HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | মডেল টেস্ট ৩ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের গুরুত্বপূর্ণ সব মডেল টেস্ট গুলো আমাদের এই পোস্টে পাবেন।
মডেল টেস্ট-৩.
হিসাববিজ্ঞান : দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ৩০ মিনিট বহুনির্বাচনি প্রশ্ন পূর্ণমান ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের
i.দক্ষতা
ii.সচ্ছলতা
iii.লাভজনকতা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২. অলীক সম্পত্তি কোনটি?
ক.শেয়ার বাট্টা
খ.সুনাম
গ.প্যাটেন্ট
ঘ.ট্রেডমার্ক
৩. নিচের কোনটি সংরক্ষিত আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না?
ক.শেয়ার অধিহার
খ.অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
গ.সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর
ঘ.অদাবিকৃত লভ্যাংশ অবলোপন
৪. কর হার ৪০% এবং প্রদত্ত করের পরিমাণ ৩২,০০০ টাকা হলে সুহৃদ লিমিটেডের কর পরবর্তী নিট মুনাফার পরিমাণ কত হবে?
ক.৯২,০০০ টাকা
খ.৮০,০০০ টাকা
গ.৪৮,০০০ টাকা
ঘ.৩২,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
দিশা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। প্রতি শেয়ার ১২ টাকা করে ৪০,০০০ শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করে। জনগণ ৩০,০০০ শেয়ারের জন্য আবেদন করে।
৫. কোম্পানির বিলিকৃত মূলধন কত?
ক.৩,০০,০০০ টাকা
খ.৩,৬০,০০০ টাকা
গ.৪,০০,০০০ টাকা
ঘ.৪,৮০,০০০ টাকা
৬. কোম্পানির শেয়ার অধিহার কত?
ক.৬০,০০০ টাকা
খ.৮০,০০০ টাকা
গ.১,০০,০০০ টাকা
ঘ.৪,৮০,০০০ টাকা
৭. বোনাস শেয়ার ইস্যু করা হয়
i.নগদ লভ্যাংশের পরিবর্তে
ii.বর্তমান শেয়ার মালিকগণকে
iii.নতুন শেয়ার মালিকগণকে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৮. কোন নীতি অনুযায়ী আয় বিবরণীর নিট আয় বকেয়া ভিত্তিতে নির্ণয় করা হয়?
ক.এঅঅচ অনুযায়ী
খ.ওঅঝ-৭ অনুযায়ী
গ.ঋঅঝই অনুযায়ী
ঘ.ওঈই অনুযায়ী
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব হিমেলের ঋণ হিসাবের উদ্বৃত্ত ছিল ৫০,০০০ টাকা। ঐ বছর ১ জুলাই ১০,০০০ টাকা ঋণ পরিশোধ করা হয়েছে। সুদের হার ১০%।
৯. বছর শেষে ঋণের সুদের পরিমাণ কত?
ক.২,৫০০ টাকা
খ.৫,০০০ টাকা
গ.৫,৫০০ টাকা
ঘ.৬,০০০ টাকা
১০. ১ জুলাই, ২০১৪ তারিখে তিনি আরও ২০,০০০ টাকা নতুন ঋণ গ্রহণ করলে সমাপনী ঋণের পরিমাণ কত হবে?
ক.৫০,০০০ টাকা
খ.৬০,০০০ টাকা
গ.৭০,০০০ টাকা
ঘ.৮০,০০০ টাকা
১১. ১৫% ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা এবং ক্রয় ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা?
ক.৪,৫০০ টাকা
খ.৫,১৭৫ টাকা
গ.৫,৪৭৫ টাকা
ঘ.৫,৭৭৫ টাকা
১২. মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত হয়
i.প্রত্যক্ষ মজুরি
ii.কারখানা উপরিব্যয়
iii.ব্যবহৃত কাঁচামাল
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৩. বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার ২৫% হলে ক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত?
