HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের ১২তম অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
অধ্যায় – ১২: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ
১. ইকোসিস্টেমে ১ম স্তর অপেক্ষা ২য় স্তরের জীব সম্প্রদায়ের সংগৃহীত শক্তির পরিমাণ কী?
ক) কম
খ) বেশি
গ) সমান
ঘ) হ্রাস বৃদ্ধি ঘটে
সঠিক উত্তর: (ক)
২. মরুজ উদ্ভিদের কোন প্রজাতিগুলোর মূল অত্যন্ত গভীরে প্রবেশ করে?
ক) এক বর্ষজীবী
খ) দ্বিবর্ষজীবী
গ) বহুবর্ষজীবী
ঘ) বীরুৎ
সঠিক উত্তর: (গ)
৩. উদ্ভিদ প্রজাতি বন্টনে ভূ-স্থান সম্পর্কিত প্রভাবক কোনটি?
ক) পাহাড়ের উচ্চতা
খ) পাহাড়ের ঢাল
গ) সমুদ্রের ঢেউ
ঘ) সমতল ভূমি
সঠিক উত্তর: (খ)
৪. বেনথিক অঞ্চলে কোন প্রাণী বাস করে?
ক) স্পঞ্জ খ) হাঙর গ) তিমি ঘ) ক্রাবস
সঠিক উত্তর: (ক)
৫. শক্তির পিরামিডে প্রতি খাদ্যস্তর কী নির্দেশ করে?
ক) বায়োমাসের ভর
খ) বায়োমাসের সংখ্যা
গ) বায়োমাসের শক্তির পরিমাণ
ঘ) জীবের সংখ্যা
সঠিক উত্তর: (গ)
৬. বিভিন্ন বয়সে বা বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন পর্যায়ে কোনো পপুলেশনে জীবের বেঁচে থাকা বা মৃত্যুর সম্ভাবনা কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) বয়সিক গঠন বর্ধন ক্ষমতা
গ) ঘনত্ব বিস্তার
ঘ) জীবন সারণি
সঠিক উত্তর: (ঘ)
৭.আকন্দ উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযোজন হলো –
i. এদের অভিস্রবণীয় চাপ খুব বেশি
ii. প্রস্বেদনের হার বেশি
iii. প্রস্বেদনের হার খুব কম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮.শক্তির পিরামিডের উৎপাদন স্তরে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক) স্থিতিশক্তি
খ) গতিশক্তি
গ) তাপশক্তি
ঘ) সৌরশক্তি
সঠিক উত্তর: (ক)
৯.মান্দারিন হাঁস কোন অঞ্চলের মেরুদন্ডী প্রাণী?
ক) প্যালিআর্কটিক
খ) নিআর্কটিক
গ) ওরিয়েন্টাল
ঘ) ইথিওপিয়ান
সঠিক উত্তর: (ক)
১০.বায়োমের মুখ্য বৈশিষ্ট্য নির্ভর করে কোনটির ওপর?
ক) ক্লাইমেক্স কমিউনিটি
খ) বায়োটিক কমিউনিটি
গ) ইকোসিস্টেম
ঘ) পপুলেশন
সঠিক উত্তর: (ক)
১১.কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের উভচর প্রাণী?
ক) টিয়া
খ) বানর
গ) বেজী
ঘ) কুনোব্যাঙ
সঠিক উত্তর: (ঘ)
১২.আয়তনের দিক থেকে বড় হাওড় কোনটি?
ক) হাকালুকি হাওড়
খ) টাঙ্গুয়ার হাড়
গ) কুকরি-মুকরি
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৩.পরিবেশের একক আয়তনের স্থানে কোন প্রজাতির উদ্ভিদ সংখ্যাকে কী বলে?
ক) পপুলেশনের আকার
খ) পপুলেশনের বর্ধন ক্ষমতা
গ) পপুলেশনের ঘনত্ব
ঘ) পপুলেশনের বয়সিক গঠন
সঠিক উত্তর: (গ)
১৪.ওরিয়েন্টাল অঞ্চলের দক্ষিণে কোনটি অবস্থিত/
ক) চীন
খ) আফগানিস্তান
গ) প্রশান্ত মহাসাগর
ঘ) ভারত মহাসাগর
সঠিক উত্তর: (ঘ)
১৫.পাবদা মাছ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের অন্তর্গত?
