HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ১৫ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
১৫. ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কী?
ক.সদস্যের চাঁদা
খ.বিক্রয় আয়
গ.সেবা আয়
ঘ.সুদ আয়
২. আজীবন সদস্য চাঁদা
ক.মুনাফা জাতীয় আয়
খ.মূলধন জাতীয় আয়
গ.সম্পদ
ঘ.মুনাফা জাতীয় ব্যয়
৩. অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো
I.ক্লাব
II.হাসপাতাল
III.শিক্ষা প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৪. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি হলো
ক.মূলধন
খ.মালিকানা
গ.চুক্তিপত্র
ঘ.সদ্বিশ্বাস
৫. কোন সালের আইন অনুযায়ী অংশীদারি কারবার গঠিত হয়?
ক.১৯১৩
খ.১৯৩২
গ.১৯৯১
ঘ.১৯৯৪
৬. আইন অনুযায়ী অংশীদারি বঞ্ঝবসাএয়র নিব®¬ন@
ক.বাধ্যতামূলক.
খ.বাধ্যতামূলক নয়
গ.চুক্তি সাপেক্ষ
ঘ.শর্ত সাপেক্ষ
উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।
মুনা ও বর্ণ একটি ব্যবসায়ের অংশীদার। তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ১,৬০,০০০ টাকা যার ওপর ১০% সুদ ধার্য করতে হবে। মুনা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেনি এবং পরবর্তীতে মৃত্যুবরণ করে।
৭. মুনা কি ধরনের অংশীদার ছিল?
ক.সাধারণ
খ.সীমিত
গ.নি¯িক্রয়
ঘ.প্রতিবন্ধ
৮. মুনার মৃত্যুতে বর্ণ কী পদক্ষেপ গ্রহণে বাধ্য
ক.নতুন অংশীদার গ্রহণ
খ.বিলোপ সাধন
গ.ব্যবসায় পরিচালনা
ঘ.কোম্পানিতে রূপান্তর
৯. আন্তর্জাতিক হিসাবমান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়?
ক.ওঅঝ-৬
খ.ওঅঝ-৭
গ.ঞঅঝ-৮
ঘ.ঞঅঝ-৯
১০. বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কোনটি?
ক.শেয়ার ইস্যু
খ.অগ্রিম খরচ হ্রাস
গ.অন্য কোম্পানির শেয়ার ক্রয়
ঘ.লভ্যাংশ পরিশোধ
১১. অর্থসংস্থান সংক্রান্ত নগদ প্রবাহের অন্তর্গত
I.লভ্যাংশ প্রদান
II.শেয়ার ও ঋণপত্র বিক্রয়
III.শেয়ার ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১২. কোথায় সর্বপ্রথম যৌথ মূলধনী কোম্পানির উদ্ভব হয়?
ক.জাপানে
খ.ইংল্যান্ডে
গ.আমেরিকায়
ঘ.রাশিয়ায়
১৩. কোম্পানির আইন অনুযায়ী অবহারের সর্বোচ্চ হার কত?
ক.৫%
খ.৮%
গ.১০%
ঘ.১৫%
১৪. কোম্পানি যখন নিজের শেয়ার নিজে ক্রয় করে তখন তাকে কি বলে?
ক.ট্রেজারি স্টক.
খ.কমন স্টক
গ.খণ্ডক স্টক.
ঘ.জেনারেল স্টক
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
বাটা সু কোম্পানি লি. প্রতিটি ৫০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার বিভক্ত ৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি ৭,০০০ শেয়ার ৫% অবহারে ইস্যু করার জন্য বিজ্ঞাপন প্রচার করল। কোম্পানি ৫,০০০ শেয়ারের আবেদন পেল ও সেগুলো যথারীতি বণ্টিত হলো।
১৫. বাটা সু কোম্পানির প্রতি শেয়ারের অবহার কত টাকা?
ক.১০ টাকা
খ.৩.৫০ টাকা
গ.৫ টাকা
ঘ.২.৫০ টাকা
১৬. অবহারে শেয়ার ইস্যু করা না হলে কোম্পানির আর্থিক বিবরণীর ওপর কী প্রভাব পড়ে?
