HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় প্রথম | বহুনির্বাচনি প্রশ্ন | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের প্রথম অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
প্রথম অধ্যায় কোষ এর গঠন
১. নিচের কোনটি কোষপ্রাচীরের কাজ?
ক. কোষগুলোকে একত্রে রাখা
খ. প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা
গ. ফটোরেসপিরেশন করা
ঘ. কোষের অত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা
২. কোষপ্রাচীরের প্রধান উপাদান কী?
ক. সেলুলোজ
খ. লিগনিন
গ. প্রোটিন
ঘ. কাইটিন
৩. প্রোটোপ্লাজমের সুত্রবৎ কতটুকু কী নামে অভিহিত?
ক. প্লাজমোডেসমা
খ. ক্রোম্যাটোফোর
গ. টনোপ্লাস্ট
ঘ. কোয়ানোসাইট
. কোনটির মাধ্যমে পাশাপাশি দুটি কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান-প্রদান ঘটে?
ক. পিট
খ. প্লাসমোডেসমাটা
গ. মধ্যল্যামেলা
ঘ. আন্তঃকোষীয় ফাঁক
৫. কোষপ্রাচীরে সূ² ছিদ্রের কারণ-
ক. কোণের শারীরবৃত্তীয় কার্যকলাপের ভিন্নতা
খ. পাশাপাশি কোষের কূপগুলোর বিপরীতমুখী অবস্থান
গ. কোষপ্রাচীর থেকে নিঃসৃত সেলুলোজ
ঘ. অজৈব লবণের সমন্বয়
৬. কোষ প্রাচীরে মুখোমুখি অবস্থিত দুটি কূপকে বলে-
ক. নিউক্লিয়ার রন্ধ্র
খ. পিট মেমব্রেন
গ. প্লাজমোডেসমা
ঘ. পিট জোড়
৭. প্রাথমিক. কোষপ্রাচীর তৈরিতে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত হয়
ক. কিউটিন
খ. লিগনিন
গ. পেকটিন
ঘ. খ. ও গ. উভয়ই
৮. সেকেন্ডারি কোষপ্রাচীর গঠনের উপাদান কোনটি?
ক. কিউটিন ও সুবেরিন
খ. লিগনিন ও সুবেরিন
গ. পেকটিন ও মোম
ঘ. সেলুলোজ ও ক্যালসিয়াম অক্সালেট
৯. প্রাথমিক. কোষপ্রাচীর তৈরিতে প্রোটোপ্লাজম থেকে কী নিঃসৃত হয়?
ক. কিউটিন
খ. হেমিসেলুলোজ
গ. সুবেরিন
ঘ. মোম
১০. প্রারম্ভিক. পর্যায়ে কোষ প্রাচীরে কোনটি অসংখ্য থাকতে দেখা যায়?
ক. লিগনিন অণু
খ. পেকটিন অণু
গ. সেলুলোজ অণু
ঘ. সুবেরিন
১১. প্রাথমিক. কোষপ্রাচীর এর গুরুত্ব কতটুকু?
ক. ১-৩ স
খ. ৪-৫ স
গ. ৬-৭ স
ঘ. ৮-১০ স
১২. গৌণ কোষপ্রাচীর এর পুরুত্ব কতটুকু?
ক. ১-৪ স
খ. ৫-১০ স
গ. ১০-১৪ স
ঘ. ১৫-২০ স
১৩. মাইসেলি দেখতে কেমন?
ক. ফিতার মতো
খ. সুতার মতো
গ. আংটির মতো
ঘ. ফাঁপা নলের মতো
১৪. প্রতিটি মাইসেলির ব্যাস সর্বাধিক. কত পর্যন্ত হয়?
ক. ১ হস
খ. ৫ স
গ. ১০০অ
ঘ. ০.৫সস
১৫. প্রতিটি মাইসেলিতে প্রায় কতটি সেলুলোজ অণু থাকতে পারে?
ক. ২০টি খ. ৫০টিগ. ৭৫টিঘ. ১০০টি
১৬. মাইসেলি কোথায় গঠিত হয়?
ক. কোষপ্রাচীরে
খ. সাইটোপ্লাজমে
গ. নিউক্লিয়াসে
ঘ. ক্লোরোপ্লাস্টে
১৭. কোষপ্রাচীর গঠনের মূল একক. কোনটি?
