HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৪০ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪০. ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
উদ্দীপকটি পড়ো এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও।
নিট বিক্রয় ৪২,০০০ টাকা। মোট লাভ বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫%। প্রারম্ভিক মজুদ ৪,০০০ টাকা, সমাপনী মজুদ ৬,০০০ টাকা।
১. মজুদ আবর্তন অনুপাতের কত?
ক.৮.৪ বার
খ.৬.৭২ বার
গ.৫.৩২ বার
ঘ.৪.৩২ বার
২. মজুদ আবর্তনের মাধ্যমে মূল্যায়ন করা হয়
I.প্রতিষ্ঠানের মজুদ ব্যবস্থাপনার দক্ষতা
II.প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপনার দক্ষতা
III.প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
৩. যখন মজুরি অনুমোদিত হয় তখন উহা লিপিবদ্ধ করেন
I.মজুরি হিসাব ডেবিট
II.প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট
III.অগ্রিম মজুরি হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
৪. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট দিকে থাকা বিগত বছরের আয় কোথায় স্থানান্তরিত হবে?
ক.আয়-ব্যয় হিসাব
খ.উদ্বৃত্তপত্রের দায়ের দিকে
গ.প্রারম্ভিক মূলধন তহবিলে
ঘ.উদ্বৃত্তপত্রের সম্পত্তির দিকে
উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
নিট লাভ ১,৩২,০০০ টাকা, বিবিধ পাওনাদার ও দেনাদার বৃদ্ধি পেল যথাক্রমে ১০,০০০ টাকা ও ১২,০০০ টাকা এবং মজুদ পণ্য হ্রাস পেল ৬,০০০ টাকা।
৫. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন হতে নগদ প্রবাহ কত হবে?
ক.১,০২,০০০ টাকা
খ.১,১২,০০০ টাকা
গ.১,২৪,০০০ টাকা
ঘ.১,৩৬,০০০ টাকা
৬. বিবিধ পাওনাদার ও দেনাদার বাড়ায় নগদ প্রবাহের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক.আগমন ও নির্গমন
খ.নির্গমন ও আগমন
গ.আগমন ও আগমন
ঘ.নির্গমন ও নির্গমন
৭. যে অতীত ব্যয় আর উদ্ধার করা যায় না তাকে কী বলা হয়?
ক.সুযোগ ব্যয়
খ.নগদ ব্যয়
গ.তুলনামূলক ব্যয়
ঘ.নিমজ্জিত ব্যয়
৮. উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোন ব্যয় আনুপাতিক হারে বৃদ্ধি পাবে?
ক.স্থায়ী ব্যয়
খ.আধা-পরিবর্তনশীল ব্যয়
গ.পরিবর্তনশীল ব্যয়
ঘ.পরিচালন ব্যয়
৯. রূপান্তর ব্যয় = ?
ক.ব্যবহৃত কাঁচামাল + প্রত্যক্ষ খরচাদি
খ.ব্যবহৃত শ্রম + কারখানা উপরিব্যয়
গ.প্রত্যক্ষ খরচাদি + কারখানা উপরিব্যয়
ঘ.কারখানা ব্যয় + পরিচালন ব্যয়
১০. যে ব্যয় পণ্যের মজুদকরণ ব্যয়ের সাথে যুক্ত থাকে তাকে বলা হয়?
ক.কালীন ব্যয়
খ.পণ্য ব্যয়
গ.মিশ্র ব্যয়
ঘ.পরিবর্তনশীল ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
পুথিপত্র-এর বই থেকে নিলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে:
এপ্রিল-১: প্রারম্ভিক উদ্বৃত্ত ২০০ একক, প্রতি একক ৫০০ টাকা।
এপ্রিল-১০: মাল ক্রয় ৩৫০ একক, প্রতি একক ৫২০ টাকা।
এপ্রিল-২০: মাল বিক্রয় ৪০০ একক।
১১. ঋওঋঙ পদ্ধতিতে জানুয়ারি-২০ তারিখে বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা?
ক.২,০০,০০০ টাকা
খ.২,০৪,০০০ টাকা
গ.২,০৭,০০০ টাকা
ঘ.২,০৮,০০০ টাকা
১২. ঋওঋঙ পদ্ধতির পরিবর্তে খওঋঙ পদ্ধতিতে জানুয়ারি-২০ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করলে কোম্পানির মুনাফা কী পরিমাণ হ্রাস পাবে?
ক.৩,০০০ টাকা
খ.৫,০০০ টাকা
গ.৮,০০০ টাকা
ঘ.১২,০০০ টাকা
১৩. বাজেট প্রস্তুতকরণ ব্যবস্থাপনার কোন ধরনের কাজের মধ্যে পড়ে?
ক.নিয়ন্ত্রণ
খ.প্রেষণা
গ.নির্দেশনা
ঘ.পরিকল্পনা
১৪. বোনাস শেয়ার ইস্যু করা হলে কোম্পানির
I.নগদ অর্থ কমে যায়
II.শেয়ার সংখ্যা বেড়ে যায়
III.সঞ্চিতি তহবিল কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
১৫. আচারণের ভিত্তিতে ব্যয় কত প্রকার?
