HSC | সৃজনশীল প্রশ্ন ৪১-৬০ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায়-১ | PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে যেকোনো ধরনের সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন সমুহ নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সৃজনশীল প্রশ্ন ৪১-৬০:
৪১। সিরাজমিয়া তার ১০ বিঘা জমিত্ েএকটি লিচু বাগান তৈরি করলেন। এত্ েউন্নত জাতের উচ্চফলনশীল লিচুর গাছ লাগানো হয়েছেএজন্য তিনি স্থানীয় কৃষিসম্প্রসারণ কর্মকর্তার সাথে আলোচনা করে উন্নতজাতের লিচু গাছ সম্পর্কে পরামর্শ গ্রহণ করেছিলেন।
এছাড়া সিরাজ মিয়া প্রযুক্তির সাহায্যে লিচু গাছে পরিচর্যা রোগ বালাই প্রয়োজনীয় সারের প্রয়োগ মাত্রা সম্পর্কে জ্ঞানলাভ করেন । তিনি স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশে লিচু রপ্তানী করতে চান।
ক, কী ?
খ. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম ব্যাখ্যা র্ক
গ. সিরাজমিয়া প্রযুক্তিটি ধরনের প্রযুক্তি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রযুক্তিটি কীভাবে অর্থনীতিতে অবদান রাখতে পারে? বিশ্লেষন কর।
৪২।
ক. হ্যাকিং কী?
খ. রোটিক্স প্রযুক্তি কীভাবে মানুষের কাজকে সহজ করেছে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চিত্র-১ কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ব্যবহৃত প্রযুক্তি কীভাবে প্রাত্যহিক জীবনে সুফল বয়ে আনতে পারে তোমার মতামত উপস্থাপন কর।
৪৩। এম এসসি পাশ করার পর নাবিল একদিন তার সহপাঠী সোহানের উত্তরায় বাসায় যায়। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য সে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভতি হতেচায়। ভর্তি সংক্রান্ত তথ্যবালী সে সোহানের ল্যাপটপ থেকেমোবাইলে নিয়ে নেয়। উল্লেখ্য যে নাবিলের মোবাইলটি ইন্টারনেট সাপোর্ট করেনা।
নাবিল পত্রিকায় পড়ল যে বড়পুকুরিয়া কয়লা খনিতে কাজ করারসময় কয়েকজন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। সে সোহানের বাসা থেকে স্বল্প দুরত্ব অতিক্রমের পথে দশটি পয়ে্েন্ট ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে ।
এসবসম্যাস সমাধানে যে প্রোগ্রাম নিয়ন্ত্রিত কম্পিউটার নির্ভর যন্ত্রের কথা চিন্তা করল। তখন সে উক্ত প্রযুক্তি সংক্রান্ত বিষয় উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের কল্যাণে কা জ করার সিদ্ধান্ত নেয়।
ক. তথ্য প্রযুক্তি কী?
খ. ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে আমাদের উপকারে আসে? ব্যাখ্যা করো।
গ. নাবিল কোন পদ্ধতি অবলম্বন করে ডেটা গ্রহন করেছিল? ব্যাখ্যা করো।
ঘ. নাবিলের উচ্চতর ডিগ্রী অর্জনে বিষয় নির্বাচনের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? বিশ্লেষনপূর্বক মতামত দাও।
৪৪। ডা,জহির উদ্দিন এ কজন শল্যচিকিৎসক। ক্রায়োসার্জারির মতো নতুন চিকিৎসা পদ্ধতি তাকে ক্যান্সারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় ও অস্ত্রোপাচারের কাজে ব াড়িতে সুবিধা এনে দিযেছে । কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় ক্যান্সার ও নিউরো রোগীদের কাছে এই পদ্ধতি বেশ জনপ্রিয়।
ক. ক্রায়োসথেরাপি কী?