ক.৫০%
খ.৩৩.৩৩%
গ.৩০%
ঘ.২০%
১৪. মুদ্রাস্ফীতির সময় খওঋঙ পদ্ধতিতে মাল ইস্যু করলে সমাপনী মজুদ পণ্যের মূল্য ঋওঋঙ পদ্ধতির মূল্যের চেয়ে কেমন হবে?
ক.বেশি হবে
খ.কম হবে
গ.সমান হবে
ঘ.কিছুই হবে না
১৫. আচরণের ভিত্তিতে উৎপাদন ব্যয়কে কয়ভাগে ভাগ করা যায়?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
উদ্দীপকটি পড়ো এবং ১৬-১৮ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় ৮০,০০০ টাকা, নিরাপত্তা প্রান্ত অনুপাত ৩০% কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৪০% হলে
১৬. সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত?
ক.২৪,০০০ টাকা
খ.৩২,০০০ টাকা
গ.৪৮,০০০ টাকা
ঘ.৫৬,০০০ টাকা
১৭. স্থায়ী ব্যয়ের পরিমাণ কত?
ক.৯,৬০০ টাকা
খ.২২,৪০০ টাকা
গ.২৪,০০০ টাকা
ঘ.৫৬,০০০ টাকা
১৮. মুনাফার পরিমাণ কত?
ক.৯,৬০০ টাকা
খ.৪৮,০০০ টাকা
গ.৫৬,০০০ টাকা
ঘ.৭০,৪০০ টাকা
১৯. নিচের কোনটি থেকে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ও নির্গমন সম্পর্কে জানা যায়?
ক.আর্থিক অবস্থার বিবরণী
খ.প্রাপ্তি-প্রদান হিসাব
গ.নগদ প্রবাহ বিবরণী
ঘ.নগদ বিবরণী
২০. শেয়ার কী?
ক.মালিকের লভ্যাংশ
খ.পরিচালকের বেতন
গ.মূলধনের ক্ষুদ্র অংশ
ঘ.কর্মচারীদের ভাতা
২১. পরিমেল নিয়মাবলীতে যে মূলধনের কথা উলেখ থাকে তাকে …… মূলধন বলে।
ক.অনুমোদিত
খ.ইস্যুকৃত
গ.তলবকৃত
ঘ.পরিশোধিত
২২. উৎপাদন ব্যয় হিসাবের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক.ব্যয় নিয়ন্ত্রণ
খ.বিক্রয়মূল্য নির্ধারণ
গ.মুনাফা নির্ধারণ
ঘ.ব্যয় নির্ধারণ
২৩. উইলকৃত ধনসম্পত্তি অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে
ক.মুনাফা জাতীয় আয়
খ.মূলধন জাতীয় আয়
গ.মূলধন জাতীয় ব্যয়
ঘ.মুনাফা জাতীয় ব্যয়
২৪. নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়?
ক.আসবাবপত্র আনয়ন খরচ
খ.আসবাবপত্র ক্রয়
গ.আসবাবপত্র মেরামত ব্যয়
ঘ.টিভি ক্রয়
২৫. বকেয়া খরচ হিসাব হিসাবকালের কোন জাতীয় হিসাব?
ক.আয় ও দায়
খ.খরচ ও দায়
গ.খরচ ও আয়
ঘ.সম্পদ ও আয়
২৬. অব্যবসায়ী অমুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি?
ক.ক্লাব
খ.ক্লিনিক
গ.সনদপ্রাপ্ত হিসাববিদ
ঘ.এডভোকেট এসোসিয়েশন
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
প্রারম্ভিক অনাদায়ী পাওনা ১৩,৬০০ টাকা। সারা বছর অনাদায়ী পাওনার পরিমাণ ১০,৩০০ টাকা। বছর শেষে দেনাদার ২,৮১,০০০ টাকা যার মধ্যে ১,০০০ টাকার একজন দেনাদার দেউলিয়া ঘোষিত হয়েছে।
২৭. বছর শেষে অনাদায়ী পাওনা হিসেবে দেখাতে হবে
ক.৩১,৩০০ টাকা
খ.২৪,৯০০ টাকা
গ.১৫,০০০ টাকা
ঘ.১৪,৩০০ টাকা
২৮. দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্যে লেখা হয় কোন নীতির কারণে?
