HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৬৮ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
১৩. শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. একটি যৌথ মূলধনী কোম্পানি
I.চিরন্তন অস্তিত্ব সম্পন্ন
II.নিবন্ধিত
III.সীমাহীন দায় বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২. কোনটি কালীন ব্যয়?
ক.প্রত্যক্ষ কাঁচামাল
খ.প্রত্যক্ষ মজুরি
গ.প্রত্যক্ষ খরচ
ঘ.বিক্রয়কর্মীর বেতন
৪. চলতি অনুপাত ২ ঃ ১, তড়িৎ অনুপাত ২.৫ ঃ ১, চলতি সম্পত্তি ১,০০,০০০ টাকা হলে ব্যাংক জমাতিরিক্ত কত টাকা?
ক.৬০,০০০ টাকা
খ.৫০,০০০ টাকা
গ.৪০,০০০ টাকা
ঘ.১০,০০০ টাকা
৫. প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্তকে কী বলা হয়?
ক.ব্যয়
খ.আয়
গ.দায়
ঘ.সম্পদ
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
একতা ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাবে ভাড়া প্রদান ৬৪,০০০ টাকা, এর মধ্যে পরবর্তী বৎরের ভাড়া ৪,০০০ টাকা, বছর শেষে মোট ভাড়ার অংশ বকেয়া রয়েছে।
৬. সংশ্লিষ্ট বছরে মোট ভাড়ার পরিমাণ কত?
ক.৬০,০০০ টাকা
খ.৬৮,০০০ টাকা
গ.৭৫,০০০ টাকা
ঘ.৭৬,৮০০ টাকা
৭. সংশ্লিষ্ট বছরে বকেয়া ভাড়ার পরিমাণ কত?
ক.১৬,০০০ টাকা
খ.১৫,০০০ টাকা
গ.১২,৮০০ টাকা
ঘ.১২,০০০ টাকা
৮. অংশীদারদের চলতি হিসাবে অন্তর্ভুক্ত থাকে
I.অতিরিক্ত মূলধন
II.মূলধনের সুদ ও উত্তোলনের সুদ
III.বণ্টিত মুনাফা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৯. আচরণের ভিত্তিতে ব্যয় কত প্রকার?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।
বাবুল স্মৃতি ক্লাবের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে চাঁদা প্রাপ্তি ছিল ৮০,০০০ টাকা, চলতি বছরের বকেয়া চাঁদা আছে ১০,০০০ টাকা, বিগত বছরের বকেয়া চাঁদা চলতি বছরে আদায় হয়েছে ৫,০০০ টাকা এবং ২০১৬ সালের চাঁদা এ বছরে পাওয়া গেছে ৮,০০০ টাকা।
১০. ২০১৫ সালের চাঁদা বাবদ আয় কত?
ক.৫৭,০০০ টাকা
খ.৭৭,০০০ টাকা
গ.৮৩,০০০ টাকা
ঘ.৮৭,০০০ টাকা
১১. পরবর্তী বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা দেখাতে হবে
I.আয়-ব্যয় হিসাবের ডেবিট দিকে ৮,০০০ টাকা
II.আয়-ব্যয় হিসাবের ক্রেডিট দিকে চাঁদা হতে বাদ ৮,০০০ টাকা
III.উদ্বর্তপত্রের দায়ের দিকে অগ্রিম চাঁদা নামে ৮,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
১২. চলতি বছরে ভাড়া বাবদ প্রদান ১৮,০০০ টাকা। চলতি বছরের ভাড়া অংশ অপ্রদত্ত থাকলে ভাড়া খরচের পরিমাণ কত?
ক.৪,৫০০ টাকা
খ.১৮,০০০ টাকা
গ.২২,৫০০ টাকা
ঘ.২৭,০০০ টাকা
১৩. সমচ্ছেদ বিন্দুতে ব্যয়-পরিমাণ-মুনাফা সম্পর্কের সমীকরণটি হলো
I.বিক্রয় = মোট ব্যয়
II.বিক্রয় = পরিবর্তনশীল ব্যয় + স্থায়ী ব্যয় + মুনাফা
III.বিক্রয় = পরিবর্তনশীল খরচ + স্থায়ী ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৪. বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি?
ক.প্রারম্ভিক মজুদ + ক্রয় – সমাপনী মজুদ
খ.সমাপনী মজুদ + ক্রয় – প্রারম্ভিক মজুদ
গ.বিক্রয় + ক্রয় – সমাপনী মজুদ
ঘ.সমাপনী মজুদ + বিক্রয় – প্রারম্ভিক মজুদ
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
সিসিমপুর কোম্পানি লি.-এর বিক্রয়ের পরিমাণ ৭,২০,০০০ টাকা, পরিচালনা খরচ ৫০,০০০ টাকা, মোট লাভ ২,২০,০০০ টাকা এবং অপরিচালনা আয় ২০,০০০ টাকা।
১৫. বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত?