ক. মাইক্রোফাইব্রিল
খ. প্লাজমোডেসমা
গ. রাইবোজোম
গ. লাইসোজোম
১৮. কোনটি মাইক্রোফাইব্রিল এর আঁটি গঠন করে?
ক. প্লাজমোডেসমা
খ. মাইসেলি
গ. মাইক্রোক্যাপিলারিজ
ঘ. পিট মেমব্রেন
১৯. মাইক্রোফাইব্রিল-এর আঁটির ব্যাস কত পর্যন্ত হয়?
ক. ১০০ অ
খ. ২২ স
গ. ২৫০ অ
ঘ. ৫০ স
২০. নিচের কোনটি ম্যাক্রোফাইব্রিলের ফাঁকে ফাঁকে অবস্থান করে?
ক. প্লাজমোডেসমাটা
খ. মাইক্রোক্যাপিলারিজ
গ. মাইসেলি
ঘ. পিটজোড়
২১. কোষপ্রাচীরের কাজ কোনটি?
ক. কোষকে নির্দিষ্ট আকৃতি দান
খ. নিউক্লিয়ার মেমব্রেন তৈরিতে সহায়তা করা
গ. শক্তি উৎপাদন করা
ঘ. প্রোটিন সঞ্চয় করা
২২. কোষ প্রাচীরের সেলুলোজ অণু কয় কার্বন বিশিষ্ট?
ক. ২ কার্বন
খ. ৪ কার্বন
গ. ৫ কার্বন
ঘ. ৬ কার্বন
২৩. একটি সেলুলোজ অণু কার্বন β-উ গুকোজ-এর কতটি অণুর পলিমার?
ক. ১০০ খ. ২০০ গ. ৩০০ ঘ. ৪০০
২৪. গধপৎড়ভরনৎরষ সূত্রগোলোর ব্যাস সাধারণত কত হয়ে থাকে?
ক. ০.৪ স
খ. ০.৮ স
গ. ১.০ স
ঘ. ৪.০ স
২৫. কোষপ্রাচীরে পানির শতকরা পরিমাণ কত?
ক. ৬০ ভাগ
খ. ৭০ ভাগ
গ. ৮০ ভাগ
ঘ. ৯০ ভাগ
২৬. কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে কোনটি?
ক. নিউক্লিয়াস
খ. সাইটোপ্লাজম
গ. কোষপ্রাচীর
ঘ. প্লাজমাডেসমাটা
২৭. গৌণ প্রাচীর কোন উপাদানটির জন্য অভেদ্য?
ক. শর্করা
খ. আমিষ
গ. পানি
ঘ. ভিটামিন
২৮. কোষ প্রাচীরের কোন স্তরটি গ্যাস ভেদ করতে বাধা দেয়?
ক. প্রাথমিক. স্তর
খ. মধ্য স্তর
গ. প্লাজমাডেসমাটা
ঘ. গৌণ প্রাচীর
৩০. প্রোটোপ্লাজমকে বেষ্ট করে অবস্থানকারী ভেদ্য পর্দা কোনটি?
ক. কোষপ্রাচীর
খ. কোষঝিল্লি
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. লাইসোজোম
৩৬. ঝধহফরিপয মডেল কোনটি?
ক. মাইসেলার মডেল
খ. দ্বি-স্তরবিশিষ্ট মডেল
গ. প্রোটিন ক্রিস্টাল
ঘ. ফ্লুইড মোজাইক. মডেল
৩৮. কতসালে জড়নবৎঃংড়হ একক. পর্দা হাইপোথিসিস প্রকাশ করেন?
ক. ১৯৪১ খ্রি.
খ. ১৯৪৯ খ্রি.
গ. ১৯৫৩ খ্রি.
ঘ. ১৯৫৯ খ্রি.
৩৯. প্লাজমামেমব্রেনের গঠন সংক্রান্ত আধুনিকতম মডেল কোনটি?
ক. হইিপোথেসিস মডেল
খ. মাইসেলার মডেল
গ. ফ্লুইড মোজাইক. মডেল
ঘ. ক্রিস্টাল মডেল
৪০. ঠবহফবৎশড়ভভ ও এৎববহ কর্তৃক. প্রবর্তিত কোষঝিল্লির মডেল কোনটি?
ক. একক. পর্দা হাইপোথিসিস
খ. প্রোটিন ক্রিস্টাল মডেল
গ. মাইসেলার মডেল
ঘ. ফ্লুইড মোজাইক. মডেল
৪১. ঞ. ঝপযধিহ কোন দেশের নাগরিক. ছিলেন?