ক.ক্রয় মূল্য
খ.চলমান প্রতিষ্ঠান
গ.আদায়করণ
ঘ.রক্ষণশীলতা
২৯. অপরিচালন আয় হলো
i.বিনিয়োগের সুদ
ii.কমিশন প্রাপ্তি
iii.শিক্ষানবিশ সেলামি
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৩০. ইক্যুইটি কী?
ক.মূলধন
খ.সম্পত্তি
গ.সম্পত্তির উপর মালিকের পূর্ণ অধিকার
ঘ.মূলধন + সঞ্চিতি ও লাভ
উত্তর ১ ক. ২ খ. ৩ গ. ৪ ক. ৫ গ. ৬ খ. ৭ খ. ৮ ক. ৯ খ. ১০ ঘ. ১১ ঘ. ১২ ঘ. ১৩ খ. ১৪ খ. ১৫ খ
১৬ঘ.১৭গ.১৮ক.১৯খ.২০গ.২১গ.২২খ.২৩খ.২৪খ.২৫খ.২৬খ.২৭ক.২৮ক.২৯গ.৩০খ
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান ৭০
[দ্রষ্টব্য : দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। সকল প্রশ্নের মান সমান। ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যেকোনো পাঁচটিসহ সর্বমোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
হিসাব বিজ্ঞান ২য় পত্র সৃজনশীল প্রশ্নঃ
ক বিভাগ
১.▶ কর্ণফুলী কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ৭,০০,০০০ টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৭,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে প্রস্তুতকৃত রেওয়ামিলটি নিæরূপ:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৪
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ারমূলধন (৩,০০০ শেয়ার) ৩,০০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৬০,০০০ ৪৬,০০০
বেতন৩৩,০০০
১২% প্রদত্ত ঋণ (১/৪/১৪)১,২০,০০০
মজুদ পণ্য (১/১/১৪)২৩,০০০
ক্রয় ও বিক্রয় ২,৫০,৫০০ ৩,৮৭,০০০
কারবারি বাট্টা৫,০০০
ব্যবসায়িক খরচাবলি২৫,০০০
নিরীক্ষা ফি৩০,০০০
নগর শুল্ক.১০,০০০
ভাড়া২৮,০০০
যোগাযোগ খরচ৯,০০০
যন্ত্রপাতি১,০০,০০০
নগদ তহবিল৩৯,৫০০
৭,৩৩,০০০৭,৩৩,০০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ৫০,০০০ টাকা। ২৮ ডিসেম্বর আগুনে বিনষ্ট ৮,০০০ টাকা। বিমা কোম্পানি ক্ষতিপূরণ বাবদ ৫,০০০ টাকা চেকে নিষ্পত্তি করেছে। রর. একটি নতুন যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা ব্যবসায়িক খরচাবলির মধ্যে অন্তর্ভুক্ত আছে। যন্ত্রটি ১-৪-২০১৪ তারিখে সংস্থাপন করা হয়েছে। যার ক্রয়মূল্য ছিল ৩০,০০০ টাকা। ররর. যন্ত্রপাতিটির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। রা. ভাড়া দুই মাসের অগ্রিম প্রদান করা হয়েছে। া. কর্মচারীদের প্রত্যেক মাসের বেতন পরবর্তী মাসের প্রথম কার্য দিবসে প্রদান করা হয়। [নটর ডেম কলেজ, ঢাকা]
ক. যন্ত্রপাতির পুস্তকমূল্য নির্ণয় করো। ২
খ. মোট লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. নিট লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
২.▶ স্কয়ার ফুড এন্ড ভেবারেজ লিমিটেড-এর অনুমোদিত মূলধন ৭,০০,০০০ টাকা, যা ৭,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত কোম্পানির রেওয়ামিলটি নিচে দেয়া হলো:
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
নগদ তহবিল ২,৭১,০০০
দাবিহীন লভ্যাংশ ১০,০০০
দালানকোঠা ১,৫০,০০০
ক্রয় ও বিক্রয় (১৫% ভ্যাট সহ) ২,৮৭,৫০০ ৪,০২,৫০০
