HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ২৬ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয় নয়?
ক.আয়কর
খ.অবচয়
গ.অবলোপন
ঘ.বেতন
উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।
মোট চাঁদা প্রাপ্তি ৪০,০০০ টাকা। তš§ধ্যে বিগত বছরের ১০,০০০ টাকা, আগামী বছরের ১৫,০০০ টাকা এবং চলতি বছরের অনাদায়ী চাঁদা ২০,০০০ টাকা।
২. আয়-ব্যয় বিবরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?
ক.২০,০০০
খ.২৫,০০০
গ.৩০,০০০
ঘ.৩৫,০০০
৩. সমাপনী দায়ের পরিমাণ কত টাকা?
ক.১০,০০০
খ.১৫,০০০
গ.২০,০০০
ঘ.২৫,০০০
৪. বাংলাদেশে নগদ প্রবাহ বিবরণী কোন হিসাবমান অনুসারে তৈরি করা হয়?
ক.ইঅঝ-১
খ.ইঅঝ-৭
গ.ইঅঝ-১৬
ঘ.ইঅঝ-৩৩
৫. অর্থায়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো
I.নগদে লভ্যাংশ প্রদান
II.নগদে ঋণপত্র ইস্যু
III.নগদে আসবাবপত্র ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৬. তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণীতে ২০১৬ সালে পুঞ্জীভ‚ত অবচয় ১০,০০০ টাকা এবং ২০১৫ সালে ৫,০০০ টাকা হলে অবচয় খরচ কত টাকা?
ক.৫,০০০
খ.১০,০০০
গ.১৫,০০০
ঘ.২০,০০০
৭. ক্রয়মূল্যের ওপর মুনাফার হার ৩৩.৩৩% হলে বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত?
ক.১৫%
খ.২০%
গ.২৫%
ঘ.৩০%
৮. অনার্থিক সুবিধা হলো
I.শিক্ষা
II.প্রশিক্ষণ
III.বোনাস
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৯. উৎপাদন বঞ্ঝয় হিসাববিাএনর পণ্ঠধান উএষ্টশঞ্ঝ হএলা@
I.আয়-ব্যয় নির্ণয়
II.ব্যয় নিয়ন্ত্রণ
III.ব্যয় নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১০. কোনটি কারখানা উপরিব্যয়?
ক.অফিস ভাড়া
খ.যন্ত্রপাতির অবচয়
গ.ডাক ও তার খরচ
ঘ.ইজারা সম্পত্তির অবলোপন
১১. উত্তোলনের তারিখ উলেখ না থাকলে সাধারণত কত মাসের সুদ ধরতে হয়?
ক.৪
খ.৫
গ.৬
ঘ.৭
১২. তিন মাস পর পর উত্তোলন করলে গড়ে কত মাসের সুদ নির্ণয় করতে হয়?
ক.১.৫
খ.২.৫
গ.৩.৫
ঘ.৪.৫
১৩. বিন কার্ডে উলেখ থাকে না কোনটি?
ক.মূল্য
খ.পরিমাণ
গ.সাইজ
ঘ.ডিজাইন
১৪. মজুদ পণ্য মূল্যায়নের পদ্ধতিগুলো হলো
I.ঋওঋঙ
II.খওঋঙ
III.ডঅগ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৫. যখন কোনো কোম্পানি তার বিলিকৃত শেয়ার পুনরায় ক্রয় করে তাকে কী শেয়ার বলে?
ক.বোনাস
খ.ট্রেজারি
গ.অধিকার
ঘ.অগ্রাধিকার
১৬. শেয়ার বাট্টা কী?
ক.চলতি সম্পত্তি
খ.চলতি দায়
গ.ভুয়া সম্পত্তি
ঘ.দীর্ঘমেয়াদি দায়
১৮. শেয়ার ইস্যু করা যায়
I.সমহারে
II.ঊনহারে
III.অধিহারে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
নকশি লিমিটেডের মজুদ সংক্রান্ত তথ্যাবলি নিরূপ:
২০১৫
মে ১ মজুদ ৫০০ একক @ ১০ টাকা
” ২ ক্রয় ৫০০ একক @ ১০ টাকা
” ৫ বিক্রয় ৬০০ একক @ ১২ টাকা
” ১০ ক্রয় ৫০০ একক @ ২০ টাকা
” ২০ বিক্রয় ৯০০ একক @ ২৫ টাকা
১৯. মোট লাভের পরিমাণ কত টাকা?
ক.৭,৭০০
খ.৮,৭০০
গ.৯,৭০০
ঘ.১০,৭০০
২০. সমাপনী মুজদ যদি ১০০ একক ধরা হয় তাহলে উদ্বৃত্ত একক কত?
ক.১০০
খ.২০০
গ.৩০০
ঘ.৪০০
২১. কোন ব্যয় মোট পরিমাণে স্থির থাকে কিন্তু একক পরিমাণে বাড়ে বা কমে?
ক.কালীন ব্যয়
খ.স্থায়ী ব্যয়
গ.পরিবর্তনশীল ব্যয়
ঘ.আধা পরিবর্তনশীল ব্যয়
২২. পুরাতন আসবাবপত্র বিক্রয় কী?
ক.মুনাফা জাতীয় আয়
খ.মুনাফা জাতীয় প্রাপ্তি
গ.মূলধন জাতীয় আয়
ঘ.মূলধন জাতীয় প্রাপ্তি
২৩. নিট বিক্রয় ২,৫০,০০০ টাকা, মুনাফা ক্রয়মূল্যের ২৫%, প্রারম্ভিক মজুদ ৩০,০০০ টাকা, সমাপনী মজুদ ২০,০০০ টাকা হলে মজুদ আবর্তন কত বার?
ক.৮.০০
খ.৮.৩০
গ.১০.০০
ঘ.১২.৫০
২৪. দাবিহীন লভ্যাংশ একটি
ক.চলতি দায়
খ.চলতি সম্পত্তি
গ.স্থায়ী সম্পত্তি
ঘ.দীর্ঘমেয়াদি দায়
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় ১২,০০০ টাকা, শ্রমিকের মজুরি ৬,০০০ টাকা, অন্যান্য কারখানা খরচ ২,০০০ টাকা, অফিস খরচ ৩,০০০ টাকা, বিক্রয় ও বন্টন ব্যয় ৫,০০০ টাকা।
২৫. মোট পণ্য ব্যয়ের পরিমাণ কত টাকা?
ক.১২,০০০
খ.১৮,০০০
গ.২০,০০০
ঘ.২৩,০০০
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. মোট কালীন ব্যয়ের পরিমাণ কত টাকা?
ক.৩,০০০
খ.৫,০০০
গ.৮,০০০
ঘ.১০,০০০
২৭. নিমজ্জিত ব্যয় হলো
I.অতীত ব্যয়
II.অপ্রাসঙ্গিক ব্যয়
III.প্রাসঙ্গিক ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৮. প্রত্যক্ষ মজুরি ও উৎপাদন উপরি খরচকে একত্রে কী ব্যয় বলে?
ক.মুখ্য
খ.কারখানা
গ.উৎপাদন
ঘ.রূপান্তর
২৯. কোনটি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়?
ক.কর্মকর্তার বেতন
খ.কারখানা ভাড়া
গ.প্রত্যক্ষ কাঁচামাল
ঘ.অফিস ভাড়া
৩০. ১৫% ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা এবং ক্রয় ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা?
ক.৪,৫০০
খ.৫,১৭৫
গ.৫,৪৭৫
ঘ.৬,১৫০
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।