ক. সুইডেন
খ. ইংল্যান্ড
গ. জার্মানির
ঘ. গ্রিক
৪২. জড়নবৎঃ যড়ড়শ কত সালে তার তৈরি অণুবীক্ষণ যন্ত্রে ছিপির প্রস্থচ্ছেদ নিয়ে পরীক্ষ করেন?
ক. ১৬৬৫
খ. ১৬৬৬
গ. ১৬৬৭
খ. ১৬৬৮
৪৩. কোষ বা ঈবষষ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. গ্রিক
খ. ল্যাটিন
গ. সুইডিশ
ঘ. ইংলিশ
৪৪. অপরিণত জীবকোষ সাধারণত-
ক. খুব ছোট ও গোলাকার
খ. বড় ও হৃৎপিন্ডাকার
গ. ছোট ও মাকু আকৃতির
ঘ. মাঝারি ও দন্ডাকার
৪৫. কোনটি উদ্ভিদ কোষের অংশ?
ক. সেরাটিয়াম
খ. অস্টিওসাইট
গ. গবলেটকোষ
ঘ. স্টোনকোষ
৪৬. গ্রন্থিকোষের চিত্র কোনটি?
ক. চিত্র গ্রন্থিকোষ
খ. চিত্র ডায়াটম
গ. চিত্র কোলেনকাইমা
ঘ. চিত্র স্টোন কোষ
৪৭. চিত্রে কোনটি প্রাণিকোষ?
ক. ভেসেল
খ. ফাইব্রোফাস্ট
গ. রক্ষীকোষ
ঘ. ট্রাকিড
৪৮. কোনটি উদ্ভিদ কোষ?
ক. অস্টিওসাইট
খ. সেরাটিয়াম
গ. সীভনল
ঘ. ক্রোমাটোফোর
৪৯. সাধারণত কোষের বিভিন্ন উপাংশ পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত হয়?
ক. সস
খ. রহপয
গ. স
ঘ. হস
৫০. ১ সমান কত?
ক. ০.০১ সস
খ. ০.০০১ সস
গ. ০.০১ হস
ঘ. ০.০০১ পস
৫১. ১অ (অ্যাংস্ট্রম) সমান কত?
ক. ০.০১ হস
খ. ০.০০১ স
গ. ০.০১ সস
ঘ. ০.৪ রহপয
৫২. জীবদেহের প্রত্যেক. অংশের কোষই-
ক. খালি চোখে দৃশ্যমান
খ. আদর্শ কোষ
গ. নিজস্ব বৈশিষ্টমন্ডিত
ঘ. আণুবীক্ষণিক
৫৩. উদ্ভিদকোষের প্রোটোপ্লাজমের চারদিকে অবস্থিত জড় প্রাচীরটির নাম কী?
ক. ক্রোমাটিন
খ. টনোপ্লাস্ট
গ. পেরোক্সিজোম
গ. কোষ-প্রাচীর
৫৪. কোষপ্রাচীরের প্রাচীর-
ক. প্রোটিন নির্মিত
খ. সেলুলোজ নির্মিত
গ. লিপিড ও প্রোটিন নির্মিত
ঘ. কাইটিন নির্মিত
৫৫. কোষ প্রাচীরের গঠন ও আকৃতি সাধারণত কীসের উপর নির্ভরশীল?
ক. প্লাজমা-মেমব্রেন
খ. কোষগহর
খ. পিনোসাইটিক. ভেসিকল
গ. শারীরবৃত্তিয় কার্যকলাপের ভিন্নতা
৫৬. পরিণত কোষপ্রাচীরে কয়টি স্তর থাকে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
৫৭. কোষপ্রাচীরের দুটি কোষের মধ্যবর্তী সাধারণ প্রাচীর স্তরটি কী নামে পরিচিত?
ক. পিটজোড়
খ. পিট মেমব্রেন
গ. মধ্যপর্দা
ঘ. সেকেন্ডারি প্রাচীর
৫৮. রবার্ট হুক. অণুবীক্ষণ যন্ত্রে যে কোষ দেখেছিলেন তা ছিল মূলত
ক. কোষপ্রাচীর
খ. পিট মেমব্রেন
গ. মাইটোকন্ড্রিয়ন
ঘ. নিউক্লিয়ার রন্ধ্র
৫৯. রবার্ট হুক. কত সালে অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রাচীর প্রত্যক্ষ করেন?
