহ ছিল।
ক. ডেটাবেজ কী?
খ. গোপনীয়তাই ডেটার রিাপত্তার প্রধান হাতিয়ার ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে অনুসারে পলাশের টেবিল তৈরির ধাপগুলো ব্যাখ্যা কর
ঘ. উদ্দীপক অনুসারে একটি নিদির্ষ্ট জেলার শিক্ষার্থীদের জন্ততারিক সম্বলিত একটি ফাইল কিভাবে তৈরি করা সম্ভব বিশ্লেষন কর।
৪৫।দৃশ্যকল্পঃ১ বাবুল ব্যাংকে গিয়ে টাকা তোলার জন্য চেক প্রদান করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার ডেস্কে থাকা কম্পিউপটার থেকে চেকের সত্যতা নিশ্চিত করে তাকে অর্থ প্রদান করে। এছাড়া সে কাউন্টার তার একমাসের ব্যাংকস্টেটমেন্ট চাইলে অফিসার তাকে তা প্রদান করে। এত দ্রততার সাথে সার্ভিস পেয়ে বাবুল বেশ খুশি।
দৃশ্যকল্প-২ জামানকে চিন্তিত দেখে তার ব ন্ধু তাকে কারণ জিজ্ঞেস করলে সে বলে আমি আমার ই ইমেল পাসওয়ার্ড ভুলে গেছি। এখন জরুরি একটি ই মেইল পড়তে পাচ্ছিনা।
ক. প্রাইমারি কী কাকে বলে?
খ. মেমো ডেটাটাইপ কেন ব্যবহার করা হয়?
গ. দৃশ্যকল্প-১ এর দ্রত সেবা প্রদানের কারণটি ব ্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর পরিস্থিতি নিরাপত্তার প্রশ্নে দৃশ্যকল্প -১ এর জন্যও জরুরি বিশ্লেষন কর।
৪৬। রেজায়ানা আক্তার রিজু একজন সরকারি কর্মকর্তা । তিনি মানবসম্পদ উন্নয়ন অধিদপ্তরের একজন প্ল্যানিং অফির্সা কিছুদিন আগেও তিনি অফিসের সমস্ত কাজের জন্য খাতাপত্র ব্যবহার করতেন। এতে তার কাজের অনেক সমস্যা হতো। কিন্তু এখন ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার করেন এবং তাতে সকল ধরনের তথ্য ও উপাত্ত ধারণ করে রাখেন। এতে তার কাজ অনেকাংশ সহজ হয়ে গেছে।
ক. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কী?
খ. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজগুলো কী কী?
গ. উদ্দীপকে রেজয়ানা আক্তার রিজু কেন ডেটাবেজ সফট ওয়্যার ব্যবহার শুরু করেন। কারণসহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রেজয়ানা আক্তার রিজু অফিসে ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার করার ফলে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর কী কী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে । যুক্তিসহ বিশ্লেষন কর।
৪৭। নিচের উদ্দীপকটি দেখ্এবং প্রশ্নগুলোর উত্তর দাও”
ক. ডেটাবজে রিলেশন কী?
খ. ডেটাবেজ রিলেশনের শর্তসমূহলিখ
গ. উদ্দীপকের নির্দেশিত -১ কী ধরনের রিলেশন হতে পারে?বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উপস্থিত-১ কেন রিলেশন হবে না তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
৪৮।
টেবিল নং-১
Roll No | Name | Address |
টেবিল নং-২
Roll No | Group | Result |
ক. ডেটাবেজ কী?
খ. মেমো ডেটা টাইপ কেন ব ্যবহার করা হয?
গ. টেবিল নং -২ এর ৩নং ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা কর।
৪৯।
ক, এনটিটি কী?