খ. কোন রোগের চিকিৎসায় ক্রায়োথেরাপি পদ্ধতি অধিক ব্যবহৃত হয়।
গ. ক্রায়োসার্জারি চিকিৎসা কীভাবে ডাক্তার ও রোগীকে বাড়িতে সুবিধা এনে দিয়েছে । ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ডা জহিরের চিকিৎসা পদ্ধতি রোগীদের কাছে জনপ্রিয় কেন? কারণসহ এই পদ্ধতির উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করো।
৪৫। বোহানা উদ্দিন অফিসের পুরোনো রেকর্ডকিপার। অফিসের সমস্ত কাগজপত্র টাইপ ও সংরক্ষনকরা ফাইল ইনেড্রক্সিং করা তথ্যের গোপনীয়তা রক্ষাক করা কম্পিউটারগুলোর রক্ষণাবেক্ষণ করা প্রভৃতি কাজে তিনি অত্যন্ত দক্ষ ও বিশ্বস্ত।
তিনি জানেন কোনো তথ্য বা ফাইল হারিয়ে গেলে বা চুরি হলে প্রতিষ্ঠানের বা সংশ্লিষ্ট্য ব্যক্তির ক্ষতি হতে পারে। এই ক্ষতির দায় বোরহান সাহেব নিজেও এড়াতে পারবেনা এমনকি তার নিজের চাকরিরও জুকি রয়েছে।
ক. কম্পিউটার অপরাধ বলতে কী বুঝ?
খ. তথ্য ওযোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতার প্রধান ইস্যূগুলো কী কী?
গ. তথ্য চুরি হলে বোরহান সাহেব নিজে এবং তার প্রতিষ্ঠান কীভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। ব্যাখ্যা কর।
ঘ. কম্পিউটারের সুষ্ঠু ব্যবহার ও নিরাপদ তথ্য সংরক্ষণে বোহরহান সাহেবের কী কী কপদেক্ষপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর।
৪৬। মনির সাহেব একটি বে সরকারি হাসপাতালের চিকিৎসক। তিনি চিকিৎসা সংক্রান্ত একটি বিষয় নিয়ে গবেষণা করছেন। এজন্য তিনি প্রায়ই ইন্টারনেটের সাহায্য নেন।
বর্তমানে তিন্ িএবং তার হাসপাতালের চিকিৎসকগণ হাসপাতালে বসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দেশেরবিভিন্ন স্থানের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন।
ক. কনুজ্যমার টু কনজ্যুমার ই কর্মাস কাকে বলে?
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারি বলতে কী বুঝ?
গ. মনিরও অন্যান্য চিকিৎসকগণ কীভাবে দেশের বিভিন্ন স্থানের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন।
ঘ.মনিরের গবেষণা ক্ষেত্র ব্যতীতও অন্যান্য গবেষাক্ষেত্রে ইন্টারনেটের ভুমিকা রযেছে। বিশ্লেষন কর।
৪৭। হালিমা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যায়ন করছে। তার ছোট ভাই একাদশ শ্রেণির ছাত্র। একদিন সে হালিমার কাছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে জানতে চায়।
এতে হালিমা উক্ত বিষয় বুঝাতে গিয়ে বলে বর্তমান শতাব্দী জীববিজ্ঞানের শতাব্দী। মানবসমাজের সুন্দর ও সহজ জীবনযাপনের লক্ষ্যে উন্নত ওষূধ উদ্ভাবন উন্নত ও অধিক ফলনশীল খাদ্য উৎপাদন ইত্যাদিতে কাঙ্খিত জিন ক্লোনিং প্লাজমিড রেস্ট্রিকশন এনজাইম ইত্যাদি ব্যবহার করা হয়।
ক. হ্যাকিং কী?
খ. কম্পিউটার নেটওর্য়াকের প্রয়োজনীয়তা? ব্যাখ্যাা কর।
গ. হালিমার অধ্যয়নরত প্রযুক্তির ধাপগুলো চিহিত করা
ঘ. কৃষিক্ষেত্রে উক্ত প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষন কর।
৪৮। যশোর জেলার অভয়নগর থানার শংকরপাশা গ্রামকে বিশ্বগ্রামে অন্তর্ভূক্ত করার জন্র এলাকার উপজেলা চেয়ারম্যান কিন্তু পদক্ষেপ নিতে চান। শংকর পাশা গ্রামটিতে বৈদ্যুতিক যোগাযোগ আছে এবং ্্এলাকার প্রধান জীবিকা কৃষিকাজ।
ক. বিশ্বগ্রামের সংজ্ঞাদাও।
খ. বিশ্বগ্রামের উপাদানসমূহের কী কী অভয়নগর থানার জন্যে বাস্তবায়ন করা যাবে?