ক) ইথিওপিয়ান
খ) ওরিয়েন্টাল
গ) এমেটালিয়ান
ঘ) নিওট্রপিক্যাল
সঠিক উত্তর: (ক)
১৬.মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হলো –
i. শাপলা
ii. টোপাপানা
iii. কচুরীপানা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭.ড. আজম লোনা মাটির উদ্ভিদ নিয়ে গবেষণা করেন। তাঁর গবেষণার উদ্ভিদ হলো –
i. Nerium indicum
ii. Heritiera fomes
iii. Excoecaria agallocha
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮.তুন্দ্রা অঞ্চলের প্রাণীদের রক্তের রং কীরূপ?
ক) সাদা খ) নীল গ) লাল ঘ) কালো
সঠিক উত্তর: (ক)
১৯.কোন বনের অধিকাংশ প্রজাতির শীতের শুরুতে পাতা ঝড়ে যায়?
ক) কনিফার বনাঞ্চল
খ) গ্রীষ্মকালীন মৌসুমী বনাঞ্চল
গ) পর্ণমোচী বনাঞ্চল
ঘ) ম্যানগ্রোভ বনাঞ্চল
সঠিক উত্তর: (গ)
২০.লেমুর কোন প্রাণিভৌগোলিক অঞ্চলে বাস করে?
ক)নিওট্রপিক্যাল
খ) ইথিওপিয়ান
গ) অস্ট্রেলিয়ান
ঘ) ওরিয়েন্টাল
সঠিক উত্তর: (খ)
২১.প্রবাল প্রাচীর কী দিয়ে গঠিত?
ক) ক্যালসিয়াম
খ) কার্বনেট
গ) সালফেট
ঘ) ফসফরাস
সঠিক উত্তর: (খ)
২২.একটি বন সম্প্রদায়ের সবচেয়ে উঁচু বৃক্ষগুলো যে স্তর গঠন করে –
ক) চারা স্তর
খ) ওভার স্টোরি স্তর
গ) আন্ডারস্টোরি স্তর
ঘ) ট্রান্সগ্রেসিভ স্তর
সঠিক উত্তর: (খ)
২৩.প্রাণিভূগোলের প্রাথমিক ধারণা প্রস্তাব করেন কে?
ক) P.L. Sciater
খ) A.R. Wallace
গ) Dc Candole
ঘ) Aristotle
সঠিক উত্তর: (ক)
২৪.সবুজ বেষ্টনি হিসেবে কোন গাছগুলো অধিক কার্যকর হয়?
ক) ১৩০ ফুট উঁচু
খ) ১৪০ ফুট উঁচু
গ) ১৫০ ফুট উঁচু
ঘ) ১৬০ ফুট উঁচু
সঠিক উত্তর: (গ)
২৫.নিচের কোনটি ইকোপার্ক?
ক) টেকনাফ
খ) দুলাহাজরা
গ) কাপ্তাই
ঘ) সীতাকুন্ড
সঠিক উত্তর: (ঘ)
২৬.পরস্পর একাধিক খাদ্যশৃঙ্খলের জটিল অবস্থাকে কী বরে?
ক) ফুড চেইন
খ) ফুডওয়েব
গ) ফুড তরঙ্গ
ঘ) ফুডনেট
সঠিক উত্তর: (খ)
২৭.নিআর্কটিক অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ কোনটি?
ক) বাংলাদেশ
খ) নিউজিল্যান্ড
গ) সিঙ্গাপুর
ঘ) গ্রীনল্যান্ড
সঠিক উত্তর: (ঘ)
২৮.পৃথিবীতে মোট কতটি হটস্পট চিহ্নিত হয়েছে?
ক) ১২টি খ) ২০টি গ) ২৫টি ঘ) ৩৭টি
সঠিক উত্তর: (গ)
২৯.সুন্দরবনের আয়তন কত?
ক) ১০,০০০ বর্গ কি.মি.