খ. বলতে কীবুঝ ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের টেবিল দুটি থেকে কোনধরনের রিলেশন তৈরি করা সম্ভব? আলোচনা কর।
ঘ. উক্ত টেবিল দুটি দিয়ে কী রিলেশন তৈরি করা সম্ভব? তোমার পক্ষে যুক্তি দাও।
৫০। জেনারেল হাসপাতালে ডেটাবেজ রোগীদের তথ্য সংরক্ষনের জন্য দুটি ডেটা টেবিল ব্যবহার করে । একটি তে রোগীর নাম মোবাইল নাম্বার জন্মতারিক এব ং অন্যটিতে মোবাইল ন াম্বার রোগের বর্ণনা ব্যবস্থপত্র ফিস সংরক্ষিত থাকে
ক. কুয়েরি ভাষা কী?
খ. ডেটাবেজ ইনডেক্স ফাইল স্বয়ংক্রিভাবে আপডেট হয় বুঝিয়ে লেখ।
গ. ডেটাবেজের ১ম টেবিলের ফিল্ডগুলোর ডেটাটাইপ ব্যাখ্যা কর।
ঘ. টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি সম্ভব কিনা যুক্তিসহ বিশ্লেষন কর।
৫১। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেজ তৈরির জন্য শিক্ষার্থীর আইডি নাম পিতার নাম ঠিকানা জন্ম তারিখ সেকশন ইত্যাদি ফিল্ড সংযুক্ত আছে।
ক, ডেটাবেজ কী?
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির প্রধান শর্ত লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিতফিল্ড নিয়ে শিক্ষার্থীদের একটি ডেটাবেজ তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা কর
ঘ. উদ্দীপকের যে কোনো দুটি রেকর্ড সংযোজন করা রজন্য কমান্ড লিখে বিশ্লেষন কর।
৫২।
ক. কুয়েরি কী?
খ. দুইটি ডেটা টেবিলের প্রাইমারি কী ফিল্ড কখন একই হওয়ায় প্রয়োজন ব্যাখ্যা কর ।
গ. এ কোন ফিল্ডটিকে বিবেচনা করবে ?ব্যাখ্যা কর।
ঘ. বাস্বতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুইটিতে যে ধরনের সম্পর্ক করা যায় ডেটাবেজ ম্যানেজমেন্টে সিস্টেমে তার প্রভাব মুল্যায়ন কর।
৫৩। সংশ্লিষ্ঠ্য কর্তৃপকষ নির্বাচনের জন্য ক এলাকার ভোটার লিস্ট হালনাগদা করার পরিকল্পনা করছে। এজন্য প্রয়োজনীয তথ্যগুলি সরবরাহ করার জন্য তথ্যসংগ্রহকারী কে একজন ভোটারের নাম পিতার নাম বয়স র্ধম জন্ম তারিখ জন্মস্থান সংগ্রহ করার জন্য বললেন। উক্ত তথ্য গুলি দিযে একটি ডেটাবেজ ফাইল তৈরি করা হলো। অন্যেিদক নাম বয়স ও জন্ম তারিখ ব্যবহার করে জনসংখ্যা পরিসংখ্যান করার জন্য অপর একটি ফাইল তৈরি করা হলো।
ক. SQL কী?
খ. প্রাইমারি কি ওফরেন কী এক নয় বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকে বর্ণিত নির্বাচনের জন্য ডেটাবেজ ফাইলের ফিল্ডের ডেটা টাইপের ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত দুটি ফাইলের মধ্যে কীভাবে রিলেশন তৈরি করা যায়? ব্যাখ্যা কর ।
৫৪।
ক,ডেটাবেজ কাকে বলে?
খ. ইনডেক্সিং এর তুলনায় সটিং এ বে শি মেমরি প্রয়োজন হয় কেন?ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের টেবিল ক উল্লিখিত ১নং ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা বিশ্লেষন কর।
৫৫।
ক. কেরর্ড কী?
খ. ডেটা সুরক্ষার পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যকার সম্পর্কের কারণ ও সুবিধার স্বপক্ষে তোমার মতামত দাও।
৫৬। একটি কলেজের ফলাফলের ডেটাবেজ থেকে একজন শিক্ষার্থীর তথ্য খোজা রজন্য তিনজন ছাত্রকে নিদের্শ দেয়া হলো। ১ম ছাত্র র্শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে ২য় ছাত্র ডেটাবেজের টেবিল তথ্য সাজিয়ে এবং ৩য় ছাত্র ২য় ছাত্রের চেয়ে দ্রততর কৌশল প্রয়োগ তথ্য খুজে বের কর।
ক. ডেটা এনক্রিপশন কী?