আয়কর ও আয়কর সঞ্চিতি ৫,৫০০ ৭,৫০০
প্রারম্ভিক মজুদ পণ্য ১৫,০০০
ভ্যাট চলতি হিসাব ৫,০০০
প্রাথমিক খরচ ও শেয়ার অধিহার ২,০০,০০০ ২০,০০০
ভাড়া ২৬,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ২০,০০০
শেয়ার মূলধন (৪,০০০ শেয়ার) ৪,০০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৩৫,০০০ ২০,০০০
সংরক্ষিত আয় (১/১/১৭) ৯৫,০০০
সুনাম ৩০,০০০
সঞ্চিতি তহবিল ৪০,০০০
১০% ঋণপত্র (১/৭/১৭) ৫০,০০০
মোট ১০,৪৫,০০০ ১০,৪৫,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৪৫,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। ২. অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ শেয়ার মূল্যের উপর ১০% হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৩. সঞ্চিতি তহবিলে ১০,০০০ টাকা স্থানান্তর করতে হবে। ৪. শেয়ার অধিহার দ্বারা সুনাম অবলোপন করতে হবে। ৫. দাবিহীন লভ্যাংশের অর্ধেক সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক. ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। ২
খ. সমাপ্ত বছরের জন্য সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো যেখানে চলতি বছরের কর পরবর্তী নিট লাভ ৮৫,০০০ টাকা। ৪
গ. শ্রেণিবদ্ধ আকারে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩.▶ বৃষ্টি ও নদী দুইজন অংশীদার। লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত ৩ ঃ ২। ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধনের উদ্বৃত ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৭৫,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। সারা বছর ধরে তাদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ১৬,০০০ টাকা ও ১২,০০০ টাকা। এছাড়াও বৃষ্টি ৩,০০০ টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। ১ জুলাই তারিখে নদী ২০,০০০ টাকা ঋণ সরবরাহ করে। কারবার পরিচালনার জন্য বৃষ্টি বর্তমানে মাসিক ৫০০ টাকা করে বেতন পায়, যা সে গ্রহণ করেছে। উক্ত বছর কারবারের নিট লাভ ছিল ৯২,০০০ টাকা। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. ঋণ হিসাব প্রস্তুত করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৪.▶ মি. তালহা জেনারেশন ফ্যাশন হাউজ-এর কর্ণধার। তার প্রতিষ্ঠানে ৫৫,০০০ পিস শার্ট তৈরিতে নিæলিখিত খরচগুলো সংঘটিত হয়েছিল:
কাপড় ক্রয় ১০,০০,০০০ টাকা
প্রত্যক্ষ মজুরি ৩,০০,০০০ টাকা
প্রত্যক্ষ খরচাবলি ১,৫০,০০০ টাকা
কারখানা উপরিব্যয় (প্রত্যক্ষ কাঁচামালের ৫০%)
অফিস ও প্রশাসনিক উপরিব্যয় (উৎপাদনের ব্যয়ের ১০%)
বিক্রয় ও বণ্টন উপরিব্যয় (কারখানা উপরিব্যয়ের ৫%)। [ঢাকা ইমপিরিয়াল কলেজ]
ক. মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. উপরোক্ত তথ্যাবলি হতে একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. যদি কোম্পানি বিক্রয়ের ওপর ২০% মুনাফা অর্জন করতে চান, তাহলে প্রতিটি শার্টের বিক্রয়মূল্য নির্ণয় করো। ৪
৫.▶ নিম্নের তথ্যাবলি মিলি কোং লি.-এর হিসাব বই হতে নেয়া হয়েছে:
টাকা
নিট আয় (বিশদ আয় বিবরণী অনুযায়ী) ২,৭৫,০০০
প্রাপ্য হিসাব বৃদ্ধি ৩০,০০০
প্রদেয় হিসাব বৃদ্ধি ২০,০০০
মজুদ পণ্য হ্রাস ২৫,০০০
সুনামের অবলোপন ৫,০০০
অবচয় খরচ ১৫,০০০
প্রদেয় খরচ হ্রাস ১০,০০০
অগ্রিম খরচ হ্রাস ৫,০০০
আসবাবপত্র ক্রয় ৮০,০০০
আসবাবপত্র বিক্রয় ৬০,০০০
ভ‚মি ক্রয় ৩০,০০০
দীর্ঘমেয়াদি বিনিয়োগ বিক্রয় ৫০,০০০
অন্য কোম্পানিতে বিনিয়োগ ৩০,০০০
প্রদত্ত ঋণের আসল টাকা আদায় ৪০,০০০
শেয়ার ইস্যু প্রতিটি ১০০ টাকা মূল্যের ১,০০০ শেয়ার লভ্যাংশ প্রদান
৩০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি বৃদ্ধি ৫,০০০
[হলি ক্রস কলেজ]
ক. অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। (পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ ৩,১০,০০০ টাকা ধরে) ৪
৬.▶ মরিয়ম লি.-এর কাঁচামাল সংক্রান্ত তথ্য তোমাকে সরবরাহ করা হলো:
২০১৬
জানু. ১ প্রারম্ভিক জের ১৫০ টন, ৪০ টাকা দরে।
” ৬ ক্রয় ৩৫০ টন, ৪৫ টাকা দরে।
” ৮ ইস্যু ৩২৫ টন।
” ১৫ ক্রয় ২৫০ টন ৪৮ টাকা দরে।
” ২২ ইস্যু ২২৫ টন।
” ৩১ ঘাটতি ২০ টন। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী}
ক. ঋওঋঙ পদ্ধতিতে ঘাটতি মালের মূল্য নির্ণয় করো। ২
খ. ১, ৬, ২২, ৩১ তারিখের তথ্য দ্বারা ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। ৪
গ. ১, ৬, ৮, ১৫ ও ২২ তারিখের তথ্য দ্বারা খওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। ৪
৭.▶ রুবেল লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ সাধারণ শেয়ার অনুমোদিত। কোম্পানি ১,৫০,০০০ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে এবং শেয়ারগুলো নিæোক্তভাবে বিক্রয় করা হয়:
জানু. ৫ ৫০,০০০ শেয়ারের (প্রতিটি ২ টাকা অধিহারসহ) বিনিময়ে জমি ক্রয় করা হয়।
” ১৫ অবশিষ্ট শেয়ারগুলো ২ টাকা অধিহারে বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়।
” ২০ ১,২০,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়।
” ২৫ অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হয়।
” ৩১ শেয়ার বিক্রয়ের জন্য ১০,০০০ টাকা কমিশন প্রদান করা হলো।
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রদান করো। ৪
গ. ৩১ জানুয়ারি তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৮.▶ খান এন্ড কোং-এর বহিতে নিæোক্ত উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য ছিল:
বিবরণ টাকা
প্রারম্ভিক কাঁচামালের মজুদ (০১-০১-২০১৫) ৩০,০০০
সমাপনী কাঁচামালের মজুদ (৩১-১২-২০১৫) ২০,০০০
কাঁচামাল ক্রয় ২,০০,০০০
প্রত্যক্ষ মজুরি ৫০,০০০
কারখানার উপরিখরচ ১৫,০০০
অফিস ও প্রশাসনিক উপরিখরচ ২৫,০০০
বিক্রয় ও বিলি খরচ ৩৫,০০০
উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ (১,০০০ একক) ১০,০০০
উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ (২,০০০ একক) ?
প্রারম্ভিক চলতি কার্যের মজুদ (০১-০১-২০১৫) ৩৫০০০
সমাপনী চলতি কার্যের মজুদ (৩১-১২-২০১৫) ১০,০০০
মুনাফা বিক্রয়মূল্যের ওপর ২০%। মোট উৎপাদন ৩০,০০০ একক.