খ) ১২,০০০ বর্গ কি.মি.
গ) ১০,০০,০০০ বর্গ কি.মি.
ঘ) ১,০০০ বর্গ কি.মি.
সঠিক উত্তর: (ক)
৩০.পৃথিবীতে শনাক্তকৃত মাশরুম প্রজাতির সংখ্যা কত?
ক) ৩১৯৪৬
খ) ৩১৬৪৯
গ) ৩১৬৯৪
ঘ) ৩১৪৯৬
সঠিক উত্তর: (ঘ)
৩১.একটি সুনির্দিষ্ট বায়োম গঠিত হয় –
i. ভূমিরূপ নিয়ে
ii. জলবায়ু নিয়ে
iii. প্রধান উদ্ভিজ্জ নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২.তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি?
ক) মস
খ) ফার্ন
গ) জিমনোস্পার্ম
ঘ) অ্যানজিওস্পার্ম
সঠিক উত্তর: (ক)
৩৩.লবণাক্ত মাটির উদ্ভিদের বৈশিষ্ট্য –
i. জরায়ুজ অঙ্কুরোদগম
ii. শ্বাসমূল সৃষ্টি
iii. কান্ড নরম ও দুর্বল প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪.পপুলেশনে জীব সংখ্যার পরিবর্তন ঘটায় –
i. অভিযোজন
ii. অভিবাসন
iii. বহির্গমন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iiiঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫.জলজ উদ্ভিদে অনুপস্থিত কোনটি?
ক) অ্যারেনকাইমা
খ) বান্ডল সিথ
গ) ক্লোরোপ্লাস্ট
ঘ) প্যারেনকাইমা
সঠিক উত্তর: (খ)
৩৬.বাংলাদেশের মোট বনাঞ্চল শতকরা কত ভাগ?
ক) ২৫ ভাগ
খ) ১০ ভাগ
গ) ১৫ ভাগ
ঘ) ৩০ ভাগ
সঠিক উত্তর: (খ)
৩৭.পানি থেকে উদ্ভিদ দেহ রক্ষার জন্য কী নিঃসরণ করে?
ক) মিউসিলেজ
খ) কিউটিন
গ) সুবেরিন
ঘ) নেকটার
সঠিক উত্তর: (ক)
৩৮.ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী কোনটি?
ক) কুনো ব্যাঙ
খ) গারো পাহাড়ি ব্যাঙ
গ) সোনা ব্যাঙ
ঘ) গেছো ব্যাঙ
সঠিক উত্তর: (খ)
৩৯.কোন উদ্ভিদে ভাসমান মূল থাকে?
ক) শাপলা
খ) পদ্ম
গ) কেশরদাম
ঘ) পানি মরিচ
সঠিক উত্তর: (গ)
৪০.সাগরের পানির pH কত?
ক) ৪ খ) ৫ গ) ৬ ঘ) ৭
সঠিক উত্তর: (ক)
৪১.ইকোলজিক্যাল পিরামিডে –
i. ভূমিতে উৎপাদক থাকে
ii. উৎপাদকের পর গৌণ থাকক থাকে
iii. উৎপাদকের পর প্রাথমিক খাদক থাকে
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪২.যেসব উদ্ভিদ আংশিক বা সম্পূর্ণভাবে পানিতে জন্মে বা বাস করে তাদেরকে কী বলে?
ক) মরুজ উদ্ভিদ
খ) জলজ উদ্ভিদ
গ) ম্যানগ্রোভ উদ্ভি
ঘ) হ্যালোফাইটিক উদ্ভিদ
সঠিক উত্তর: (খ)
৪৩.পর্ণমোচী বনাঞ্চলের মাটিতে কোন পদার্থটি বেশি থাকে?
ক) আমিষ জাতীয় পদার্থ
খ) নাইট্রোজেন জাতীয় পদার্থ
গ) খনিজ পদার্থ
ঘ) লৌহ জাতীয় পদার্থ
সঠিক উত্তর: (ঘ)
৪৪.হ্যালোফাইট উদ্ভিদে নিউম্যাটাফোর সৃষ্টি হওয়ার কারন –
ক)মূলগুলো মাটির গভীরে প্রবেশ করে
খ) মূলগুলো মাটির গভীরে প্রবেশ করতে পারে না
গ) মাটি শক্ত থাকে
ঘ) মাটি নরম থাকে
সঠিক উত্তর: (খ)
৪৫.আরবের খেজুর গাছ মাটির কত ফুট নিচ হতে পানি শোষণ করতে সক্ষম?