ক.২ প্রকার
খ.৩ প্রকার
গ.৪ প্রকার
ঘ.৫ প্রকার
উদ্দীপকটি পড়ো এবং ১৬-১৮নং প্রশ্নের উত্তর দাও।
ফাতিমা লি.-এর নিরাপত্তা প্রান্ত ২০%, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৬০%। স্থায়ী ব্যয়ের পরিমাণ ৪০,০০০ টাকা এবং বিক্রয় ৮৩,৩৩৪ টাকা।
১৬. সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের পরিমাণ কত টাকা?
ক.৫০,০০০
খ.৬৬,৬৬৭
গ.১,০০,০০০
ঘ.২,০০,০০০
১৭. মোট কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা?
ক.১০,০০০
খ.২৬,৬৬৭
গ.৪৩,৩৩৪
ঘ.৫০,০০০
১৮. মোট পরিবর্তনশীল ব্যয় কত টাকা?
ক.১৬,৬৬৭
খ.৩৩,৩৩৪
গ.৫০,০০০
ঘ.৬০,০০০
১৯. শেয়ার অবহার কোন জাতীয় লেনদেন?
ক.মূলধন জাতীয় ব্যয়
খ.মুনাফা জাতীয় ব্যয়
গ.মুনাফা জাতীয় আয়
ঘ.মূলধন জাতীয় আয়
২০. অব্যবসায়ী প্রতিষ্ঠানে নির্দিষ্ট খরচের বিপক্ষে যে তহবিল তৈরি করা হয় তার নাম
ক.মূলধন তহবিল
খ.বিশেষ তহবিল
গ.খরচ তহবিল
ঘ.সঞ্চিত তহবিল
২১. পরিচালক হতে হলে একজন পরিচালকের কোন ধরনের শেয়ার ক্রয় করতে হয়?
ক.প্রবর্তক শেয়ার
খ.অগ্রাধিকার শেয়ার
গ.সাধারণ শেয়ার
ঘ.যোগ্যতাসূচক শেয়ার
২২. বেতন পূরক বলতে
I.বাড়িভাড়া ভাতা বোঝায়
II.টিফিন ভাতা বোঝায়
III.ভ্রমণ ভাতা বোঝায়
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
২৩. খাদ্যসামগ্রী ক্রয় ৭,০০০ টাকা; প্রারম্ভিক খাদ্যসামগ্রী ১,০০০ টাকা, ব্যবহৃত খাদ্যসামগ্রী ৬,০০০ টাকা হলে অব্যবহৃত খাদ্যসামগ্রীর পরিমাণ কত?
ক.২,০০০ টাকা
খ.৩,০০০ টাকা
গ.৪,০০০ টাকা
ঘ.৫,০০০ টাকা
২৪. আয়-ব্যয় হিসাবে স্থান পায়
I.মুনাফা জাতীয় বকেয়া লেনদেন
II.মুনাফা জাতীয় নগদ লেনদেন
III.মূলধন জাতীয় নগদ ও বকেয়া লেনদেন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
ময়নামতি পাবলিকেশন্স-এর চলতি মূলধন ৩০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৩ ঃ ১।
২৫. চলতি সম্পদ-এর পরিমাণ কত টাকা?
ক.১৫,০০০
খ.৩০,০০০
গ.৪৫,০০০
ঘ.৯০,০০০
২৬. চলতি দায়-এর পরিমাণ কত টাকা?
ক.১০,০০০
খ.১৫,০০০
গ.২০,০০০
ঘ.৩০,০০০
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য কী?
ক.ব্যয় বণ্টন
খ.ব্যয় নির্ধারণ
গ.মুনাফা নির্ধারণ
ঘ.বিক্রয়মূল্য নির্ধারণ
২৮. বিক্রীত পণ্যের ক্রয়মূল্য ১৬,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের ওপর ২০% হারে লাভ হয়ে থাকলে বিক্রয় মূল্যের পরিমাণ কত টাকা?
ক.১৮,০০০ টাকা
খ.২০,০০০ টাকা
গ.২১,০০০ টাকা
ঘ.২১,১৬০ টাকা
২৯. প্রারম্ভিক সম্পত্তি ও দায়: নগদ তহবিল ১২,০০০ টাকা; দালানকোঠা ৫০,০০০ টাকা; আসবাবপত্র ৩০,০০০ টাকা; প্রদেয় বেতন ৬,০০০ টাকা; অনাদায়ী চাঁদা ১০০ টাকা; প্রাপ্য ভাড়া ১৪,০০০ টাকা; লাইব্রেরি পুস্তক ২,০০০ টাকা। মূলধন তহবিলের পরিমাণ কত টাকা?
ক.৪৫,০০০ টাকা
খ.৫৬,০০০ টাকা
গ.১,০২,০০০ টাকা
ঘ.১,০২,১০০ টাকা
৩০. নিচের কোনটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান?
ক.প্রকৌশলীদের ফার্ম
খ.সিটি ডেন্টাল কলেজ
গ.ল্যাব এইড হাসপাতাল
ঘ.কুমিলা মেডিকেল কলেজ ও হাসপাতাল
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।