HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৪৮ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪৯. চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃ কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অংশীদারি ব্যবসায় পরিচালনার দায়িত্ব নিতে পারে কত জন?
ক.১ জন
খ.২ জন
গ.৩ জন
ঘ.সকলে
২. শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয় নিচের কোন ধরনের কার্যাবলির মধ্যে পড়ে?
ক.পরিচালন কার্যাবলি
খ.বিনিয়োগ কার্যাবলি
গ.অর্থায়ন কার্যাবলি
ঘ.অনগদি কার্যাবলি
৩. পণ্ঠাক্রি¦ ও পণ্ঠদান হিসাএবর ডৈবিট উ্রঙ্কল্ফে ্রঙ্কারা কী বৈাঝায়?
ক.আয়াতিরিক্ত ব্যয়
খ.ব্যয়াতিরিক্ত আয়
গ.হাতে নগদ ও ব্যাংক জমার সমাপনী জের
ঘ.নগদ প্রাপ্তি ও বকেয়া খরচ সম্পর্কিত লেনদেন
৪. নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়−
I.নগদ অর্থের আগমন
II.নগদ অর্থের পরিবর্তন
III.নগদ অর্থের নির্গমন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৫. কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী শেয়ার অধিহারের অর্থ ব্যবহার করা যায়−
I.অলিক সম্পত্তি অবলোপনের কাজে
II.বোনাস শেয়ার বিলিকরণের কাজে
III.কোনো সাধারণ বা বিশেষ তহবিল সৃষ্টির কাজে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
৬. মজুদ আবর্তনের মাধ্যমে মূল্যায়ন করা হয়−
I.প্রতিষ্ঠানের মজুদ ব্যবস্থাপনার দক্ষতা
II.প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপনার দক্ষতা
III.প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৭. সুনাম কোন ধরনের সম্পদ?
ক.স্পর্শনীয় সম্পদ
খ.অস্পর্শনীয় সম্পদ
গ.চলতি সম্পদ
ঘ.অলীক সম্পদ
৮. শেয়ার অধিহার নিচের কোন দফাটির আওতাভুক্ত?
ক.ব্যয়
খ.সম্পদ
গ.আয়
ঘ.মালিকানা স্বত্ব
৯. নিচের কোনটি অলীক সম্পত্তি নয়?
ক.শেয়ার অবহার
খ.কপিরাইট
গ.প্রাথমিক খরচ
ঘ.সংরক্ষিত আয় বিবরণীর ঋণাÍক উদ্বৃত্ত
১০. নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?
ক.কারখানা ভাড়া
খ.দারোয়ানের বেতন
গ.লাইসেন্স ফি
ঘ.কাঁচামাল ব্যয়
১১. বিক্রয় ৩০,০০০ টাকা এবং ক্রয়মূল্যের ওপর মুনাফার হার ২৫% হলে বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক.৬,০০০ টাকা
খ.৭,৫০০ টাকা
গ.২২,৫০০ টাকা
ঘ.২৪,০০০ টাকা
১২. কোনটি পণ্য ব্যয়ের উপাদান নয়?
ক.প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়
খ.প্রত্যক্ষ শ্রম ব্যয়
গ.উৎপাদন উপরিব্যয়
ঘ.প্রশাসনিক ব্যয়
১৩. সাকিব আল হাসান তার ব্যবসায়ের পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে বাজেট প্রস্তুত করেন। তার এ বাজেটকে কোন ধরনের বাজেট বলে?
ক.স্থির বাজেট
খ.নগদান বাজেট
গ.নমনীয় বাজেট
ঘ.বিক্রয় বাজেট
১৪. কার্যকরী মূলধন বলতে বোঝায়−
ক.মালিক কর্তৃক বিনিয়োজিত মূলধন
খ.মূলধন বাদ উত্তোলন
গ.চলতি সম্পত্তি বাদ চলতি দায়
ঘ.স্থায়ী সম্পত্তি বাদ চলতি দায়
১৫. যে ব্যয় কারখানায় পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত থাকে তাকে কী বলে?
ক.সুযোগ ব্যয়
খ.উৎপাদন ব্যয়
গ.কালীন ব্যয়
ঘ.অপ্রাসঙ্গিক ব্যয়
১৬. নিট বিক্রয় ৪২,০০০ টাকা। মোট লাভ বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫%। প্রারম্ভিক মজুত ৪,০০০ টাকা। সমাপনী মজুদ ৬,০০০ টাকা। মজুদ আবর্তন অনুপাত কত?