ক) ৪০ ফুট
খ) ৫০ ফুট
গ) ৫৫ ফুট
ঘ) ৬০ ফুট
সঠিক উত্তর: (খ)
৪৬.নির্দিষ্ট পরিবেশে ও জলবায়ুর প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা বৃহদাকৃতির ভৌগোলিক একককে কী বলে?
ক) বায়োস্ফেয়ার
খ) বায়ুমন্ডল
গ) বায়োম
ঘ) ইকোসিস্টেম
সঠিক উত্তর: (গ)
৪৭.পানি ও খনিজ লবণ শোষণের জন্য মরুজ উদ্ভিদে কোনটি বেশি থাকে?
ক) প্রস্বেদনের হার
খ) অভিস্রবণীক চাপ
গ) মূলজ চাপ
ঘ) স্ফীতি চাপ
সঠিক উত্তর: (খ)
৪৮.হাইড্রিলার বংশবৃদ্ধি ঘটে –
i. সাকারের সাহায্যে
ii. অফসেটের সাহায্যে
iii. স্টোলনের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৯.পর্ণমোচী বনের মাটির বর্ণ কীরূপ হয়?
ক) লালচে
খ) কালচে
গ) সবুজাভ
ঘ) বাদামি
সঠিক উত্তর: (ক)
৫০.নীলগাই এর বৈজ্ঞানিক নাম কোনটি?
ক) Platanista gangetica
খ) Boselaphus tragocamelus
গ) Sarcogyps calvus
ঘ) Crocodylus Palustris
সঠিক উত্তর: (খ)
৫১.পত্রঝরা বনভূমির উদ্ভিদ কোনটি?
ক) শাল
খ) গোলপাতা
গ) উরা
ঘ) গর্জন
সঠিক উত্তর: (ক)
৫২.ম্যানগ্রোভ বনাঞ্চল কোন বায়োমের অন্তর্গত?
ক) ওয়েটল্যান্ড
খ) সাভানা
গ) কনিফার ফরেস্ট
ঘ) তুন্দ্রা
সঠিক উত্তর: (ক)
৫৩.দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোনটি?
ক) হালদা নদী
খ) পদ্মা নদী
গ) যমুনা নদী
ঘ) মেঘনা নদী
সঠিক উত্তর: (ক)
৫৪.কোনটি মরুজ উদ্ভিদের উদাহরণ?
ক) Aloe vera
খ) Pistia stratiotes
গ) Hydrilla verticillata
ঘ) Heritiera fomes
সঠিক উত্তর: (ক)
৫৫.ICBN স্বীকৃত সর্বনিম্ন স্তর কোনটি?
ক) গণ
খ) প্রজাতি
গ) বর্গ
ঘ) গোত্র
সঠিক উত্তর: (খ)
৫৬.জলজ উদ্ভিদের কান্ড কিরূপ?
ক) শক্ত
খ) নরম ও স্পঞ্জী
গ) কন্টকময়
ঘ) শক্ত ও সরু
সঠিক উত্তর: (খ)
৫৭.ক্রাস্টাশিয়ান প্রাণীরা মহাসাগরের কোন অঞ্চলে বাস করে?
ক) এবিসাল
খ) বেনথিক
গ) গড়ান
ঘ) পেলাজিক
সঠিক উত্তর: (গ)
৫৮.কোন নদীর অববাহিকায় সবচেয়ে বড় বনভূমি অবস্থিত?
ক)দানিয়ুব
খ) আমাজন
গ) নীলনদ
ঘ) হোয়াংহো
সঠিক উত্তর: (খ)
৫৯.জিন ব্যাংক নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?