ক.দায় হ্রাস পাবে
খ.সম্পদ হ্রাস পাবে
গ.দায় বৃদ্ধি পাবে
ঘ.দায় ও সম্পদ অপরিবর্তিত থাকবে
১৭. নিচের কোনটি অলীক সম্পদ?
ক.সুনাম
খ.ট্রেডমার্ক
গ.শেয়ার অবহার
ঘ.ইজারা সম্পদ
১৮. কত সালে বাংলাদেশে ঠঅঞ প্রবর্তিত হয়?
ক.১৯৯১
খ.১৯৯২
গ.১৯৯৩
ঘ.১৯৯৪
১৯. বিলম্বিত বিজ্ঞাপন কোন ধরনের সম্পদ?
ক.চলতি
খ.স্থায়ী
গ.কাল্পনিক.
ঘ.অস্পর্শনীয়
উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।
মধুমতি কোম্পানি লিমিটেড বিক্রয়মূল্যের ওপর ২০% মোট লাভের জন্য বিক্রয় করে। ব্যবসায়ের প্রারম্ভিক মজুদ ২০,০০০ টাকা, নিট ক্রয় ৩,০০,০০০ টাকা এবং সমাপনী মজুদের মূল্য ২০,০০০ টাকা।
২০. ব্যবসায়ের পরিচালন ব্যয় ২০,০০০ টাকা এবং অপরিচালন ব্যয় ১০,০০০ টাকা হলে নিট লাভের পরিমাণ কত?
ক.৪৫,০০০
খ.৫০,০০০
গ.৪০,০০০
ঘ.৩৫,০০০
২১. কোন বিবরণীতে সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব হিসাবভুক্ত করা হয়?
ক.বিশদ আয় বিবরণী
খ.নগদ প্রবাহ বিবরণী
গ.মালিকানা স্বত্ব বিবরণী
ঘ.আর্থিক অবস্থার বিবরণী
২২. ত্বরিৎ অনুপাতের আদর্শমান কোনটি?
ক.১ ঃ ১
খ.২ ঃ ১
গ.৩ ঃ ১
ঘ.৪ ঃ ১
২৩. নিচের কোনটি ত্বরিত সম্পদ নয়?
ক.নগদখ.দেনাদার
গ.ব্যাংক জমাঘ.অগ্রিম খরচ
২৪. অনুপাত প্রকাশ করা হয়
I.শতকরায়
II.ভগ্নাংশে
III.পূর্ণ সংখ্যায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৫. নিয়োগকর্তা কর্মীদের পক্ষে যে সকল ব্যয় বহন করেন তার মূল্যকে কি বলে?
ক.আর্থিক সুবিধা
খ.পরিপূরক সুবিধা
গ.বোনাস
ঘ.আনুতোষিক
২৬. নিচের কোনটি আর্থিক সুবিধার অন্তর্ভুক্ত নয়?
ক.বোনাস
খ.মহার্ঘ ভাতা
গ.চিকিৎসা সুবিধা
ঘ.বাড়ি ভাড়া ভাতা
২৭. ক্রয় অধিবাচন পত্র কোথায় পেশ করা হয়?
ক.ক্রয় বিভাগে
খ.গুদাম রক্ষকের নিকট
গ.ব্যবস্থাপকের নিকট
ঘ.বিক্রয় বিভাগে
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. সময়ের সাথে সম্পর্কিত ব্যয়কে কি বলে?
ক.পরোক্ষ ব্যয়
খ.সুযোগ ব্যয়
গ.উপরিব্যয়
ঘ.কালীন ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
হেলাল এন্ড কোং-এর ২০১৫ সালের ৩,০০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ১০,০০০ টাকা ক্ষতি হয়। পক্ষান্তরে ২০১৬ সালে ৩,৬০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ২০,০০০ টাকা মুনাফা হয়।
২৯. কোম্পানির দত্তাংশের হার কত?
ক.৩০%
খ.৪০%
গ.৫০%
ঘ.৬০%
৩০. প্রতিষ্ঠানটির ২০১৬ সালের নিরাপত্তা প্রান্ত কত টাকা?
ক.২০,০০০ টাকা
খ.৩০,০০০ টাকা
গ.৪০,০০০ টাকা
ঘ.৫০,০০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।