HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় দ্বিতীয় | বহুনির্বাচনি প্রশ্ন | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন
১. মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে?
ক. প্রোফেজ
খ. মেটাফেট
গ. টেলোফেজ
ঘ. অ্যানাফেজ
২. মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে?
ক. প্রো-মেটাফেজ
খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
৩. স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় মাইটোসিসের কোন পর্যায়?
ক. মেটাফেজ
খ. প্রোমেটাফেজ
গ. প্রোফেজ
ঘ. টেলোফেজ
৪. কোন পর্যায়ে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো ও মোটা দেখায়?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
৫. সেন্ট্রোমিয়ার দু’ভাগে বিভক্ত-
ক. প্রোফেজ দশায়
খ. টেলোফেজ দশায়
গ. অ্যানাফেজ দশায়
ঘ. কোনটিই নয়
৬. ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণ মালার ঠ, খ, ঔ ও ও অক্ষরের মতো দেখায় মাইটোসিসের-
ক. প্রোফেজ দশায়
খ. অ্যানাফেজ দশায়
গ. টেলোফেজ দশায়
ঘ. মেটাফেজ দশায়
৭. পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার রেটিকুলাম ভেঙে যায় কোন ধাপে?
ক. সিনথেসিস
খ. প্রোফেজ
গ. প্রো-মেটাফেজ
ঘ. মেটাফেজ
৮. একই বাহুর দুটি ক্রোমাটিড সমান্তরালে অবস্থান করে কোন ধাপে?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. টেলোফেজ
৯. মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমাটিড গুলো ক্রমাগত স্প্রিং এর ন্যায় কুন্ডলিত হতে থাকে?
ক. প্রো-মেটাফেজ
খ. এনাফেজ
গ. প্রোফেজ
ঘ. টেলোফেজ
১৪. প্রতিটি সেন্টোমিয়ার দুটি বাহু কোন বিন্দুতে সংযুক্ত থাকে?
ক. ক্যারিওমেয়ার
খ. সাইটোমেয়ার
গ. সেন্ট্রোমিয়ার
ঘ. ক্রোমোমিয়ার
১৫. সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দ্বি বিভক্তিতে ক্রোমোজোমের দুটি অনুরূপ অংশের প্রতিটিতে কি বলে?
ক. ক্রোমাটিন
খ. ক্রোমাটিড
গ. ক্রোমোময়ার
ঘ. সেন্ট্রোজোম
১৭. মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোগুলো সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত করেছেন?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. এনাফেজ
ঘ. টেলোফেজ
১৮. একটি পূর্ণাঙ্গ. ক্রোমোজোমে সাধারণত কতটি ক্রোমাটিড থাকে?
ক. ১টি খ. ২টিগ. ৩টিঘ. ৪টি
১৯. কোন পর্যায়ে নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে?
ক. প্রোফেজ
খ. অ্যানাফেজ
গ. টেলোফেজ
ঘ. মেটাফেজ
২০. সাইটোকাইনেসিস হলো-
ক. নিউক্লিয়াসের বিভাজন
খ. ক্রোমোজোমের বিভাজন
গ. সাইটোপ্লাজমের বিভাজন
ঘ. কোনটিই নয়
২২. যেসব তন্তু কোষের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত বিস্তৃত তাদের কি বলে?
ক. ক্রোমাটিন তন্তু
খ. মাকু তন্তু
গ. সেন্ট্রোজোম তন্তু
ঘ. সেন্ট্রোমিয়ার তন্তু
২৩. মাইটোসিস কোষ বিভাজনের স্বল্পস্থায়ী পর্যায় কোনটি?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. টেলোফেজ
২৪. একটি সেন্ট্রোমিয়ার হতে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার পাওয়া যায় মাইটোসিসের কোন ধাপে?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. এনাফেজ
ঘ. টেলোফেজ
২৫. মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী পর্যায় কোনটি?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. এনাফেজ
২৬. স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলা হয়?
ক. ক্যারিওকাইনেসিস
খ. সাইটোকাইনেসিস
গ. এপিকাইনেসিস
ঘ. মেটাকাইনেসিস
২৭. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বপেক্ষা খাটো ও মোটা হয়?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. এনাফেজ
ঘ. টেলোফেজ
২৮. এনাফেজ দশায় ‘ঠ’ আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়?