ক.৪,৫০,০০০ টাকা
খ.৫,০০,০০০ টাকা
গ.৫,৭০,০০০ টাকা
ঘ.৯,৪০,০০০ টাকা
১৬. নিট লাভ অনুপাত কত?
ক.২৩.৬১%
খ.২৬.৩৯%
গ.৩৩.৩৩%
ঘ.৩৪.৭২%
১৭. আন্তর্জাতিক হিসাবমান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়?
ক.ওঅঝ-৬
খ.ওঅঝ-৭
গ.ওঅঝ-৮
ঘ.ওঅঝ-৯
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
মেঘলা লি.-এর বই থেকে নিলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে:
এপ্রিল-১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২০০ একক, প্রতি একক ৫০০ টাকা
এপ্রিল-১০ মাল ক্রয় ৩৫০ একক, প্রতি একক ৫২০ টাকা
এপ্রিল-২০ মাল বিক্রয় ৪০০ একক
১৮. ঋওঋঙ পদ্ধতিতে জানুয়ারি ২০ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক.২,০০,০০০ টাকা
খ.২,০৪,০০০ টাকা
গ.২,০৭,০০০ টাকা
ঘ.২,০৮,০০০ টাকা
১৯. ঋওঋঙ পদ্ধতির পরিবর্তে খওঋঙ পদ্ধতিতে জানুয়ারি-২০ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করলে কোম্পানির মুনাফা কী পরিমাণ হ্রাস পাবে?
ক.৩,০০০ টাকা
খ.৫,০০০ টাকা
গ.৮,০০০ টাকা
ঘ.১৩,০০০ টাকা
২০. ১৫% ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা এবং ক্রয় ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা?
ক.৪,৫০০ টাকা
খ.৫,১৭৫ টাকা
গ.৫,৪৭৫ টাকা
ঘ.৪,৭৭৫ টাকা
২১. ব্যবস্থাপনা প্রতিনিধির কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপর ১০% হারে কমিশন দিতে হবে। নিট মুনাফা ২০,০০০ টাকা হলে প্রদত্ত কমিশন কত?
ক.১,৭৯৮ টাকা
খ.১,৮২৮ টাকা
গ.১,৮১৮ টাকা
ঘ.২,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
প্রত্যক্ষ কাঁচামাল ১,৪০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১,০৮,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ৩২,৪০০ টাকা, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় ২৮,০৪০ টাকা।
২২. মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত?
ক.৩৫%
খ.৩০%
গ.২৫%
ঘ.২০%
২৩. কারখানা ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার কত?
ক.১৫%
খ.১২%
গ.১০%
ঘ.৮%
২৪. বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার ২৫% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত?
ক.৫০%
খ.৩৩.৩৩%
গ.৩০%
ঘ.২০%
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
নিট বিক্রয় ৪২,০০০ টাকা। মোট লাভ বিক্রীত পণ্যের ব্যয়ের উপর ২৫%। প্রারম্ভিক মজুদ ৪,০০০ টাকা, সমাপনী মজুদ ৬,০০০ টাকা।
২৫. অবহারের শেয়ার ইস্যুর ফলে
I.চলতি সম্পদ হ্রাস পাবে
II.অসমন্বিত ব্যয় বৃদ্ধি পাবে
III.শেয়ার মূলধন বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৬. অবলোপনযোগ্য খরচ হলো
I.সাধারণ খরচ
II.বিলম্বিত বিজ্ঞাপন
III.প্রাথমিক খরচ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৭. আদনান কোম্পানির কর পরবর্তী মুনাফা ২,০০,০০০ টাকা, করের হার ৫০% হলে, কর পূর্ববর্তী মুনাফা কত?
ক.১,০০,০০০ টাকা
খ.১,৫০,০০০ টাকা
গ.৩,০০,০০০ টাকা
ঘ.৪,০০,০০০ টাকা
২৮. সর্বোচ্চ শতকরা কত হার বাট্টায় শেয়ার ইস্যু করা যায়?
ক.৫%
খ.৬%
গ.১০%
ঘ.১২%
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৯. অনার্থিক সুবিধা হলো
I.শিক্ষা
II.বোনাস
III.প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৩০. সমচ্ছেদ বিন্দু বিক্রয়ে
I.মোট ব্যয় মোট আয়ের সমান হয়
II.মোট দত্তাংশ মোট স্থির ব্যয়ের সমান হয়
III.মুনাফা শূন্য হয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।