গ. কৃষিকাজে বিশ্বগ্রাম কী কীভাবে ভুমিকা রাখবে?
ঘ. অভয়নগর গ্রামের বেকারত্ব সমস্যা সমাধানে কী কী ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৪৯। সুমনবিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে । সে তার প্রয়োজনয়ি তথ্যাদি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লাইব্রেরিএবং ওয়েবসাইট হতে সংগ্রহ করে। এ সকল তথ্যাদি কিছুটা পরিবর্তন করে এবং কোনো কোনো ক্ষেত্রে হুবহু সে তার পটার্ম পেপারে সংযোজন করে শিক্ষকের কাছেজমা দেয়। কিন্তু সে আশানরুপ নম্বর অর্জন করতে ব্যর্থ হলো।
ক. বায়োমেট্রিক্স কী?
খ. তথ্যপ্রযুক্তি পৃথিবীর মানুষের মধ্যে দূরত্ব কমিয়েছে ব্যাখ্যা কর
গ. সুমন কেন আশানরুপ নম্বর পেল না তা ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকে উল্লিখিত সুসমনের কাজটির নৈতিকতা বিশ্লেষনপূর্বক তোমার মতামত দাও।
৫০। বন্ধু সামির এর পরামর্শে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের বি ভিন্ন অফিসে চুক্তিভিত্তিক কাজ করে রিমি অর্থ উপাজন শুরু করল। এখন সে স্বচ্ছল জীবন যাপন করে। রিমির ফুপাতো ভাই জুয়েল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মানুষের ই মেইল অ্যাড্রেস তাদের অজ্ঞতা সংগ্রহ ও ব্যবহার করে অথ্য উপার্জ ন করে।
ক. বিশ্বগ্রাম কী?
খ. স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে উন্নত চিকিৎসা পাওয়াসম্ভব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত রিমির স্বচ্ছল জীবন যাপনে বিশ্বগ্রামের ভুমিকা ব্যাখ্যা ব্যাখ্যা কর।
ঘ. জুয়েলের অথ্য উপার্জন পদ্ধতির যৌক্তিকতা কতটুকু নৈতিক বলে তুমি মনে কর বিশ্লেষন কর।
৫১। রাখি সাভারের একটি গামের্ন্টেসে চাকরি করে । প্রতিমাসে বেতন পেযে নিজের খরচের টাকা হাতে রেকে বাকি টাকা গ্রামের বাড়িতে তার বাবার নিকট দেশের সর্বাপেক্ষা প্রাচীন রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠায়। কিন্তু প্রতি মাসেই তার ব াবা প্রেরিত টাাক দেরিতে পাওয়ার অভিযোগ করায় রাখি আধুনিক পদ্ধতিতে টাকা পাঠানোর চিন্তাভাবনা করছে।
ক. আউটসোসিং কী?
খ. প্রাত্যহিক জীবনে ভাচুয়াল রিয়েলিটির প্রভাব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রাখি তার বাবার নিকট টাকা পাঠাতে প্রথমেকেন পদ্ধতি ব ্যবহার করেছিল। ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে বর্তমানে যে মাধ্যমে রাখি টাকা পাঠানোর চিন্তা করছে তার যৌক্তিকতা বিশ্লেষন কর।
HSC | বহুনির্বাচনি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তৃতীয় অধ্যায় | PDF
HSC | বহুনির্বাচনি 1-60 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | PDF
HSC | বহুনির্বাচনি | কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং | PDF
৫২। দৃশ্যকল্প -১ মাটি ও মানুষ একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হয়ে থাকে। কৃষিসহ বিভিন্ন খাতের উৎপাদনের ক্ষেত্রেও অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
দৃশ্যকল্প-২ বিগত কয়েক বছরে আমাদের দেশে উড়োজাহাজের পাইলট প্রশিক্ষণের সময়ে অনেকের মৃত্যু হয়েছে। যা আধুনিক প্রযুক্তির সময়ে আদৌ কাম্য নয়।
ক. কী?