ক. মেটাসেন্ট্রিক
খ. সাবমেটাসেন্ট্রিক
গ. অ্যাক্রোসেন্ট্রিক
ঘ. টেলোসেন্ট্রিক
২৯. ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী খ. আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়?
ক. মেটাসেন্ট্রিক
খ. সাবমেটাসেন্ট্রিক
গ. অ্যাক্রোসেন্ট্রিক
ঘ. টেলোসেন্ট্রিক
৩০. অ্যাক্রোসেন্ট্রিক. ক্রোমোজোমকে ইংরেজী কোন বর্ণমালার মতো দেখায়?
ক. ণ খ. খ গ. ঔঘ. ও
৩১. টেলোসেন্ট্রিক. ক্রোমোজোমকে ইংরেজী কোন বর্ণমালার মতো দেখায়?
ক. ঠ খ. খ গ. ঔঘ. ও
৩২. মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষ ক্রোমোজোমগুলো পরস্পর বিপরীত মেরুতে পৌছালে কোন ধাপের সমাপ্তি ঘটে?
ক. মেটাফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. এনাফেজ
ঘ. টেলোফেজ
৩৩. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমে জলযোজন ঘটে?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. এনাফেজ
ঘ. টেলোফেজ
৩৪. মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে পুনরায় নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে?
ক. প্রোফেজ
খ. টেলোফেজ
গ. এনাফেজ
ঘ. মেটাফেজ
৩৫. ক্রোমোজোমের চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় আবির্ভূত হয় মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে?
ক. এনাফেজ
খ. মেটাফেজ
গ. টেলোফেজ
ঘ. প্রো-মেটাফেজ
৩৬. মাইটোসিসের কোন পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটে?
ক. মেটাফেজ
খ. অ্যানাফেজ
গ. প্রোফেজ
ঘ. টেলোফেজ
৩৭. কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে কোন কোষে?
ক. উদ্ভিদ কোষ
খ. প্রানী কোষ
গ. ব্যাকটেরিয়া
ঘ. কোনটিই নয়
৩৮. উদ্ভিদকোষের কোন অঞ্চলে কোষ প্লেট গঠিত হয়?
ক. মেরু অঞ্চলে
খ. বিষুব অঞ্চলে
গ. ক্রান্ত্রিয় অঞ্চলে
ঘ. কোনটিই নয়
৩৯. প্লাজমামেমব্রেন এর বিষুবীয় তল বরাবর খাঁজ সৃষ্টির মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে কোন কোষে?
ক. উদ্ভিদ কোষ
খ. প্রাণী কোষ
গ. উভয়টিতে
ঘ. কোনটিই নয়
৪০. সাইটোকাইনেসিস মূলত কিসের বিভাজন?
ক. ক্রোমোজোমের
খ. নিউক্লিয়াসের
গ. সাইটোপ্লাজমের
ঘ. নিউক্লিয়ার মেমব্রেনের
৪২. মাইটোসিস কোথায় হয়?
ক. কান্ড ও মূলের অগ্রভাগে
খ. ভ্রণ মুকুলে
গ. পুষ্প মুকুল
ঘ. সবগুলো
৪৩. কোষ চক্রের কত ভাগ. সময় ইন্টাফেজ দশায় ব্যয় হয়?
ক. ৬০-৭০ ভাগ
খ. ৮০-৯০ ভাগ
গ. ৯০-৯৫ ভাগ
ঘ. ৪০-৫০ ভাগ
৪৪. উঘঅ ও প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপাদন শুরু হয় কোন পর্যায়ে?
ক. এ১ দশা
খ. এ২ দশা
গ. ঝ দশা
ঘ. কোনটিই নয়
৪৫. উঘঅ অণুর নতুন প্রতিলিপন শুরু ইন্টাফেজের কোন দশায়?
ক. এ১ দশা
খ. এ২ দশা
গ. ঝ দশা
ঘ. সবগুলো নয়
৪৬. ইন্টাফেজের কোন দশায় কোষ প্রচুর অঞচ ও প্রোটিন অণুতে পূর্ণ থাকে?
ক. এ১ দশা
খ. এ২ দশা
গ. ঝ দশা
ঘ. কোনটিই নয়
৪৭. ইন্টারফেজের কোন পর্যায়ে নিউক্লিয়াসের আয়তন বেড়ে যায়?
ক. এ১ দশা
খ. এ২ দশা
গ. ঝ দশা
ঘ. কোনটিই নয়
৪৮. স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে কী বলে?