ক) টিস্যু কালচার
খ) সঞ্চয়ী প্রোটিন
গ) জীববৈচিত্র্য রক্ষা
ঘ) জৈব শক্তি উৎপাদন
সঠিক উত্তর: (গ)
৬০.স্থল বায়োমের উদাহরণ –
i. সাভানা
ii. নদী
iii. গ্রাসল্যান্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬১.ঠেসমূল বা স্তম্ভমূল পাওয়া যায় কোন ধরনের উদ্ভিদে?
ক) হ্যালোফাইট
খ) জেরোফাইট
গ) হাইড্রোফাইট
ঘ) মেসোফোইট
সঠিক উত্তর: (ক)
৬২.লবণাক্ত মাটির উদ্ভিদে কোন ধরনের টিস্যু বেশি পরিমাণে থাকে?
ক) প্যারেনকাইমা টিস্যু
খ) কোলেনকাইমা টিস্যু
গ) স্ক্লেরেনকাইমা টিস্যু
ঘ) অ্যারেনকাইমা টিস্যু
সঠিক উত্তর: (গ)
৬৩.পত্রঝরা বনাঞ্চলের উদ্ভিদ –
i. শাল
ii. বাঁশ
iii. গজারি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৪.কোন উদ্ভিদটি জীবনে একবার ফুল ও ফল উৎপাদন করে মরে যায?
ক) তালিপাম
খ) মল্লিকা ঝাঁঝি
গ) রাজশকুন
ঘ) সুন্দরি
সঠিক উত্তর: (ক)
৬৫.মরুভূমির বায়োমে –
i. বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়
ii. বাষ্পায়ন বৃষ্টিপাতের চেয়ে বেশি
iii. মাটিতে জৈব পুষ্টি খুব কম বা অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii iii
সঠিক উত্তর: (খ)
৬৬.কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিস্তরের জীবসমূহের সংখ্যাভিত্তিক আন্ত:সম্পর্ক প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে?
ক) খাদ্যশৃঙ্খল
খ) বায়োমাস
গ) খাদ্যজাল
ঘ) সংখ্যার পিরামিড
সঠিক উত্তর: (ঘ)
৬৭.বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের অন্তর্গত?
ক) প্যালিআর্কটিক অঞ্চল
খ) ওরিয়েন্টাল অঞ্চল
গ) নিআর্কটিক অঞ্চল
ঘ) নিওট্রপিক্যাল অঞ্চল
সঠিক উত্তর: (খ)
৬৮.বাংলাদেশের পত্রঝড়া বনাঞ্চল কোনটি?
ক) সুন্দরবন
খ) শাল বন
গ) সিলেটের বন
ঘ) চকোরিয়া বন
সঠিক উত্তর: (খ)
৬৯.বিশ্বময় উষ্ণায়ন প্রতিরোধ করে কোনটি?
ক) বনভূমি
খ) অক্সিজেন
গ) ওজোন
ঘ) কার্বন ডাইঅক্সাইড
সঠিক উত্তর: (ক)
৭০.কোন বিজ্ঞানী মাটির প্রকৃতি এবং মাধ্যমে পানির পরিমাণের ওপর নির্ভর করে উদ্ভিদগুলো তিনটি প্রধান গ্রুপে ভাগ করেন?
ক) Walace
খ) Warning
গ) Odum
ঘ) Oppenheimer
সঠিক উত্তর: (খ)
৭১.বাংলাদেশের একমাত্র প্রধান দ্বীপ কোনটি?
ক) হাতিয়া
খ) সন্দ্বীপ
গ) সেন্টমার্টিন
ঘ) মহেশখালী
সঠিক উত্তর: (গ)
৭২.কোনটি মুলাবদ্ধ নিমজ্জিত উদ্ভি?
ক) হাইড্রিলা
খ) টোপাপানা
গ) পদ্ম
ঘ) নাজা
সঠিক উত্তর: (ক)
৭৩.বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ –
i. তালিপাম
ii. মল্লিকা ঝাঁঝি
iii. গোলপাতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৪.পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম কী?