খ. ইন্টারনেট ব্যবস্থা পৃথিবীকে ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত করেছে ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এর বাস্তবায়নে কোনধরনের প্রযুক্তির প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ বর্ণিত অনাকাঙ্কিত ঘটনার প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করা যেতেপারে তা যুক্তিসহ মতামত দাও।
৫৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে পৃথিবী একটি গেøাবাল ভিলেজে পরিণত হয়েছে। ইন্টারনেট ও এর ব্যবহারের ফে ল শিক্ষা চিকিৎসা ব্যবসায় বাণিজ্য ব্যাংক লেনদেন প্রভৃুতি এখন অনলাইনে সম্পন্ন হছ্ছে। উন্নত বিশ্বে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণত যেমন- আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স রোবটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানোটেকনোলজির মতো বিষয়গুলো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। শুধু কি তাই? রসুলপুর গ্রামের কৃষক গণি মিয়াও এখন মোবাইল ব্যবহার করছে মোবাইলের সাহায্যে সে দেশের ও বিদেশের বিভিন্ন কৃষিপন্যের বাজার দর জানতে পারছে।
ক. গেøাবাল ভিলেজ কী?
খ. ভার্চুয়াল রিয়েলিটি বলতে কী বুঝ?
গ. আমাদের দেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রচুর চাহিদা কথাটি বিচারকরো।
ঘ. আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ওযোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষন কর।
৫৪। সুজন ও শায়লা একই ক্লাসে পড়ে। শায়লার বিয়ে হয়েছে এবং এখন একটা এক বছরের বাচ্চা আছে। শায়লার স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। সুজন একদিন শায়লার বাড়ি বেড়াতে গেলে শায়লার কাছে জানতে পারে তাদের সংসারে টানাটানি আছে। তার স্বামীর একার আয় দিয়ে সংসারের খরচ সংকুলাম হয় না।
শায়লা শিক্ষিত এবং কাজচায়। সংসারের আর্থিক ভার সেও গ্রহণ করতে চায়। সুজন তাকে বুদ্ধি দিল ইন্টারনেট আউটসোসিং এর কাজ করে ঘরে বসে আয় করার জন্য । শায়লা ইন্টারনেটে আউটসোসিং এর কাজ আরম্ভ করল। এখন দুজনের আযে তারা সচ্ছলভাবে সংসার চালায়।
ক , আউটসোসিং কী?
খ. ফিল্যান্সিং সাইটের কাজ কী ব্যাখ্যা কর।
গ. শায়লা কীভাবে আউটসোসিং কাজ করে আয় করছে।
ঘ. নারী হিসেবে শায়লার আর্থিক ক্ষমতায়নে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার বিশ্লেষন কর।
৫৫। বর্তমান যুগকে আমরা বলছি তথ্য ওযোগাযোগ প্রযুক্তির যুগ। এ যুগে সব ধরনের সেবা পাওয়া যাচ্ছে ঘরে বসেই। কিন্তু ব্যবহারে ভিন্নতার কারণে এর ইতিবাচক প্রভাব যেমন পরিলক্ষিত হচ্ছে তেমনি কিছু নেতিবাচক প্রভাবও পরিলক্ষিত হচ্ছে।
ক. তথ্য ওযোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
খ. কোন কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকরা যায়?
গ. এ প্রযুক্তির ইতিবাচক প্রভাবগুলো কী কী?
ঘ. এ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা বিশ্লেষন করো।
৫৬। মেজর রাহাত সমরাম্ভ কারখানায় প্রবেশের সময় আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করেন। কারখানার কোন কোন কক্ষে প্রবেশের সময় সেন্সরের দিকে তকানোর ফলে দরজা খুলে যায়।
একদিন তিনি চিকিৎসকের কাছে হাতের আচিলের জন্য গেলে চিকিৎসক কতাকে অতি শীতল তাপমাত্রায় রক্তপাতহীন এক অপারেশন করলেন। অল্প সময়ের মধ্যেই তিনি বাসায় ফিরে গেলেন।
ক. বিশ্বগ্রাম কী?
খ. ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা যায় । ব্যাখ্যা কর।
গ. মেজর রাহাতের চিকিৎসায় চিকিৎসক কোন পদ্ধতি ব্যবহারকরলেন?
