HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF : হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
তৃতীয় অধ্যায়: নগদ প্রবাহ বিবরণী
১. নগদ অর্থের আগমন ও নির্গমন হচ্ছে নগদ প্রবাহ বিবরণী।
২. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় ওঅঝ-৭ অনুযায়ী।
৩. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় ৩টি খাতের অধীনে।
৪. নগদ প্রবাহ বিবরণীর খাতসমূহ নির্ধারিত হয়েছে ওঅঝ-৭ অনুযায়ী।
৫. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক ১ জানুয়ারি, ১৯৯৪।
৬. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত বাধ্যতামূলক পাবলিক লিমিটেড কোম্পানির।
৭. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত নিষ্প্রয়োজন প্রাইভেট লিমিটেড কোম্পানির।
৮. বিশদ আয় বিবরণীর বকেয়া ভিত্তিক দফা নগদ প্রবাহ বিবরণী।
৯. আর্থিক বিবরণীর চতুর্থ ধাপ হলো নগদ প্রবাহ বিবরণী।
১০. নগদ প্রবাহ বিবরণীর পূর্ব নাম ঋঁহফ ঋষড়ি ঝঃধঃবসবহঃ।
১১. ঋঅঝই অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য ৪টি।
১২. তারল্যের অবস্থা মূল্যায়িত হয় নগদ প্রবাহ বিবরণীতে।
১৩. নগদ অর্থের জালিয়াতি প্রতিরোধ করে নগদ প্রবাহ বিবরণী।
১৪. নগদ প্রবাহ বিবরণীর অন্যতম উদ্দেশ্য নগদ প্রবাহের সামর্থ্য যাচাই।
১৫. নগদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ হাতিয়ার নগদ প্রবাহ বিবরণী।
১৬. দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হয় নগদ প্রবাহ বিবরণীতে।
১৭. নিট নগদ প্রবাহ থেকে জানা যায় নগদ হ্রাস-বৃদ্ধি।
১৮. নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে যাচাই হয় ভবিষ্যৎ নগদ প্রবাহ।
১৯. ওঅঝ-৭ অনুযায়ী নগদ প্রাপ্তি ও প্রদান ৩টি কার্যাবলির অধীনে।
২০. প্রতিষ্ঠানের মুখ্য নগদ প্রবাহ অন্তর্ভুক্ত পরিচালন কার্যাবলিতে।
২১. ওঅঝ-৭ মতে প্রধান রাজস্ব উৎপন্নকারী কার্যক্রম পরিচালন কার্যাবলি।
২২. ঋণ প্রদান এবং আদায়করণ অন্তর্ভুক্ত করা হয় বিনিয়োগ কার্যাবলিতে।
২৩. মূলধন কাঠামো পরিবর্তন সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত অর্থায়ন কার্যাবলিতে।
২৪. ট্রেজারি স্টক ক্রয়-বিক্রয় দেখানো হয় অর্থায়ন কার্যাবলিতে।
২৫. ব্যবসায় প্রতিষ্ঠানের সর্বাপেক্ষা তারল্য সম্পদ নগদ অর্থ।
২৬. ‘হাতে নগদ’ ও ‘চাহিবামাত্র প্রদেয় আমানত’ হলো নগদ।
২৭. তিন মাস বা তার কম সময়ে রূপান্তরযোগ্য সম্পদ নগদ সমতুল্য।
২৮. অনগদ কার্যক্রমগুলো পৃথক নোট দেয়া হয় ঋঅঝই ৯৫ অনুযায়ী।
২৯. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে অবিবেচ্য অনগদি বিনিয়োগ ও অর্থায়ন।
৩০. অনগদ কার্যাবলির অন্তর্ভুক্ত হলো অবচয়।
৩১. ঋণপত্রকে শেয়ারে রূপান্তর অনগদি অর্থায়ন কার্যক্রম।
৩২. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের দু’টি পদ্ধতিই ঋঅঝই কর্তৃক স্বীকৃত।
৩৩. নগদ প্রবাহ বিবরণী জনপ্রিয় পদ্ধতি হলো পরোক্ষ পদ্ধতি।
৩৪. বকেয়াভিত্তিক হিসাবরক্ষণ নগদভিত্তিতে রূপান্তরিত হয় পরোক্ষ পদ্ধতিতে।
৩৫. স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ-ক্ষতি জড়িত নিট আয়ের সাথে।
৩৬. প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির মূল পার্থক্য পরিচালন সংক্রান্ত কার্যাবলি।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।