খ. জাতীয় পরিচয়পত্রের তথ্য সংবলিত ডেটাবেজের ধরণ ব্যাখ্যা কর।
গ.তথ্য খোজার ক্ষেত্রে ২ ছাত্রটির কৌশল ব্যাখ্যা কর।
ঘ. ১ম ও ৩য় ছাত্রের কৌশল দুটির মধ্যে কোনটি উত্তম? ব্যাখ্যা কর।
৫৭। ই্উনিয়ন তথ্য সেবাকেন্দ্র ওয়ার্ডভিত্তিক কম্পিউটার ডেটাবেজ সিস্টেম চ ালু রয়ে ছে। যাতে প্রতিদিনের জন্ম মৃত্যু বিবাহ নিবন্ধন এর তথ্য সংরক্ষন করা হয। হাসিবের জন্ম নিবন্ধনের জন্য তার মা তথ্যসেবা কেন্দ্রে গেলে সেখানে তাকে হাসিবের নাম জন্ম তারিখ পিতার নাম ম াতারর্ধম জাতীয়তা ও অন্যান্য যাবতীয় তথ্য প্রদান করতে হলো।
ক. RDBMS কী?
খ. চলক ও ধ্রবক এক নয় ব্যাখ্যা কর।
্গ. উদ্দীপকের উল্লিখিত ফিল্ড এর আলোকে কয়েকজনের একটি নমুনা ডেটাবেজ তৈরি কর।
ঘ. উপরোক্ত পদ্ধতি বাস্তবায়ন হলে ইউনিযন পর্যায়ে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে মুল্যায়ন কর।
৫৮। রাবেয়া জেসমিন ঢাকা ব্যাংকের খিলগাও শাখায় ১টি একাউন্ট খুলেছেন। একদিন তিনি তার ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে তার সকল তথ্য এবং ্ একাউন্টিং লেনদেন সম্পর্কে যাবতীয় তথ্যবালী জানতে চাইলেন।
ক. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কী?
খ. ডেটাবেজ সটিং ও ইনডেক্সিং বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত রাবেয়া ে জসমিনের একাউন্ট লেনদেনের হিসাব করা র জন্র যে কুয়েরি ভাষা ব্যবহার করা হবে তা আলোকপাত কর।
ঘ. রাবেয়া জেসমিনের ডেটাবেজর যে যে ডেটাটাইপ আছে তা থেকে ৫টি বিশ্লেষন সহকারে লিখ।
৫৯। আদানন জামি ডিবিএমএস সম্পর্কে পড়ছিল্ কিন্তু সে কিছু বিষয় বুঝতে পারিছলন না । তাই সে পরদিন তার শিক্ষক আরিফুল ইসলাম স্যারের কাছে বুঝতে গেল। শিক্ষক তাকে ডিবিএমস এর প্রাথমিক কাজ এবং এর কাযক্রমকে কয়টি ভাগে বিভক্ত করা যায় তা বুঝিয়ে বললেন।
ক. সর্বপ্রথম কে ডিবিএমএস তৈরি করেন?
খ. ডিবিএমএস বলতে কী বুঝ?
গ. উদ্দীপরেক আলোচনায আরিফুল ইসলাম স্যার প্রাথমিক কী কী কাজের কথা বরতে পারেন বলে তুমি মনে কর ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে আরিফুল ্ সিলাম স্যার কী কী প্রধান কাজের কথা বলতে পারেন বলে তুমি মনে করো তা বিশ্লেষন কর।
৬০।
ক. ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কে?
খ. ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ থেকে অ ামরা কী কী সুবিধা পেয়ে থাকি?
গ. টেবিলটিতে যে যে ধরনের ডেটা টাইপ ব্যবহৃত হয়েছে তাদের ব্যাখ্যা কর।
ঘ. উপরোক্ত অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট ভেল্যু এনটিটিও এনটিটি সেট নিরুপ করো।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।