ক) Nymphaea pubescens
খ) Nelumbo nucifera
গ) Enhydra factuns
ঘ) Pistia stratiotes
সঠিক উত্তর: (খ)
৭৫.সীড ব্যাংকে উদ্ভিদ সংরক্ষণের সুবিধা –
i. অল্প পরিশ্রম হয়
ii. বেশি খরচ হয়
iii. অল্প জায়গার প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৬.উপকূলীয় উদ্ভিদ হলো –
i. কেওড়া
ii. গেওয়া
iii. চাপালিশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৭.যে বনের কিছু উদ্ভিদের পাতা এক সাথে ঝড়ে পড়ে কিন্তু অবশিষ্ট উদ্ভিদের পাতা এক সঙ্গে ঝড়ে পড়ে না তাকে কী বন বলে?
ক) চিরহরিৎ বন
খ) পর্ণমোচী বন
গ) মিশ্র চিরহরিৎ বন
ঘ) ম্যানগ্রোভ বন
সঠিক উত্তর: (গ)
৭৮.ওরিয়েন্টাল অঞ্চলকে কয়টি উপ-অঞ্চলে বিভক্ত করা যায়?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)
৭৯.বাংলাদেশের অতি বিপদাপন্ন সরীসৃপ প্রাণী কোনটি?
ক) কুমির
খ) ঘড়িয়াল
গ) সাপ
ঘ) রাজকাঁকড়া
সঠিক উত্তর: (খ)
৮০.সুমাত্রা কোন উপ-অঞ্চলের অন্তর্গত?
ক) ইন্দোমালয় উপ-অঞ্চল
খ) ভারতীয় উপ-অঞ্চল
গ) ইন্দোচীন উপ-অঞ্চল
ঘ) সিংহলীয় উপ-অঞ্চল
সঠিক উত্তর: (ক)
৮১.কাদের বেলায় জীবভরের পিরামিড বিপরীতমুখী হয়?
ক) সজীবী
খ) পরভোজী
গ) মৃতজীবী
ঘ) পরজীবী
সঠিক উত্তর: (ঘ)
৮২.পপুলেশনের জীব সংখ্যার পরিবর্তনের কারণ –
i. জন্ম-মৃত্যু
ii. অভিবাসন
iii. বহির্গমন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩.একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী ও সম্মিলিতভাবে পরস্পরের ওপর ক্রিয়াশীল সকল প্রজাতির সকল গোষ্ঠী মিলিতভাবে একত্রে কী গঠন করে?
ক) বায়োটিক কমিউনিটি
খ) উদ্ভিদ সম্প্রদায়
গ) বায়োম
ঘ) বাস্তুতন্ত্র
সঠিক উত্তর: (ক)
৮৪.ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত?
ক) তুন্দ্রা বায়োম
খ) সাভানা বায়োম
গ) তৃণভূমির বায়োম
ঘ) মরুভূমির বায়োম
সঠিক উত্তর: (খ)
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
৮৫.উপকূলীয় বন বিভাগ কত কিলোমিটার পর্যন্ত সবুজ বেষ্টনী গড়ে তোরার উদ্যোগ নেয়?
ক) ৫০০ কিলোমিটার
খ) ৭০০ কিলোমিটার
গ) ৪০০ কিলোমিটার
ঘ) ৩০০ কিলোমিটার
সঠিক উত্তর: (ঘ)
৮৬.সুন্দরবনে কত প্রজাতির সপুষ্পক উদ্ভিদ জন্মে?
ক) ৩৩৪টি
খ) ৩৩৫টি
গ) ৩৩৬টি
ঘ) ৩৩৭টি
সঠিক উত্তর: (ক)
৮৭.হ্যালোফাইট উদ্ভিদের উদাহরণ –
ক) সুন্দরী
খ) আকন্দ
গ) করবী
ঘ) বাবলা
সঠিক উত্তর: (ক)
৮৮.জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য –
i. মূল ও কান্ডে বায়ুকুঠুরি থাকে
ii. কান্ড নরম ও দুর্বল প্রকৃতির
iii. অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৯.কোনটি গোলপাতার বৈজ্ঞানিক নাম?
ক) Nerium indicum
খ) Nipa fruticans
গ) Heritiera fomes
ঘ) Acanthus ilicifolicus
সঠিক উত্তর: (খ)
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।