ক.৮.৪ বার
খ.৬.৭২ বার
গ.৫.৬২ বার
ঘ.৪.৩২ বার
১৭. নিচের কোনটি সঠিক?
ক.মুখ্য ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় = কারখানা ব্যয়
খ.উৎপাদন ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় = মোট ব্যয়
গ.মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয় = কারখানা ব্যয়
ঘ.কারখানা ব্যয় + বিক্রয় উপরিব্যয় = উৎপাদন ব্যয়
১৮. অবচয় ব্যবসা প্রতিষ্ঠানের−
I.ব্যয় বৃদ্ধি করে
II.সম্পদ বৃদ্ধি করে
III.সম্পদ হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৯. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের সময় অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়ে যোগ হয়−
I.নগদে শেয়ার বিলি
II.স্থায়ী সম্পদ বিক্রয়ে নগদ প্রাপ্তি
III.নগদে ঋণপত্র বিলি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২০. কোম্পানির জন্য ঋণপত্র হল−
I.দীর্ঘমেয়াদি দায়
II.অন্তর্দায়
III.বহির্দায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের পার্থক্যকে কী বলে?
ক.মূলধন
খ.চলতি সম্পদ
গ.মূলধন তহবিল
ঘ.নিট সম্পদ
২২. অংশীদারি চুক্তিতে উত্তোলনের ওপর সুদ ধার্যের কথা উলেখ না থাকলে সুদের হার কত হবে?
ক.৬.৫%
খ.৬%
গ.৫.৫%
ঘ.০%
২৩. খাদ্য সামগ্রী ক্রয় ১০,০০০ টাকা, প্রারম্ভিক খাদ্য সামগ্রী ২,০০০ টাকা, ব্যবহৃত খাদ্য সামগ্রী ৮,০০০ টাকা হলে অব্যবহৃত খাদ্য সামগ্রীর পরিমাণ কত?
ক.২,০০০ টাকা
খ.৪,০০০ টাকা
গ.৬,০০০ টাকা
ঘ.১৬,০০০ টাকা
২৪. ‘ঢ’ কোম্পানি লি.-এর অন্তর্নিহিত বা প্রকৃত শেয়ার মূল্য অভিহিত মূল্যের চেয়ে অনেক বেশি। ‘ঢ’ কোম্পানি নগদ অর্থের প্রয়োজনে শেয়ার ইস্যু করতে চাইলে কী করা উচিত?
ক.সমহারে শেয়ার ইস্যু
খ.অধিহারে শেয়ার ইস্যু
গ.অবহারের শেয়ার ইস্যু
ঘ.স্থায়ী সম্পদের বিপরীতে অবহারে শেয়ার ইস্যু
২৫. সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন?
ক.২ জন
খ.৫ জন
গ.১০ জন
ঘ.২০ জন
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. নিচের কোনটি সত্য?
ক.মোট কর্মঘণ্টা ওভারটাইম মজুরি হার
খ.ওভারটাইম কর্মঘণ্টা স্বাভাবিক মজুরি হার
গ.ওভারটাইম কর্মঘণ্টা ওভারটাইম মজুরি হার
ঘ.স্বাভাবিক কর্মঘণ্টা ওভারটাইম মজুরি হার
২৭. ঋণপত্রের মাধ্যমে কী সংগ্রহ করা হয়ে থাকে−
ক.মূলধন
খ.অতিরিক্ত মূলধন
গ.লভ্যাংশ
ঘ.ঋণ
২৮. দত্তাংশ নির্ণয়ের সূত্র কী?
ক.বিক্রয়-স্থির খরচখ.ক্রয়-স্থির খরচ
গ.বিক্রয় + আধা − পরিবর্তনশীল খরচ
ঘ.বিক্রয় − পরিবর্তনশীল খরচ
২৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল−
I.মুনাফা অর্জন করা
II.সমাজ সেবামূলক কাজ করা
III.সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.I ও II
ঘ.I ও III
৩০. অর্থসংস্থান কার্যক্রমের নগদ অন্তঃপ্রবাহ হল−
I.শেয়ার বিলি হতে প্রাপ্তি
II.ঋণপত্র বিলি হতে প্রাপ্তি
III.লভ্যাংশ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।