ক. ক্রান্তীয় অঞ্চল
খ. মেরু অঞ্চল
গ. বিষুবীয় অঞ্চল
ঘ. দ্রাঘিমা
৪৯. মাইটোসিসে কোন পর্যায়ে ক্রোমোজোম লম্বালম্বি দুটি ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড উৎপন্ন করে?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. টেলোফেজ
৫০. ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চল থেকে মেরুর দিকে গমন করে কোন পর্যায়ে?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
৫১. মাইটেসিসের প্রথম পর্যায়ের নাম কি?
ক. মেটাফেজ
খ. এনাফেজ
গ. টেলোফেজ
ঘ. কোনটিই নয়
৫২. মাইটেসিসের পর্যায় নয় কোনটি?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
৫৩. মাইটোসিসের পর্যায় নয় কোনটি?
ক. প্রোফেজ
খ. ইন্টারফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
৫৪. মাইটোসিসের স্বল্পস্থায়ী পর্যায় কোনটি?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
৫৫. কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. এনাফেজ
ঘ. টেলোফেজ
৫৬. ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে?
ক. মেটাফেজ
খ. এনাফেজ
গ. প্রোফেজ
ঘ. টেলোফেজ
৫৭. মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি?
ক. মেটাফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. প্রোফেজ
ঘ. অ্যানাফেজ
৫৯. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে সেন্ট্রোমিয়ার দুটি খন্ডে বিভক্ত হয়?
ক. এনাফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. টেলোফেজ
৬০. নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় কোন ধাপে?
ক. প্রোফেজ
খ. টেলোফেজ
গ. মেটাফেজ
ঘ. এনাফেজ
৬১. প্রকৃত কোষ কোনটি?
ক. ব্যাকটেরিয়া
খ. ভাইরাস
গ. প্রাণিকোষ
ঘ. কোনটিই নয়
৬২. মাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হয়-
ক. দেহ কোষে
খ. জনন কোষে
গ. উভয়টিই
ঘ. কোনটিই নয়
৬৩. কোন টিস্যুর কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়?
ক. ভাজক. টিস্যু
খ. স্থায়ী টিস্যু
গ. ক্ষরণকারী টিস্যু
ঘ. সবগুলো
৬৪. প্রাণীর কোন কোষে মাইটোসিস বিভাজন হয় না?
ক. পেশি কোষ
খ. কোষ
গ. যকৃত কোষ
ঘ. কোনটিই নয়
৬৫. সমীকরণিক. বিভাজন বলা হয় কোনটিকে?
ক. মিয়োসিস
খ. মাইটোসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. কোনটিই নয়
৬৬. মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য-
ক. অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান
খ. অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক
গ. অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের দ্বিগুণ
ঘ. সবগুলো হতে পারে
৬৭. কোষ চক্রের কত ভাগ. মাইটোসিসে ব্যয় হয়?
ক. ৯-১২ ভাগ
খ. ১৬-২০ ভাগ
গ. ৫-১০ ভাগ
ঘ. ১৫-২০ ভাগ
৬৮. মাইটোসিসে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক. পর্যায় কোনটি?
ক. মেটাফেজ
খ. প্রোফেজ
গ. ইন্টারফেজ
ঘ. কোনটিই নয়
৬৯. সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয়-
ক. ক্যারিওকাইনেসিস
খ. অ্যামাইটোসিস
গ. সাইটোকাইনেসিস
ঘ. ডায়াকাইনেসিস
৭০. উদ্ভিদ ও প্রাণীর দৈহিক. গঠন ও বৃদ্ধির মূল কারণ-
ক. মাইটোসিসখ. মায়োসিস
গ. অ্যামাইটোসিসঘ. ডায়াকাইনেসিস
৭১. ক্যারিওকাইনেসি এর পর্যায় কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৭২. কোষ বিভাজনে কোষ চক্রের বর্ণনা দেন-
ক. হাওয়ার্ড ও পেল্ক
খ. েœইডেন ও সোয়ান
গ. শ্লেইখার
ঘ. ওয়াল্টার স্কট
৭৪. ক্রোমোমের উঁঢ়ষরপধঃরড়হ পদ্ধতি সম্পন্ন হওয়ার পর কোনটি শুরু হয়?
ক. প্রোফেশ দশা
খ. প্রোমেটাফেজ দশা
গ. মেটাফেজ দশা
ঘ. অ্যানাফেজ দশা
৭৫. ডধষঃবৎ ঋষবসসরহম কত সালে মাইটোসিস কোষ বিভাজনের নামকরণ করেছিলেন?