ঘ. সমরাস্ত্র কারখানায় প্রবেশের জন্য ব্যবহৃত কোন পদ্ধতিটি বেশিজনপ্রিয়? বিশ্লেষন কর।
৫৭। ছোটবেলায় তুষা দেখেছে তার দাদু রেডিও কানে লাগিয়ে মনযোগ সহকারে বিবিসি শুনছেন । আর এখন মুহুর্তে টেলিভিশন কিংবা ইন্টারনেটে পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্রসহ বিবরণ পাওয়া যায়। প্রযুক্তির ছোয়য় আজ সংবদাপত্রেও এসেছে বৈচিত্র্য।
কোরবানপুর গ্রামের তৃষার মামা প্রতিষ্ঠিত মাল্টিমিডিয়া স্কুলটিকেও এই টেলিভিশন চ্যানেল ও জাতীয দৈনিকগুলো পরিচিত করায়। ১০ বছর আগেও যে গ্রামের মানুষ ছিল শিক্ষাবিমুখ তৃষার মামার চেষ্টার ফলে আজ এই গ্রামে প্রতিটি শিশু স্কুলে যায়।
ক. ভাচুর্য়াল রিয়েলিটি কী?
খ. জৈবিক ডেটা বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে বিশ্বগ্রাম ধারনা সংশ্লিষ্ট্য কোন বিষয়টির প্রতি আলোকপাত কর াহয়েছে ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বর্ণনায় গ্রামে প্রযুক্তির সম্ভাব্য প্রভাব মুল্যায়ন কর।
৫৮। রাজু তার কলেজের প্রথম ক্লাসে নতুন একজন শিক্ষকের সাতে পরিচিত হলো । শিক্ষক তার প্রথম ক্লাসেই তাদের বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দিলেন। শিক্ষকের আলোচনার মাধ্যমেই সে জানতে পারলো।
বিশ্বগ্রাম সম্পর্কে এবং বিশ্বগ্রামের বাস্তবতা সম্পর্কে। সেই সাথে সে আরও জানতে পারল বিশ্বগ্রামের দৃষ্টিকোণে বাংলাদেশের অবস্থান ।
ক. বিশ্বগ্রাম কী?
খ. কখন ও কার মাধ্যমে বিশ্বগ্রাম কথাটি পরিচিত লাভ করে?
গ. বর্তমান পৃথিবীতে বিশ্বগ্রামের বাস্তবতা ব্যাখ্যা কর।
ঘ. বিশ্বগ্রামের প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান বিশ্লেষন কর।
৫৯। রিপন রবিন অনিক শিহাব মিমি প্রিতম ফয়সাল পিয়াস এরা সবাই এসএসসি পাস করে এইচএসসিতে ভর্তি হয়েছে। এরা সবাই তথ্য ওযোগাযোগ প্রযুক্তি সম্বন্ধে খুবই আগ্রহী । ইন্টারনেটের সাহায্য তারা মহাকাশ অভিযান সম্বন্ধে জ্ঞান ল াব করেছে।
ক. কী?
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমাজজীবনে প্রভাব কেমন?
গ. উদ্দীপকে ছাত্রছাত্রীরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারবে চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তির কী কী অ বদান আছে? কারনসহ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ছাত্রছাত্রীরা কীভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নিজেদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারবে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
৬০। লাবনী ও শিখি একই ক্লাসে পড়ত। লাবনী একদিন শিথির বাড়িতে বেড়াতে গেলে শিথির কাছে জানতে পারে তারে পরিবারের যে খরচ আর তার স্বামীর যে আয় তাতে তারা সচ্ছলতভাবে চলতে পারে না।
লাবনী শিক্ষিত এবং কাজ করতে চায় কিন্তু বাচ্চার জন্য সে বাইরে চাকরি করতে যেতে পারছে না। লাবনী তাকে বুদ্ধি দিল ইন্টারনেটে কাজ করে ঘরে বসে আয় কর াযেতে পারে। শিথি ইন্টারনেটে কাজ আরম্ভব করল । এখন দুজনের আয়ে তারা সচ্ছলভাবে সংসার চালায়।
ক. আউটসোসিং কী?
খ. ফ্রিল্যান্সিং সাইটের কাজ কী ব্যখ্যা কর ।
গ. উদ্দীপকের শিথিকীভাবে ইন্টারনেটের কাজ করে আয় করছে?
ঘ. নারী উন্নয়নে ইন্টারনেট আয় কী কী ভ ুমিকা রাখতেপারে উপরের উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।