ক. ১৯০৩ সালে
খ. ১৮৬৫ সালে
গ. ১৮৯৬ সালে
ঘ. ১৬৬৫ সালে
৬০ কোষপ্রাচীর গঠিত হয়-
ক. শর্করা ও প্রোটিন নিয়ে
খ. সেলুলোজ ও লিগনিন নিয়ে
গ. শর্করা ও হেমিসেলুলোজ নিয়ে
ঘ. সেলুলোজ ও প্রোটিন নিয়ে
৬৩. কোষঝিল্লিতে অলিগোস্যাকারাইডের পরিমাণ কত?
ক. ১.০% খ. ১.২%গ. ১.৩% ঘ. ১.৫%
৬৪. কোষের ঋবপড়মহরুবৎ বলা হয় কোনটিকে?
ক. গাইকোফ্যালিক্স
খ. কার্বোহাইড্রেট শৃঙ্খল
গ. প্রোটন শৃঙ্খল
ঘ. ফসফোলিপিড অণু
৬৫. ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোনটি অবস্থান করে?
ক. কোলেস্টেরল অণু
খ. প্রোটিণ অণু
গ. আন্তঃঝিল্লি প্রোটিন
ঘ. গাইকোলিপিড
৬৬. কোষঝিল্লির শুষ্ক. ওজনের কতভাগ. প্রোটিন?
ক. ৪০-৫০%
খ. ৬০-৮০%
গ. ৭০-৯০৫
খ. ৬০-৯০%
৬৭. কোষঝিল্লির শুষ্ক. ওজনের কতভাগ. লিপিড?
ক. ১০-১৫%
খ. ১৫-২০%
গ. ২০-৪০%
ঘ. ৩৫-৫৫%
৬৮. কোষঝিল্লিতে কত ধরনের প্রোটিনের উপস্থিতি পাওয়া গেছে?
ক. ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৫ ধরনের
৬৯. যে প্রোটিন অণুগুলো লিপিড স্তরের বাইরে অবস্থান করে তাদের কী বলে?
ক. প্রান্তীয় প্রোটিন অনু
খ. অন্তঃঝিল্লি প্রোটিন অণু
গ. ইন্টিগ্রাল প্রোটিন অণু
ঘ. গাইকোলিপিড
৭০. ইন্টিগ্রাল প্রোটিন অণু কোষঝিল্লিতে কি সৃষ্টি করে?
ক. ইলেকট্রন চ্যানেল
খ. আয়ন চ্যানেল
গ. প্রোটন চ্যানেল
ঘ. নিউট্রন চ্যানেল
৭১. কোষঝিল্লির লিপিড স্তরের মাঝে কী ধরনের অণুর বিক্ষিপ্ত অবস্থান লক্ষ করা যায়?
ক. প্রোটিন অণু
খ. পলিস্যাকারাইড অণু
গ. অ্যাস্টার অণু
ঘ. কোলেস্টেরল অণু
৭২. গাইকোলিপিড ও গাইকোপ্রোটিনকে একত্রে কি বলে?
ক. গাইকোফরেক্স
খ. গাইকোজেন
গ. লিপোপ্রোটিন
ঘ. গাইকোক্যালিক্স
৭৩. কোষঝিল্লি প্রকৃতপক্ষে কোন অবস্থায় বিরাজ করে?
ক. কঠিন
খ. তরল
গ. গ্যাসীয়
ঘ. জেলির মতো
৭৪. কোষঝিল্লির লিপিডের শতকরা কত ভাগ. ফসফোলিপিড?
ক. ৩০-৩৫ ভাগ
খ. ৩৭-৪২ ভাগ
গ. ৪৫-৪৭ ভাগ
ঘ. ৫৫-৫৭৮ ভাগ
৭৫. কোষঝিল্লির প্রোটিনসমূহের অধিকাংশই কোন প্রকৃতির?
ক. এনজাইম
খ. কো-এনজাইম
গ. হরমোন
ঘ. ইনহিবিটর
৭৬. কোষঝিল্লির সরল লিপিড কোনটি?
ক. গাইকোলিপিড
খ. গাইকোফসফোটাইড
গ. ফসপোটাইডিক. এসিড
ঘ. পলিস্যাকারাইড
৭৭. কোষঝিল্লির জটিল ফসফোলাইপিডের মধ্যে কোনটি প্রধান?
ক. লেসিথিন
খ. গাইকোলিপিড
গ. গাইকোফসফোটাইড
ঘ. ফসফোটাইড
৭৮. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ করে কোন কোষ অঙ্গাণুটি?