ক. ১৮৮০
খ. ১৮৮২
গ. ১৮৮৪
ঘ. ১৮৮৬
৭৬. ইন্টারফেজ দশার পর্যায় কোনটি-
ক. বিরাম-৩
খ. উঘঅ সংকোচন
গ. উঘঅ অনুলিপন
ঘ. বিরাম-২
৭৭. ইন্টারফেজ দশায় কোষ চক্রের কতভাগ. সময় ব্যয় হয়?
ক. ৭৫ ভাগ
খ. ৮৫ ভাগ
গ. ৯৫ ভাগ
ঘ. ১০০ ভাগ
৭৮. উঘঅ উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপাদন শুরু হয় কোন দশায়?
ক. বিরাম-১
খ. উঘঅ অনুলিপন
গ. উঘঅ সংকোচন
ঘ. বিরাম-২
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
৭৯. মাইটোসিস বিভাজনকে ক্যারিওকাইনেসিস নামকরণ কে করেছিলেন?
ক. ড. ঋষবসসরহম
খ. ডধঃংড়হ
গ. ঝপযষবরপযবৎ
ঘ. ঈৎববশ
৮০. শ্লাইখান কত সালে নিউক্লিয়াসের বিভাজন প্রত্যক্ষ করেছিলেন?
ক. ১৮৭৬
খ. ১৮৭৯
গ. ১৮৮২
ঘ. ১৯০৩
৮১. একটি পূর্ণাঙ্গ. কোষ চক্রে পর্যায়ক্রমে কয়টি দশা বিদ্যমান থাকে?
ক. ২টি খ. ৩টিগ. ৪টিঘ. ৫টি
৮২. একটি সম্পূর্ণ কোষ চক্রের প্রথম তিনটি দশা নিয়ে গঠিত অধ্যায়টিকে কি বলা হয়?
ক. ইন্টারফেজ
খ. প্রোফেজ
গ. প্রোমেটাফেজ
ঘ. মাইটোসিস
৮৩. ঠরপরধ ভধনধ নামক. শিমের মূলাগ্রে কোষচক্র সম্পন্ন হতে কত সময় প্রয়োজন হয়?
ক. ১৫-১৬ ঘন্টা
খ. ১৮-১৯ ঘন্টা
গ. ২০-২২ ঘন্টা
ঘ. ২৪ ঘন্টা
৮৭. মাইটোসিস বিভাজনকে কয়টি প্রধান ধাপে ভাগ. করা যায়?
ক. ছয়টি খ. পাঁচটি গ. চারটি ঘ. তিনটি
৮৮. মাইটোসিস কোষ বিভাজনের ধাপ নয় কোনটি?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. লেপ্টোটিন
ঘ. প্রো-মেটাফেজ
৮৯. মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কোনটি?
ক. লেপ্টোটিন
খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন
ঘ. প্রোফেজ
৯০. মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
৯১. কোষ বিভাজনের কোন ধাপে প্রাণিকোষের সৃষ্টি হয় কোন ধাপে?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. এনাফেজ
৯২. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুব অঞ্চলে অবস্থান করে কোন ধাপে?
ক. মেটাফেজ
খ. এনাফেজ
গ. টেলোফেজ
ঘ. এনাফেজ
৯৩. কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. এনাফেজ
ঘ. টেলোফেজ
৯৪. মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়াস ঝিল্লি বিলুপ্ত হয়?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. এনাফেজ
৯৭. মেটাকাইনেসিস ঘটে কোন পর্যায়ে?
ক. লেপ্টোটিন পর্যায়ে
খ. মেটাফেজ পর্যায়ে
গ. অ্যানাফেজ পর্যায়ে
ঘ. প্রোফেজ পর্যায়ে
৯৮. জীবজগতের গুণগত স্থিতিশীলতা বজায় থাকে কোন বিভাজনের মাধ্যমে?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. অস্বাভাবিক
৯৯. মাতৃকোষটি দু ভাবে বিভক্ত হয়ে দুটি নতুন অপত্য কোষে পরিণত হয় কোন ধাপে?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. এনাফেজ
ঘ. টেলোফেজ
১০০. কেন্দ্রিকার বিভাজনকে বলা হয়-
ক. অ্যামাইটোসিস
খ. ক্লিভেজ
গ. সাইটোকাইনেসিস
ঘ. কেরিওকাইনেসিস
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।