[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক. খান এন্ড কোং-এর ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. খান এন্ড কোং-এর মুখ্য ব্যয় ২,৬০,০০০ টাকা ধরে উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. খান এন্ড কোং-এর বিক্রীত পণ্যের ব্যয় ২,৯০,০০০ টাকা ধরে মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
৯.▶ মিতালী ক্লাবের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ:
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
হাএত নগদ (১-১-২০১৬) ১,১০,০০০ মজুরি ১২,০০০
চাঁদা ২,২০,০০০ অফিস খরচ ১০,০০০
পুরাতন কাগজ বিক্রয় ১,০০০ সাপ্লাইজ খরচ ৮,০০০
ভর্তি ফিস ১০,০০০ টেলিফোন খরচ ৫,০০০
বিবিধ আয় ৫,০০০ অফিস সরঞ্জাম ১৫,০০০
বিবিধ খরচ৫,০০০
হাএত নগদ (৩১-১২-২০২৬)২,৯১,০০০
৩,৪৬,০০০৩,৪৬,০০০
২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে সম্পত্তিসমূহ নিæরূপ: আসবাবপত্র ২০,০০০ টাকা, দালানকোঠা ১,১০,০০০ টাকা, ১০% বিনিয়োগ ১,০০,০০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. বিগত বছরের বকেয়া চাঁদা ১,০০০ টাকা, চলতি বছরে ২,০০০ টাকা অনাদায়ী ও পরবর্তী বছরের ৩,০০০ টাকা অগ্রিম পাওয়া গেছে। ২. সমাপনী আসবাবপত্র ১৮,০০০ টাকা ও বিগত বছরের বকেয়া মজুরি পরিশোধ ২,০০০ টাকা। ৩. ভর্তি ফি অর্ধেক মুনাফাজাতীয় আয় ধরতে হবে।
[আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
ক. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ২
খ. আয়-ব্যয় বিবরণী তৈরি করো। ৪
গ. নিট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১০.▶ রাহমানিয়া কোম্পানির উদ্ধর্তপত্র নিæরূপ:(২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য)
রাহমানিয়া কোম্পানির উদ্ধর্তপত্র
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা
১০% ঋণপত্র ২,৫০,০০০ দালানকোঠা ৬,০০,০০০
শেয়ার মূলধন ১০,০০,০০০ যন্ত্রপাতি ৫,০০,০০০
সাধারণ সঞ্চিতি ১,০০,০০০ সমাপনী মজুদ ২,০০,০০০
লাভ-লোকসান হিসাব ৮০,০০০ বিবিধ দেনাদার ২,৮০,০০০
বিবিধ পাওনাদার ১,৫০,০০০ প্রাপ্য বিল ৬০,০০০
প্রদেয় বিল ৪০,০০০ নগদ তহবিল ২৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৪০,০০০
বকেয়া দেনা ৫,০০০
১৬,৬৫,০০০১৬,৬৫,০০০
অন্যান্য তথ্য: প্রারম্ভিক মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা, নিট বিক্রয় ২০,০০,০০০ টাকা ও মোট লাভ ৪,৫০,০০০ টাকা। [নওগাঁ সরকারি কলেজ]
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত, তারল্য অনুপাত ও চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। ৪
গ. মজুদ আবর্তন অনুপাত ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো। ৪
১১.▶ নিম্নে লিখিত তথ্যাবলি সানি এন্ড সন্স-এর হিসাব বই থেকে নেয়া হয়েছে।
বিক্রয় ১,৫০,০০০ টাকা।
এককপ্রতি বিক্রয় মূল্য ২০ টাকা।
এককপ্রতি পরিবর্তনশীল উপরি খরচ ১৫ টাকা।
স্থায়ী খরচ ১৫,০০,০০০ টাকা। [নটর ডেম কলেজ, ঢাকা]
ক. সমচ্ছেদ বিক্রয় বিন্দু টাকায় নির্ণয় করো। ২
খ. নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। ৪
গ. মুনাফা ১০,০০,০০০ টাকা করতে হলে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।