ক. কোষ প্রাচীর
খ. কোষ ঝিল্লি
গ. সাইটোপ্লাজম
ঘ. নিউক্লিয়াস
৭৯. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ করে কোন কোষ অঙ্গাণুটি?
ক. কোষ প্রাচীর
খ. কোষঝিল্লি
গ. সাইটোপ্লাজম
ঘ. নিউক্লিয়াস
৮০. প্লাজমামেমব্রেন কোন প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে?
ক. ফ্যাগোসাইটোসিস
খ. ব্যাপন
গ. পিনোসাইটোসিস
ঘ. অভি¯্রবণ
৮১. সাধারণভাবে জীবদেহে কোনটি দেখা যায়?
ক. টিস্যু
খ. কোষ
গ. অঙ্গ-প্রত্যঙ্গ
ঘ. নিউক্লিয়াস
৮৩. জীবনধারণের জন্য প্রয়োজনীয় সকল জৈবিক. কার্যক্রম সম্পন্ন হয় কোথায়?
ক. টিস্যুতে
খ. কোষে
গ. অঙ্গে
ঘ. হৃৎপিন্ডে
৮৪. জীবনের মৌলিক. ভিত্তি কোনটি?
ক. প্রোটোপ্লাজম
খ. সাইটোপ্লাজম
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. ক্লোরোপ্লাস্ট
৮৫. কোষ কিসের ভৌত একক?
ক. সাইটোপ্লাজম
খ. মাইটোকন্ড্রিয়া
গ. প্রোটোপ্লাজম
ঘ. ক্লোরোপ্লাস্ট
৮৬. ঈুঃড়ষড়মু অর্থ কী?
ক. প্রাণীবিদ্যা
খ. কোষ বিদ্যা
গ. অঙ্গ. বিদ্যা
ঘ. জীববিদ্যা
৮৭. জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো কীসের সমষ্টি?
ক. টিস্যুর
খ. কোষের
গ. সেন্ট্রিওলের
ঘ. নিউক্লিয়াসের
৮৮. বহুসংখ্যক. ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমষ্টি হচ্ছে-
ক. উঘঅ
খ. জিন
গ. গলজি বস্তু
ঘ. টিস্যু
৮৯. নিচের কোনটি জীবের জীবনের একক?
ক. টিস্যু
খ. ক্রোমোজোম
গ. কোষ
ঘ. ক্লোরোপ্লাস্ট
৯১. জীবদেহের মূল ভিত্তি হচ্ছে-
ক. কোষ
খ. কোষপ্রাচীর
গ. নিউক্লিয়াস
ঘ. ক্লোরোপ্লাস্ট
৯২. জীববিজ্ঞানের কোন শাখায় কোষ এবং কোষস্থ সজীব পদার্থের জৈব রাসায়নিক. গঠন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচিত হয়?
ক. কোষবিদ্যা
খ. প্রজননবিদ্যা
গ. ভ্রণবিদ্যা
ঘ. শ্রেণিবিন্যাসবিদ্যা
৯৬. কে কোষ আবিষ্কার ও নামকরণ করেন?
ক. লিউয়েন হুক
খ. রবার্ট ব্রাউন
গ. রবার্ট হুক
ঘ. জ্যানসেন্স
৯৭. রবার্ট হুক. ছিলেন-
ক. ইংরেজ ইঞ্জিনিয়ার
খ. গ্রিক. দার্শনিক
গ. গ্রিক. কবি
ঘ. ইংরেজ চিকিৎসক
১০০. ঝপযষবরফবহ কোন দেশের নাগরিক. ছিলেন?
ক. সুইডেন
খ. ইংল্যান্ড
গ. জার্মানির
ঘ. গ্রিক
১০১. পিউরিন জাতীয় ক্ষারক. হলো-
i) অ্যাডেনিন
ii) গুয়ানিন
iii) থাইমিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০২. পাইরিডিমিন জাতীয় ক্ষারক. হলো-
i) থাইমিন
ii) ইউরাসিল
iii) সাইটোসিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০৩. উঘঅ অনুলিপনের ট্রান্সক্রিপসন পর্যায়ে সজঘঅ উৎপন্নের সময়
i) অ্যাডিনিনের বিপরীতে ইউরাসিল যুক্ত হয়
ii) অ্যাডিনিনের বিপরীতে থায়ামিন যুক্ত হয়
iii) সাইটোসিনের বিপরীতে গুয়ানিন যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।